ইন্টারনেট একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ ইন্টারনেট , অনুচ্ছেদ ইন্টারনেট অনুচ্ছেদ, ইন্টারনেট অনুচ্ছেদ PDF Download,অনুচ্ছেদ নিয়োগ পরীক্ষায় আসা ইন্টারনেট, ইন্টারনেট অনুচ্ছেদ বাংলা ২য় পত্র অনুচ্ছেদ, অনুচ্ছেদ ইন্টারনেট (PDF Download)

বিষয়: ইন্টারনেট একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ ইন্টারনেট , অনুচ্ছেদ ইন্টারনেট অনুচ্ছেদ, ইন্টারনেট অনুচ্ছেদ PDF Download,অনুচ্ছেদ নিয়োগ পরীক্ষায় আসা ইন্টারনেট, ইন্টারনেট অনুচ্ছেদ বাংলা ২য় পত্র অনুচ্ছেদ, অনুচ্ছেদ ইন্টারনেট (PDF Download)

ইন্টারনেট অনুচ্ছেদ ১

টেলিযােগাযােগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। এটি জনসাধারণের জন্যে উন্মুক্ত এবং এখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডাটা আদান-প্রদান করা হয়। ইন্টারনেট (Internet) হলাে International Network-এর সংক্ষিপ্ত রূপ। কার্যত এটি হলাে নেটওয়ার্কসমূহের নেটওয়ার্ক। ১৯৯১ সালে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার শুরু হলেও এর প্রকৃত যাত্রা আরম্ভ হয় ১৯৬৯ সালে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর সে বছর Advance Research Projects Agency Network (ARPAnet) চালু করে। এটিই কম্পিউটার নেটওয়ার্ক জগতের প্রথম পদক্ষেপ। বর্তমানে আধুনিক বিশ্বে ইন্টারনেট হলাে যােগাযােগ ব্যবস্থার প্রধান মাধ্যম।

তথ্য আদান-প্রদান, সংবাদপত্র পড়া, সামাজিক যােগাযােগ, পড়াশােনা, গবেষণা, টেলিভিশন দেখা, রেডিও শোেনা, তথ্য সংগ্রহ, ব্যাংকিং সেবা, টিকিট সংগ্রহ, বিল পরিশােধ, চাকরির আবেদন ইত্যাদিসহ নানা কাজে মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেটভিত্তিক কম্পিউটার তথ্যব্যবস্থা ইতােমধ্যে একটি Global Information Infrastructure (GII) গড়ে তুলেছে। Web page, Gopher, FTP File ইত্যাদিকে ইন্টারনেট ডকুমেন্ট বলা হয়। এ সমস্ত ডকুমেন্টের আলাদা আলাদা ঠিকানা রয়েছে। ইন্টারনেট অ্যাকাউন্টধারীদের নেটিজেনশিপ গ্রহণকারী বলা হয়। পৃথিবীতে নেটিজেনদের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বে সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারীর দেশ চীন। এর পরের চারটি দেশ হলাে আমেরিকা, ভারত, জাপান ও ব্রাজিল । ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিচারে বাংলাদেশের অবস্থান ৪১তম। ইন্টারনেট সংযােগ নিতে হলে বেশ কিছু সামগ্রীর প্রয়ােজন হয়।

যেমন-
১. কম্পিউটার,
২. মডেম,
৩. টেলিফোন লাইন,
৪. সফটওয়্যার,
৫. আইএসপি (Internet Service Provider)।

এছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যায়। ব্রডব্যান্ড হলাে টেলিফোনবিহীন ইন্টারনেট সংযােগ প্রযুক্তি। বর্তমানে বাংলাদেশে ব্যাপকহারে মােবাইলে ইন্টারনেটের ব্যবহার হচ্ছে। কোনাে মােবাইল সেট জিপিআরএস বা সিডিএমএ সমর্থিত হলে সেসব সেট দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। তাই এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষও ইন্টারনেট ব্যবহারের সুযােগ পাচ্ছে। ফলে পুরাে পৃথিবী ক্রমান্বয়ে পরিণত হচ্ছে গ্লোবাল ভিলেজে। মানুষ ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে এর সুফল ভােগ করছে। তাই আধুনিক জীবনযাত্রায় ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম।


আরো ও সাজেশন:-

ইন্টারনেট অনুচ্ছেদ ২

টেলিযােগাযােগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটারের মধ্যকার আন্তঃযােগাযােগের নাম ইন্টারনেট। এটি তথ্য স্থানান্তরের একটিদ্রুততম পদ্ধতি। ১৯৬৯ সালে সর্বপ্রথম বিশ্বে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এর কাজ সূক্ষ্ম, সহজ ও দ্রুত।

কোনাে লােক ইন্টারনেট সংযােগসম্পন্ন একটি ইলেকট্রিক যন্ত্র তথা মােবাইল কিংবা কম্পিউটারে ব্রাউজ করলে ইন্টারনেট সংযােগ তাকে দ্রুত তার প্রত্যাশা অনুযায়ী দেশের ও দেশের বাইরের কম্পিউটারের
সাথে যােগাযােগ স্থাপনের সুযােগ করে দেয়।

এটি আধুনিক বিশ্বে যােগাযােগের ক্ষেত্রে এক মাইলফলক। এর মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। এটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে। ইন্টারনেটভিত্তিক ই-কমার্স ভােক্তাদের নিকট খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ভােক্তারা বাজারে না গিয়েই এর মাধ্যমে কোনাে কিছু কিনতে কিংবা পছন্দ করতে পারে। তাছাড়া এর সাহায্যে
শিক্ষার্থীরা গ্রন্থাগারে না গিয়েও বই পড়তে পারে। বর্তমানে উন্নত বিশ্বের অনেক দেশে তারা ইন্টারনেটের মাধ্যমে যেকোনাে স্থান থেকে তাদের ক্লাস লেকচার গ্রহণ করতে পারে। তাদেরকে আর শ্রেণিকক্ষে যেতে হয় না। আমাদের যােগাযােগ ব্যবস্থায় ইন্টারনেট এক নতুন দিগন্ত উন্মােচন করেছে। সাম্প্রতিক কালের ফোর জি (চতুর্থ প্রজন্মের) প্রযুক্তি আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারে নতুন মাত্রা যােগ করেছে। ফলে মানুষ ঘরে বসেই অনেক আধুনিক সুবিধা উপভােগ করছে। বর্তমান সরকার আমাদের দেশে ইন্টারনেটের অগ্রগতি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে।

ইতােমধ্যে দেশের সবকটি উপজেলাকে আনা হয়েছে ইন্টারনেটের আওতায়। সেবা প্রদান প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে চালু করা হয়েছে ই-পেমেন্ট ও মােবাইল ব্যাংকিং। সরকারি ক্রয় প্রক্রিয়া অনলাইনে সম্পাদন করার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। সর্বোপরি, বর্তমান সরকার মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ করেছে, যা দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সেবা পৌছে দেওয়ার পাশাপাশি দুর্যোগকালীন মুহূর্তে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা প্রদান করবে।

ইন্টারনেট অনুচ্ছেদ ৩

ইন্টারনেট হচ্ছে আধুনিক বিজ্ঞানের বিরাট আবিষ্কার এবং যােগাযােগ ব্যবস্থার ক্ষেত্রে বিশাল উন্নয়ন। এটি কম্পিউটার এবং নেটওয়ার্কের সহায়তায় তথ্যের দ্রুত স্থানান্তর পদ্ধতি। এর কাজ সূক্ষ্ম, সহজ ও দ্রুত। কোনাে লােক কম্পিউটারে নির্দিষ্ট ঠিকানা টাইপ করে কমান্ড দিলে ইন্টারনেট সংযোেগ তাকে দ্রুত তার প্রত্যাশা অনুযায়ী দেশের ও দেশের বাইরে সংযােগ দেবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। এর মাধ্যমে আমরা ওয়েব সাইটে রক্ষিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই।

এটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এক কার্যকর ভূমিকা পালন করে। ইন্টারনেট ভিত্তিক ই-কমার্স ভােক্তাদের নিকট খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ ভােক্তারা বাজারে না গিয়েই কোনােকিছু কিনতে কিংবা পছন্দ করতে পারে। ছাত্রছাত্রীরা গ্রন্থাগারে না গিয়ে কতিপয় বই পড়তে পারে।

অদূর ভবিষ্যতে ছাত্রছাত্রীরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনাে স্থান থেকে তাদের ক্লাস লেকচার গ্রহণ করতে সক্ষম হবে। বাংলাদেশে ইন্টারনেট আমাদের যােগাযােগ ব্যবস্থায় এক নতুন মাত্রা খুলে দিয়েছে। কিন্তু আমাদের দেশে ইন্টারনেটের ব্যবহার খুব ব্যয়বহুল। বাংলাদেশের অনেক লােক এখনাে ইন্টারনেটের প্রবেশাধিকার পায়নি। বিটিটিবি এবং সরকার উভয়ই আমাদের দেশে এর বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে।

ইন্টারনেট অনুচ্ছেদটি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


ইন্টারনেট অনুচ্ছেদ ৪

তথ্যপ্রযুক্তির এই উৎকর্ষের যুগে ইন্টারনেটই অন্যতম ভূমিকা রাখছে। ইন্টারনেট আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। এটি মূলত একটি ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিস। এর দ্বারা সারাবিশ্বের তথ্যভান্ডার একই সূত্রে গ্রথিত রয়েছে। বর্তমানে সারাবিশ্ব যে একটিমাত্র গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, তার মূলেই রয়েছে ইন্টারনেট। এর মাধ্যমে বিশ্বের একপ্রান্তের কম্পিউটার থেকে অন্যপ্রান্তের আরেকটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য নিমিষে প্রেরণ কিংবা সংগ্রহ করা যায়।

সারা বিশ্বের লাখ লাখ বিশ্ববিদ্যালয়, গবেষণা ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান কোটি কোটি লােকের ব্যক্তিগত কম্পিউটারের সঙ্গে যােগাযােগ রক্ষা করে চলেছে এ ইন্টারনেট। ইন্টারনেট ব্যাবহারের জন্যে ইন্টারনেট সার্ভিস দেয় এমন কোনাে প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট মাসিক ফি-এর বিনিময়ে অনলাইন বা অফলাইন (ই-মেইল) যেকোনােটির সংযােগ নিতে হয়। ইন্টারনেটের নিউজগ্রুপ ব্যবহার করে বিশ্বের খবরাখবর জানা যায়। কোনাে বিষয়ে লেখতে কিংবা গবেষণা করতে প্রচুর বইয়ের প্রয়ােজন হয়। ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে বসে আমেরিকার ইউনাইটেড স্টেটস অভ কংগ্রেস লাইব্রেরি কিংবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিসহ বিশ্বের বিভিন্ন দেশের দুষ্প্রাপ্য বই বা তথ্যাবলি জানা যায়। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-চিকিৎসা, ভ্রমণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সকল প্রকার লেনদেন সম্পাদন করা যায়।

ইন্টারনেটের সাহায্যে ঘরে বসেই উন্নত চিকিৎসা লাভ করা যায়। ইন্টারনেটের বদৌলতে বর্তমানে অনলাইন ব্যাংকিং বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ পানিসহ সকল প্রকার বিল পরিশােধ করা যায়। এখানেই শেষ নয় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের খেলা, গান শােনা, সিনেমা দেখা, রান্না শেখা, ফ্যাশন সম্পর্কে জানা এমনকি বিয়ের পাত্র-পাত্রীও ঠিক করা যায়। এভাবে ইন্টারনেট বিভিন্ন কাজের এক সহজ মাধ্যম হিসাবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশেও দিনদিন এর ব্যাপক প্রসার ঘটেছে। এমতাবস্থায় আমাদের সকলের উচিত ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে উন্নততর করে তােলা।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Paragraph & Composition/Application/Emali উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

ইন্টারনেট – ৫

আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট সবচেয়ে বিস্ময়কর মাধ্যম। বর্তমান বিশ্বায়নের যুগে এটি একটি প্রযুক্তিনির্ভর তথ্যবহুল মাধ্যম। বর্তমান বিশ্বে ইন্টারনেট একটি বহুল-আলোচিত গতিশীল মাধ্যম।

এটি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক কার্যক্রম সম্পর্ক স্থাপন মাধ্যশ। এটা কম্পিউটারের সাহায্যে পরিচালিত হয়। ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে চোখের পলকে সারা বিশ্বের সংবাদ ও মতামত আমাদের নিকট এসে পৌঁছে। ইন্টারনেটের সংবাদ পরিক্রমা বিধান সংবলিত নির্দেশনাবলির মাধ্যমে আমরা খুব সহজে ও দ্রুত বিশ্বের যেকোনো দেশের সংবাদপত্রসমূহ পড়তে পারি।

টেলিনেট সফটওয়্যার আমাদের দেশ-বিদেশের অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে সাহায্য করে। ফাইল আদানপ্রদান সংক্রান্ত নির্দেশনাবলি থাকার কারণে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদানপ্রদান করতে পারি। ইন্টারনেটে গল্প করা সংক্রান্ত নির্দেশনাবলি থাকায় আমরা যে কেনো স্থানে বসে আমাদের প্রিয়জনের সাথে গল্প করতে পারি। অতএব, আমরা আমাদের প্রাত্যহিক জীবনের খুঁটিনাটি কাজগুলো থেকে শুরু করে ব্যবসায়-বাণিজ্য, ব্যাংক, বিমা, অফিসের কাজকর্ম, গবেষণা, প্রযুক্তি ও শিক্ষা সংক্রান্ত প্রায় সকল কাজই ইন্টারনেটের মাধমে সমাধা করতে পারি।

বাংলাদেশের প্রত্যেকটি জেলাই ইতোমধ্যে ইন্টারনেট কর্মসূচির আওতায় এসে গেছে। ইন্টারনেট উন্নত জীবন ও বিশ্ব ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। অদূর ভবিষ্যতে ইন্টারনেটের সুবিধা বিশ্বের বেশিরভাগ মানুষের নিকট পৌঁছবে এবং মানুষের জীবন আরও সুখময় ও সমৃদ্ধ হবে।

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Leave a Comment