Advertisement
বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন, special short suggestion ssc suggestion finance and banking
- ক. মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে হবে এবং উদাহরণ হিসেবে নিজেদের পরিচিত ও আশেপাশে অবস্থিত ব্যবসায়ের উল্লেখ করতে হবে
- খ. মূলধন বাজেটিং এর গুরুত্ব ব্যাখ্যা করার ক্ষেত্রে পাঠ্য বই এবং নিজস্ব সৃজনশীলতার প্রকাশ থাকতে হবে
- গ. মূলধন বাজেটিং এর প্রয়ােগ ক্ষেত্রের উদাহরণ ও ব্যাখ্যা থাকতে হবে
- ঘ. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় যে ধাপগুলাে অনুসরণ করা হয় তার ব্যাখ্যা থাকতে হবে
- ঙ. সবশেষে ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকার সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ সংশ্লিষ্ট মতামত থাকবে।
উত্তর : লিংক
- অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে উদাহরণসহ ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা ব্যাখ্যা করতে হবে
- উদাহরণসহ ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য ব্যাখ্যা করতে হবে
- ব্যবসায় প্রতিষ্ঠান ও বিনিয়ােগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির শ্রেণি ব্যাখ্যা করতে হবে
- নিম্নের তথ্যের আলােকে আদর্শ বিচ্যুতির মান নির্ণয় করে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ বিনিয়ােগ ক্ষেত্র নির্বাচনে আদর্শ বিচ্যুতির মানের প্রভাব বিশ্লেষণ করতে হবে
উত্তর : লিংক
- উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা।
- উদাহরণসহ বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা।
- সমস্যা:নিরাপদ লিমিটেড ৩ বছর পর ১৫ লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়ােজনীয় অর্থ ব্যাংকে বিনিয়ােগ করতে ইচ্ছুক। ‘অভয় ব্যাংক ১০% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে এবং উদয় ব্যাংক ৯.৫০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়ােগের জন্য যে কোনাে একটি ব্যাংক নির্বাচন মতে চায়। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়ােগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাং েনধ্যেকোনটিতে বিনিয়ােগ করা যৌক্তিক হবে তা বিশ্লেষণ করতে হবে।
উত্তর : লিংক
- উদাহরণসহ অর্থের সময় মূল্য ধারণা ব্যাখ্যা দিতে হবে।
- অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি করণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে উদাহরণসহ ।
- উদাহরণসহ বছরে একাধিকবার চক্রবৃদ্ধি করণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় এর প্রক্রিয়া ব্যাখ্যা।
- সমস্যাঃ একজন চাকরিজীবী জমি বিক্রয় করে 10 লক্ষ টাকা পেলেন। তিনি 5 বছরের জন্য টাকাগুলো 2 টি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকের 6 লক্ষ টাকা এবং অন্য ব্যাংকে 4 লক্ষ টাকা রাখবেন। এজন্য X ও Y দুটি ব্যাংকে যোগাযোগ করলে এক্স ব্যাংক 9℅ চক্রবৃদ্ধি মুনাফা এবং Y ব্যাংক 8.50% সপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমতাবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তারও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে যৌক্তিক পরামর্শ দিতে হবে।
উত্তর : লিংক
- অর্থায়নের ধারণা
- কারবারি অর্থায়নের গুরুত্ব
- আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি:
(১) আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত,
(২) ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়ােগ সিদ্ধান্ত,
Advertisement
(৩) অন্যান্য সিদ্ধান্ত;
উত্তর : লিংক
সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলাে ধারাবাহিকভাবে বিবেচনায় নিয়ে দুটি খাতের সম্পর্ক বিশ্লেষণ করে ২০০ শব্দের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
- অর্থায়নের ধারণা
- অর্থায়ন প্রক্রিয়া
- অর্থের উৎস
- ব্যয়ের খাত
উত্তর : লিংক
- পোস্টারে বিনিময় প্রথা থেকে আধুনিক কাল অবধি আমরা যে যে মাধ্যম ব্যবহার করে আসছি তার একটি ধারাবাহিক তালিকার বর্ণনা থাকতে হবে।,
- পাঠ্যবইয়ের পাশাপাশি ইন্টারনেট থেকে তথ্য নেওয়া যেতে পারে।,
- পিতা-মাতা এবং পরিবারের অন্যান্য বড়দের কাছ থেকে ধারণা নেওয়া যেতে পারে। তালিকা তৈরিতে বিভিন্ন রঙের কালি ব্যবহার করা যেতে পারে।,
- প্রযোজ্য ক্ষেত্রে মুদ্রার ছবি ব্যবহার করা যেতে পারে।,
উত্তর : লিংক
কেস স্টাডি : X লিমিটেড ,Y লিমিটেড ও Z লিমিটেড তিনটি একই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান X লিমিটেড এর অধিক মুনাফা অর্জন হলেও পাওনাদারদের দাবী মেটাতে প্রায়শই বিরােধ সৃষ্টি হয়। Y লিমিটেড এর আয়ের তুলনায় মূলধন খরচ অধিক। Z লিমিটেড অন্যান্য বছর ভালাে মুনাফা অর্জন করলেও কোভিড – ১৯ পরিস্থিতিতে ব্যবসায়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
উত্তর : লিংক
এসএসসি পরিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন। এখানে আপনারা ফিন্যান্স ও ব্যাংকিং এর রিটেন এবং এমসিকিউ দুটু সাজেশন ই পাবেন। বলতে পারেন এটা ফিন্যান্স ও ব্যাংকিং এর একটা কমপ্লিট সাজেশন। যদি এই সাজেশন শেষ করতে পারেন তাহলে আশা করি আপনি পরিক্ষার মধ্য ভাল একটা রেজাল্ট করতে পারবেন।
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর সৃজনশীল সাজেশন কেউ কমন দিতে পারবে না। কারন সৃজনশীলে কোন উদ্দীপক দেই বলা যায় না। যার জন্য আপনাদের জন্য সৃজনশীল এর ক এবং খ উপযোগী সাজেশন নিয়ে আসলাম। তার সাথে আছে কমন উপযোগী নৈর্বত্তিক সাজেশন।
আরো ও সাজেশন:-
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব রহমত একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। ব্যবসায় শুরু করার আগেই তিনি নিজস্ব অর্থায়ন থেকে বিভিন্ন যন্ত্রপাতি কেনেন। কারণ ব্যবসায়ে নিজস্ব অর্থায়ন স্থায়ী বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।
ক. ব্যবসায় অর্থায়ন ?
খ. অর্থায়ন সিদ্ধান্ত কীভাবে হয়ে থাকে?
গ. জনাব রহমত ব্যাংক থেকে কী ধরনের সুবিধা পেতে পারেন বলে তুমি মনে করো? ব্যাখ্যা দাও।
ঘ. “বাকিতে মাল ক্রয় করেও অর্থায়ন করা সম্ভব” – কথাটির যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : ইমন সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে কাজ করে। প্রতি মাসে তিনি তার পরিবারের সদস্যদের জন্য টাকা পাঠান। ইমনের মতো অনেক কর্মী নিয়মিত টাকা পাঠানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রার রির্জাভ বৃদ্ধি করে যাচ্ছে।
ক. সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী?
খ. সরকারি অর্থায়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
গ. ইমনের মতো কর্মীরা কীভাবে বাণিজ্য ঘাটতি পূরণে সহায়তা করেন তা বর্ণনা দাও।
ঘ. দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে করণীয় কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব শিমুল একজন বই বিক্রেতা। তিনি স্কুল কলেজের ছাত্রদের জন্য পাঠ্য বই বিক্রি করেন, পাশাপাশি জনপ্রিয় লেখকদের গল্প, উপন্যাসও বিক্রি করেন। এর সাথে তিনি মনিহারি সামগ্রীও বিক্রি করেন। শুধু পাঠ্যবই বিক্রি করা তিনি ঝুঁকিবহুল মনে করেন। তিনি বিভিন্ন ধরনের বই কেনার জন্য স্বল্পমেয়াদি ঋণ নেন।
ক. PPP কী?
খ. অর্থায়ন প্রক্রিয়া এখন ব্যবসায়ের মূল চালিকাশক্তি ব্যাখ্যা করো।
গ. জনাব শিমুল কোন নীতি অনুযায়ী পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই ও মনিহারি সামগ্রী বিক্রি করেন? ব্যাখ্যা করো।
ঘ. বই কেনার জন্য স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করা কোন নীতি অনুযায়ী যৌক্তিক? ব্যাখ্যা করো।
অধ্যায় ৩ : অর্থের সময়মূল্য
সৃজনশীল প্রশ্ন ১ : ঝর্ণা ও নদী দুই বন্ধু মিলে চুক্তিতে ব্যসায় গঠন করেন। তারা নিজস্ব তহবিল ও বহিস্থ তহবিল থেকে টাকা নিয়ে মূলধন সংগ্রহ করেন। কিন্তু প্রথম ও দ্বিতীয় বছর মুনাফা না হওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। তারা পাওনাদারের দায় পরিশোধে ব্যর্থ হন।
ক. তারল্য ঝুঁকি কী?
খ. ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি থেকে পৃথক কেন?
গ. ঝর্ণা ও নদীর ব্যবসায় প্রতিষ্ঠান কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ঝর্ণা ও নদী কিভাবে ঝুঁকির মাত্রা কমিয়ে ব্যবসায় করতে পারবেন বলে তোমার মনে হয়? বিশ্লেষণ করো।
Advertisement 2
সৃজনশীল প্রশ্ন ২ : মি. শাহরিয়ার সেজান জুস কোম্পানি নামে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। বিনিয়োগ থেকে তার গত ৫ বছরের প্রাপ্ত হার যথাক্রমে ১৫, ১০, ৫, ২৩, ২৭ ভাগ। তিনি প্রকল্পটি বাছাইয়ের জন্য আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন।
ক. ট্রেজারি বিল কে ইস্যু করে?
খ. ট্রেজারি বিল ও বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন?
গ. মি. শাহরিয়ার কীভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন?
ঘ. মি. শাহরিয়ারের প্রকল্পটি গ্রহণ করা যুক্তিযুক্ত হবে কিনা মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : মিসেস কাজল নিজ মালিকানায় বৌরানী বিউটি পার্লার খোলেন। এ প্রতিষ্ঠানে তিনি মূলধন বিনিয়োগ করেছেন। গত ৫ বছরে তার অর্জিত মুনাফার হার ছিল যথাক্রমে ১২%, ১৪%, ৮%, ৭% ও ৬%। তিনি লক্ষ করছেন বিগত ৫ বছরে তার প্রাপ্ত আয়ের মধ্যে বেশ তারতম্য হচ্ছে।
ক. ট্রেজারি বিল কে ইস্যু করে?
খ. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস খোঁজা জরুরি কেন?
গ. ‘বৌরানী’ বিউটি পার্লারের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিনিয়োগে যদি আদর্শ-বিচ্যুতি গড় আয়ের চেয়ে বেশি হয় তবে মিসেস কাজলের করণীয় কী হতে পরে বলে তুমি মনে করো? যুক্তি দেখাও।
অধ্যায় ৫ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন
সৃজনশীল প্রশ্ন ১ : তানিয়া কটনস মিলস লি.-এর পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা, যার মধ্যে সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি, অগ্রাধিকার শেয়ার মূলধন ১০০ কোটি এবং অবশিষ্ট ঋণকৃত মূলধন ঋণের সুদের হার ১০% ও অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার ৮%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজারমূল্য যথাক্রমে ২৫৫ ও ১১০ টাকা কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৩ টাকা লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতিবছর ৪% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং করহার 80%।
ক. ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি?
খ. কাম্য ঋণনীতি বলতে কী বোঝ?
গ. উক্ত কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. উক্ত কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ২ : আল আমিন কোম্পানির মোট মূলধন ৫০ লক্ষ টাকা যার ৩০ লক্ষ টাকা সাধারণ শেয়ার ১০ লক্ষ টাকা ১৫% অগ্রাধিকার শেয়ার এবং ১০ লক্ষ টাকা ঋণ মূলধন কোম্পানির উভয় প্রকার শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। কোম্পানির সাধারণ শেয়ারের বাজার মূল্য ১৫০ টাকা। কোম্পানির ঝণের ব্যয় ১৬% এবং কর হার ৪০%। চলতি বহর কোম্পানি ১৪% লভ্যাংশ ঘোষণা করে যা ৭% হারে বৃদ্ধি পাবে।
ক. মূলধন ব্যয় কাকে বলে?
খ. বোনাস শেয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. আল আমিন কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. আল আমিন কোম্পানির সামগ্রিক মূলধন ব্যয় নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : একটি কোম্পানির ঋণকৃত মূলধন ৪,০০,০০০ টাকা এবং সাধারণ শেয়ার মূলধন ৬,০০,০০০ টাকা ঋণকৃত মূলধনের সুদের হার ১৫% এবং করহার ৩০%। সাধারণ শেয়ারের বাজার দর ১৫০ টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক পদ লভ্যাংশ ৭% হারে বৃদ্ধি পেয়েছে।
ক. কাম্য ঋণনীতি কী?
খ. সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ধারণ অন্যান্য উৎসের বায় নির্ধারণ থেকে আলাদা কেন? ব্যাখা করো।
গ. কোম্পানিটির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. কোম্পানিটির গড় মূলধন ব্যয় নিরূপণ করো।
অধ্যায় ৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব আতিক ঢাকার একজন ব্যবসায়ী। ‘সানলাইট ব্যাংক’ এ তার একটি হিসাব রয়েছে। তিনি একবার বেড়াতে রাজশাহী যান। সেখানে তিনি বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান। ঐ ব্যাংকের কল্যাণে তিনি তা সময়মতো কিনতে সমর্থ হন। বাংলাদেশের প্রতিটি জেলায় তাদের একই নামে অফিস রয়েছে। অন্যদিকে আশালয় ব্যাংক কতগুলো ছোট ছোট ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বৃহৎ আকারে ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে। আশালয় ব্যাংক মনে করে এ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অধিক গ্রাহকসেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করা সম্ভব।
ক. ব্যাংকের সংরক্ষিত তহবিল কী?
খ. ব্যাংক মূলধন গঠনের কারখানা- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ‘সানলাইট ব্যাংক’-এর ধরন ব্যাখ্যা করো।
ঘ. আশালয় ব্যাংক কী অধিক গ্রাহকসেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : কাশিমগঞ্জ এলাকায় নতুন ব্যাংকের শাখা খোলা হলো। সজিব তার বড় ভাইকে দেশের বর্তমান পরিস্থিতিতে এই গ্রামীণ এলাকায় ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইল তার ভাই জালাল, আমাদের গ্রামে যেসব আর্থ-সামাজিক পরিবর্তন হচ্ছে তার পেছনে সরকারের পাশাপাশি ব্যাংকেরও ভূমিকা অনেক আরও কারখানা স্থাপন, লেনদেনের নিরাপত্তা দাম বেশি কর্মসংস্থান এবং আরও ব্যবসায় উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে ক্রমশ উন্নত ব্যাংকিং কর্মকাণ্ডের সাহায্যে।
ক. কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন?
খ. ব্যাংক ব্যবসায়ের তারল্য নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত শাখা ব্যাংক খোলার ক্ষেত্রে ব্যাংকিং ব্যবসায় ও সরকারের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো।
ঘ. দেশের আর্থ-সামাজিক পরিবর্তনের পেছনে ব্যাংকের ভূমিকা কী? বিশ্লেষণমূলক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : সুরমা ব্যাংক জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ ও ঋণদানে নিয়োজিত। দেশের বিভিন্ন স্থানে এর শাখা থাকায় গ্রাহকের সুরমা ব্যাংকের সাথে লেনদেন করতে সুবিধা হয়। সম্প্রতি জনাব আসিফ সুরমা ব্যাংকের বনানী শাখায় ঝণের জন্য আবেদন করেন। ব্যাংকটি জনাৰ আসিফের ব্যবসায়ের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিচর করে সন্তুষ্ট হয়ে ঋণ মঞ্জুর করে।
ক. কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?
খ. নবগঠিত শেয়ারের অবলেখক হিসেবে কাজ করে কোন ব্যাংক? ব্যাখ্যা করো।
গ. সূরমা ব্যাংক কাঠামোতিরিক শ্রেণি অনুযায়ী কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব আসিফকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
অধ্যায় ১০ : বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি
সৃজনশীল প্রশ্ন ১ : ‘ক’ ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি অন্যান্য ব্যাংকের মতোই নিত্যনৈমিত্তিক কাজ সম্পন্ন করে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সশ্যয় আমানত হিসেবে গ্রহণ করে আমানত ঋণ হিসেবে বিভিন্নখাতে বিনিয়োগ করে। ব্যাংকটি ঋণ দেওয়ার সময় অভিনব কৌশলের মাধ্যমে ঋণকে আমানতে সৃষ্টি করে।
ক. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
খ. আমানত কী? ব্যাখ্যা করো।
গ. ‘ক’ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে যেসব প্রধান কাজ সম্পন্ন করে তা বর্ণনা করো।
ঘ. ‘ক’ ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশলটি বিশ্লেষণ করো।
Advertisement 4
সৃজনশীল প্রশ্ন ২ : তৈরি পোশাক ব্যবসায়ী জনাব জাহিদ বিদেশ থেকে সেলাই মেশিন আমদানি করে থাকে। এ জন্য তার প্রত্যয়ন পত্র খুলতে হয়। সেই সঙ্গে তার বিনিময়ে বিল ভাঙ্গাতে হয়। এসব ক্ষেত্রে তাকে সাহায্য করে নিকটবর্তী সোনালী ব্যাংক।
ক. চেক কী?
খ. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? ব্যাখ্যা করো।
গ. জনাব জাহিদকে নিকটবর্তী সোনালী ব্যাংক কী কী সাহায্য করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মিসেস শীলা একটি প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চপদে আসীন। তিনি তার দুই প্রতিবেশি মো. আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী। অন্যদিকে মো. আরাফ আবাসন ব্যবসায়ী তাদের | দুজনেরই বেশ বড় অংকের ঋণের প্রয়োজন হয়। এজন্য তারা মিসেস শীলার শরণাপন্ন হয়ে ঋণ সহায়তা পান। তিনি বলেন যে, এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষকে সেবা দিতে জনগণের সেবাই তো আমাদের কাজ।
ক. কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ. মিসেস শীলার কাজের ধরন বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
ঘ. “জনগণকে সেবা দানই আমাদের কাজ” মিসেস শীলার এই উক্তিটির মাধ্যমে ব্যাংকের কোন নীতির প্রতিফলন হয়েছে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
প্রথমে এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর ক টাইপের কিছু প্রশ্ন দেখে নিন।
- আয় সিদ্ধান্তের অপর নাম কী?
- গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখ।
- লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কী?
- কাম্য ঋণ নীতি কী?
- নগদ আন্তঃপ্রবাহের সঠিক প্রাক্কলন কিসের ওপর নির্ভর করে?
- সকল ধরনের প্রতিষ্ঠানেই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কি?
- সিিত তহবিল কাকে বলে?
- বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে?
- ব্যয় সিদ্ধান্তের অপর নাম । কী?
- অভ্যন্তরীণ তহাবল কী?
- m দ্বারা কী বোঝায়?
- কোন ধরনের কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
- চক্রবৃদ্ধি সুদ কী?
- আদর্শ বিচূতি কোন ধরনের পদ্ধতি?
- পিপিপি কী?
- স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
- বাট্টাকরণ কী?
- ডিবেঞ্চার কী?
- পে-ব্যাক সময় পদ্ধতি কী?
- ডিপোজিট পেনশন স্কিম হিসাব কী?
- কে প্রত্যয়পত্র ইস্যু করে?
- ব্যাংকিং কী?
- চলতি হিসাব কী?
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর খ টাইপের কিছু প্রশ্ন
- তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো।
- ‘রুল-৭২’ ব্যাখ্যা করো।
- গড় মুনাফার হার পদ্ধতির সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? ব্যাখ্যা করো। ২
- অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
- শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলতে কী বোঝায়?
- পে-ব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
- ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কোনটিকে? ব্যাখ্যা কর।
- ঋণপত্র বলতে কী বোঝায়?
- সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
- অর্থায়ন বলতে কি বুঝায়?
- অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল বলতে কী বোঝায়?
- ব্যবসায় অর্থায়নে সময় মূল্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
- পূর্ণাঙ্গ ব্যবসায়ীর স্বত্বমূর্ত ধারণা ব্যাখ্যা করো।
- কখন সূত্রে m যুক্ত করতে হয়? ব্যাখ্যা করো।
- তারল্য ঝুকি কীভাবে সৃষ্টি হয়?
- লভ্যাংশ সমতাকরণ বলতে কী বোঝায়?
- বাণিজ্যিক পত্র বলতে কী বোঝায়?
- সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
- অগ্রাধিকার শেয়ার বলতে কী বোঝায়?
- ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝায়?
- ব্যাংক কিভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে? বর্ণনা করো।
- ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা বিধান করে?
- ইজারা বলতে কী বোঝায়?
- ইজারা বলতে কী বোঝায়?
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এমসিকিউ সাজেশন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Advertisement 2
ফিন্যান্স ও ব্যাংকিং এমসিকিউ সাজেশন মডেল টেস্ট ১ –লিংক
ফিন্যান্স ও ব্যাংকিং এমসিকিউ সাজেশন মডেল টেস্ট ২ –লিংক
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন সাজেশন মডেল টেস্ট ৩ –লিংক
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১) সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র কোনটি?
উত্তরঃ সাধারণ শেয়ার
২) বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে?
উত্তরঃ আন্তর্জাতিক
৩) ব্যাংক ও আর্থিক মি. সুমনের উদ্বৃত্ত জানাতে অস্বীকৃতির ফলে ব্যাংকিং ব্যবসার কোন নীতি অনুসৃত হয়েছে?
উত্তরঃ গোপনীয়তা নীতি
৪) উদ্দীপকের মি. সুমনের চেকটি –
উত্তরঃ দাগকাটা চেক
৫) বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বাহিক উৎস কোনটি?
উত্তরঃ অবণ্টিত মুনাফা
৬) সুদের হার ১২% এবং কর হার ২০% হলে, ১০ লক্ষ টাকার কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত হবে?
উত্তরঃ ১২.২০%
৭) মিস জিনিয়া ৫০০০ টাকা দিয়ে একটি জামা কিনলেন। এতে মুদ্রা কাজ করেছে-
উত্তরঃ বিনিময়ের মাধ্যম হিসেবে, মূল্যের পরিমাপক হিসেবে
৮) বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে মুদ্র প্রচলনে সহায়তা করে?
উত্তরঃ চেক ইস্যু করে
৯) মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
উত্তরঃ নিট মুনাফা
১০) কোন ব্যাংকটি বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে?
উত্তরঃ পূবালী ব্যাংক
১১) জনাব কাসেম প্রাইম ব্যাংক থেকে ২ বছর পর কত টাকা পাবন?
উত্তরঃ ২৪২০০০ টাকা
১২) উদ্দীপক অনুযায়ী জনাব কাসেমের সুযোগ ব্যয় কত?
উত্তরঃ ১০%
১৩) বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ ব্যয় সৃষ্টি হয়?
উত্তরঃ ঝুঁকি বন্টন না করলে
ফিন্যান্স ও ব্যাংকিং mcq উত্তরমালা SSC
১৪) কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান?
উত্তরঃ কৃষি ব্যাংক
১৫) ব্যবসায়ের পণ্য বৈচিত্র্যায়ন করলে-
উত্তরঃ বিক্রম বৃদ্ধি হবে
১৬) কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশে উপর নির্ভর করে-
উত্তরঃ সাধারণ শেয়ার ব্যয়, অগ্রাধিকার শেয়ার ব্যয়
১৭) গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য-
উত্তরঃ দেশ-বিদেশে অর্থ স্থানান্তর
১৮) কোন পরিস্থিতিতে ব্যাংক নিজেই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?
উত্তরঃ গারনিশি অর্ডার জারি করলে
১৯) জামাল সাহেব ব্যাংকের কোন সেবাটি গ্রহণ করেছেন?
উত্তরঃ ক্রেডিট কার্ড
২০) জামাল সাহেবের ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণের ফলে-
উত্তরঃ সবগুলো হবে
২১) কোন পদ্ধিতিতে প্রত্যাশিত নগদ পবাহের পরিবর্তে নিট মুনাফাকে বিবেচনা করা হয়?
উত্তরঃ গড় মুনাফার হার
২২) কোনটির মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্য রপ্তানিকারকে ব্যাংক অর্থ প্রদানের ব্যবস্থা করে?
উত্তরঃ প্রত্যয় পত্র
২৩) ছাপাখানার মালিক মি. সুমন মূলধন বাজেটিং এর সাহায্যে কোন সিদ্ধান্তটি গ্রহণ করবেন?
উত্তরঃ ছাপানোর যন্ত্র ক্রয়
২৪) ব্যবসায়ে চলতি খরচ পরিচালনার অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
উত্তরঃ তারল্য ঝুঁকি
২৫) মিসেস রূপার প্রকল্প ‘Q’ এর গড় মুনাফা-
উত্তরঃ ৮%
২৬) উদ্দীপক অনুযায়ী –
উত্তরঃ প্রকল্প ‘Q’ এর আদর্শ বিচ্যুতি ২%, মিসেস রূপার ‘Q’ প্রকল্প বন্ধ করা উচিত
২৭) কোনটি ঝুঁকিমুক্ত আয়?
উত্তরঃ ট্রেজারি বিল
২৮) সবজি বিক্রেতা রহিম শুধুমাত্র পেঁপে বিক্রি করাতে তেমন লাভজনক হওয়ায় অর্থায়নের কোন নীতির লঙ্ঘন হয়েছে?
উত্তরঃ কারবারে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন
২৯) মূলধন কাঠামো পরিবর্তে বিবেচনা করতে হয়-
উত্তরঃ গড় মূলধন ব্যয়, তহবিলের সুযোগ ব্যয়
৩০) হোল্ডিং কোম্পানির অধীনে কোন ধরনের ব্যাংকিং কার্যাবলি পরিচালিত হয়?
উত্তরঃ গ্রুপ ব্যাংকিং
- এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি সাজেশন ,এইচএসসি সাজেশন প্রশ্নব্যাংক, এইচএসসি সাজেশন pdf, এইচএসসি চুড়ান্ত সাজেশন
- আলিম পরীক্ষার সাজেশন, আলিম সাজেশন ,আলিম সাজেশন প্রশ্নব্যাংক, আলিম সাজেশন pdf, আলিম চুড়ান্ত সাজেশন
- hsc History 2nd paper suggestion
১। ব্যবসায়ে পণ্য বৈচিত্রায়ন করলে-
উ: (ঘ) বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে
২। একজন দর্জি দোকানদার তার দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদি তহবিল থেকে নির্বাহ করে থাকেন। এক্ষেত্রে তিনি অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন?
উ: (খ) উপযুক্ততা নীতি
৩। ডিবেঞ্চারের সুবিধা কোনটি?
উ: (ক) নির্দিষ্ট সময়
৪। আফজল এন্ড কোং এর নগদ প্রবাহ ১ কোটি টাকা এবং নিট মুনাফা ৮০ লক্ষ টাকা। উক্ত কোম্পানির অবচয়ের পরিমাণ কত?
উ: (ক) 20 লক্ষ
৫। কাগজি মুদ্রা প্রচলনের কারণ ছিল-
উ: (গ) ii ও iii
৬। “Bancus” কী ধরনের শব্দ?
উ: (খ) প্রাচীন ল্যাটিন
৭। ব্যাংক ব্যবস্থাপকের নির্দেশনার ফলে ‘মুন’ ব্যাংকের কোন কাজটি সম্পাদন হবে?
উ: (ক) ঋণ আমানত সৃষ্টি
৮। কোন পরিস্থিতিতে ব্যাংক নিজেরই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?
উ: (গ) গারনিশি অর্ডর জারি করলে
৯। ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন?
উ: (গ) মুদ্রা প্রচলনের পর
১০। শামীম কোন ধরনের ব্যাংকে হিসাব খুলেছেন?
উ: (খ) বাণিজ্যিক ব্যাংক
১১। শামীম যে ব্যাংকের মাধ্যমে দৈনন্দিন লেনদেন সম্পন্ন করেন গ্রাহকের প্রেক্ষাপটে উক্ত ব্যাংকের উদ্দেশ্য হতে পারে-
উ: (গ) ii ও iii
১২। ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
উ: (ঘ) বন্ধক দাতা ও গ্রহীতা
১৩। কোন হিসাবে জমাতিরক্ত টাকা উত্তোলন করা যায়?
উ: (ক) চলতি হিসাব
১৪। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?
উ: (ঘ) আমানত গ্রহণ
১৫। কোন ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গউমন নিয়ন্ত্রণ করে?
উ: (ঘ) বিনিময় ব্যাংক
১৬। এখানে ‘গ’ ব্যাংকের কাজটি হচ্ছে-
উ: (খ) নিকাশ ঘরের
১৭। ব্যাংক কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়?
উ: (ক) অর্থনৈথিক উন্নয়নে সাহায্য করে
১৮। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি হলো-
উ: (খ) i ও iii
১৯। পাবলিক লিমিটেড কোম্পানির মুনাফা লভ্যাংশ হিসাবে কাদের মধ্যে বন্টিত হয়?
উ: (খ) শেয়ার হোল্ডারদের
২০। বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
উ: (খ) রেমিটেন্স
২১। উদ্দীপকে উল্লিখিত অর্থায়নের উৎস হচ্ছে-
উ: (খ) i ও iii
২২। ট্রাক ব্যবহারের উৎসটি বিবেচনা করার যৌক্তিকতা হচ্ছে-
উ: (ক) i ও ii
২৩। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা হয় তা কি দ্বারা প্রকাশ করা হয়?
উ: (গ) ঝুঁকি
২৪। কোম্পানি দেউলিয়া হয় কি কারণে?
উ: (খ) আর্থিক ঝুঁকি বেশি হলে
২৫। সুযোগ ব্যয়কে অর্থায়ন কি বলা হয়?
উ: (গ) সময় মূল্য
২৬। কোন খাতে বিনিয়োগের সুযোগ সবচেয়ে বেশি?
উ: (খ) ডিবেঞ্চার
২৭। আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় কিভাবে?
উ: (ক) দায় পরিশোধের অক্ষমতা থেকে
২৮। মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার নিতে হয় কখন?
উ: (গ) অর্থ বিনিয়োগকারীকে
২৯। বর্তমানে জামিলের ব্যবসায়ের ঋণমূলধন কত?
উ: (ক) 15 লক্ষ
৩০। মূলধন কাঠামো পরিবর্তনে জামিল বিবেচনা করেছেন-
উ: (খ) i ও iii
ফিন্যান্স ও ব্যাংকিং বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১. অর্থবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত হয়?
উত্তর: (ঘ) ২
২. প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়?
উত্তর: (গ) রপ্তানিকারক
৩. ঝুঁকি গ্রাস করা যায়-
উত্তর: (ঘ) সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে
৪. সুদের হার বাড়লে-
উত্তর: (খ) বিনিয়োগ এর বাজারমূল্য কমবে
৫. কাঠামোভিত্তিক ব্যাংক কয়টি?
উত্তর: (গ) ৪
৬. ৫০০ টাকার বিলে ২% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে?
উত্তর: (ক) ৪৯০ টাকা
৭. মিসেস আয়শার জন্য কোন ধরনের হিসাব যথোপযুক্ত?
উত্তর: (খ) সঞ্চয়ী হিসাব
৮. মিসেস আয়শা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা ও সুবিধা পেতে পারেন সেগুলো হল-
উত্তর: (গ) স্বল্পহারে সুদপ্রাপ্তি, যতবার খুশি ততবার টাকা জমা রাখা
৯. World Trade Organization (WTO) কোন দশকে আত্মপ্রকাশ করে?
উত্তর: (গ) ১৯৯০
১০. বন্ডের যে সকল বৈশিষ্ট্য রয়েছে তা হল-
উত্তর: (ঘ) জামানত, পরিকপ¦তা, রূপান্তরযোগ্যতা
১১. হুকুম চেকের বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: (ঘ) কেবল নির্দিষ্ট ব্যক্তি অর্থ উত্তোলন করতে পারে
১২. মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
উত্তর: (ক) স্থায়ী সম্পত্তি ক্রয়ের, স্থায়ী সম্পত্তি আধুনিকায়নের
১৩. অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস-
উত্তর: (খ) ঋণপত্র
১৪. দেশের মুদ্রাবাজা নিয়ন্ত্রণ করে-
উত্তর: (খ) সরকার, কেন্দ্রীয় ব্যাংক
১৫. এই ধরনের লভ্যাংশ প্রদানের নীতিকে কী বলা হয়?
উত্তর: (গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
১৬. উপরোক্ত উদ্দীপক অনুসারে লভ্যাংশ প্রদানের পরিমাণ কত হবে?
উত্তর: (ক) ১২,৫০,০০০ টাকা
১৭. ঋণদান, নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি?
উত্তর: (খ) বিশেষায়নের নীতি
১৮. পরিচালন ব্যয়ে স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কী তৈরি হয়?
উত্তর: (ক) ব্যবসায়িক ঝুঁকি
১৯. ট্রাভেলারস্ চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পেয়ে থাকে?
উত্তর: (খ) কমিশন
২০. ঋণের শেষ আশ্রয়স্থল-
উত্তর: (গ) বাংলাদেশ ব্যাংক
২১. বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া কখন শুরু হয়?
উত্তর: (গ) সত্তরের দশকে
২২. মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?
উত্তর: (খ) সংরক্ষিত তহবিল
২৩. নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃ প্রবাহ পাওয়া যায়?
উত্তর: (ক) অবচয়
২৪. কাঠামোর ভিত্তিতে এক্সিম ব্যাংক কোন ধরনের ব্যাংক?
উত্তর: (খ) শাখা ব্যাংক
২৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদস্য সংখ্যা কতটি দেশ?
উত্তর: (গ) ১৮৯
২৬. xyz এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
উত্তর: (গ) ১০.২১%
২৭. যদি বৃদ্ধির হার ৩.৫% হয় সেক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
উত্তর: (ক) ১০.৭৫%
২৮. কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন?
উত্তর: (খ) ১২
২৯. ARR এর পূর্ণরূপ কী?
উত্তর: (গ) Annual Rate of Return
৩০. বিদ্যালয় একটি-
উত্তর: (ঘ) সামাজিক প্রতিষ্ঠান
- এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি সাজেশন ,এইচএসসি সাজেশন প্রশ্নব্যাংক, এইচএসসি সাজেশন pdf, এইচএসসি চুড়ান্ত সাজেশন
- আলিম পরীক্ষার সাজেশন, আলিম সাজেশন ,আলিম সাজেশন প্রশ্নব্যাংক, আলিম সাজেশন pdf, আলিম চুড়ান্ত সাজেশন
- hsc History 2nd paper suggestion
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
Advertisement 5
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
Advertisement 5
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩
Advertisement 3