১। কোন প্রযুক্তিতে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়?
(ক) এক্সপ্লান্ট কালচার
(খ) জীন ক্লোনিং
(গ) ডিএনএ রিকম্বিনেন্ট
(ঘ) টিস্যু কালচার
উত্তরঃ (ঘ) টিস্যু কালচার
২। বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়েছিল?
(ক) ১৯০২
(খ) ১৯৭০
(গ) ১৯১৯
(ঘ) ১৯৫২
উত্তরঃ (গ) ১৯১৯
৩। কত সালে সর্বপ্রথম কোষ কালচারের চেষ্টা করা হয়?
(ক) ১৯৭০
(খ) ১৯৭২
(গ) ১৯০২
(ঘ) ১৯১৯
উত্তরঃ (গ) ১৯০২
৪। টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় কাকে?
(ক) Morgan
(খ) Haberlandt
(গ) Gautheret
(ঘ) While
উত্তরঃ (খ) Haberlandt
৫। বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
(ক) কার্ল এরেকি
(খ) হ্যাবারল্যান্ড
(গ) লিন্ডেনম্যান
(ঘ) এরিস্টেটল
উত্তরঃ (ক) কার্ল এরেকি
৬। পুষ্টি মাধ্যমে পাত্র ও অন্যান্য কাঁচের জিনসপত্র নর্বীজ করা হয়-
(ক) অটোক্লেভে
(খ) গরম বায়ু ওভেনে
(গ) বার্ণারে
(ঘ) অ্যালকোহলে ডুবিয়ে
উত্তরঃ (খ) গরম বায়ু ওভেনে
৭। গরম বায়ু ওভেনে পুষ্টি মাধ্যমের পাত্র নির্বীজকরণে প্রয়োগকৃত তাপমাত্রা কত?
(ক) 121°C – 123°C
(খ) 160°C – 180°C
(গ)121°F – 123°F
(ঘ) 160°F – 180°F
উত্তরঃ (খ) 160°C – 180°C
৮। গরম বায়ু ওভেনে পুষ্টি মাধ্যমের পাত্রটি নির্বীজকরণে কত সময় ধরে রেখে দিতে হয়?
(ক) 1-2 ঘন্টা
(খ) 2-3 ঘন্টা
(গ) 15-30 মিনিট
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (ক) 1-2 ঘন্টা
৯। যে যন্ত্রের সাহায্যে জীবাণু ধ্বংশ করা যায়-
(ক) মাইক্রোস্কোপ
(খ) কালচার মিডিয়া
(গ) অটোক্ল্যাভ
(ঘ) গ্লাইকোসেট
উত্তরঃ (গ) অটোক্ল্যাভ
১০। মেরিস্টেম কালচার পদ্ধতি প্রয়োগ করে নিম্নের কোন উদ্ভিদের প্রজনন করা হয়-
(ক) বেল
(খ) বেগুন
(গ) টমেটো
(ঘ) কলা
উত্তরঃ (গ) টমেটো
১১। উদ্ভিদের টিস্যু কালচারের জন্য ব্যাসাল মিডিয়ামের উপযুক্ত PH কত?
(ক) 3.5 – 5.5
(খ) 5.5 – 5.8
(গ) 5.8 – 7.5
(ঘ) 7.5 – 7.8
উত্তরঃ (খ) 5.5 – 5.8
১২। কালচার মিডিয়ামের সুক্রোজের পরিমাণ কত ভাগ?
(ক) ১-২%
(খ) ২-৩%
(গ) ১-৪%
(ঘ) ২-৪%
উত্তরঃ (ঘ) ২-৪%
১৩। টিস্যু কালচারের সময় ক্যালাস সৃষ্টির জন্য উপযুক্ত তাপমাত্রা –
(ক) 17 – 20°C
(খ) 17 – 30°C
(গ) 17 – 25°C
(ঘ) 28 – 40°C
উত্তরঃ (ক) 17 – 20°C
১৪। আলু ও টমাটোর উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্টি নতুন উদ্ভিদের নাম –
(ক) আলু-টম
(খ) টমালু
(গ) পোমাটো
(ঘ) আলম্যাটো
উত্তরঃ (গ) পোমাটো
১৫। মিডিয়াম জীবাণুমুক্তকরণে অটোক্লেভ যন্ত্রে ব্যবহৃত তাপমাত্রা কত?
(ক) ১২৩° সে
(খ) ১২১° সে
(গ) ১১২° সে
(ঘ) ১৩২° সে
উত্তরঃ (খ) ১২১° সে
১৬। মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে প্রয়োগ করে নিম্নের কোন উদ্ভিদের প্রজনন করা হয়?
(ক) স্ট্রবেরি
(খ) তরমুজ
(গ) কলা
(ঘ) তুঁত
উত্তরঃ (ঘ) তুঁত
১৭। ইন ভিট্রো সিলেকশন পদ্ধতি প্রয়োগ করে নিম্নের কোন উদ্ভিদের কালচার করা হয়?
(ক) স্ট্রবেরি
(খ) তরমুজ
(গ) কলা
(ঘ) সরিষা
উত্তরঃ (গ) কলা
১৮। সর্বপ্রথম রিকম্বিনেট DNA তৈরি করেন কে?
(ক) Paul Berg
(খ) Herbert Boyer
(গ) Stanley Cohen
(ঘ) Rudolf Jaenisch
উত্তরঃ (ক) Paul Berg
১৯। সর্বপ্রথম ট্রান্সজেনিক প্রাণীটি ছিল-
(ক) Escherichia coli
(খ) ইঁদুর
(গ) Golfish
(ঘ) Synthia
উত্তরঃ (খ) ইঁদুর
২০। প্রথম ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করেন কে?
(ক) Paul Berg
(খ) Herbert Boyer
(গ) Stanley Cohen
(ঘ) Rudolf Jaenisch
উত্তরঃ (ঘ) Rudolf Jaenisch
২১। সর্বপ্রথম ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবিত হয় কত সালে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৪
(গ) ১৯৮২
(ঘ) ১৯৯৪
উত্তরঃ (খ) ১৯৭৪
২২। প্রথম সিনথেটিক জীবটি কত সালে তৈরি হয়?
(ক) ১৯৮২
(খ) ১৯৯৮
(গ) ২০০৩
(ঘ) ২০১০
উত্তরঃ (ঘ) ২০১০
২৩। কোষ প্রতি প্লাজমিডের সংখ্যা কত হতে পারে?
(ক) ১-১০
(খ) ১-১০০
(গ) ১-১০০০
(ঘ) ১-১০,০০০
উত্তরঃ (গ) ১-১০০০
২৪। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন প্লাজমিড কোনটি?
(ক) F- প্লাজমিড
(খ) F`- প্লাজমিড
(গ) R- প্লাজমিড
(ঘ) কোল প্লাজমিড
উত্তরঃ (গ) R- প্লাজমিড
২৫। কোনটি রেস্ট্রিকশন এনজাইমের উদাহরণ?
(ক) CDNA
(খ) PCR
(গ) Eco RI
(ঘ) CTAG
উত্তরঃ (গ) Eco RI
২৬। আণবিক কাঁচি বলা হয় কোনটিকে?
(ক) প্লাজমিড
(খ) DNA লাইগেজ
(গ) রেস্ট্রিকশন এনজাইম
(ঘ) ট্রান্সক্রিপটেজ
উত্তরঃ (গ) রেস্ট্রিকশন এনজাইম
২৭। কোন DNA তে জিনের সিকুয়েন্স সঠিক আছে কিনা তা জানার জন্য ব্যবহৃত হয়-
(ক) জিন মার্কার
(খ) DNA প্রোব
(গ) ভেক্টর
(ঘ) রেস্ট্রিকশন এনজাইম
উত্তরঃ (খ) DNA প্রোব
২৮। জিন ক্লোনিং এ ব্যবহৃত প্রয়োজনীয় উপাদান নয় কোনটি?
(ক) কাঙ্খিত জিন
(খ) ক্লোনিং ভেক্টর
(গ) এনজাইম
(ঘ) হরমোন
উত্তরঃ (ঘ) হরমোন
২৯। জিন ক্লোনিং এ ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় না কোনটি?
(ক) প্লাজমিড
(খ) ট্রান্সপোজেন
(গ) ভাইরাস
(ঘ) ব্যাকটেরিয়া
উত্তরঃ (ঘ) ব্যাকটেরিয়া
[উত্তর দাতা:(বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩০। বাংলাদেশে প্রথম Genetically Modified খাদ্য ফসল কোনটি?
(ক) Bt-ভূট্টা
(খ) Bt-বেগুন
(গ) Bt-আলু
(ঘ) Bt-গম
উত্তরঃ (খ) Bt-বেগুন
৩১। যে কোন দেহের যে কোন অঙ্গের কোষ তৈরিতে সক্ষম?
(ক) ম্যাক্রোফেজ
(খ) প্লাজমা কোষ
(গ) স্টেম সেল
(ঘ) NK-Cells
উত্তরঃ (গ) স্টেম সেল
৩২। ইনসুলিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া বাজারজাত শুরু করা হয় কত সাল থেকে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৪
(গ) ১৯৮২
(ঘ) ১৯৯৪
উত্তরঃ (গ) ১৯৮২
৩৩। ইনস্যুলিনে অ্যামাইনো এসিডের সংখ্যা কতটি?
(ক) ৫০টি
(খ) ৫১টি
(গ) ৫২টি
(ঘ) ৫৩টি
উত্তরঃ (খ) ৫১টি
৩৪। মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনটি কত নং ক্রোমোসোমে অবস্থিত?
(ক) ৯
(খ) ১০
(গ) ১১
(ঘ) ১২
উত্তরঃ (গ) ১১
৩৫। ইন্টারফেরেন আবিস্কৃত হয় কত সালে?
(ক) ১৯৫৩
(খ) ১৯৬৩
(গ) ১৯৭০
(ঘ) ১৯৫৭
উত্তরঃ (ঘ) ১৯৫৭
৩৬। ব্যাকটেরিয়া কোষ হতে Streptokinase এনজাইম পাওয়া যায় প্রথম কত সালে?
(ক) ১৯৫৭
(খ) ১৯৭০
(গ) ১৯৭২
(ঘ) ১৯৬৭
উত্তরঃ (খ) ১৯৭০
৩৭। টিকা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে?
(ক) জৈবপ্রযুক্তি
(খ) টিস্যু কালচার
(গ) হাইব্রিডাইজেশন
(ঘ) মিউটেশন
উত্তরঃ (ক) জৈবপ্রযুক্তি
৩৮। মানুষের দেহের প্রতিটি কোষে কর্মক্ষম জিনের সংখ্যা কত?
(ক) ২৫০টি
(খ) ২৫০০টি
(গ) ২৫০০০টি
(ঘ) ২৫০০০০টি
উত্তরঃ (গ) ২৫০০০টি
৩৯। টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয়?
(ক) Morgan
(খ) Haberlandt
(গ) Gautheret
(ঘ) While
উত্তরঃ (খ) Haberlandt
৪০। Escherichia coli ব্যাকটেরিয়া জিনসংখ্যা কতটি?
(ক) ১৭০০
(খ) ৩২০০
(গ) ৬০০
(ঘ) ২৫০০
উত্তরঃ (খ) ৩২০০
৪১। DNA কে খন্ডিত করে?
(ক) লাইগেজ এনজাইম
(খ) রেস্ট্রিকশন এনজাইম
(গ) প্রোটিয়েজ এনজাইম
(ঘ) অ্যামাইলেজ এনজাইম
উত্তরঃ (খ) রেস্ট্রিকশন এনজাইম
৪২। ইনসুলিন মানবদেহের কোন অঙ্গাণু থেকে নিঃসৃত হয়?
(ক) যকৃত
(খ) অগ্ন্যাশয়
(গ) পাকস্থলি
(ঘ) ক্ষুদ্রান্ত্র
উত্তরঃ (খ) অগ্ন্যাশয়
৪৩। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়?
(ক) জীন ক্লোরিং
(খ) ডিএনএ রিকম্বিনেট
(গ) টিস্যু কালচার
(ঘ) এক্সপ্লান্ট কালচার
উত্তরঃ (খ) ডিএনএ রিকম্বিনেট
৪৪। কোন বিজ্ঞানী সর্বপ্রথম Biotechnology শব্দটি ব্যবহার করেন?
(ক) Janet Parker
(খ) Karl Erekh
(গ) Edward Jenner
(ঘ) John Clinch
উত্তরঃ (খ) Karl Erekh
৪৫। গ্রিন বায়োটেকনোলজি কোনটি নিয়ে কাজ করে?
(ক) সমুদ্রক্ষেত্র
(খ) কৃষিক্ষেত্র
(গ) চিকিৎসাক্ষেত্রে
(ঘ) শিল্পক্ষেত্র
উত্তরঃ (খ) কৃষিক্ষেত্র
৪৬। নিচের কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত?
(ক) প্লাজমিড
(খ) রেস্ট্রিকশন এনজাইম
(গ) লাইগেজ এনজাইম
(ঘ) ইন্টারফেরন
উত্তরঃ (খ) রেস্ট্রিকশন এনজাইম
৪৭। রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্টি নতুন জীবকে কি বলে?
(ক) ট্রান্সজেনিক
(খ) হাইব্রিড
(গ) সাইব্রিড
(ঘ) ক্লোন
উত্তরঃ (ক) ট্রান্সজেনিক
৪৮। মাষ্টার ব্লু-প্রিন্ট বলা হয় কোনটিকে?
(ক) DNA
(খ) genome
(গ) Chromosome
(ঘ) nucleus
উত্তরঃ (খ) genome
৪৯। DNA কর্তনের সূক্ষ্ম ছুরিকা বলা হয় কোনটিকে?
(ক) রেস্ট্রিকশন এনজাইম
(খ) ডি.এন.এ লাইগেজ
(গ) ট্রান্সক্রিপ্টেজ
(ঘ) প্লাজমিড
উত্তরঃ (ক) রেস্ট্রিকশন এনজাইম
৫০। মানুষের এ পর্যন্ত কয়টি জেনেটিক ডিসঅর্ডার এর কথা জানা গিয়েছে?
(ক) ৩৫০টি
(খ) ৩৫০০টি
(গ) ৩৫০০০টি
(ঘ) ৩৫০০০০টি
উত্তরঃ (খ) ৩৫০০টি
[উত্তর দাতা:(বাংলা নিউজ এক্সপ্রেস)]
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- শীর্ষ ১০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে কী কী?, সর্বকালের সেরা ২০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে
- বৃষ্টির আবহাওয়ায় আমার মোটরসাইকেলের যত্ন
- কিভাবে মরিচা থেকে আপনার মোটরসাইকেলকে রক্ষা করবেন?, বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ?
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper