Advertisement
প্রশ্ন সমাধান: একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতা পার্থক্য, একচেটিয়া বাজার vs পূর্ণ প্রতিযোগিতা পার্থক্য, একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতা তুলনামূলক আলোচনা, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজার মধ্যে পার্থক্য, একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতা কাকে বলে
পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য
পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে আমরা বিস্তর পার্থক্য দেখতে পাই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা যে বৈশিষ্ট্য গুলো দেখতে পাই একচেটিয়া বাজারে তার বিপরীত বৈশিষ্ট্য গুলো দেখতে পাই। নিচে বিস্তারিতভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলো আলোচনা করা হলো আশা করি তোমাদের কাজে লাগবে।
পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য আলোচনা
১। সজ্ঞাগত পার্থক্যঃ
ক ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারঃ যে বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা থাকে এবং প্রচুর পরিমাণে বিক্রেতা থাকে বিক্রেতা ও ক্রেতা কোন পণ্য বা সেবা দ্রব্যের দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।
খ) একচেটিয়া বাজারঃ
যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং ওই বিক্রেতা কোন একটি নির্দিষ্ট পণ্য বিক্রয় করে থাকে এবং যার কোন নিকট প্রতিদ্বন্দ্বী থাকেনা ওই বিক্রেতা যে দাম ধার্য করে তা ক্রেতাগণ মেনে নিতে বাধ্য থাকে তাকে একচেটিয়া বাজার বলে।
২। প্রবেশ এবং প্রস্থানের ভিত্তিতে পার্থক্যঃ
Advertisement
একচেটিয়া বাজারে কোন ফার্ম চাইলেই প্রবেশ করতে পারে আবার ইচ্ছা হলেই যেকোনো সময় বাজার থেকে প্রস্থান করতে পারে। পক্ষান্তরে একচেটিয়া বাজারে কোন ফার্ম চাইলেই প্রবেশ করতে পারে না আবার কোন ফার্ম চাইলেই প্রস্থান করতে পারে না একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করে কোন একটি একক ফার্ম।
৩। মুনাফা অর্জনের ভিত্তিতে পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এমন একটি বাজার যেখানে কোন ফার্ম চাইলেই অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারেনা স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করলেও দীর্ঘকাল এসকল ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে।পক্ষান্তরে একচেটিয়া বাজারে কোন ফার্ম স্বল্পকালে অথবা দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে।
৪) চাহিদা রেখার ভিত্তিতে পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন ফার্মের চাহিদা রেখা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল এবং একচেটিয়া বাজারে কোন ফার্মের চাহিদা রেখা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই একচেটিয়া বাজারের ফার্মের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়।
আরো ও সাজেশন:-
৫)একচেটিয়া ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কখনো একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করা সম্ভব নয় অন্যদিকে একচেটিয়ামূলক বাজারে সব সময় একচেটিয়া ক্ষমতা বিরাজমান থাকে।
৬) উৎপাদনের উপকরণ এর গতিশীলতার উপর পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের উপকরণ সর্বদা গতিশীল থাকে উৎপাদনের উপকরণ হ্রাস বৃদ্ধি করা সম্ভব নয় পক্ষান্তরে একচেটিয়া বাজারে উৎপাদনের উপকরণ সর্বদা একটি উৎপাদক প্রতিষ্ঠান হাতে কুক্ষিগত থাকে তাই উৎপাদনের উপকরণ গতিশীল নয়।
৭) দামের ভিত্তিতে পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয় অর্থাৎ চাহিদা ও জোগানের সমন্বয় একটি নির্দিষ্ট দাম ধার্য হয় পক্ষান্তরে একচেটিয়া বাজারে যেহেতু একটি ফার্ম সম্পূর্ণ দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে তাই ক্রেতারা দাম কে প্রভাবিত করতে পারে না বিক্রেতা প্রতিষ্ঠান যা দাম নির্ধারণ করে তাই ক্রেতা কে মেনে নিতে হয়।
৮) ক্রেতা ও বিক্রেতার সংখ্যার উপর পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে পক্ষান্তরে একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে।
৯) যোগান রেখার ভিত্তিতে পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয় তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখা পাওয়া সম্ভব পক্ষান্তরে একচেটিয়া বাজারে যেহেতু একক ফার্ম সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে চাইলেই যোগান হ্রাস বৃদ্ধি করতে পারে তাই একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না।
১০) বিজ্ঞাপন খরচ এর ভিত্তিতে পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেহেতু প্রতিযোগিতাপূর্ণ তাই এখানে বিজ্ঞাপন খরচ থাকে পক্ষান্তরে একচেটিয়া বাজার যেহেতু প্রতিযোগিতামূলক নয় তাই এ বাজারে বিজ্ঞাপন খরচ নেই।
Advertisement 2
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১১) শিল্পের গঠনগত পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম একত্রিত হয়ে শিল্প গঠন করে পক্ষান্তরে একচেটিয়া বাজারে একটি ফার্ম একটি শিল্প গঠন করে।
১২) সরকারের দাম নিয়ন্ত্রণ এর ভিত্তিতে পার্থক্যঃ
জনগণের স্বার্থ রক্ষা করার জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম নিয়ন্ত্রণ করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয় কিন্তু একচেটিয়া বাজারে সরকারের দাম নিয়ন্ত্রণ এর প্রয়োজন হয় না।
১৩) ক্রেতা ও বিক্রেতার প্রাধান্যের ভিত্তিতে পার্থক্যঃ
একচেটিয়া বাজারে বিক্রেতার প্রাধান্য বেশি পক্ষান্তরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতার প্রাধান্য বেশি।
১৪) সংখ্যাগত পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা অসংখ্য পণ্যের ক্ষেত্রে দেখা যায় কিন্তু একচেটিয়া বাজার এর সংখ্যার পরিমাণ নগণ্য বা নেই বললেই চলে।
১৫) দাম ধার্য করনের ভিত্তিতে পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বিভিন্ন বাজারে একই দাম গ্রহণ করতে বাধ্য থাকে পক্ষান্তরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বিভিন্ন বাজারে বিভিন্ন দাম ধার্য করতে পারে।
১৬) দামের উপর প্রভাব এর ভিত্তিতে পার্থক্যঃ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বা বিক্রেতা কেহই এককভাবে দাম নিয়ন্ত্রণ করতে পারে না পক্ষান্তরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা সর্বেসর্বা বিক্রেতা একাই মূল্য নির্ধারণ করতে পারে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের পার্থক্যঃ
১। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান। পক্ষান্তরে একচেটিয়া বাজারে ক্রেতা অসংখ্য কিন্তু বিক্রেতা মাত্র একজন।
২। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য সমজাতীয় হয়। পক্ষান্তরে একচেটিয়া বাজারে একটি মাত্র পণ্য উৎপাদিত হয় যার কোন নিকট পরিবর্তক নেই।
৩। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অবস্থান সম্পর্কে ক্রেতা বিক্রেতার সম্পূর্ণ ধারনা থাকে।পক্ষান্তরে একচেটিয়া বাজারের অবস্থান সম্পর্কে ক্রেতা বিক্রেতার সম্পূর্ণ ধারনা থাকে না।
Advertisement 2
৪। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন অধিক হয়, দাম কম হয় । পক্ষান্তরে একচেটিয়া বাজারে উৎপাদন কম হয় দাম অধিক হয় ।
Advertisement 4
৫। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জিত হয় । পক্ষান্তরে একচেটিয়া বাজারে দীর্ঘকালে অতিরিক্ত মুনাফা অর্জিত হয়।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 5
- What do you near by Business communication?, Explain the concept of business communication
Advertisement 5
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
Advertisement 3