এইচএসসি পরিসংখ্যান ১ম পত্র এমসিকিউ সাজেশন

Google Adsense Ads

এইচএসসি পরিসংখ্যান ১ম পত্র এমসিকিউ সাজেশন ২০২৫

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী]
পরিসংখ্যান ১ম পত্র (Statistics 1st Paper) সুপার সাজেশন ২০২৫
subject code: 129
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন
এইচএসসি পরিসংখ্যান ১ম পত্র এমসিকিউ সাজেশন,পরিসংখ্যান ১ম পত্র বহুনির্বাচনী এইচএসসি সাজেশন,hsc পরিসংখ্যান ১ম পত্র এমসিকিউ সাজেশন, hsc Statistics 1st Paper mcq

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

পরিসংখ্যান ১ম পত্র বহুনির্বাচনী এইচএসসি সাজেশন ২০২৫

১. কোনটি বিচ্ছিন্ন চলক?

[ক] শিক্ষার্থীদের বয়স

[খ] মাছের ওজন

[গ] পরিবারের সদস্য সংখ্যা

[ঘ] ঢাকা শহরের মাসিক তাপমাত্রা

উত্তর: [গ] পরিবারের সদস্য সংখ্যা

২. পরিমাপন স্কেল কোনটি?

[ক] ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

উত্তর: [গ] ৪

৩. প্রাথমিক তথ্যের বৈশিষ্ট্য হলো-

i. সময় কম লাগে

ii. জনবল বেশি লাগে

iii. প্রশিক্ষণপ্রাপ্ত লোকের দরকার হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [গ] ii ও iii

৪. ৫, ৭, ২, ০, – ১ সংখ্যাগুলির পরিসর কত?

[ক] ১

[খ] ৬

[গ] ৭

[ঘ] ৮

উত্তর: [ঘ] ৮

⬔ নিচের তথ্যের আলোকে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:

শ্রেণিব্যাপ্তি: ১০-১৯ ২০-২৯ ৩০-৩৯ ৪০-৪৯ ৫০-৫৯

গণসংখ্যা: ৫ ৬ ২ ৮ ৭

৫. মধ্যক শ্রেণি কোনটি?

[ক] ১৯.৫ – ২৯.৫

[খ] ২৯.৫ – ৩৯.৫

[গ] ৩৯.৫ – ৪৯.৫

[ঘ] ৪৯.৫ – ৫৯.৫

উত্তর: [গ] ৩৯.৫ – ৪৯.৫

৬. উদ্দীপকের শ্রেণিব্যাপ্তি পরিবর্তন না করা হলে কোন লেখচিত্র অঙ্কন করা সম্ভব নয়?

[ক] আয়তলেখ

[খ] গণসংখ্যা রেখা

[গ] গণসংখ্যা বহুভুজ

[ঘ] অজিভ রেখা

উত্তর: [ক] আয়তলেখ

৭. ক্রিকেট খেলায় ওভার প্রতি রানের তথ্য উপস্থাপনে উপযুক্ত চিত্র কোনটি?

[ক] আয়তলেখ

[খ] দন্ডচিত্র

[গ] গণসংখ্যা বহুভুজ

[ঘ] অজিভ রেখা

উত্তর: [ক] আয়তলেখ

৮. প্রথম ২৫টি স্বাভাবিক সংখ্যার গড় কত?

[ক] ১২

[খ] ১২.৫

[গ] ১৩

[ঘ] ১৩.৫

উত্তর: [গ] ১৩

৯. অজিভ রেখার সাহায্যে কোন পরিমাপটি নির্ণয় করা যায়?

[ক] গাণিতিক গড়

[খ] জ্যামিতিক গড়

[গ] মধ্যমা

[ঘ] প্রচুরক

উত্তর: [গ] মধ্যমা

১০. দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় ৫ এবং জ্যামিতিক গড় ৬ হলে তরঙ্গ গড়ের মান কত?

[ক] ০.৬০

[খ] ১.৬৭

[গ] ১.৮০

[ঘ] ৩.৮৭

উত্তর: [গ] ১.৮০

⬔ নিচের তথ্যের আলোকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:

পাঁচজন বন্ধু অংশীদারি ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করল। এই লক্ষ্যে তারা ব্যবসার শুরুতে মূলধন ২, ৪, ৮, ১৬ এবং ৩২ লক্ষ টাকা জমা করলেন।

১১. মূলধনগুলির কেন্দ্রীয় মান পরিমাপের ক্ষেত্রে কোন পরিমাপটি উপযুক্ত?

[ক] গাণিতিক গড়

[খ] জ্যামিতিক গড়

[গ] মধ্যমা

[ঘ] প্রচুরক

উত্তর: [খ] জ্যামিতিক গড়

১২. উদ্দীপকের তথ্যটির মধ্যমা কত?

[ক] ৬

[খ] ৮

[গ] ১৬

[ঘ] ২৪

উত্তর: [খ] ৮

১৩. কোনটি এককমুক্ত পরিমাপক?

[ক] পরিসর

[খ] গড় ব্যবধান

[গ] পরিমিত ব্যবধান

[ঘ] বিভেদাঙ্ক

উত্তর: [ঘ] বিভেদাঙ্ক

১৪. প্রথম হ স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক কত?

[ক] n + 1/2

[খ] n(n + 1)/2

[গ] n² – 1/12

[ঘ] n² + 1/12

উত্তর: [গ] n² – 1/12

⬔ নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:

২০১৮ সালের নির্বাচনি পরীক্ষায় রনি ও জনির পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২ এবং ৮৬।

১৫. প্রাপ্ত নম্বরের গড় ব্যবধান কত?

[ক] ২

[খ] ৪

[গ] ৬

[ঘ] ৮

উত্তর: [ক] ২

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

পরিসংখ্যান ১ম পত্র এইচএসসি সুপার mcq সাজেশন pdf download ২০২৫

১৬. প্রাপ্ত নম্বরের বিভেদাঙ্ক কত?

[ক] ১.১৯%

[খ] ২.৩৮%

[গ] ৩.৫৭%

[ঘ] ৪.৭৬%

উত্তর: [খ] ২.৩৮%

১৭. ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে-

i. গণসংখ্যা রেখার ডানদিক উঁচু থাকে

ii. গড় < মধ্যমা < প্রচুরক

iii. গড় > মধ্যমা > প্রচুরক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

১৮. গণসংখ্যা নিবেশনের আকৃতি ও প্রকৃতি জানার জন্য ব্যবহৃত ধ্রুবকসমূহকে কী বলে?

[ক] বিভেদাঙ্ক

[খ] সংশ্লেষাঙ্ক

[গ] নির্ভরাঙ্ক

[ঘ] পরিঘাত

উত্তর: [ঘ] পরিঘাত

১৯. সংশ্লেষাঙ্কের সীমা কত?

[ক] – ১ < r < ১

[খ] – ১ > r > ১

[গ] – ১ ≤ r ≤ ১

[ঘ] – ১ ≥ r ≥ ১

উত্তর: [গ] – ১ ≤ r ≤ ১

২০. নির্ভরাঙ্কদ্বয়ের-

i. গাণিতিক গড় সংশ্লেষাঙ্ক অপেক্ষা বড়

ii. জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান

iii. মান প্রতিসম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

২১. x – by -2 = 0 সমীকরণের x ও y এর সংশ্লেষাঙ্কের মান কত?

[ক] – ১

[খ] ০

[গ] ১

[ঘ] ২

উত্তর: [গ] ১

২২. সুনামির কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কালীন সারির কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?

[ক] সাধারণ ধারা

[খ] ঋতুগত ভেদ

[গ] চক্রক্রমিক ভেদ

[ঘ] অনিয়মিত ভেদ

উত্তর: [খ] ঋতুগত ভেদ

২৩. কালীন সারির উপাদান কয়টি?

[ক] ৩

[খ] ৪

[গ] ৫

[ঘ] ৬

উত্তর: [খ] ৪

২৪. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?

[ক] ১৯৭১

[খ] ১৯৭২

[গ] ১৯৭৩

[ঘ] ১৯৭৪

উত্তর: [ঘ] ১৯৭৪

২৫. ব্যানবেইজ কোন মন্ত্রণালয়ের অধীনে?

[ক] কৃষি

[খ] খাদ্য

[গ] শিক্ষা

[ঘ] তথ্য

উত্তর: [গ] শিক্ষা

১. প্রথম n স্বাভাবিক সংখ্যার মধ্যমা কোনটি?

[ক] n/2

[খ] n + 1/2

[গ] n(n + 1)/2

[ঘ] n² – 1/1

উত্তর: [খ] n + 1/2

২. গাণিতিক গড়-

i. মূল ও মাপনির উপর নির্ভরশীল

ii. তথ্যসারির সব মানের উপর নির্ভরশীল

iii. চরম মান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

৩. ২, ১২, ২২, …., ৯২ সংখ্যাগুলোর যোজিত গড় কত?

[ক] ৪৫

[খ] ৪৬

[গ] ৪৭

[ঘ] ৫৫

উত্তর: [গ] ৪৭

⬔ নিচের তথ্যের আলোকে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশের উত্তরাঞ্চলের ৪টি জেলার ধান উৎপাদনের তথ্য দেওয়া হলো:

জেলা | কৃষকের সংখ্যা | গড় উৎপাদন (টনে) | ভেদাঙ্ক।

রংপুর: ৫০, ৭৫, ২৫।

দিনাজপুর: ৩৫, ৬২, ১৬।

বগুড়া: ২০, ৩০, ৪৯।

পাবনা: ৪৫, ৭৮, ৩৬।

৪. রংপুর ও পাবনা জেলার ধান উৎপাদনের সম্মিলিত গড়:

[ক] ৬৯.৬৫

[খ] ৭৬.৪২

[গ] ৬২.৩২

[ঘ] ৭০.৬৫

উত্তর: [খ] ৭৬.৪২

৫. কোন জেলার ধান উৎপাদন অধিক স্থিতিশীল?

[ক] রংপুর

[খ] দিনাজপুর

[গ] বগুড়া

[ঘ] পাবনা

উত্তর: [খ] দিনাজপুর

৬. বিস্তারের আপেক্ষিক পরিমাপ কোনটি?

[ক] পরিসর

[খ] গড় ব্যবধান

[গ] পরিমিত ব্যবধান

[ঘ] বিভেদাঙ্ক

উত্তর: [ঘ] বিভেদাঙ্ক

৭. bxy = ০.৯৪ এবং byx = ১.০১ হলে rxy = কত?

[ক] ০.৯৪

[খ] ০.৯৫

[গ] ০.৯৭

[ঘ] ০.৯৮

উত্তর: [গ] ০.৯৭

pdf download পরিসংখ্যান ১ম পত্র এইচএসসি সুপার নৈবিত্তিক সাজেশন ২০২৫

৮. বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান বিষয়ক কার্যক্রম-

i. আদমশুমারি

ii. কৃষিশুমারি

iii. জাতীয় আয় নিরূপণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

৯. বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের সীমাবদ্ধতা হলো-

i. ত্রæটিপূর্ণ তথ্যসংগ্রহ পদ্ধতি

ii. দক্ষ তথ্য সংগ্রহকারীর অভাব

iii. রিপোর্ট প্রকাশে বিলম্ব

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

১০. শীতকালে গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি পায়। এটি কালীন সারির কোন ধরনের উপাদান নির্দেশ করে?

[ক] সাধারণ ধারা

[খ] অনিয়মিত ভেদ

[গ] চক্রক্রমিক ভেদ

[ঘ] ঋতুগত ভেদ

উত্তর: [ঘ] ঋতুগত ভেদ

১১. সংশ্লেষাঙ্ক-

i. মূল ও মাপনি হতে স্বাধীন

ii. নির্ভরাঙ্কদ্বয়ের জ্যামিতিক গড়ের সমান

iii. সর্বদাই ধনাত্মক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

১২. কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়?

[ক] ৫ বছর

[খ] ১০ বছর

[গ] ১২ বছর

[ঘ] ২০ বছর

উত্তর: [খ] ১০ বছর

১৩. বয়স ও উচ্চতা কোন ধরনের পরিমাপন স্কেল?

[ক] নামসূচক

[খ] ক্রমিক সূচক

[গ] শ্রেণিসূচক

[ঘ] আনুপাতিক

উত্তর: [ঘ] আনুপাতিক

১৪. নিচের কোনটি গুণবাচক চলকের উদাহরণ?

[ক] বয়স

[খ] উচ্চতা

[গ] ওজন

[ঘ] মেধা

উত্তর: [ঘ] মেধা

⬔ নিচের সারণি হতে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:

শ্রেণিব্যাপ্তি: ১০-১৯, ২০-২৯, ৩০-৩৯, ৪০-৪৯, ৫০-৫৯।

গণসংখ্যা: ২, ৮, ১২, ৬ ৭।

১৫. উদ্দীপকটির সর্বোচ্চ শ্রেণির আপেক্ষিক গণসংখ্যা কত?

[ক] ০.১৭

[খ] ০.২৩

[গ] ০.২০

[ঘ] ০.৩৪

উত্তর: [গ] ০.২০

১৬. উদ্দীপকের জন্য কোন লেখটি উপযুক্ত?

[ক] আয়তলেখ

[খ] গণসংখ্যা রেখা

[গ] গণসংখ্যা বহুভুজ

[ঘ] অজিভ রেখা

উত্তর: [ঘ] অজিভ রেখা

১৭. জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ে কোন পরিমাপটি উপযুক্ত?

[ক] গাণিতিক গড়

[খ] জ্যামিতিক গড়

[গ] মধ্যমা

[ঘ] প্রচুরক

উত্তর: [ক] গাণিতিক গড়

১৮. তথ্যসারির কোনো একটি মান শূন্য হলে নিচের কোন পরিমাপটি নির্ণয় করা যায় না?

[ক] গাণিতিক গড়

[খ] জ্যামিতিক গড়

[গ] মধ্যমা

[ঘ] প্রচুরক

উত্তর: [খ] জ্যামিতিক গড়

Google Adsense Ads

১৯. ৫ জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর ১৫, ১৮, ১৪, ১৬ ও ১৭ হলে নিচের কোন সংখ্যাটি হতে ব্যবধানের সমষ্টি শূন্য হবে?

[ক] ১৪

[খ] ১৫

[গ] ১৬

[ঘ] ১৭

উত্তর: [গ] ১৬

২০. দুটি অসম সংখ্যার গড় ব্যবধান ৩ হলে, পরিসর কত?

[ক] – ৬

[খ] ৩

[গ] ৬

[ঘ] ৯

উত্তর: [গ] ৬

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২১. বিস্তার পরিমাপের ক্ষেত্রে-

i. ভেদাঙ্ক একটি ধনাত্মক সংখ্যা

ii. পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না

iii. বিভেদাঙ্ক একটি এককমুক্ত বিশুদ্ধ সংখ্যা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

২২. ভিন্ন এককবিশিষ্ট দুটি তথ্যসারির তুলনা করতে নিচের কোন বিস্তার পরিমাপটি ব্যবহৃত হয়?

[ক] গড় ব্যবধান

[খ] চতুর্থক ব্যবধান

[গ] ভেদাঙ্ক

[ঘ] বিভেদাঙ্ক

উত্তর: [ঘ] বিভেদাঙ্ক

২৩. যদি y = mx + c হয়, তবে x ও y এর মধ্যকার সংশ্লেষাঙ্কের মান হবে-

[ক] – ১

[খ] ০

[গ] ০.৫

[ঘ] ১

উত্তর: [ঘ] ১

২৪. নিচের কোনটি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ প্রকাশ করে?

[ক] ⊾

[খ] ⟀

[গ] ∟

[ঘ] ∠

উত্তর: [খ] ⟀

২৫. বঙ্কিমতা কত প্রকার?

[ক] ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

উত্তর: [ক] ২

২০২৫ নৈবিত্তিক পরিসংখ্যান ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড

১. বঙ্কিমতার অর্থ-

[ক] প্রয়োজনীয়তার অভাব

[খ] সুসামঞ্জস্যের অভাব

[গ] অসমতার অভাব

[ঘ] পরিঘাতের অভাব

উত্তর: [খ] সুসামঞ্জস্যের অভাব

২. কোনো তথ্যসারির প্রথম ও তৃতীয় চুতর্থকের গাণিতিক গড়কে কী বলে?

[ক] মিডরেঞ্জ

[খ] মিডহিঞ্জ

[গ] রেঞ্জ

[ঘ] মধ্যমা

উত্তর: [খ] মিডহিঞ্জ

৩. নিচের তথ্যগুলো লক্ষ কর-

i. পরিঘাত নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে

ii. শোধিত পরিঘাতের অপর নাম কেন্দ্রিয় পরিঘাত

iii. μ একটি গ্রিক অক্ষর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

⬔ নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

২, ১, ০, ৫, – ৬, ৭, – ৪

৪. তথ্যগুলোর ১ম চতুর্থক কত হবে?

[ক] – ৪

[খ] ৪

[গ] ৫

[ঘ] ৬

উত্তর: [ক] – ৪

৫. তথ্যগুলোর মধ্যমা নিচের কোনটি?

[ক] ১

[খ] ৪

[গ] ৫

[ঘ] ৬

উত্তর: [ক] ১

৬. x ও y এর ৪ জোড়া মান নিচে দেওয়া হলো-

x: ১০, ১২, ১৫, ২০।

y: ৩, ৩, ৩, ৩।

x ও y চলকের মাঝে কোন ধরনের সংশ্লেষ বিদ্যমান:

[ক] পূর্ণ ধনাত্মক

[খ] পূর্ণ ঋণাত্মক

[গ] শূন্য

[ঘ] কোনটিই নয়

উত্তর: [গ] শূন্য

⬔ নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

এ বছর প্রচন্ড খরার কারণে আখের উৎপাদন হ্রাস পেয়ে হঠাৎ করে চিনির দাম বেড়ে যায়। চিনির দাম বাড়ার কারণে চায়ের দাম বেড়ে যায়। কেননা উৎপাদন ও দাম পরস্পর সম্পর্কযুক্ত।

৭. আখের উৎপাদনের সাথে চিনির দামের-

[ক] ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান

[খ] ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান

[গ] শূন্য সংশ্লেষ বিদ্যমান

[ঘ] কোনটিই নয়

উত্তর: [খ] ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান

৮. উদ্দীপকের আলোকে চিনি ও চায়ের মধ্যে বিদ্যমান সহভেদাঙ্কের মান-

[ক] শূন্য

[খ] এক

[গ] দুই

[ঘ] তিন

উত্তর: [ক] শূন্য

৯. সহজ ক্রম সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সূত্র নিচের কোনটি?

[ ক] 6Σdi²/n(n-1)

[খ] 1 -6Σdi²/n(n²-1)

[গ] 1 +6Σdi²/n(n²-1)

[ঘ] 1 -6Σdi/n(n²-1)

উত্তর: [খ] 1 -6Σdi²/n(n²-1)

১০. সময়ের সাথে সম্পর্কিত যেকোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাস নিচের কোনটি?

[ক] বিস্তার

[খ] কালীন সারি

[গ] স্বাধীন চলক

[ঘ] সংশ্লেষাঙ্ক

উত্তর: [খ] কালীন সারি

১১. কালীন সারির উপাদান কয়টি?

[ক] ৩

[খ] ৪

[গ] ৫

[ঘ] ৬

উত্তর: [খ] ৪

১২. বাংলাদেশের সর্ববৃহৎ পরিসংখ্যানিক প্রতিষ্ঠান নিচের কোনটি?

[ক] BBS

[খ] BRRT

[গ] BARD

[ঘ] BIDS

উত্তর: [ক] BBS

HSC /Alim Common Suggestion 2025

১৩. বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে?

[ক] ১৯৬০

[খ] ১৯৭৪

[গ] ১৯৭৫

[ঘ] ১৯৮০

উত্তর: [খ] ১৯৭৪

১৪. পরিসংখ্যানের জনক কে?

[ক] বাউলী

[খ] আর.এ. ফিশার

[গ] হোরেস সেক্রিস্ট

[ঘ] কার্ল পিয়ারসন

উত্তর: [খ] আর.এ. ফিশার

১৫. গুণ ও ভাগ করা যায়-

i. শ্রেণিসূচক পরিমাপনে

ii. ক্রমিকসূচক পরিমাপনে

iii. আনুপাতিক পরিমাপনে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [খ] i ও iii

১৬. কাঁচা তথ্যকে সংক্ষিপ্ত ও বিশ্লেষণ উপযোগী করার প্রক্রিয়াই হলো-

[ক] সিদ্ধান্ত গ্রহণ

[খ] মন্তব্য

[গ] তথ্য উপস্থাপন

[ঘ] ত্রুটি সংশোধন

উত্তর: [গ] তথ্য উপস্থাপন

১৭. একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনে কয়টি কলাম থাকে?

[ক] ৩

[খ] ৪

[গ] ৫

[ঘ] ৬

উত্তর: [গ] ৫

১৮. যে লেখচিত্রের সাহায্যে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশনকে উপস্থাপন করা হয়, তাকে কী বলে?

[ক] গণসংখ্যা রেখা

[খ] আয়তলেখ

[গ] গণসংখ্যা বহুভুজ

[ঘ] অজিভ রেখা

উত্তর: [ঘ] অজিভ রেখা

১৯. পাই চিত্রের অপর নাম-

i. পাই চার্ট

ii. কৌণিক নকশা

iii. বৃত্তাকার চিত্র

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

২০. ব্যাংকের সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, জনসংখ্যার হ্রাস-বৃদ্ধির হার, আনুপাতিক হার নির্ণয়ে ব্যবহৃত হয়-

[ক] গাণিতিক গড়

[খ] তরঙ্গ গড়

[গ] জ্যামিতিক গড়

[ঘ] প্রচুরক

উত্তর: [গ] জ্যামিতিক গড়

২১. আয়তলেখ হতে নিচের কোনটি নির্ণয় করা সম্ভব?

[ক] গড়

[খ] মধ্যমা

[গ] প্রচুরক

[ঘ] ভেদাঙ্ক

উত্তর: [গ] প্রচুরক

২২. কোনো চলকের গড় ১৫ এর প্রতিটি মানকে ৫ দ্বারা গুণ করে ২০ যো

[গ] করলে নতুন চলকের গড় কত হবে?

[ক] ৪

[খ] ৭৫

[গ] ৯০

[ঘ] ৯৫

উত্তর: [ঘ] ৯৫

⬔ নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

একজন ছাত্রের সাপ্তাহিক পরীক্ষার পাঁচ বিষয়ের প্রাপ্ত নম্বর ১৬, ১২, ১৪, ১৫, ১৮।

২৩. প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নিচের কোনটি?

[ক] ১২

[খ] ১৫

[গ] ১৬

[ঘ] ১৭

উত্তর: [খ] ১৫

২৪. প্রাপ্ত নম্বরের ভেদাঙ্ক নিচের কোনটি?

[ক] ৩

[খ] ৪

[গ] ৬

[ঘ] ১৫

উত্তর: [খ] ৪

২৫. Σx1 = ১৫০, n = ১৫ এবং σ = ১০ হলে CV = ?

[ক] ৫০%

[খ] ৮৫%

[গ] ৯৫%

[ঘ] ১০০%

উত্তর: [ঘ] ১০০%

আজকের সাজেশস: চূড়ান্ত নৈবিত্তিক সাজেশন এইচএসসি পরিসংখ্যান ১ম পত্র ২০২৫

এইচএসসি ১০০% কমন পরিসংখ্যান ১ম পত্র নৈবিত্তিক সাজেশন ২০২৫

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Google Adsense Ads

Leave a Comment