Google Adsense Ads
আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম সীমিত আকারে চালু হচ্ছে।
👉 প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে মানে শুধু অফিস চালু হবে, কোনো কলেজ না।
⭕যেহেতু অফিসের কার্যক্রম চালু হবে তাই অফিস সংক্রান্ত কাজগুলো সমাপ্ত হবে আশাকরি।
চলুন দেখে নেই অফিস সংক্রান্ত কি কি কাজ হতে পারে:
⭕অনার্স (২০১৭-১৮) ২য় বর্ষের ফাইনাল পরিক্ষা হয়েছে প্রায় ৭ মাস হলো। এখনো রেজাল্ট হয় নি। তাই ২য় বর্ষের ফলাফল দ্রুত প্রকাশ হতে পারে।
⭕ডিগ্রি (২০১৮-১৯) ১ম বর্ষের ফলাফল ও প্রকাশ প্রকাশ হতে পারে।
⭕অনার্স (২০১৯-২০) ১ম বর্ষের ফরম ফিল আপ পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হতে পারে।
তার আগে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হতে হবে।
তাই রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু হতে পারে।
⭕(২০১৬-১৭) অনার্স ৩য় বর্ষের লিখিত পরিক্ষা শেষ হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয় নি।
সেশনজট এড়ানোর জন্য তাদের খাতা গুলো দ্রুত বন্টন করে নিরক্ষনের কাজ টা আগিয়ে নিতে পারে।
👉পরে দ্রুত ব্যবাহারিক পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে দিতে পারে।
যাইহোক, এখন দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় কোন কাজগুলো আগে করে।
গ্রুপের সাথেই থাকুন। যেকোনো নোটিশ দিলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে।
Google Adsense Ads
- জনতা ব্যাংক এর রুরাল ক্রেডিট পদের প্রশ্ন সমাধান pdf ২০২৫, JB Rural Credit exam question solve 2025
- ৪৮তম বিসিএস প্রশ্ন সমাধান, 48th BCS Preliminary Question Solution
- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রকৃতি আলোচনা কর
- টেকসই উন্নয়নে কোম্পানি সামাজিক দায়বদ্ধতা প্রভাব আলোচনা কর
- একটি কোম্পানির সিএসআর পলিসি প্রস্তুতির পদ্ধতি ব্যাখ্যা কর
Google Adsense Ads