Advertisement
কোন দেশকে ইউরোপের সর্বকি বলা হয়, নিস্ট্যাডাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়, কত বছর ডেনমার্ক সুইডেনের উপর কর্তৃত্ব বজায় রেখেছিল, সুইডেনে ভ্যাসার রাজবংশের প্রতিষ্ঠাতা কে, কার নেতৃত্বে সুইডেনের জাতীয় পুনরুজ্জীবন দেখা যায়, সুইডেন সাম্রাজের সূচনা হয় কোন শাসকের সময়ে, গুস্টাভাস ভ্যাসার রাজত্বকাল, গুস্টাভাস পিতার নাম ছিল, সুইডেনের জাতীয় দিবস কবে, গুস্তাভ ট্ৰনি কে ছিলেন, সাভা্যে নিলসন কে ছিল
পিটার দি গ্রেট কে ছিলেন?
উত্তর : আধুনিক রাশিয়ার জনক ছিলেন।
কত সালে মহান পিটার রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : ১৬৮২ সালে ৷
মহান পিটার কত বছর শাসন করেন?
উত্তর : ৩৬ বছর ।
পিটার দি গ্রেট কোন দেশের শাসক ছিলেন?
উত্তর : রাশিয়ার।
পিটার দি গ্রেট রাশিয়ায় কি নামে পরিচিত?
উত্তর : জার ।
পিটার দি গ্রেট সমগ্র দেশকে কয়টি প্রদেশে বিভক্ত করেন?
উত্তর : ৭২টি প্রদেশে ।
ইতিহাসে উষ্ণ জলনীতি গ্রহণ করেন কে?
উত্তর : পিটার দি গ্রেট ।
Advertisement
পিটারের বৈদেশিক নীতিকে কি নামে অভি হয়?
উত্তর : পিটারের বৈদেশিক নীতিকে উষ্ণ নামে অভিহিত করা হয় ।
কোন দেশকে ইউরোপীয় সভ্যতার সন্তান বলা হয়? অথবা, কোন দেশকে ইউরোপের সর্বকি বলা হয়?
উত্তর : রাশিয়াকে ।
নিস্ট্যাডাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়
উত্তর : ১৭২১ সালে।
কত বছর ডেনমার্ক সুইডেনের উপর কর্তৃত্ব বজায় রেখেছিল?
উত্তর : প্রায় ১৫০ বছর।
সুইডেনে ভ্যাসার রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : গুস্টাভাস ভ্যাসা ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কার নেতৃত্বে সুইডেনের জাতীয় পুনরুজ্জীবন দেখা যায়?
উত্তর : গুস্টাভাস ভ্যাসার নেতৃত্বে।
সুইডেন সাম্রাজের সূচনা হয় কোন শাসকের সময়ে?
উত্তর : গুস্টাভাস অগডোলপাস ।
গুস্টাভাস ভ্যাসার রাজত্বকাল।
উত্তর : ৬ জুন ১৫২৩-২৯ সেপ্টেম্বর ১৫৬০।
গুস্টাভাস পিতার নাম ছিল?
উত্তর : এরি জোহানসন ভ্যাসা ।
সুইডেনের জাতীয় দিবস কবে?
উত্তর : ৬ জুন ।
গুস্তাভ ট্ৰনি কে ছিলেন?
উত্তর : সুইডেনের স্বাধীনতা বিরোধী আর্চ বিশাপ ।
সাভা্যে নিলসন কে ছিল?
উত্তর : সুইডেনের রাজ প্রতিনিধি ।
Advertisement 2
কোন দেশকে ইউরোপের সর্বকি বলা হয়, নিস্ট্যাডাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়, কত বছর ডেনমার্ক সুইডেনের উপর কর্তৃত্ব বজায় রেখেছিল, সুইডেনে ভ্যাসার রাজবংশের প্রতিষ্ঠাতা কে, কার নেতৃত্বে সুইডেনের জাতীয় পুনরুজ্জীবন দেখা যায়, সুইডেন সাম্রাজের সূচনা হয় কোন শাসকের সময়ে, গুস্টাভাস ভ্যাসার রাজত্বকাল, গুস্টাভাস পিতার নাম ছিল, সুইডেনের জাতীয় দিবস কবে, গুস্তাভ ট্ৰনি কে ছিলেন, সাভা্যে নিলসন কে ছিল
Advertisement 5
Advertisement 2
Advertisement 3