গবেষণা কী?,গবেষণার শাব্দিক অর্থ লিখ,সামাজিক গবেষণা কাকে বলে?, বিজ্ঞান কী?

গবেষণা কী?,গবেষণার শাব্দিক অর্থ লিখ,সামাজিক গবেষণা কাকে বলে?, বিজ্ঞান কী?

গবেষণা কী?
উত্তর : গবেষণা হলো একটি বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া ।

গবেষণার শাব্দিক অর্থ লিখ ।
উত্তর : গবেষণার শাব্দিক অর্থ পুণরায় অনুসন্ধান করা ৷

সামাজিক গবেষণা কাকে বলে?
উত্তর : সাধারণভাবে বলা যায়, সামাজিক বিজ্ঞানসমূহের তত্ত্ব গঠনের উদ্দেশ্যে যে সমস্ত গবেষণা কাজ পরিচালিত হয় সেগুলোকেই সামাজিক গবেষণা বলা হয় ৷

বিজ্ঞান কী?
উত্তর : নিয়মতান্ত্রিক জ্ঞানের সমাহার হলো- বিজ্ঞান ৷

ফলিত গবেষণার আরেক নাম কী?
উত্তর : ফলিত গবেষণার আরেক নাম হলো মাঠ গবেষণা ৷

Introduction to Social Welfare বইটির লেখক কে?
উত্তর : Introduction to Social Welfare বইটির লেখক Walter A. Friedlander.

Methods of Social Research গ্রস্থেটির লেখক কে?
উত্তর : Methods of Social Research গ্রন্থেটির লেখক Kenneth D. Bailey.

পদ্ধতির সংজ্ঞা দাও ।
উত্তর : কোনো উদ্দেশ্য সাধনের জন্য যে পথ অনুসরণ করা হয় তাকেই মূলত পদ্ধতি বলা হয় ।

তত্ত্ব কাকে বলে?
উত্তর : কোনো একটি প্রস্তাবনার সমষ্টিকেই বলা হয় তত্ত্ব।

সংস্কৃতি কি?
উত্তর : মানুষের সার্বিক জীবন প্রণালি ।

সংস্কৃতি কত প্রকার ও কি কি?
উত্তর : দুই প্রকার। যথা— বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি ৷

‘Culture’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন ।

সংস্কৃতির প্রধান দু’টি ধরন কি?
উত্তর : সংস্কৃতির প্রধান দুটি ধরন হলো- বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি।

কার্ল মার্কস সংস্কৃতিকে কী নামে আখ্যায়িত করেছেন?
উত্তর : কার্ল মার্কস সংস্কৃতিকে উপরি কাঠামো বলে আখ্যায়িত করেছেন ।

‘আমরা যা তাই সংস্কৃতি -উক্তিটি কার? অথবা, “Culture is what we are” -উক্তিটি কার?
উত্তর : ম্যাকাইভার ।

বিশ্বায়ন প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : C. T. Russell। [টেস্ট পরীক্ষা-আনন্দমোহন কলেজ

Leave a Comment