দাখিল ৬ষ্ঠ/ষষ্ঠ শ্রেণির বাংলা ৩য় পত্র ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,দাখিল ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় পত্র ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, dakhil class 6 bangla 3rd paper solution (3rd week) 2022

শ্রেণি: ৬ষ্ঠ/2022 বিষয়: বাংলা এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


এসাইনমেন্ট শিরোনামঃ

অ্যাসাইনমেন্ট (শিরোনামসহ): পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির চনাকে চলিত ভাষারীতিতে নৃপন্তর করা

শিখনফল/ বিষয়বস্তুঃ শিখনফল ১১.১: বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য নিরূপণ করতে পারবে।

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):

নির্দেশনা:

• বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের ৭ পৃষ্ঠার ‘সাধু ও চলিত ভাষা’র আলোচনা পড়তে হবে।
• পাঠ্যবই থেকে ‘সততার পুরস্কার’ গল্পটি পড়তে হবে।

কাজের ধাপ:

ক. সাধু ও চলিত ভাষারীতির ধারণা দিতে হবে।
খ.‘সততার পুরস্কার’ গল্প থেকে দশটি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে।
গ. লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখাতে হবে।
ঘ. লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য ছকে দেখাতে হবে।


২০২২ সালের ৬ষ্ঠ শ্রেণি এসাইনমেন্ট ৩য় সপ্তাহের বাংলা উত্তর

ক) নিচে সাধু ও চলিত ভাষার পার্থক্য আলোচনা করা হলোঃ

সাধু ভাষাচলতি ভাষা
যে ভাষা রীতিতে ক্রিয়া ও সর্বনাম পদ পূর্ণরূপে বিদ্যমান থাকে তাকে সাধুভাষা বলে।যে ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ ছোট সন্ধি ও সমাস যুক্ত পদ প্রায় নেই বললে বলে তাকে চলিত ভাষা বলে।
তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি।তদ্ভব ও দেশি – বিদেশি শব্দের ব্যবহার বেশি।
সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার দীর্ঘায়িত রূপ ব্যবহার হয় । যেমন- করিতেছে , যাইতেছে , চলিতেছে (সমাপিকা ক্রিয়া) ইত্যাদি ।

খাইয়া , ধরিয়া , যাইয়া (অসমাপিকা ক্রিয়া) ইত্যাদি।
সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপের ব্যবহার । যেমন করছে , চলছে , যাচ্ছে (সমাপিকা ক্রিয়া) ইত্যাদি ।

 খেয়ে , ধরে , যেয়ে (অসমাপিকা ক্রিয়া) ইত্যাদি ।
সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয় ।

 যেমনঃ তাহার , যাহার , ইহা , উহা ইত্যাদি ।
সর্বমান পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় ।

 যেমনঃ তার , যার , এ , ও ইত্যাদি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ) “ সততার পুরস্কার ” গল্প থেকে দশটি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর ।

১ । সাধুভাষা : তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল , তাহার কাছে গেলেন । চলিতভাষা : তারপর স্বগীয় দূত আগে যে টাকওয়ালা ছিল , তার কাছে গেলেন ।
২ । সাধুভাষা : সেখানে গিয়ে আগের মতো একটি গাভি চাহিলেন ।চলিতভাষা : সেখানে গিয়ে আগের মত একটি গাভি চাইলেন ।
৩। সাধুভাষা : সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিলনা ।চলিতভাষা : সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিলোনা ।
৪। সাধুভাষা : তখন স্বর্গীয় দূত বলিলেন , আচ্ছা , যদি তুমি মিথ্যা বলিয়া থাক , তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন ।চলিতভাষাঃ তখন স্বর্গীয় দূত বললেন , যদি তুমি মিথ্যা বলে থাক , তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবেন । 
৫। সাধুভাষা : তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধছিল , তাহার কাছে গিয়ে বলিলেন , আমি এক বিদেশি । চলিতভাষা : তারপর স্বর্গীয়দূত আগে যে অন্ধছিল , তার কাছে গিয়ে বললেন , আমি এক বিদেশি ।
৬। সাধুভাষা : বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। চলিতভাষা : বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৭। সাধুভাষা : ইহাতে তোমার ভাগ্য খুলিবে। চলিতভাষা : এতে তোমার ভাগ্য খুলবে ।
৮ । সাধুভাষা : যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন , আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি । চলিতভাষা : যিনি তোমার চোখ ভালো করে দিছেন , আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি । 
৯। সাধুভাষা : আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি ।চলিতভাষা : আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি ।
১০। সাধুভাষা : আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন , আর তাহাদের উপর বেজার হইয়াছেন ।চলিতভাষা : আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন , আর তাদের উপর বেজার হয়েছেন ।

গ) লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলতি ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখানো হলোঃ-

সাধু ভাষাচলতি ভাষা
তাহারতার
তাহাকেতাকে
তাহাদেরতাদের
কাহারোকারো
ইহারএর
ইহাতেএতে

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ঘ) লিখিত দশটি বাক্য থেকে সাধুভাষা ও চলিতভাষার ক্রিয়ার পার্থক্য ছেকে দেখানো হলেঃ-

সাধু ভাষাচলতি ভাষা
চাহিলেনচাইলেন
বলিলেনবললেন
ফুরাইয়াফুরিয়ে
দিয়াছেনদিছেন
খুলিবেখুলবে
হইয়াছেনহয়েছেন

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/



Leave a Comment