জামিলা খাতুন রাহামনি মামুনীর জন্মদিন আজ

Google Adsense Ads

জামিলা খাতুন রাহামনি মামুনীর জন্মদিন আজ

মোঃ ফিরোজ খান

আট বছর আগে এসেছিলে মা এই পৃথিবীতে
যেদিন তোমার মা বাবা হেসেছিল আনমনে
সেদিন থেকেই আজকের দিন পর্যন্ত তুমি
মা বাবার ভীষণ আদরের হয়ে আছো বুকেতে।

শুভ হোক তোমার জন্মদিন রাহামনি
আমি চাচ্চু দোয়া করি আল্লাহর কাছে হাত তুলে
তোমার হৃদয়ের গভীরে রেখো যতনে মা বাবাকে
তোমাকে ভালোবাসা দিলাম উপহার প্রাণখুলে।

তোমাকে আদর ভালোবাসা দিলাম সবটুকু
সন্ধ্যার আলোতে,বুকে জড়িয়ে নিলো তোমাকে
জামিলা খাতুন রাহামনি বড় হয়ে তুমি মা বাবার
আর্দশ নিয়ে স্বপ্ন পূরণে এগিয়ে যাবে হেসে হেসে

শুভ জন্মদিন মামুনী তোমার আজকে জন্মদিন
সবার দোয়া ভালোবাসা থাকবে তোমার সাথে
লেখাপড়া করে দেশের প্রতি ভালোবাসা রেখো
সুখী হবে তুমি সবসময় তোমার জীবন গঠনে।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment