ঘরে থাকা ছােট সমতল দর্পনের সাহায্যেই প্রতিফলনের সুত্রের সঠিকতা যাচাই

অ্যাসাইনমেন্ট: ঘরে থাকা ছােট সমতল দর্পনের সাহায্যেই প্রতিফলনের সুত্রের সঠিকতা যাচাই

শিখন

  • আলাের প্রতিফলন ব্যাখ্যা করতে করতে পারবে।
  • দর্পন এর প্রকাশভেদ ব্যাখ্যা করতে করতে পারবে।
  • আলোর প্রতিফলনের সূত্রের ব্যাখ্যা করতে করতে পারবে।

নিদেশনা :

  • প্রতিফলনের
  • দর্পন
  • প্রতিফলনের সুত্রের প্রকাশ

উত্তর সমূহ:

আমরা জানি কোনো উৎস থেকে নির্গত আলোক রশ্মি যে কোনো স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে। যে সব পদার্থের মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে সে সব পদার্থকে বলা হয় আলোক স্বচ্ছ মাধ্যম। আবার যে সব পদার্থের মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে না সে সব পদার্থকে বলা হয় আলোক অস্বচ্ছ মাধ্যম।

পদার্থের মধ্য দিয়ে আলোক রশ্মির গমনের স্বচ্ছন্দ অনুসারে অর্থাৎ আলোক স্বচ্ছতা বিচারে সকল পদার্থকে তিন ভাগে ভাগ করা হয় – স্বচ্ছ, অস্বচ্ছ এবং ঈষদচ্ছ। যে কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো রশ্মি সোজা সামনে অর্থাৎ, সরল রেখায় এগিয়ে চলে।

সাধারণতঃ চলার পথে রশ্মিটি যদি কোন আলোক অস্বচ্ছ মাধ্যম দ্বারা বাধা প্রাপ্ত হয় তাহলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে পূর্ববতী স্বচ্ছ মাধ্যমের মধ্যে ফিরে আসে এবং আবার সোজা পথে চলতে থাকে। অনেক সময় দেখা যায় বিশেষভাবে পতিত হলে স্বচ্ছ মাধ্যম তল থেকেও আলোক রশ্মি আগের মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ফিরে আসে। আলোর রশ্মির এভাবে বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে আসার প্রক্রিয়াটি আলোর প্রতিফলন।

প্রতিফলনের সংজ্ঞা ঃ কোনো আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যম দ্বারা বাধা প্রাপ্ত হলে দুই মাধ্যমের বিভেদতল থেকে প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ফিরে আসার প্রক্রিয়াকে আলোর প্রতিফলন বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

যে বিভেদ তল থেকে আলো ফিরে আসে তাকে প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠ বলে, আর পূর্ববর্তী মাধ্যমে ফিরে আসা আলোকে বলা হয় প্রতিফলিত আলো বা রশ্মি। সাধারণতঃ দুই মাধ্যমের বিভেদ তলে যে পরিমাণ আলো এসে পড়ে সবসময় তা সম্পূর্ণ প্রতিফলিত হয় না। পতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে । তা হলো,-

১. মাধ্যম দুটির প্রকৃতি এবং

২. আপতিত আলো প্রতিফলক তলের উপর কত কোণে আপতিত হয় তার পরিমাণ।

প্রতিফলন তল যত বেশি মসৃণ হয় প্রতিফলন তত বেশি হয়। আবার অস্বচ্ছ প্রতিফলকের চেয়ে স্বচ্ছ প্রতিফলকে প্রতিফলন কম হয়। যেমন সাদা তলে আলোর প্রতিফলন বেশি হয়। কালো রঙের তলে আলোর প্রতিফলন হয় না বললেই চলে। কাচ একটি আলোক স্বচ্ছ মাধ্যম। এর উপর আলো আংশিক প্রতিফলিত হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আবার আলোক রশ্মি লম্বভাবে পড়লে খুব সামান্য প্রতিফলিত হয়। রশ্মি যত বেশি কোণে আপতিত হয় প্রতিফলনের পরিমাণও তত বেশি হয়। প্রতিফলন তলের মসৃণতা অনুযায়ী প্রতিফলনকে দু’ভাগে ভাগ করা হয়েছে ;
তা হলো


১. নিয়মিত প্রতিফলন এবং
২. ব্যাপ্ত প্রতিফলন। কোনো সমতল দর্পণের উপর এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ সমন্তরাল থাকে ।

অবতল দর্পণের উপর সমন্তরাল আলোক রশ্মি আপতিত হলে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। কিন্তু এবড়োথেবড়ো তলের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ পতিত হয়ে প্রতিফলনের পরে সমন্তরাল থাকে না, বা অভিসারী বা অপসারী রশ্মিতেও পরিণত হয় না। বরং এদিক সেদিক বিক্ষিপ্তভাবে অর্থাৎ অনিয়মিতভাবে ছড়িয়ে পড়ে ।
একখন্ড মসৃণ রাংতা কাগজের উপর সূর্য রশ্মি ফেললে আলোক রশ্মির প্রতিফলন সুষ্পষ্টভাবে দেখা যায়, কিন্তু এই রাংতা কাগজের টুকরোটি মুঠের মধ্যে কুচকে নিয়ে আলোতে ধরে দেখুন কোন প্রতিফলিত রশ্মি দেখতে পাবেন না। বুঝতেই পারছেন, প্রথম প্রকারের প্রতিফলন হচ্ছে নিয়মিত; আর দ্বিতীয় প্রকার প্রতিফলন অনিয়মিত বা ব্যাপ্ত। এবার আসুন আমারা নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলনের সংজ্ঞা দেই।

1 15

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

নিয়মিত প্রতিফলন : যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী বা অপসারী আলোক গুচ্ছে পরিণত হয় তা হলে সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে।

 প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে নিয়মিত প্রতিফলন হয়। সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণে নিয়মিত প্রতিফলন ঘটে। এ ক্ষেত্রে সবগুলো রশ্মির আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। 

ব্যাপ্ত প্রতিফলন:  যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী বা অপসারী আলোক গুচ্ছে পরিণত না হয় তা হলে সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে। 

প্রতিফলক পৃষ্ঠ মসৃণ না হলে ব্যাপ্ত প্রতিফলন ঘটে। ঘরের দেয়াল, কাগজ, বার্নিশ না করা যে কোন কাঠের উপরি তল ইত্যাদি পৃষ্ঠ অমসৃণ এসব তলে ব্যাপ্ত প্রতিফলন ঘটে। এ ক্ষেত্রে সবগুলো রশ্মির আপতন কোণ বা প্রতিফলন কোণ পরস্পর সমান হয় না।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ঘরে থাকা ছােট সমতল দর্পনের সাহায্যেই প্রতিফলনের সুত্রের সঠিকতা যাচাই 
https://www.banglanewsexpress.com/
ঘরে থাকা ছােট সমতল দর্পনের সাহায্যেই প্রতিফলনের সুত্রের সঠিকতা যাচাই 
https://www.banglanewsexpress.com/
ঘরে থাকা ছােট সমতল দর্পনের সাহায্যেই প্রতিফলনের সুত্রের সঠিকতা যাচাই 
https://www.banglanewsexpress.com/
ঘরে থাকা ছােট সমতল দর্পনের সাহায্যেই প্রতিফলনের সুত্রের সঠিকতা যাচাই 
https://www.banglanewsexpress.com/
ঘরে থাকা ছােট সমতল দর্পনের সাহায্যেই প্রতিফলনের সুত্রের সঠিকতা যাচাই 
https://www.banglanewsexpress.com/
ঘরে থাকা ছােট সমতল দর্পনের সাহায্যেই প্রতিফলনের সুত্রের সঠিকতা যাচাই 
https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমাদের YouTube এবং Like Page

  • ২০২১ সালের SSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের ৯ম/১০ শ্রেণি ভোকেশনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment