একটি উত্তম আর্থিক মূলধন বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর

একটি উত্তম আর্থিক মূলধন বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

ভূমিকা : মূলধন বাজারের যেসব বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত করি, তা নিম্নে আলোচনা করা হলো :

১. ব্যবহারকারী : মূলধন বাজারের তহবিল ব্যবহার করে মূলত পাঁচ শ্রেণির ব্যবহারকারী। তারা হচ্ছে ব্যক্তিবর্গ কর্পোরেশনসমূহ সরকার এবং বৈদেশিক ঋণগ্রহীতা ।

(ক) ব্যক্তিবর্গ : স্থাবর সম্পত্তি এবং ব্যবসায় লেনদেনের অর্থসংস্থার জন্য প্রাসঙ্গিকভাবে মূলধন বাজারের উপর নির্ভরশীল।
(খ) ব্যবসায় কর্পোরেশনগুলো : নতুন তহবিলের চাহিদা পূরণ করে মূলধন বাজারে। অপরিশোধিত কর্পোরেট দলিলগুলোর স্থানান্তরও মূলধন বাজারে হয়ে থাকে।
(গ) সরকার/স্থানীয় সরকার : মূলধন বাজারের তহবিলের অন্যতম ব্যবহারকারী। মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি ট্রেজারি সিকিউরিটি বিক্রয়ের মাধ্যমে এরা তহবিল সংগ্রহ করে।

একটি আর্থিক মূলধন বাজারের প্রকৃতি আলোচনা কর

দেশের কর্পোরেট বন্ড এবং স্টক মার্কেটের মাধ্যমে বৈদেশিক ঋণগ্রহীতাগণও মূলধন বাজারে তহবিল ব্যবহার করে থাকে।

২. ব্যবহৃত দলিলসমূহ : মূলধন বাজার ব্যবহৃত দলিলগুলো দীর্ঘমেয়াদি বৈশিষ্ট্যের যে সমস্ত দলিলের মাধ্যমে মূলধন বাজারে তহবিলের আদান প্রদান হয়ে থাকে ।

আর্থিক মূলধন বাজারের বৈশিষ্ট্য বর্ণনা

৩. দলিলসমূহের মেয়াদকাল : আমরা ইতিপূর্বে মুদ্রা বাজারের দলিলগুলো নিয়ে আলোচনা করেছি। যেখানে দেখেছি ঐগুলোর মেয়াদ ১ বছর অথবা তার চেয়ে কম। কিন্তু মূলধন বাজাবে দলিলসমূহের মেয়াদ সাধারণত ৫ বছর থেকে ১০ বছরের মধ্যে ।

৪. কেন্দ্রীকরণ মাত্রা : মূলধন বাজারের আওতা অনেক বিস্তৃতি। মূলধন বাজার এমন একটা বাজার যেখানে একটা ব্যাংক অথবা একটা বিমা কোম্পানি মেয়াদি ঋণ সৃষ্টি করে। একটা কর্পোরেট বন্ড অথবা স্টক স্থানান্তরিত হয় সরকার নতুন বন্ড ইস্যু করে অথবা একজন বন্ধকির বিপরীতে অর্থ গ্রহণ করে।

বাংলাদেশের মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর

৫. লেনদেনের ধরন : মূলধন বাজেটের লেনদেনসমূহ সরাসরি হতে পারে আবার খোলা বাজারেও হতে পারে । যখন একটা সঞ্চয় ও ঋণদানকারী সমিতি একজন স্থানীয় গ্রাহককে বন্ধকি ঋণ মঞ্জুর করে তখন তাকে সরাসরি লেনদেন বলা যায়। কারণ এক্ষেত্রে কিছু সংখ্যক সঞ্চয়কারীর তহবিল একটা স্থাবর সম্পত্তির অর্থসংস্থান সরাসরি বণ্টিত হচ্ছে।

৬. লেনদেনের স্থান : মূলধন বাজারের বেশিরভাগ লেনদেন হয় মাধ্যমিক বাজারে। নতুন তহবিলের উত্তোলন অপেক্ষা বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান দলিলপত্রের স্থানান্তর ঘটে থাকে বেশি। অপরিশোধিত সিকিউরিটিসমূহে বাণিজ্যের পরিমাণ নতুন ইস্যুর মূল্যকে ব্যাপকভাবে অতিক্রম করে।

উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, সিকিউরিটিসমূহ লেনদেনের জন্য বন্ড মার্কেট, স্টক মার্কেট প্রভৃতি মাধ্যমিক বাজার হিসেবে পরিচিত।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ একটি উত্তম আর্থিক মূলধন বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর, একটি আর্থিক মূলধন বাজারের প্রকৃতি আলোচনা কর

Leave a Comment