ক্ষুদ্রায়তন ব্যবসায়ের সফলতার কারণসমূহ উল্লেখ কর, আলোচনা করো ক্ষুদ্রায়তন ব্যবসায়ের সফলতার কারণসমূহ, ক্ষুদ্রায়তন ব্যবসায়ের সফলতার কারণসমূহ আলোচনা,ক্ষুদ্র ব্যবসায়ের সুফলের কারন, ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়নের ধারা

প্রশ্ন সমাধান: ক্ষুদ্রায়তন ব্যবসায়ের সফলতার কারণসমূহ উল্লেখ কর, আলোচনা করো ক্ষুদ্রায়তন ব্যবসায়ের সফলতার কারণসমূহ, ক্ষুদ্রায়তন ব্যবসায়ের সফলতার কারণসমূহ আলোচনা,ক্ষুদ্র ব্যবসায়ের সুফলের কারন, ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়নের ধারা

ভূমিকা : মানব সভ্যতার আদিলগ্ন থেকে ক্ষুদ্র ব্যবসায়ের উৎপত্তি। বর্তমানে সারাবিশ্বে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায়ের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র ব্যবসায় সাফল্যের পিছনে কিছু কারণ রয়েছে। বিভিন্ন দেশে গবেষণার মাধ্যমে জানা গেছে যে ক্ষুদ্র ব্যবসায়ের কিছু নিয়ম কানুন রয়েছে যে, মেনে চললে ক্ষুদ্র ব্যবসায়ে সাফল্য অনিবার্য। সারাবিশ্বে সকল ক্ষুদ্র ব্যবসায়ী সাফল্য অর্জনের জন্য এই নিয়ম কানুনগুলাে মেনে চলেন।

নিচে ক্ষুদ্র ব্যবসায়ের সাফল্যের কারণসমূহ আলােচনা করা হলাে :

১. ব্যবসায়ের স্থান নির্বাচন : ক্ষুদ্র ব্যবসায়ের সফলতার বেশির ভাগ নির্ভর করে স্থান নির্বাচনের উপর। কাঁচামালের সহজলভ্যতা অবকাঠামােগত সুযােগ উন্নত যােগাযােগ ইত্যাদি বিষয় বিবেচনা করে ব্যবসায় গঠন করলে সফলতা অনিবার্য ।

২. উদ্যোক্তার সরাসরি পরিচালনা : ক্ষুদ্র ব্যবসায়ের পরিচালক উদ্যোক্তা নিজে বলেই সফলতা অর্জিত হয়। উদ্যোক্তা ব্যবসায়কে মূল লক্ষ্যে পৌছানাে পর্যন্ত ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করেন এবং কাঙিক্ষত ফলাফল অর্জিত না হওয়া পর্যন্ত ব্যবসায় কার্যক্রম পরিচালনা করেন। উদ্যোক্তার এই দৃঢ় পরিচালনা ক্ষুদ্র ব্যবসায়ের সফলতার একটি অন্যতম প্রধান কারণ।

৩. সঠিক পণ্য নির্বাচন : সঠিক পণ্য নির্বাচন ক্ষুদ্র ব্যবসায়ের চাহিদা ও গ্রহণ যােগ্য তা বিচার করে চাহিদা ও গ্রহণ যােগ্যতা ভিত্তিক পণ্য বাজারে সরবরাহ করে। এভাবে ক্ষুদ্র ব্যবসায়ের সাফলতা অর্জিত হয়।

৪. সঠিক কর্মী নির্বাচন : ক্ষুদ্র ব্যবসায় পরিচালনার জন্য যে সকল কর্মী নিয়ােগের প্রয়ােজন তাদের অবশ্যই যােগ্যতা সম্পন্ন। ও স্বীয় কাজে দক্ষ হতে হবে। তাই কর্মী নির্বাচন কালে কর্মীর শিক্ষাগত যােগ্যতা, বিশ্বস্ততা, পেশাগত যােগ্যতা, কাজের প্রতি আগ্রহী প্রভৃতি বিষয়াদি বিবেচনা করা হয়। নিয়ােগকৃত কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।

৫. সঠিক প্রযুক্তির ব্যবহার : ক্ষুদ্র ব্যবসায় উৎপাদন প্রক্রিয়ার সঠিক প্রযুক্তি ব্যবহার করতে পারে। এতে উৎপাদন বৃদ্ধি পায় এবং পণ্যের গুণগত মান উন্নত হয় যার মাধ্যমে সহজে ভােক্তারা আকৃষ্ট হয়। এরূপ ব্যবস্থা গ্রহণ করে ব্যবসায়ের সফলতার পথ সুগম করে থাকে।


আরো ও সাজেশন:-

৬. বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবমুখী পরিকল্পনা ক্ষুদ্র ব্যবসায়ে সাফল্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ পরিকল্পনা ব্যবসায়ের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। ব্যবসায়ের আকৃতি প্রকৃতি যাই হােক না কেন সুষ্ঠু ও বাস্তবমুখী পরিকল্পনা সাফল্য অর্জনে অত্যাবশ্যকীয়।

৭. সরকারি নিয়ন্ত্রণ মুক্ততা : “দে ব্যবসায় গঠন ও পরিচালনা কার্য সম্পূর্ণরূপে সরকারি হস্তক্ষেপ ও বিধি নিষেধ মুক্ত। যার ফলে ক্ষুদ্র ব্যবসায় স্বাধীন ভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

৮. পর্যাপ্ত পরিমাণ তহবিল বিনিয়ােগ : সাধারণত স্বল্প পরিমাণে মূলধন নিয়ে ক্ষুদ্র ব্যবসায় গড়ে ওঠে। পর্যাপ্ত পরিমাণ তহবিল বিনিয়ােগের মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদন করে ব্যবসায়ে সফলতা অর্জন করে।

৯.ঝুঁকি নিরূপণ ও মােকাবিলার উপায় অবলম্বন । পরিচালনার ক্ষেত্রে কোনাে ধরনের ঝুঁকির সম্মুথান – নিৰুপণ ককটে হার। যেহেত মালিক নিজেই এ সেহেতু ঝুঁকি নিরূপণ সহজ হয় এবং এ সকল বুকি মে কৌশল স্থির করতে হয়। এতে করে ঝকির সম্ভাবনা হা। ব্যবসায়ে সফলতা বৃদ্ধি পায়। গাপন।

১০. গােপনীয়তা রক্ষা ও যে কোনাে ব্যবসায়ে কিছু গো তথ্য থাকে যা রক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা ও শ” নির্ভর করে। ক্ষুদ্র ব্যবসায়ের মালিক একজন থাকায় এবং মালিক নিজেই এর পরিচালক হওয়ার এরূপ ব্যবসায়ে গােপনীয়তা রক্ষা করা সহজ হয়ে পড়ে এতে ব্যবসায়িক সফলতা অর্জিত হয়।

১১. ব্যয় সংকোচ ও অপচয় রােধ : ক্ষুদ্র ব্যবসায় উদ্যোক্তা। নিজেই ব্যবস্থাপনা কার্য পরিচালনা করেন বলে ব্যবসায়ের সকল কার্য সতর্কতার সহিত সম্পাদন করেন এবং ব্যয় হ্রাস করেন এবং এতে অতিরিক্ত ব্যয় কমিয়ে অপচয় রােধ করা সম্ভব হয়। এরূপ প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়ের উন্নতি অব্যাহত থাকে।

১২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ : ক্ষুদ্র ব্যবসায় মালিক নিজেই এর ব্যবস্থাপক পরিচালক হওয়ায় যে কোনাে সিদ্ধান্ত গ্রহণে দ্বিতীয় কোনাে পক্ষের সম্মুখীন হতে হয় না। এজন্য মালিক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, উল্লিখিত কারণগুলাে বিদ্যমান থাকায় ক্ষুদ্র ব্যবসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়। তবে মালিক অধিকারী হতে হয়। এছাড়াও আরও বিভিন্ন কারণ বিদ্যমান আছে যার ফলে ক্ষুদ্র ব্যবসায় সফলতা অর্জন সম্ভব হয়।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment