Advertisement
জার্মানিতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল কিসের প্রভাবে, লুই ফিলিপকে কি বলা হতো, লুই ফিলিপ এর খেতাব কি ছিল
মেটারনিক কে ছিলেন? অথবা, মেটারনিক কে?
উত্তর : অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
মেটারনিকবাদ কি?
উত্তর : মেটারনিকের গৃহীত নীতিকে মেটারনিকবাদ বলে ।
মেটারনিক কোন দেশের শাসক?
উত্তর : অস্ট্রিয়ার শাসক ।
কোন সময়কালকে “মেটারনিকযুগ” বলা হয়?
উত্তর : অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক ১৮১৫ – ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেন তার এই সময় কালকে মেটারনিক যুগ বলে ।
ভিয়েনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৮১৫ সালে ।
ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন কে?
উত্তর : অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক।
Concert of Europe কি?
উত্তর : ফ্রান্সকে দুর্বল করে ফরাসি বিপ্লবের ভাবধারাকে প্রতিরোধ করার জন্য পবিত্র চুক্তি ও চতুঃশক্তি চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে একতা ও সম্প্রীতির স্থাপিত হয়েছিল তাই Concert of Europe নামে পরিচিত।
Advertisement
পবিত্র চুক্তি কি?
উত্তর : রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার খ্রিস্টধর্মের মূলনীতির ভিত্তিতে ইউরোপীয় নেতৃবর্গের সাথে যে চুক্তি সম্পাদন করেন তাকে পবিত্র চুক্তি বলে ।
পবিত্র চুক্তির (Holy Alliance) উদ্যোক্তা কে ছিলেন?, পবিত্র সন্ধি (Holy Alliance) কার পরিকল্পনা? , পবিত্র সন্ধির উদ্ভাবক কে?
উত্তর : রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ।
পবিত্র চুক্তির মূলনীতি কি ছিল?
উত্তর : শান্তি, মানবপ্রেম ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা কর।
জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়?, জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?, জুলাই বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৮৩০ সালে ।
জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কত দিন?
উত্তর : ৪ দিন। [টেস্ট পরীক্ষা–কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, রাজেন্দ্র কলেজ
জার্মানিতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল কিসের প্রভাবে?
উত্তর : জুলাই বিপ্লবের প্রভাবে
লুই ফিলিপকে কি বলা হতো, লুই ফিলিপ এর খেতাব কি ছিল?
উত্তর : নাগরিক রাজা ।
‘নাগরিক রাজা’ কাকে বলা হয়?
উত্তর : প্রথম লুই ফিলিপকে ।
লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন?
উত্তর : অর্ণয়েন্স বংশের
ফেব্রুয়ারী বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৮৪৮ খ্রিস্টাব্দে।
তৃতীয় নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ কমোছলেন?
উত্তর : ফ্রান্সের প্যারিসে।
ফরাসি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর : লুই নেপোলিয়ন (তৃতীয় লেপোলিয়ন)।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ফেব্রুয়ারি বিপ্লবকে কি বলা হয়?
উত্তর : ফরাসিদের জীবনের মোড় পরিবর্তনকারী।
তৃতীয় নেপোলিয়ন কে ছিলেন?
উত্তর : সম্রাট নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র এবং নেদারল্যান্ডের রাজা লুই বোনাপাটের পুত্র ছিলেন।
তৃতীয় নেপোলিয়নের প্রকৃত নাম কি?
উত্তর : লুই নেপোলিয়ন বোনাপার্ট ।
‘দারিদ্র্যের অবসান’ (Extinction of Pauperism) গ্রন্থ কে লিখেন?
উত্তর : তৃতীয় নেপোলিয়ন ।
তৃতীয় নেপোলিয়নকে কি বলা হয়?
উত্তর : কল্যাণকামী স্বেচ্ছাচারী নরপতি ।
Advertisement 2
কাকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয়?
উত্তর : তৃতীয় নেপোলিয়নকে ।
“তৃতীয় নেপোলিয়ন ছিলেন ইউরোপের জ্বলন্ত মশাল বা অগ্নিকুণ্ড।”—উক্তিটি কে করেছেন?
উত্তর : ইংরেজ লেখক কিংলোক
Advertisement 5
Advertisement 2
Advertisement 3