জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম চালু :যে কাজ সমাপ্ত হবে আশাকরি

আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম সীমিত আকারে চালু হচ্ছে।

👉 প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে মানে শুধু অফিস চালু হবে, কোনো কলেজ না।

⭕যেহেতু অফিসের কার্যক্রম চালু হবে তাই অফিস সংক্রান্ত কাজগুলো সমাপ্ত হবে আশাকরি।

চলুন দেখে নেই অফিস সংক্রান্ত কি কি কাজ হতে পারে:

⭕অনার্স (২০১৭-১৮) ২য় বর্ষের ফাইনাল পরিক্ষা হয়েছে প্রায় ৭ মাস হলো। এখনো রেজাল্ট হয় নি। তাই ২য় বর্ষের ফলাফল দ্রুত প্রকাশ হতে পারে।
⭕ডিগ্রি (২০১৮-১৯) ১ম বর্ষের ফলাফল ও প্রকাশ প্রকাশ হতে পারে।

⭕অনার্স (২০১৯-২০) ১ম বর্ষের ফরম ফিল আপ পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হতে পারে।
তার আগে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হতে হবে।
তাই রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু হতে পারে।

⭕(২০১৬-১৭) অনার্স ৩য় বর্ষের লিখিত পরিক্ষা শেষ হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয় নি।

সেশনজট এড়ানোর জন্য তাদের খাতা গুলো দ্রুত বন্টন করে নিরক্ষনের কাজ টা আগিয়ে নিতে পারে।

👉পরে দ্রুত ব্যবাহারিক পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে দিতে পারে।
যাইহোক, এখন দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় কোন কাজগুলো আগে করে।

গ্রুপের সাথেই থাকুন। যেকোনো নোটিশ দিলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

Leave a Comment