পরিবেশ ও ভূগোল থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, পরিবেশ ও ভূগোল জীবনী A to Z সহ সকল প্রশ্ন সমাধান,পরিবেশ ও ভূগোল এর জানা ও অজানা সকল তথ্য,পরিবেশ ও ভূগোল a to z জানা অজানা তথ্য ও বিভিন্ন প্রশ্ন - উত্তর,পরিবেশ ও ভূগোল সম্পর্কে সাধারণ জ্ঞান, পরিবেশ ও ভূগোল a to z

কলকাতায় পৃথিবীর অবর্তন বেগ কত,পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝ ,পৃথিবীর আবর্তন গতির ফলাফল কি কি ,ছায়াবৃত্ত কি,পৃথিবীর অবর্তন গতি না থাকলে কি হত,ভোর বা প্রভাত কখন হয় ,পৃথিবীতে কখন সন্ধ্যা হয়

শিক্ষা জানা অজানা

Google Adsense Ads

বিষয়: পরিবেশ ও ভূগোল থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, পরিবেশ ও ভূগোল জীবনী A to Z সহ সকল প্রশ্ন সমাধান,পরিবেশ ও ভূগোল এর জানা ও অজানা সকল তথ্য,জানা অজানা পরিবেশ ও ভূগোল এর আন্তজীবনী,পরিবেশ ও ভূগোল a to z জানা অজানা তথ্য ও বিভিন্ন প্রশ্ন – উত্তর,পরিবেশ ও ভূগোল সম্পর্কে সাধারণ জ্ঞান, পরিবেশ ও ভূগোল a to z

যে কোন জব পরীক্ষার সাধারন জ্ঞান ও “ভূগোল ও পরিবেশ ” পরীক্ষার এমসিকিউ এর প্রস্তুতির জন্য ” প্রাকৃতিক ভূগোল” বিষয়ের উপর ১২০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর….

1) কোন দেশের নাবিকরাই প্রথম ধারণা করে যে পৃথিবীর আকৃতি হল জল ভর্তি থালায় বসানো অর্ধেক আপেলের মত – ফিনল্যান্ডের অধিবাসী ফিনিশীয় নাবিকরা ৷

2) পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল (spherical) কে প্রথম বলেন – যীশুখ্রিষ্টের জন্মের ৬০০ বছর আগে গ্রিক পন্ডিত পিথাগোরাস একথা বলেন৷

3) ‘পৃথিবী আসলে গোলাকার’ একথা কে বলেন – যিশুখ্রিষ্টের জন্মের ২০০ বছর আগে গ্রীক দার্শনিক এরাটোসথেনিস একথা বলেন৷

4) পূর্ণ চন্দ্রগ্রহনের সময় চাঁদের উপর পড়া পৃথিবীর ছায়ার প্রান্তভাগ দেখে কে সিদ্ধান্ত গ্রহন করেন যে,প্রকৃত গোলকের মতোই পৃথিবীর আকৃতি – গ্রীক সম্রাট আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল ৷

5) দিগন্ত রেখা কি – সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে , জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্তরেখায় মিশে গিয়েছে৷ এই কাল্পনিক রেখা কে দিগন্ত রেখা বা Horizon বলে ৷

6) কয়কজন ভূ পর্যটকগণের নামকর যারা জলপথে পৃথিবী ভ্রমন করে আবার সই স্থানেই ফিরে আসে – কুক,ম্যাজেলান,ড্রেক প্রমুখ ৷

7) মহাকাশচারীরা মহাশূণ্য থেকে পৃথিবীকে কেমন দেখেছেন – উজ্বল নীল গোলকের মতো ৷

8) পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারী কে – ইউরি গ্যাগারিন ৷

9) কোন মহাকাশযানে করে তিনি পৃথিবী প্রদক্ষিণ করেন – ১৯৬১ সালের ১২ ই এপ্রিল মহাকাশ যান স্পুটনিকে চড়ে তিনি পৃথিবী ভ্রমণ করেন৷

10) ইউরি গ্যাগারিন মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখেন – তার মতানুসারে, পৃথিবীকে দেখতে গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মত ৷

11) মানুষ কবে প্রথম চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করে – ১৯৬৯ খ্রিস্টাব্দের ২১ শে জুলাই ৷

12) চন্দ্রপৃষ্ঠে কে কে অবতরণ করে – নীল আর্মস্ট্রং, এডউইন অ্যালড্রিন, কলিন্স ৷

13) পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত – ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি ৷

14) চাঁদ থেকে তার পৃথিবী কে কেমন দেখেছিল – দাদা ও নীল রঙের একটা মন্ডলের মতো ৷

15) পৃথিবী চাঁদের চেয়ে কতগুন বড় – ৫০ গুন ৷

16) মহাকাশ চারিদের কাছে মহাকাশ কেমন – ঘোর কালো ৷

17) বিশ্বের প্রথম মহিলা মহাকাশ চারীর নাম কি – ভ্যালেন্তিনা তেরেশকোভা ৷

18) প্রথম ভারতীয় মহাকাশ চারীর নাম কি – রাকেশ শর্মা ৷

19) নীল গ্রহ (Blue Planet) কাকে বলে – পৃথিবী ৷

20) মহাকাশ থেকে পৃথিবীর মরুভূমি অঞ্চল ও সুমেরু অঞ্চল কে কোন রঙের দেখায় – মরুভূমি অঞ্চল কে রক্তাভ হলুদ ও দুই মেরুকে ঝকঝকে সাদা দেখায় ৷

21) পৃথিবীর গড় ব্যাসার্ধ কত – ৬৪০০ কি.মি.


আরো ও সাজেশন:-

22) অভিগত গোলক বা উপগোলক কাকে বলে – যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বা উপগোলক (oblate spheroid) বলে ৷

23) পৃথিবীর নিরক্ষীয় ব্যস কত – ১২৭৫৭ কিমি ৷

24) পৃথিবীর মেরু ব্যস কত – ১২৭১৮ কিমি ৷

25) পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত – ৪৩ কিমি ৷

26) পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফিত কেন – কেন্দ্রবিমুখ শক্তি ( Centrifugal Force )

27) পৃথিবীর অভিগত গোলাকৃতির একটি অপ্রতক্ষ্য প্রমাণ লেখ – পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ৷

28) নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটি বিবৃত কর – যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যতদুরে অবস্থান করে তাপ উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তত কম ৷

29) পৃথিবী পৃষ্ঠে কোথায় বস্তুর ওজন সর্বাধিক হয় – মেরুতে ৷

30) পৃথিবী পৃষ্ঠের সর্ব্বোচ্চ স্থানের নাম কর – হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট ৷ (৮৮৪৮ মিটার )

31) পৃথিবীর সর্বনিন্ম স্থানের নাম কর – প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত (গভিরতা ১১০০০ মিটারের বেশি)

32) পৃথিবীর বন্ধুরতার প্রসার কত – প্রায় ২০ কিমি ৷

33) Geoid কথার অর্থ কি – Earth Shaped.

34) পৃথিবীর কোন মেরুর দিকে চাপ – দক্ষিণমেরু ৷

35) জিয়ড কি – পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মত – একে ইংরেজিতে জিয়ড বলে ৷

36) সৌরজগৎ বা সূর্যপরিবার বলতে কি বোঝ – সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোটো বড় গ্রহ যার সূর্যের চারিদিকে ঘুরছে তাদের একসঙ্গে বলে সৌরজগৎ বা সৌরপরিবার ৷

37) পৃথিবীর গ্রহের সংখ্যা কত – ৮ টি ৷

38) ‘কুলীন গ্রহ’ গুলির নাম কর – যে সব গ্রহ নিজেদের কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারে তাদের কুলীন গ্রহ বলে – এগুলি হল – (ক) বুধ (খ) শুক্র (গ) পৃথিবী (ঘ) মঙ্গল (ঘ) বৃহস্পতি (ঙ) শনি (চ) ইউরেনাস (ছ) নেপচুন

39) সূর্যের বহিঃস্থ গ্রহের নাম কর – বৃহস্পতি , শনি , ইউরেনাস, নেপচুন ৷

40) সূর্যের অন্তঃস্থ গ্রহের নাম কর – বুধ, শুক্র,পৃথিবী,মঙ্গল ৷

41) সূর্যের নিকটতম গ্রহের নাম কি – বুধ (৫.৭৬ কোটি কিমি)

42) রাক্ষুসে গ্রহ কাকে বলে – বৃহস্পতি,শনি,ইউরেনাস,নেপচুন আয়াতনে খুব বড়ো তাই এদের রাক্ষুসে গ্রহ বলে ৷

43) সূর্যের দুরতম গ্রহের নাম কি – প্লুটো (৫৯০ কোটি কিমি)

44) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি – বৃহস্পতি (ব্যাসার্ধ ৭১৪৯২) ৷

45) ‘লালগ্রহ’ নামে কে পরিচিত – মঙ্গল ৷

46) সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি – শুক্র ৷

47) বামন গ্রহ কি – যে গ্রহ তার কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারেনা তাকে বামন গ্রহ বা Dwarf Planet বলে ৷ যেমন – প্লুটো ৷

48) সৌরজগতের কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে – পৃথিবী ৷

49) কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি বেশি – বৃহস্পতি ৷

50) কোন গ্রহের সবচেয়ে উপগ্রহ সংখ্যা বেশি – বৃহস্পতি ( ৬৭ টি )

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

51) কোন গ্রহকে বলয় গ্রহ বলে – শনি ৷

52) কোন গ্রহকে সবুজ গ্রহ বলে – ইউরেনাস ৷

53) সূর্যকে আবর্তন করতে কোন গ্রহ সবচেয়ে কম সময় নেয় – বৃহস্পতি ৷

54) কোন গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তন বেগ বেশি – শুক্র ৷

55) অন্তঃস্থ গ্রহদের মধ্য বৃহত্তম কে – পৃথিবী ৷

56) পৃথিবীতে আনুমানিক প্রাণি ও উদ্ভিদের সংখ্য কত – পৃথিবীতে প্রায় ১০ লক্ষ প্রাণি ও ৩ লক্ষ ৫০ হাজার উদ্ভিদ প্রজাতি আছে ৷

58) পৃথিবীর ভূমিভাগের গড় তাপমাত্রা কত – ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷

59) পৃথিবীতে অনুমানকি কত বছর আগে প্রাণের অস্থিত্ব দেখা যায় – ৩০০ কোটি ৷

60) পৃথিবীর জলভাগের পরিমাণ কত – ৭১.৪ ডিগ্রি ৷

61) পৃথিবীর বৃহত্তম পরিধী কত – ৪০০৭৭ কিমি ৷

62) পৃথিবীর ভূ-পৃষ্ঠের ক্ষেত্রফল কত – ৫১ কোটি ১ লক্ষ ৯৩৪ বর্গকিমি ৷

63) পৃথিবীর আয়তন কত – ১০৮৩৩১৯৭৮০০০০ ঘনকিমি ৷

64) পৃথিবীর পরিধি প্রথম কে পরিমাপ করেন – এরাটস্ থেনিস ৷

65) এরাটস্ থেনিসের মত অনুযায়ি পৃথিবীর ব্যাসার্ধ কত – প্রায় ৭৩৫৮ কিমি ৷

66) GPS এর পুরো নাম কি – Global Positioning System .

67) GPS ব্যবস্থা কটি কৃত্তিম উপগ্রহ থেকে কার্যকরি হয় – ২৪ টি ৷

68) পৃথিবীকে কেন নীল গ্রহ বলে – ভূপৃষ্ঠের অধিকাংশই সমুদ্রের জলে ঢাকা বলে পৃথিবীর বাইরে থেকে তার বেশিরভাগ অংশই নীল রঙের দেখাই, এই কারনে পৃথিবীকে নীল গ্রহ বলে ৷

69) উপকূলের দিকে অগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে – মাস্তুল ৷


রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি ও ইমেল উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক


70) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রথম বলেন – কোপারনিকাস ৷

71) ‘টাইটান’ কার উপগ্রহ – শনি ৷

72) কোন কোন গ্রহের কোন উপগ্রহ নেই – বুধ ও শুক্র ৷

73) যত উপর থেকে দেখা হবে দিগন্ত রেখার কি পরিবর্তন হবে – দিগন্ত রেখা বেড়ে যাবে ৷

74) পৃথিবীর উৎপত্তি হয় কবে – প্রায় ৪৫০ কোটি বছর আগে ৷

75) শনি ছাড়া আর কোন গ্রহের বলয় আছে – ইউরেনাস ৷

76) সূর্য কোন গ্যালক্সির অন্তর্গত – আকাশগঙ্গা ৷

77) মঙ্গলের দুটি উপগ্রহের নাম কর – ফোবস ও ডাইমোস ৷

78) সবচেয়ে বড়উপগ্রহের নাম কি – বৃহস্পতির গ্যানিমিড উপগ্রহ ৷

79) ইউরেনাসের রঙ সবুজ কেন – মিথেন গ্যাস বেশি থাকার জন্য ৷

80) মঙ্গলের রঙ লাল কেন – মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড ( লোহা) থাকার জন্য ৷

81) সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি – ইউরেনাস ৷

82) পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে – পশ্চিম থেকে পূর্বে ৷

Google Adsense Ads

83) ‘সূর্যই সৌজগতের কেন্দ্রে আছে,আরপৃথিবী সহ অন্য গ্রহরা নিজের নিজের অক্ষের চারিদিকে ঘুরতে এক একটি নির্দিষ্ট কক্ষপথের ঘুরছে’ একথা কে বলেছেন – পোলান্ডের জোতিবিজ্ঞানি নিকোলাস কোপারনিকাস ৷

84) পৃথিবীর গতি কয়টি – দুটি (ক) নিজের মরুদন্ডের বাঈ অক্ষের চারিদিকে আবর্তন গতি (খ) নিজের কক্ষপথের সূর্যের চারিদিকে পরিক্রমণ গতি ৷

85) পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে – ৬৬১/২ ডিগ্রি ৷

86) অহ্নিক শব্দের অর্থ কি – ‘অহ্ন’ শব্দ থেকে আহ্নিক শব্দের উৎপত্তি এর অর্থ দিন ৷

87) পৃথিবী সূর্যকে আবর্তন করতে কত সময় নেয় – ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড ৷

88) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায় – নিরক্ষরেখায় ( ১৬৬৬ কিমি/ঘন্টা) ৷

90) কুমেরু বৃত্তে পৃথিবীর অবর্তন বেগ কত – ১২৭৫ কিমি/ঘন্টা ৷

91) কলকাতায় পৃথিবীর অবর্তন বেগ কত – ১৫২০ কিমি/ঘন্টা ৷

92) পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝ – পৃথিবী নীজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে এক পৃথিবীর আবর্তন গতি বলে ৷

93) পৃথিবীর আবর্তন গতির ফলাফল কি কি – (ক) দিন ও রাত্রি সংঘটিত হয় (খ) জোয়ার ভাটার সৃষ্টি হয় (গ) সূর্যোদয় ও সূর্যাস্ত হয় (ঘ) উদ্ভিদ ও প্রাণিজগৎ সৃষ্টি হয় ৷

94) ছায়াবৃত্ত কি – আলো ও অন্ধোকারের সীমান বরাবর যে কাল্পনিক বৃত্ত রেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলে ৷

95) পৃথিবীর অবর্তন গতি না থাকলে কি হত – পৃথিবীর যে অর্ধেক অংশে সূর্যের আলো পড়ত সেখানে হত চিরদিন আর যে অর্ধেক অংশে অন্ধকার থাকত সেখানে চিররাত্র সংঘটিত হত ৷

96) ভোর বা প্রভাত কখন হয় – সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে জায়গা অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত হয়, সই জায়গায় ভোর বা প্রভাত হয় ৷

97) পৃথিবীতে কখন সন্ধ্যা হয় – সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে স্থান আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত পার হয়ে অন্ধকার অংশে যায় তখন সেখানে সন্ধ্যা হয় ৷

98) ঊষা কখন হয় – সূর্য উথার ঠিক আগে বায়ুমন্ডলের ধুলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পূর্ব অকাশে যে ক্ষিণ আলো দেখা যায় তাকে ঊষা বলে ৷

99) গোধুলি কাকে বলে – সূর্যাস্তের পর বায়ুমন্ডলের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে গোধুলি বলে ৷

100) পৃথিবীর পরিক্রমণ বেগ কত – সেকেন্ডে ৩০ কিলোমিটার ৷

Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
Applicationউত্তর লিংক Emailউত্তর লিংক
Essayউত্তর লিংক Letterউত্তর লিংক

101) মহাকর্ষ কি ? – সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, বা নিজের দিকে টানে৷ একেই মহাকর্ষ বলে ৷

102) সূর্য পৃথিবীর তুলনায় কত গুন বড় – ১৩ লক্ষ গুণ বড়ো ৷

103) সূর্য ও তার গ্রহ কোনছায়া পথের অংশ – আকাশগঙ্গা ৷

104) নিজের অক্ষের চারিদিকে একপাক খেতে পৃথিবীর সময় লাগে কত – ২৪ ঘন্টা

105) পৃথিবীর অক্ষ কি – যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী অবর্তন করে , তাকেই পৃথিবীর অক্ষ বলে ৷

106) পৃথিবীর মেরু কাকে বলে – পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদন্ডটি বেরিয়ে থাকার কথা সই দুটিই হলো মেরু ৷ পৃথিবীর দুটি মেরু আছে – উত্তর মেরু ও দক্ষিন মেরু ৷

107) নিরক্ষরেখা বা বিষুব রেখা কোথায় অবস্থিত – পৃথিবীর মাঝবরাবর , এর মান ০ ডিগ্রি ৷

108) পৃথিবীর কক্ষপথ কেমন – উপবৃত্তাকার ৷

109) পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে – পশ্চিম থেকে পূর্বে ৷

110) পৃথিবী সূর্যকে পরিক্রম করতে কত সময় নেয় – ৩৬৫ দিন প্রায় ৷

111) বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত – ৩০ কিমি ৷

112) পরিক্রমণ গতি কাকে বলে – পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে, নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বদিকে নির্দিষ্ট সময়ে ( প্রায় ৩৬৫ দিন) সূর্যের চারিদিকে ঘোরে, বা পরিক্রমন করে ৷ এটাই পৃথিবীর পরিক্রমণ গতি ৷

113) মুক্তিবেগ কি – কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে ১১.২ কিমি গতিবেগে ওপরের দিকে ছুঁড়তে পারলে সেটা নীচের দিকে না পড়ে, মহাশূণ্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে৷ একেই মুক্তিবেগ বলে ৷ রকেটের মাধ্যমে কৃত্তিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে ৷

114) পৃথিবী থেকে সূর্যের গড় দুরত্ব কত – ১৫ কিমি ৷

115) কক্ষপথ ও কক্ষতল কি – পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটাই পৃথিবীর কক্ষপথ, এই কক্ষপথের মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত, সেটাই কক্ষতল ৷

116) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রথম কে বলে ছিলেন – কোপারনিকাস ৷

117) “প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথের সূর্যকে কপ্রদক্ষিন করে এবং সূর্য ঐ উপবৃত্তের একটি ফোকাসে থাকে” – একথা কে বলে ছিলেন – কেপলার৷

118) অপসূর ও অনুসূর কি – পৃথিবী থেকে সূর্যের দুরত্ব সর্বদা সমান নয় – ৪ ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দুরত্ব সবচেয়ে বেশি হয় ( প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি) একে অপসূর অবস্থান বলা হয় ৷আবার ৩ রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দুরত্ব সবচেয়ে কম হয় (প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ) একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয় ৷

119) চন্দ্রমাস কি – পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় ২৮ দিনে প্রদক্ষিণ করে এই সময়টাকে বলা হয় চন্দ্রমাস ৷

120) সৌর বছর কি – পৃথিবী সূর্যকে প্রায় ৩৬৫ দিনে একবার প্রদক্ষিন করে এই সময়টাকে বলা হয় – সৌর বছর ৷

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *