ডিগ্রি ১ম বর্ষ গার্হস্থ্য অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন, ডিগ্রি প্রথম বর্ষের ১০০% কমন গার্হস্থ্য অর্থনীতি ১ম পত্র সাজেশন, degree 1st year home economics 1st paper super suggestion

Google Adsense Ads

বিষয়: Degree 1st Year Exam Home economics 1st paper Suggestion 2025

গার্হস্থ্য অর্থনীতি প্রথম পত্র।

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. একক সিদ্ধান্ত বলতে কী বুঝ?
উত্তর: যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে একক সিদ্ধান্ত বলে।

২. গৃহ ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর: পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সকল জিনিসের যোগান দেয়াকে গৃহ ব্যবস্থাপনা বলে।

৩. গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।
উত্তর: গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হলো: পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ইত্যাদি।

৪. গৃহায়ন বলতে কী বুঝ?
উত্তর: গৃহায়ন বলতে কোনো স্থানকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা বোঝায়, যেখানে মানুষ তার সামাজিক কর্মকান্ড সুষ্ঠভাবে সম্পাদন করতে পারে।

৫. তত্ত্বাবধান কাকে বলে?
উত্তর: তত্ত্বাবধান হলো কোনো কাজ সঠিকভাবে সম্পান্ন করার জন্য তদারকি করা।

৬. গৃহ ব্যবস্থাপনার প্রেষণা বলতে কী বুঝ?
উত্তর: গৃহ ব্যবস্থাপনার মূল্যবোধ, লক্ষ ও মান নির্দেশক গুলোকেই প্রেষণা সৃষ্টিকারী ধারণা হিসেবে চিহিৃত করা হয়।

৭. লক্ষ কী?
উত্তর: লক্ষ হলো পরিকল্পনার মাধ্যমে উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করাই লক্ষ।

৮. প্রচলিত মান কী?
উত্তর: সমাজে কিছু নিয়মকানুন রয়েছেযা সবাইকে অনুসরণ করতে হয় তাকে প্রচলিত মান বলে।

৯. জীবনযাপনের মান কী?
উত্তর: কোনো ব্যক্তির ভোগ করার পরিমাণগতও গুণগত দিকহলো জীবনযাপনের মান।

১০. আত্ম-মূল্যায়ন কী?
উত্তর: নিজের কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হলো আত্ম-মূল্যায়ন।

১১. সম্পদ কত প্রকার?
উত্তর: সম্পদ তিন প্রকার।

১২. মানবীয় সম্পদ বলতে কী বোঝ?
উত্তর: মানুষের নিজস্ব প্রতিভা বা গুণাগুণের বহিঃপ্রকাশ হলো মানবীয় সম্পদ।

১৩. মানবীয় সম্পদগুলো চিহিৃত কর?
উত্তর: মানুষের অন্তর্নিহিত গুণাবলি যেমন: জ্ঞান, বৃদ্ধি, দক্ষতা, শক্তি ইত্যাদি হলো মানবীয় সম্পদ।

১৪. পারিবারিক জীবনচক্র কী?
উত্তর: শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পরিবার থেকে তার যে সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে পারিবারিক জীবনচক্র বলে।

১৫. সংগঠন বলতে কী বুঝ?
উত্তর: কাজ, কর্মী ও সম্পদের মাঝে সংযোগ সাধন করাই হলো সংগঠন।

১৬. বিনিয়োগ অর্থ কী?
উত্তর: সাধারণ অর্থে জমিজমা, ঘরবাড়ি, ভোগ্যপণ্য সেবা বা ব্যবস্যা বাণিজ্যে যে অর্থ ব্যয় করা হয় তাকে বিনিয়োগ বলে।

১৭. মোট আয় কী?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ের আর্থিক আয় ও প্রকৃত আয়ের সমন্বয়কে মোট আয় বলে।

১৮. আয় কত প্রকার?
উত্তর: আয় তিন প্রকার।

১৯. মানসিক আয় কাকে বলে?
উত্তর: আর্থিক ও প্রকৃত আয় হতে পরিবাবার যে মানসিক পরিতৃপ্তি পায় তাই মানসিক আয়।

২০. বাজেট কী?
উত্তর: নির্দিষ্ট সময়ব্যাপি সরকারের সম্ভাব্য আয়Ñ ব্যায়ের হিসাবই বাজেট।

২১. বাজেটের খাতগুলো লেখ।
উত্তর: বাজেটের খাতগুলো হলো: খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা ও সঞ্চয়।

২২. সঞ্চয়ের মাধ্যম কোনগুলো?
উত্তর: সঞ্চয়ের মাধ্যমগুলো হলো: পেনসন, গ্রাচুইটি, কল্যাণ তহবিল, সেচ্ছামূলক সঞ্চয়, শেয়ার, জীবন বীমা ইত্যাদি।

২৩. পারিবারিক হিসাব রাখার পদ্ধতি কয়টি?
উত্তর: পারিবারিক হিসাব রাখার পদ্ধতি দুইটি।

২৪. ক্লান্তি কত প্রকার ও কী কী?
উত্তর: ক্লান্তি দুই প্রকার। যথা: ১. দুর্বলতা ও ২. অবসাদ।

২৫. গৃহ নকশা কাকে বলে?
উত্তর: গৃহ নির্মাণের পূর্বে গৃহের যাবতীয় প্রয়োজন অনুযায়ী কাগজে যে চিত্র অঙাকন করা হয় তাকে গৃহ নকশা বলে।

২৬. গৃহ পরিকল্পনার মূল এলাকা কয়টি?
উত্তর: গৃহ পরিকল্পনার মূল এলাকা ৩টি।

২৭. গৃহের কৃত্রিম আলোর উৎস কি?
উত্তর: গৃহের কৃত্রিম আলোর উৎসসমূহ হলো বেদ্যুতিক লাইট, টর্চ, মোমবাতি ইত্যাদি।

২৮. কয়েকটি সহজলভ্য গৃহনির্মাণ সামগ্রীর নাম লেখ।
উত্তর: কয়েকটি সহজলভ্য গৃহনির্মাণ সামগ্রীর নাম হলো বাঁশ, বেত, কাঠ, গোলপাতা, খড় ইত্যাদি।

২৯. নমনীয় আসবাব কী?
উত্তর: গৃহের পরিসরছোট হলে যখন একটি আসবাবকে বহুবিধ ক্ষেত্রে ব্যবহার করা হয় সেসব আসবাবকে নমনীয় আসবাব বলে।

৩০. পরিবেশ দূষণ কী?
উত্তর: কোনো কারণে যখন পরিবেশ তার স্বাভাবিকতা হারায় বা পরিবেশে বিভিন্ন উপাদানের কাঙ্খিত মাত্রা বিনষ্ট হয় এবং সেই পরিবেশ জীব জগতের জন্য ক্ষতিকর ও অসহনীয় হয়ে ওঠে তখন এ অবস্থাকে পরিবেশ দূষণ বলে।

খ বিভাগ 

  • সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব লিখ। 
  • পারিবারিক জীবনে গৃহ ব্যবস্থাপনার গুরুত্ব লিখ। 
  • সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলাে লিখ, অথবা, গৃহ ব্যবস্থাপনার দর্শন লিখ।
  • গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ কী? 
  • গৃহব্যবস্থাপনার সমষ্যা সম্পর্ক লেখ। 
  • জীবস যাপনের মান ও জীবন মানের সম্পর্ক ব্যাখ্যা কর।
  • গৃহ ব্যবস্থাপনার দর্শন ব্যখ্যা কর।
  •  সম্পদের বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর।
  • সময় পরিকল্পনার কৌশলগুলাে বর্ণনা কর। 
  • সম্পদের উপযােগিতা বৃদ্ধির উপায় বর্ণনা করা।
  • বাজেট বৈশিষ্ট্য লিখা। 
  • বাজেটের প্রয়ােজনীয়তা কী?
  • পারিবারিক বাজেটের সুবিধা উল্লেখ করা
  • ঋণের সুবিধা ও অসুবিধা লেখ।
  • ক্লন্তি বলতে কি বুঝ?
  • সময় ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়সমূহ লেখ।
  • পারিবারিক আয় বাড়ানাের উপায় লেখা।
  • গৃহ নকশা পরিকল্পনার নীতি সম্পর্কে লেখ।
  • গৃহ নকশা তৈরি করার সময় কোন কোন বিষয় বিবেচনা করা উচিত?
  • গৃহের বিভিন্ন কক্ষের সুষ্ঠ ব্যবহার সম্পর্কে লিখা। 
  • গৃহ নকশা পরিকল্পনার নীতি সম্পর্কে লিখ।
  • আধূনিক গৃহ নির্মাণ সমগ্রী সম্পর্কে লিখ।
  • শব্দদূষণ বলতে কী বুঝ?
  • পরিবেশ বলতে কী বুঝ? 
  • পরিবেশ সংরক্ষণে পরিবারে ভুমিকা লিখ। 
  • পরিবেশ দূষণ বলতে কী বুঝ?

১. গৃহ ব্যবস্থাপনার দর্শন ব্যাখ্যা কর।

২. গার্হস্থ্য অর্থনীতির অন্যান্য ব্যবস্থার সাথে গৃহ ব্যবস্থাপনার সম্পর্ক লেখ।

৩. গৃহ ব্যবস্থাপনার সমস্যা সম্পর্কে লেখ।

৪. মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো লেখ।

৫. জীবনযাপনের মান ও জীবনের মানের সম্পর্ক ব্যাখ্যা কর।

৬. সময় ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়সমূহ লেখ।

৭. মানবীয় ও অমানবীয় সম্পদের বৈশিষ্ট্য লেখ।

Google Adsense Ads

৮. সম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায় বর্ণনা কর।

৯. সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো লেখ।

১০. পারিবারিক অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে লেখ।

১১. পারিবারিক আয় বাড়ানোর উপায় লেখ।

১২. পারিবারিক বাজেটের সুবিধা উল্লেখ কর।

১৩. ঋণের সুবিধা-অসুবিধা লেখ।

১৪. ক্লান্তি কমানোর উপায় সম্পর্কে লেখ।

১৫. শক্তি ব্যবহারের নীতি আলোচনা কর।

১৬. আসবাবপত্রের যত্ন সম্পর্কে আলোচনা কর।

১৭. বাসগৃহ নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।

১৮. পরিবেশ দূষণের কারণ লেখ।

১৯. আসাবাবপত্র নির্বাচনের বিবেচ্য বিষয় কী কী?

২০. জলবায়ু ও স্থানভেদে গৃহ নির্মাণ সামগ্রীগুলোর উপযোগিতা ব্যাখ্যা কর।

গ বিভাগ

  • সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝ? 
  • সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলাে বর্ণনা করা অথবা সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি  আলােচনা কর।
  • মূল্যবোধের শেণিবিভাগ কর। লক্ষ্যের বৈশিষ্ট্য আলোচনাপূর্ক এ শ্রেণিবিভাগ লেখা 
  • “গৃহ ব্যবস্থঅপনার পদ্ধতিটি চক্রাকারে অবতিথ হয়”। এই উক্তির আলােকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিআলােচনা করা৷
  • গৃহ ব্যবস্থাপনার লক্ষ্যে, মূলবােধ ও মানের অন্তঃসম্পর্ক ব্যখ্যা কর।
  • পারিবারিক সম্পদ বলতে কী বুঝ? সম্পদের বৈশিষ্ট্যগুলাে ব্যখ্যা কর।
  • সময় ও শক্তি ব্যভহারের নীতি আলােচনা করা।
  • পারিবারিক সঞ্চয়ের পদ্ধতিগুলাে আলােচনা করা
  • পারিবারিক বাজেটের সুবিধা অসুবিধা গুলাে লিখ।
  • সার্বিকভাবে গৃহকর্ম সম্পাদনে কাজ সহজকরণ পদ্ধতির ভূিমিকা রণনা কর।
  • শক্তি ব্যবহারের পদ্ধতি লেখা শ্রম লাঘবের জন্য কিভাবে শক্তি ব্যয় করা যায়-আলােচনা কর।
  • বাসর ঘর ও শয়নকক্ষের আলাে ও রং এর বিন্যাস সম্পর্কে লিখ।
  • বসবাসের জন্য কী প্ৰকার পরিবেশ প্রয়ােজন? বাসগৃহের জন্য জঙ্গি নির্বাচরে বিবেচ্য বিষয়সমূহ আলােচনা কর।
  • নীল নক্সা বলেতে কী বুঝ? গৃহ নির্মানে নক্সা পরিকল্পনার নীতিসর্মই আলোচনা কর।
  • গৃহ নকশার গুরুত্ব লেখা একটি গৃহ নকশা প্রণয়নের বিচ্য বিষংগুলাে আলােচনা কর। 
  • আর্সেনিক কী? আর্সেনিক দূষণের কারণ, মানবদেহে এর প্রভাব প্রতিকার উপায়সমূহ আলােচন estadoকর।
  • আসবাবপত্র বিন্যাসের মূলনীতিগুলাে সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর। 
  • আসবাবপত্র নির্বাচন ও আসবাব বিন্যাসের মধ্যে পার্থক্য কী? আসবার ক্রয়কারীন বিবেচ্য বিষয়গুলাে উল্লেখ করা
  • পরিবেশ দূষণের প্রতিরােধ ব্যবস্থা আলােনা কর।

১. ‘গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিটি চক্রাকারে আবর্তিত হয়।’ এই উক্তিটি আলোকে গৃহ ব্যবস্থাপনা পদ্ধতিটি আলোচনা কর।

২. পারিবারিক ও সামাজিক গুরুত্বের আঙ্গিকে গৃহ ব্যবস্থাপনা বিষয়টি মূল্যায়ন কর।

৩. পরিকল্পনা রচনার নীতিগুলো আলোচনা কর।

৪. লক্ষ্য কী? লক্ষ্য, মূল্যবোধ ও মানের পারষ্পারিক সম্পর্ক আলোচনা কর।

৫. পারিবারিক সম্পদ বলতে কী বোঝ? সম্পদের বৈশিষ্টগুলো ব্যাখ্যা কর।

৬. সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি আলোচনা কর।

৭. সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝ? সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো বর্ণনা কর।

৮. বাজেটের সুবিধাসমূহ লেখ। পারিবারিক বাজেট তৈরির নিয়ামাবলী উল্লেখ কর।

৯. সঞ্চয়ের উদ্দেশ্য কী? বাধ্যতামূলক সঞ্চয় সম্বন্ধে লেখ।

১০. সার্বিকভাবে গৃহকর্ম সম্পাদনে কাজ সহজকরণ পদ্ধতির ভূমিকা বর্ণন কর।

১১. ক্লান্তির শ্রেণিবিভাগ বর্ণনা কর।

১২. শক্তি ব্যবহারের পদ্ধতি লেখ। শ্রম লাঘবের জন্য কীভাবে শক্তি ব্যয় করা যায় আলোচনা কর।

১৩. বসবাসের জন্য কোন প্রকার পরিবেশ প্রয়োজন? বাসগৃহের জন্য জমি নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।

১৪. নীল নকশা বলতে কী বোঝ? গৃহ নির্মাণে নকশা পরিকল্পনার নীতিসমূহ আলোচনা কর।

১৫. বাংলাদেশের সহজলভ্য গৃহ নির্মাণ সামগ্রীগুলোর বৈশিষ্ট্য আলোচনা কর।

১৬. গৃহ নকশার গুরুত্ব লেখ। একটি গৃহ নকশা প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।

১৭. আসবাবপত্র বিন্যাসের মূলনীতিগুলো সম্পর্কে বিস্তারিত লেখ।

১৮. আসবাব নির্বাচন ও আসবাব বিন্যাসের মধ্যে সাদৃশ্য কী? আসবাব ক্রয়কালীন বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।

১৯. পরিবেশ দূষণের প্রতিরোধ ব্যবস্থা আলোচনা কর।

২০. আর্সেনিক কী? আর্সেনিক দূষণের কারণ, মানবদেহে এর প্রভাব ও প্রতিকারের উপায়সমূহ আলোচনা কর।

Google Adsense Ads

Leave a Comment