Advertisement
প্রশ্ন সমাধান: একটি উত্তম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের নীতিমালাগুলো লিখ, ব্যবসায় পরিকল্পনার নীতিমালা আলোচনা কর,একটি উত্তম প্রকল্প প্রণয়নের পদক্ষেপসমূহ বর্ণনা কর
একটি উত্তম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের নীতিমালাগুলো লিখ
ব্যবসায় পরিকল্পনা বলতে ব্যবসায় পরিচালনা সংক্রান্ত অগ্রিম কর্মসূচিকে বোঝায়। একে লিখিত প্রতিবেদন হিসেবেও উল্লেখ করা যায়। এটি হতে পারে একটি ব্যবসায়িক প্রতিবেদন। উত্তম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে কতিপয় নীতিমালা অনুসরণ করা হয়।
উত্তম পরিকল্পনা প্রণয়নের নীতিমালা : নিম্নে উত্তম পরিকল্পনা প্রণয়নের নীতিমালা আলোচনা করা হলো :
১. সংক্ষিপ্ততা : উত্তম পরিকল্পনার অন্যতম নীতি হয় সংক্ষিপ্ততা। ব্যবসায় পরিকল্পনা যাতে সংক্ষিপ্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
২. বাস্তব ভিত্তিক : ব্যবসায় পরিকল্পনা অবশ্যই বাস্তবভিত্তিক হতে হবে। আবাস্তব পরিকল্পনা কখনও সফলতার মুখ দেখবে না ।
৩. লক্ষ্যভিত্তিক : উত্তম পরিকল্পনা অবশ্যই লক্ষ্যভিত্তিক হতে হবে। লক্ষ্যভিত্তিক ব্যবসায় পরিকল্পনা দ্রুত সফলতা অর্জন করে।
৪. উপযুক্ত পদ্ধতি প্রক্রিয়া নির্বাচন : উত্তম ব্যবসায় পরিকল্পনা অবশ্যই উপযুক্ত পদ্ধতি ও প্রক্রিয়া নির্বাচন করতে হয়। কারণ উপযুক্ত পদ্ধতি উদ্যোগকে সফল করে তোলে ।
Advertisement
৫. নমনীয়তা : ব্যবসায় পরিকল্পনা অবশ্যই নমনীয় হওয়া বাঞ্ছনীয়। এর মাধ্যমে সময়ের প্রেক্ষাপটে প্রয়োজনে পরিবর্তন করা যায় ।
৬. দক্ষ জনশক্তির উপস্থিতি : দক্ষ জনশক্তি ব্যতীত কেন পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব নয়। এ জন্য উক্ত ব্যবসায় পরিকল্পনার অবশ্যই দক্ষ জনশক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে ।
৭. উন্নত কর্ম পরিবেশ : উন্নত কর্ম পরিবেশ, প্রতিষ্ঠানের কর্মচারী, কর্মকর্তাদের কাজে উৎসাহিত করে । এজন্য উন্নত কর্ম পরিবেশ অবশ্যই ব্যবসায় পরিকল্পনা থাকতে হবে ।
আরো ও সাজেশন:-
বাজারজাতকরণ পরিকল্পনার হাতিয়ারসমূহ আলোচনা কর
বাজারজাতকরণ পরিকল্পনায় অনেকগুলো উপাদান অন্তর্ভুক্ত থাকে। পণ্য এবং ব্র্যান্ড পরিকল্পনায় যে সকল উপাদান অন্তর্ভুক্ত থাকে সেগুলো নিয়ে উল্লেখ করা হলো :
১. নির্বাহী সার-সংক্ষেপ : নির্বাহীর উদ্দেশ্যভিত্তিক সুপারিশের সারাংশ দিয়ে বাজারজাতকরণ পরিকল্পনা শুরু করতে হয়। নির্বাহী সার-সংক্ষেপ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের পরিকল্পনা প্রধান পয়েন্টগুলো দ্রুত খুঁজে পেতে সাহায্য করে । নির্বাহী সার-সংক্ষেপের পরেই সূচিপত্র দিতে হয় ।
২. বর্তমান বাজারজাতকরণ অবস্থা : পরিকল্পনার প্রথম অধ্যায়ে উদ্দিষ্ট বাজারের বর্ণনা এবং সেখানে কোম্পানির অবস্থান বর্ণনা করতে হয়। এ অধ্যায়ে পরিকল্পনা প্রণয়নকারী নিম্নোক্ত তথ্যগুলো সন্নিবেশিত করে :
(ক) বাজার বর্ণনা : এতে বিগত কয়েক বছরের বিভাগওয়ারী মোট বাজার আয়তন দেখানো হয়; তারপর ক্রেতার প্রয়োজন এবং তাদের ক্রয়কে প্রভাবিত করে এমন পরিবেশগত উপাদানগুলো পর্যালোচনা করা হয়।
(খ) পণ্য পর্যালোচনা : এতে পণ্যসারির প্রধান প্রধান পণ্যগুলোর বিক্রয় মূল্য এবং মোট মুনাফা দেখানো হয় ।
(গ) প্রতিযোগিতা : এতে প্রধান প্রতিযোগীদের চিহ্নিত করা হয় এবং তাদের প্রত্যেকের পণ্যের মান, মূল্য, বণ্টন এবং প্রমোশনের ব্যাপারে কৌশলসমূহ কি তার বর্ণনা থাকে
(ঘ) বণ্টন : এতে চলতি বিক্রয় প্রবণতা এবং প্রধান বণ্টন প্রণালীর সাম্প্রতিক পরিবর্তনগুলোর বর্ণনা থাকে ।
৩. হুমকি এবং সুযোগ : এ অধ্যায়ে পণ্যটির সম্ভাব্য, হুমকি এবং সুযোগ বিশ্লেষণ করা হয়। সকল হুমকি সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। যে সকল হুমকি কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণও বেশি কোম্পানিকে সেগুলোর মোকাবিলা করার জন্য পূর্ব পরিকল্পনা তৈরি করতে হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৪. উদ্দেশ্য এবং বিচার্য বিষয় : পণ্যের সম্ভাব্য হুমকি এবং সুযোগসমূহ পর্যালোচনার পর এ পর্যায়ে কোম্পানির ব্যবস্থাপককে উদ্দেশ্য নির্ধারণ করতে হয় এবং উদ্দেশ্যকে প্রভাবিত করে এমন বিচার্য বিষয়গুলো পর্যালোচনা করলে প্ৰধান বিচার্য বিষয় বেরিয়ে আসে। ফলে কোম্পানি ব্যবস্থাপকের পক্ষে বাজার অংশ বৃদ্ধি করা সম্ভবপর হয়।
৫. বাজারজাতকরণ কৌশল : বাজারজাতকরণ পরিকল্পনা এ অংশে উদ্দেশ্য অর্জনের জন্যে বাজারজাতকরণ কৌশলগুলোর বিস্তৃত পরিকল্পনা তৈরি করা হয়। বাজারজাতকরণ কৌশল হচ্ছে বাজারজাতকরণ যৌক্তিকতা যার মাধ্যমে একটি ব্যবসায় ইউনিট তার বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জনের প্রত্যাশা করে। এতে অভীষ্ট বাজার, বাজারজাতকরণ মিশ্রণ এবং বাজারজাতকরণ খরচের স্তরের ব্যাপারে সুনির্দিষ্ট কৌশল অন্তর্ভুক্ত থাকে ।
৬. কর্মপরিকল্পনা : বাজারজাতকরণ কৌশলগুলোকে কর্ম পরিকল্পনায় রূপান্তর করতে হবে যাতে গুরুত্বপূর্ণ কতকগুলো প্রশ্নের সমাধান থাকবে। কর্মপরিকল্পনায় কার্যক্রম শুরু পর্যালোচনা এবং সমাপ্তির সময়সূচি দেখানো হয় ।
৭. বাজেট : এ পর্যায়ে লাভ-ক্ষতির বিবরণ সম্বলিত একটি বাজারজাতকরণ বাজেটের মাধ্যমে কর্মপরিকল্পনার যৌক্তিকতা তুলে ধরতে হবে। ব্যবস্থাপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাজেট পর্যালোচনা, অনুমোদন এবং পরিবর্তন করে থাকে। অনুমোদিত বাজেটটি মালামাল ক্রয়, উৎপাদন সূচী, জনশক্তি পরিকল্পনা এবং বাজারজাতকরণ কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করে।
৮. নিয়ন্ত্রণ : সর্বশেষ অধ্যায়ে পরিকল্পনামাফিক কাজ এগুচ্ছে কিনা তা দেখার জন্যে নিয়ন্ত্রণ ব্যবস্থার রূপরেখা থাকে। এর ফলে ব্যবস্থাপকগণ প্রত্যেক সময়কালের জন্যে ফলাফল মূল্যায়ন করে কোনো ব্যবসায় বা পণ্যটি লক্ষ্য অর্জন করতে পারছে না তা শনাক্ত করে এবং কারণ অনুসন্ধান করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে ।
Advertisement 2
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 5
Advertisement 2
- What do you near by Business communication?, Explain the concept of business communication
Advertisement 5
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
Advertisement 3