ঘটনার পরবর্তী চিত্র গঠন পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি উল্লেখ কর।, ঘটনার পরবর্তী চিত্র গঠন পদ্ধতিতে বিদ্যমান ভাল-মন্দ দিকগুলো কী কী?

প্রশ্ন সমাধান: ঘটনার পরবর্তী চিত্র গঠন পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি উল্লেখ কর।, ঘটনার পরবর্তী চিত্র গঠন পদ্ধতিতে বিদ্যমান ভাল-মন্দ দিকগুলো কী কী?

 অপরাধ গবেষণায় অপরাধবিজ্ঞানে গৃহীত পদক্ষেপের অন্ত নেই। অপরাধ সংক্রান্ত কর্মকাণ্ডের যত পরিবর্তন হচ্ছে ততই অপরাধবিজ্ঞান সামাজিক ও আচরণ বিজ্ঞানের একটি শাখা হিসেবে সমৃদ্ধ হচ্ছে এবং একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে।


ঘটনার পরবর্তী চিত্র গঠন (Expost facto design) : অপরাধ বিজ্ঞানের ক্ষেত্রে যেহেতু Experimental methodকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সেহেতু বিকল্প পদ্ধতি হিসেবে Expost facto design ব্যবহার করা হয়। এ পদ্ধতি মূলত Independent variableগুলোর পরিমাপ করে থাকে। এ স্বাধীন চলকগুলোকে Dependent variable এর কারণ হিসেবে ধরা হয়। যখন কোন Investigation পদ্ধতির ব্যবহার করা হয়, তখন গবেষক কোন ঘটনার আগের ও পরের অবস্থা পরিমাপ করেন। কিন্তু যখন Expost facto design ব্যবহার করা হয় তখন ঘটনা ঘটার আগের অবস্থা পরিমাপ করেন না।


আরো ও সাজেশন:-


সুবিধা : এ পদ্ধতির সুবিধাসমূহ নিম্নরূপ :
১. এ পদ্ধতিতে Independent variableগুলোকে observe করা হয়।

  1. এ পদ্ধতি মূলত কোন ঘটনা ঘটার পর ব্যবহার করা হয়।
    ৩.এক্ষেত্রে কোন Expect করা হয় না।
    অসুবিধা : এ পদ্ধতির অসুবিধাসমূহ নিম্নরূপ :
    Observe করে Independent variable এর তত্ত্ব প্রদান করে। এক্ষেত্রে একজন গবেষক Experimental variableগুলোকে অতি নিপুণভাবে মিশ্রিত করতে জানেন না এবং
    তিনি অনেক সময় Natural occurs এর উপর বেশি নির্ভর করেন। এক্ষেত্রে গবেষক অনেক সময় Present record এর উপর নির্ভর করেন যা পদ্ধতির বিপরীত
    উপসংহার : গবেষণা পদ্ধতি যতই তত্ত্ব, তথ্য ও যুক্তি নির্ভর হবে ততই তা বৈজ্ঞানিক মর্যাদা লাভ করবে। আর তাই অপরাধবিজ্ঞান বিভিন্ন পদ্ধতির উন্নয়নের মাধ্যমে নিজেকে বিকশিত করার পাশাপাশি অন্যান্য সামাজিক বিজ্ঞানকেও সমৃদ্ধ করছে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment