উৎপাদনের মাত্রাজনিত ব্যয় বলতে কি বােঝায়? “ক্রেতাবিক্রেতার মধ্যে সুসম্পর্ক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে সফলতার অন্যতম শর্ত” – মন্তব্যটি মূল্যায়ন করুন।,২০২১ সালের এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১১শ শ্রেণি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৩য় অ্যাসাইনমেন্ট সমাধান 2021

শ্রেণি: ১১শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 03 বিষয় কোডঃ 1888
বিভাগ: বাণিজ্য শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃউৎপাদনের মাত্রাজনিত ব্যয় বলতে কি বােঝায়? “ক্রেতাবিক্রেতার মধ্যে সুসম্পর্ক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে সফলতার অন্যতম শর্ত” – মন্তব্যটি মূল্যায়ন করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

উৎপাদনের মাত্রাজনিত ব্যয় বলতে কি বােঝায়?

সাধারণ অর্থে, উৎপাদন মাত্রা হলো প্রতিষ্ঠানের সকল সুযোগ-সুবিধা বিবেচনা করে উৎপাদিত পণ্য বা সেবার পরিমাণ। অর্থাৎ, কোনো উৎপাদন প্রতিষ্ঠান কতটুকু পরিমাণে বা কি আয়তনে উৎপাদন করে তা হচ্ছে ঐ প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা। স্বল্প পরিমাণে উৎপাদন করলে উৎপাদনের মাত্রা নিম্ন আর অধিক পরিমণে উৎপাদন করলে উৎপাদনের মাত্রা উচ্চ হয়। ব্যাপক অর্থে বলা যায় যে, ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সকল সুযোগ-সুবিধা (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন) এর আলোকে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করা হয় তাই হলো উৎপাদনের মাত্রা। উৎপাদনের মাত্রা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের ব্যবসায়ীর আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনার দক্ষতা, বাজার পরিস্থিতি ও অন্যান্য অবস্থার উপর।

উৎপাদন মাত্রার গুরুত্ব : একটি প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা নির্ভর করে এর মূলধন, ভূমি, শ্রম ও সংগঠনের উপর। সঠিকভাবে উৎপাদন মাত্রা নির্ধারণ করা অপরিহার্য। কারণ, এতে উৎপাদনের উপকরণ খরচ কমানোর পাশাপাশি একক প্রতি গড় খরচও কমানো যাবে। নিচে উদাহরণের সাথে উৎপাদন মাত্রার গুরুত্ব আলোচিত হল-

মোমেনা বেগম একটি ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকার। তাঁর ‘মা ও মেয়ে পোশাক কেন্দ্র’ তে সকল বয়সী নারীদের জন্য দেশীয় পোশাক পাওয়া যায়। এই পোশাকগুলো মোমেনা বেগমের নিজস্ব কারখানায় উৎপন্ন হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির মূলধন ১০০ কোটি টাকা; শ্রমিক সংখ্যা ১২০ জন, বার্ষিক উৎপাদন মূল্য ৮০ লক্ষ টাকা এবং আয়তন ছোট বিধায় উৎপাদন ব্যয় বেশি। এই কারণে পণ্যের দাম অপেক্ষাকৃত বেশি ও শেয়ার প্রতি লভ্যাংশও কম হয়ে থাকে, যদিও পণ্য গুলোর মান খুব ভাল নয়।

আফিফা মানসূরীন ‘ইউনিভার্সাল ওয়্যার’ নামক বৃহদায়তন পোশাক প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকার। মোট মূলধন বর্তমানে প্রায় ৮,০০০ কোটি টাকা ও বার্ষিক উৎপাদন মূল্য প্রায় ৫১ কোটি টাকা। প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ৫০০৮ জন। এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে পশ্চিমা পোশাক উৎপন্ন হয় নারী, শিশু-পুরুষ সকলের জন্য। মূলধন বেশি ও আয়তনে বড় বলে বর্তমানে আফিফা মানসূরীন পশ্চিমা ও স্বদেশী দুই ধারার পোশাক উৎপাদনে মনোনিবেশ করেছেন। তার প্রতিষ্ঠানে উৎপন্ন পোশাক বিদেশেও রপ্তানী হচ্ছে।

প্রতিষ্ঠান দু’টোর আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উৎপাদন মাত্রা কম বা বেশি হওয়ার উপর প্রতিষ্ঠানের পণ্যের গুণগতমান বিক্রয়, মুনাফা প্রাপ্তির ক্ষেত্রে তারতম্য ঘটা নির্ভরশীল। সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানে মান, পরিমাণ, মুনাফা/লভ্যাংশ, শ্রমিক সংখ্যা, স্থানের যথাযথ ব্যবহার সহ একটি ধনাত্মক চিত্র দেখা যায়। অন্যদিকে, ক্ষুদ্র মাত্রার প্রতিষ্ঠানে উৎপাদনের মান ও পরিমাণ কম, ব্যয় বেশি ও শ্রমিক কম থাকে বলে উপযোগের সদ্ব্যবহারও হয়ে ওঠে না। সুতরাং উৎপাদন মাত্রা স্বাভাবিক অবস্থায় রাখা প্রয়োজন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

“ক্রেতাবিক্রেতার মধ্যে সুসম্পর্ক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে সফলতার অন্যতম শর্ত” – মন্তব্যটি মূল্যায়ন করুন

১. নিয়মিত পণ্য সরবরাহ : এধরণের ব্যবসায় মালিক-শ্রমিক ও ভোক্তাদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান থাকায় চাহিদা নিরূপণ, উৎপাদন ও সরবরাহ নিয়মিত আকার ধারণ করে।

২. ন্যায্য মূল্য : বাজারে অবস্থান ধরে রাখার জন্য এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ও সর্বোপরি ক্রেতার চাহিদা পূরুণের সাথে সাথে দীর্ঘমেয়াদে ব্যবসায় চালিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যবসায়ীগণ ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করে থাকেন।

৩. জীবন যাত্রার মান উন্নয়ন : এধরনের এন্টারপ্রাইজের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি ন্যায্যমূল্যে গুণগতমান সম্পন্ন পণ্য ও সেবা উৎপাদিত হয় বলে তা জীবনযাত্রার মনোন্নয়নের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে।

৪. গ্রাহকদের সাথে সু-সম্পর্ক : ভোক্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার সম্ভাব্যতা ব্যবসায়ের আকার সীমিত হওয়ার কারণে বৃদ্ধি পায়। প্রতিযোগীতামূলক বাজারে ভোক্তার সাথে সুসম্পর্ক টিকে থাকার লড়াই সাফল্য লাভের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

অন্যান্য শিল্পের তুলনায় ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা পরিলক্ষিত হয়। সুবিধাগুলো নিচে আলোচনা করা হলো

১. ব্যক্তিগত তত্ত্বাবধান: ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের উৎপাদন ক্ষেত্র স্বল্প পরিসর হওয়ায় সংগঠকগণ সরাসরি শ্রমিকদের কাজ তদারক করতে পারেন, ফলে সংগঠক ব্যবস্থাপনার দক্ষতাকে ব্যবহার করে শ্রমিকদের নির্দেশনা দেয় এবং উৎপাদনের ক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি পায়।

২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ : এ ধরণের প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকগণই ব্যবস্থাপক, পরিচালক এবং নীতি নির্ধারক হন বলে তারা যেকোনো সময়, প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুততার সাথে গ্রহণ করতে পারেন।

৩. স্বল্প বিজ্ঞাপন খরচ : ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন ব্যবস্থায় সাধারণত স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন করে থাকে। ফলে ক্রেতাদের পণ্য সম্পর্কে অবগতি বা তাদেরকে আকৃষ্ট করার জন্য খুব বেশি প্রচার অভিযানের প্রয়োজন হয় না।

৪. সহজ গঠন : ক্ষুদ্র ও মাঝারী এন্টারপ্রাইজের আরেকটি সুবিধা হচ্ছে এটি সহজে গঠন করা যায়। এক্ষেত্রে বৃহদায়তন প্রতিষ্ঠানের মতো আইনগত তেমন কোন আনুষ্ঠানিকতা পালন করতে হয় না এ কারণে অনেকেই এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হয়।

৫. সীমিত মূলধন : এ ধরণের শিল্প প্রতিষ্ঠানের জন্য সীমিত পরিমাণ মূলধনের প্রয়োজন হয় বলে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ খুব সহজেই গড়ে তোলা সম্ভব হয়।

৬. ভোক্তাদের সাথে সম্পর্ক : ক্ষুদ্র ও মাঝারী এন্টাপ্রাইজের পক্ষে ভোক্তাদের সাথে সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়। বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে সাফল্য লাভের জন্য এটি খুবই প্রয়োজন। বৃহদায়তন প্রতিষ্ঠানের পক্ষে এ সম্পর্ক ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

৭. অপচয় হ্রাস : ক্ষুদ্র ও মাঝারী প্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে মালিক নিজেই দেখাশোনা করেন। এছাড়া আয়তন ছোট বলে মালিকের পক্ষে সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এতে অপচয় হ্রাস পায়, যা ব্যয় হ্রাস করে উৎপাদনশীলতা বৃদ্ধি করে।

৮. নতুন কর্মসংস্থান সৃষ্টি : কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারী এন্টারপ্রাইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প মূলধন ও সহজ গঠন বলে দরিদ্র উদ্যোক্তারাও ছোট আকারে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। বেকার তরুনরা কোন না কোন ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে জীবন ধারণের চেষ্টা করে।

৯. নমনীয়তা: উৎপাদন ক্ষেত্রে সফলতা অর্জনের একটি অন্যতম পূর্বশর্ত নমনীয়তা বা পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর যোগ্যতা। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে যার ফলে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা সম্ভব হয়।

১০. গোপনীয়তা রক্ষা : ক্ষুদ্র ও মাঝারী এন্টারপ্রাইজে অনেক ক্ষেত্রে মালিক নিজেই তত্ত্বাবধান করে। এত গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। আর গোপনীয়তা অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতার চাবিকাঠি। বৃহদায়তন ব্যবসায়ে গোপনীয়তা রক্ষা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না।

১১. কর রেয়াত : এ ধরণের এন্টারপ্রাইজের ক্ষেত্রে ব্যবসায় ও মালিক প্রায়শ অভিন্ন সত্তা হন বলে ব্যবসায়কে পৃথকভাবে কর প্রদান করতে হয় না।

অতএব পরিশেষে বলা যায় যে, ছোট আয়তনের হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের মালিকগণ ব্যক্তিগত তত্ত্বাবধায়ন করতে পারেন, দ্রুততার সাথে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসায়ের প্রসার ও প্রচার ঘটাতে পারেন। মালিক নিজেই ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন বিধায় গোপনীয়তা রক্ষা করে ব্যবসায় পরিচালনা করা যায়, ফলে ব্যয় হ্রাসের সাথে সাথে সীমিত মূলধনের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়। সরকারের নিয়ম মেনে ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনা করলে প্রথম কয়েক বছর কর মওকুফ ও পরবর্তীতে রেয়াত পাওয়া যায়। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ মালিকের ইচ্ছাধীন বলে সম্প্রসারণ, পরিবর্তন এমনকি বিলোপসাধন করাও খুব কঠিন নয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment