Google Adsense Ads
জামিলা খাতুন রাহামনি মামুনীর জন্মদিন আজ
মোঃ ফিরোজ খান
আট বছর আগে এসেছিলে মা এই পৃথিবীতে
যেদিন তোমার মা বাবা হেসেছিল আনমনে
সেদিন থেকেই আজকের দিন পর্যন্ত তুমি
মা বাবার ভীষণ আদরের হয়ে আছো বুকেতে।
শুভ হোক তোমার জন্মদিন রাহামনি
আমি চাচ্চু দোয়া করি আল্লাহর কাছে হাত তুলে
তোমার হৃদয়ের গভীরে রেখো যতনে মা বাবাকে
তোমাকে ভালোবাসা দিলাম উপহার প্রাণখুলে।
তোমাকে আদর ভালোবাসা দিলাম সবটুকু
সন্ধ্যার আলোতে,বুকে জড়িয়ে নিলো তোমাকে
জামিলা খাতুন রাহামনি বড় হয়ে তুমি মা বাবার
আর্দশ নিয়ে স্বপ্ন পূরণে এগিয়ে যাবে হেসে হেসে
শুভ জন্মদিন মামুনী তোমার আজকে জন্মদিন
সবার দোয়া ভালোবাসা থাকবে তোমার সাথে
লেখাপড়া করে দেশের প্রতি ভালোবাসা রেখো
সুখী হবে তুমি সবসময় তোমার জীবন গঠনে।
Google Adsense Ads
- স্বেচ্ছাসেবক সিএসআর রিপোর্ট এর বিতর্কসমূহ বর্ণনা কর
- সিএসআর এবং কর্পোরেট কৌশল বলতে কি বুঝায়
- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সূচক সমূহ কি কি
- PSC এর উপ সহকারী পদের প্রশ্ন উত্তর pdf ২০২৫
- ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়,কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ
Google Adsense Ads