Advertisement
প্রশ্ন সমাধান: ইসলামী ব্যাংকের জনকল্যাণমূলক কার্যাবলী বিবরণ দাও, ইসলামী ব্যাংক ব্যবস্থার সেবামূলক কার্যাবলী আলোচনা কর
ইসলামি ব্যাংকের জনকল্যাণমূলক কার্যাবলির বিবরণ দাও। অথবা, ইসলামি ব্যাংকব্যবস্থার সেবামূলক কার্যাবলি আলােচনা কর।
ইসলামি ব্যাংক বহুবিধ জনকল্যাণমূলক কাজ সম্পাদন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। নিম্নে ইসলামি ব্যাংকের জনকল্যাণমূলক কার্যাবলি আলােচনা করা হলাে :
আরো ও সাজেশন:-
১. জনকল্যাণে শিক্ষা বিস্তার : জনকল্যাণমূলক কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়ােজন শিক্ষার ব্যাপক বিস্তার। এ উদ্দেশ্য ও লক্ষ্য পূরণে ইসলামি ব্যাংক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্বারােপ করে। বিশেষ করে ধর্মীয় কারিগরি ও আধুনিক শিক্ষা বিস্তারে ইসলামি ব্যাংক কাজ করে চলছে। ইতােমধ্যে এ ব্যাংক রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলােতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে।
২. ইসলামি ব্যাংক ফাউন্ডেশন। নিমােক্ত প্রকল্প ই ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনা করছে!
{i} ইসলামি ব্যাংক হাসপাঙ্গাল!
Advertisement
(ii) মাদ্রাসা মক্তব ও কিন্ডার গানে ।
(iii) বৃত্তিমূলক প্রশিক্ষণপ্রাপ্ত।
(iv) রিলিফ ও পুনর্বাসন কার্যক্রম।
(v) স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রম।
(vi) মানবিক সাহায্য কার্যক্রম।
(vii) দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র নির্মাণ।
(viii) গরিব বেকারত্বের আয় বার্ধক্য এবং
(ix) গরিব মহিলা দ্বারা তৈরি পণ্য বিক্রয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩. বিবিধ কর্মকাণ্ড : উল্লিখিত জনকল্যাণমূলক কার্যক্রম ছাড়াও ইসলামি ব্যাংক আয় বৃদ্ধিমূলক কার্যক্রম শিক্ষা কার্যক্রম মানবিক সাহায্য দান কার্যক্রম, জরুরি রিলিফ ও পুনর্বাসন কার্যক্রম পল্পি বিনিয়োেগ ক্ষুদ্র ব্যবসায়ী প্রকল্প প্রভৃতি জনকল্যাণমূলক কাজে বিনিয়ােগও সাহায্য দিয়ে থাকে।
৪. কর্জে হাসানা প্রদান : ইসলামি ব্যাংক জনকল্যাণের জন্য ঋণগ্রহীতাদের মধ্যে কর্জে হাসানা প্রদান করে থাকে। ঋণগ্রহীতা অবস্থা এমন যে, লাভ লােকসানের ভিত্তিতে ব্যাংকের সাথে ব্যবসা করলে তারা যে লভ্যাংশ পায় তা দিয়ে আর্থিক কোনাে পরিবর্তন সাধন করতে পারে না। এরূপ ক্ষেত্রে ঋণগ্রহীতা যাতে লাভের সম্পূর্ণ অংশ ভােগ করতে পারে সেজন্য ইসলামি ব্যাংক তাদের কর্জে হাসানা প্রদান করে। কর্জে হাসানার ব্যাপারে পবিত্র কুরআন ইরশাদ হয়েছে তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে? অতঃপর আল্লাহর তার জন্য তা বহুগুণে। বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার।
৫. যাকাত তহবিল গঠন : ইসলামি ব্যাংক দরিদ্র জনগণের কল্যাণের জন্য নিজের সম্পদের উপর যাকাত প্রদান করে যা অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বেলায় সচরাচর ঘটে না। এছাড়া এ ব্যাংক শুভাকাঙ্ক্ষীদের নিকট থেকেও যাকাত সংগ্রহ করে। এভাবে ইসলামি ব্যাংক একটি তহবিল গঠন করে এবং এ তহবিল থেকে দরিদ্র মানুষদের মধ্যে সাহায্য প্রদান করা হয়। ইসলামি শরিয়া বাের্ড যাকাত বণ্টনের বিষয়টি গুরুত্বের সহিত তদারক করে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
আবার অনেক ক্ষেত্রে যাকাতের টাকা কর্জে হাসানা হিসাবে প্রদান করা হয়। কেননা যাকাত আদায়ের ব্যাপারে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে সক্কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে যাকাত দান করেছে তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের পালনকর্তার নিকট আর তাদের কোনাে ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।
৬, সমাজকল্যাণমূলক তহবিল : অনেক সম্পদশালী ও দানবির ব্যক্তি সমাজকল্যাণ ও অভাবী মানুষের সুবিধার্থে দান করে থাকেন। এসব দান যাকাত বহির্ভূত অন্যান্য দানের সমন্বয়ে ইসলামি ব্যাংক সমাজকল্যাণমূলক তহবিল গঠন করে। যে সকল ব্যক্তিকে যাকাতের তহবিল থেকে সাহায্য করা সম্ভব হয় না তাদেরকে এই তহবিল থেকে সহযােগিতা করা হয়। তাছাড়া এই তহবিল থেকে দরিদ্রদের সাহায্য, সেতু নির্মাণ, বিদ্যালয় নির্মাণ, এতিমখানা ইত্যাদি জনহিতকর কাজ করা হয়।
৮. হাসপাতাল পরিচালনা : অসহায় ও দখিদে রোগীদের সেবাদানের জন্য ইসলামি ব্যাংক হাসপাতন্সি পরিচালনা করে থাকে। এছাড়া উন্নতমানের চিকিৎসা প্রদান করার জন্য ব্যাংক আধুনিক চিকিৎসা সরঞ্জাম আমদানি করে থাকে। রােগীরা মতে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে সেজন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা এবং ফ্রি ওষুধ বিতরণ করা হয়।
৯, বৃত্তি প্রদান : ইসলামি ব্যাংক মেধাবী গরিব শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষার গতি অব্যাহত রাখতে পারে সেজন্য তাদেরকে বৃত্তি প্রদান করে থাকে। আর এই বৃত্তির টাকা দিয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। অভাবগ্রস্ত সম্পদহীন, পরিবারের সন্তানেরাও এর মাধ্যমে শিশু কার্যক্রম অব্যাহত রাখতে পারে ।
১০. সাদকা তহবিল : ইসলামি ব্যাংকের সাদকা তহবিল নামে এক ধরনের তহবিল আছে। ১৯৮৩ সালে ৪জুলাই এ তহবিল গঠন করা হয়। আর্ত মানবতার সেবায় এ তহবিল থেকে অর্থ ব্যয় করা হয়। ১৯৯১-১৯৯২ সালে এব ব্যাংক আত্মকর্মসংস্থান ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা শিক্ষা কার্যক্রমে ১ কোটি ২ লক্ষ টাকা রিলিফ ও পুনর্বাসনে ১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় করে।
১১. সেবামূলক কাজ : ইসলামি ব্যাংক মানবতার পক্ষে এক অসাধারণ জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। বিভিন্ন মানবিক বিপর্যয়ে প্রাকৃতিক দুর্যোগ এ ব্যাংক তার ফান্ড অবারিত রাখে তাছাড়াও সর্বক্ষণিক মানবসেবা নিশ্চিত করার জন্য রিজার্ভ ফান্ডের যাকাত সন্দেহজনক যাবতীয় আয় ও সাধারণ মানুষের নিকট গৃহীত দানের ভিত্তিতে সেবা ফান্ড গঠন করা হয়।
Advertisement 2
উপসংহার : আলােচনার পরিশেষে আমরা বলতে পারি যে, বর্তমান সুদভিত্তিক মুনাফাখখারী ও শােষণমুখী ব্যাংক ব্যবসার ক্ষেত্রে ইসলামি ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী চিন্তাধারা নিয়ে এগিয়ে এসেছে। গ্রাহকদের জন্য কল্যাণকর এবং সমাজের জন্য মঙ্গলময় এ ব্যাংকিং ব্যবস্থা দ্রুত বিস্তার লাভ করেছে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 5
Advertisement 2
- What do you near by Business communication?, Explain the concept of business communication
Advertisement 5
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
Advertisement 3