ইতিহাস ৪র্থ পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ, degree 2nd year history 4th paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন ইতিহাস ৪র্থ পত্র সাজেশন

ইতিহাস ৪র্থ পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৭৬৫-১৯৪৭) (History of South Asia (1765-1947)) সুপার সাজেশন
ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের
 History 4th paper Suggestion Degree 2nd year
Subject Code: 121503
2024 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

ইতিহাস ৪র্থ পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ, degree 2nd year history 4th paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন ইতিহাস ৪র্থ পত্র সাজেশন

ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

History 4th paper Suggestion PDF 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর: ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।

২. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: পলাশীর যুদ্ধ ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন সংঘটিত হয়।

৩. লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তর: লর্ড ক্লাইভ সিলেট ইন্ডিয়া কোম্পানির সেনাধ্যক্ষ।

৪. দেওয়ানী শব্দের অর্থ কী?
উত্তর: দেওয়ানী শব্দের অর্থ হলো রাজস্ব আদায়।

৫. বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? অথবা, দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?উত্তর: বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ।

৬. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত সালে সংঘটিত হয়?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি ১৭৭০ সালে সংঘটিত হয়।

৭. কে কালেক্টর প্রথা বিলোপ করেন?
উত্তর: গভর্নর ওয়ারেন হস্টিংস কালেক্টর প্রথা বিলোপ করেন।

৮. রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয়?
উত্তর: রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ খ্রিস্টাব্দে প্রণীত হয়।

৯. ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।

১০. লর্ড ওয়েলেসলি কে ছিলেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল।

১১. হায়দ্রাবাদের নিজাম কত খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি আবদ্ধ হন?
উত্তর: হায়দ্রাবাদের নিজাম ১৭৯৮ খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন।

১২. টিপু সুলতান কে ছিলেন?
উত্তর: টিপু সুলটান ছিলেন দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক।

১৩. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি।

১৪. আদালতে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন কত সালে শুরু হয়?
উত্তর: : আদালতে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন ১৮৩৫ সালে শুরু হয়।

১৫. সতীদাহ প্রথা কত সালে বাতিল করা হয় অথবা কখন সতীদাহ প্রথা রহিত করা হয়?
উত্তর: সতীদাহ প্রথা ১৮২৯ সালে বাতিল করা হয়।

১৬. ভারতে পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেন?
উত্তর: ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেন।

১৭. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: স্বত্ববিলোপ নীতি লর্ড ডালহৌসি প্রবর্তন করে।

১৮. লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোন কোন রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
উত্তর: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে সাতারা সম্বলপুর উদয়পুর সে নাগপুর প্রভৃতির ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।

১৯. বাংলায় লেফটেন্যান্ট গভর্নর পদ সৃষ্টি করেন কোন গভর্নর জেনারেল?
উত্তর: বাংলায় লেফটেন্যান্ট গভর্নর পদ সৃষ্টি করেন লর্ড ডালহৌসি।

২০. ভারতের প্রথম রেললাইন স্থাপন করেন কে?
উত্তর: ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন লর্ড ডালহৌসি।

২১. বিধবা বিবাহ আইন চালু করেন কে?
উত্তর: বিধবা বিবাহ আইন চালু করেন লর্ড ডালহৌসি।

২২. সিপাহী বিদ্রোহে প্রত্যক্ষ কারণ কী ছিল?
উত্তর: সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড নামক রাইফেলে গরু ও শূকরের চর্বি মিশ্রিত কার্তুজের ব্যবহার।

২৩. সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
উত্তর :সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

২৪. দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয়েছিল?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহকে ইয়াঙ্গুনের সমাহিত করা হয়।

২৫. কখন কোম্পানি শাসনের অবসান হয়?
উত্তর: ১৮৫৭ সালে কোম্পানি শাসনের অবসান হয়।

২৬. কত সালে নীল কমিশন গঠিত হয়?
উত্তর: ১৮৬০ সালের ৩১ মার্চ নীল কমিশন গঠিত হয়।

২৭. কাকে ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসেবে অভিহিত করা হয়ে থাকে?
উত্তর: রাজা রামমোহন রায় কে ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসেবে অভিহিত করা হয়ে থাকে।

২৮. কে সতীদাহ প্রথা বিলোপ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলোপ করেন।

২৯. ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও।

৩০. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

চূড়ান্ত সাজেশন ইতিহাস ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024

১। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
২। কখন দ্বৈতশাসনের অবসান ঘটে?
উঃ দ্বৈত শাসনের অবসান ঘটে ১৭৭২ সালে।
৩। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ রাজা রামমোহন রায়।
৪। আলীগড় আন্দোলন কে শুরু করেন?
উঃ স্যার সৈয়দ আহমদ আলীগড় আন্দোলন শুরু করেন।
৫। মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
৬। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ‘দেওয়ানি লাভ করে?
উঃ ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে।
৭। অধীনতামূলক মিত্রতানীতি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতানীতি প্রবর্তন করেন।
৮। সতীদাহ প্রথা রহিত করেন কোন গভর্নর জেনারেল ?
উঃ সতীদাহ প্রথা রহিত করেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিংক।

৯। লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।
১০। খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম কি?
উঃ খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম হলো মওলানা মুহাম্মাদ আলী ও মওলানা শওকত আলী।
১১। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়?
উঃ ১৯৪০ সালের ২০ মার্চ তারিখে।
১২। কত সালে ভারত স্বাধীনতা লাভ করে?
উঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।
১০। লর্ড ক্লাইড কে ছিলেন?
উঃ লর্ড ক্লাইভ ব্রিটিশ ভারতের গভর্নর ছিলেন।
১৪। রেগুলেটিং অ্যাক্ট করে প্রণীত হয়?
উঃ ১৭৮৪ সাল।
১৫। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয়েছিল?
উঃ ইয়াংগুনে।
১৬। হাজী শরীয়ত উল্লাহ কে ছিলেন?
উঃ হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজি আন্দোলনের প্রবর্তক ছিলেন।
১৭। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
উঃ কলকতার নিকটবর্তী নারকেলবাড়িয়া নামকস্থানে।
১৮। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয় ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৯। ‘মোহামেডান লিটারেরী সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ নওয়াব আব্দুল লতিফ।
২০। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড কার্জন।
২১। কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
উঃ ১৯৪৭ সালের আইনের মাধ্যমে।
২২। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
উঃ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ।
২০। লর্ড ওয়েলসনি কে ছিলেন?
উঃ লর্ড ওয়েলসলি ব্রিটিশ ভারতের প্রথম সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল ছিলেন।
২৪। কখন সতীদাহ প্রথা রহিত করা
উঃ ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত করা হয়।
২৫। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র বন্দোপাধ্যায়।
২৬। খিলাফত আন্দোলনের একজন নেতার নাম উল্লেখ কর।
উঃ মওলানা মুহাম্মদ আলী।
২৭। অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
উঃ মহাত্মা গান্ধী।
২৮। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।
২৯। অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন?
উঃ মহাত্মা গান্ধী।

৩০। লক্ষ্ণৌ প্যাই কখন স্বাক্ষরিত হয়?
উঃ লক্ষ্মৌ প্যাক্ট ১৯১৬ সালে স্বাক্ষরিত হয়।
৩১। ফকির মজনু শাহ কে ছিলেন?
উঃ ফকির মজনু শাহ ছিলেন ফকির সন্ন্যাস বিদ্রোহের প্রধান নেতা।
৩২। বসবস কখন রদ করা হয়?
উঃ ১৯১১ সালে।
৩০। স্বত্ব বিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ডালহৌসি।
৩৪। ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৮৫৭ সালে।
৩৫। ঘাউন্ট ব্যাটেন কে ছিলেন?
উঃ ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়।
৩৬। টিপু সুলতান কে ছিলেন?
উঃ টিপু সুলতান মহীশূরের রাজা ছিলেন।
৩৭। সেফটি বাল্ব তত্ত্ব’ কে প্রবর্তন করেন?
উঃ অ্যালান অক্টাভিয়ান হিউম
৩৮। কে চৌদ্দ দফা পেশ করেন?
উঃ মোহাম্মদ আলী জিন্নাহ
৩৯। ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন?
উ: মহাত্মা গান্ধী।
৪০। মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান কে ছিলেন?

উঃ স্যার স্টাফোর্ড ক্রিপস ।
৪১। ঝাঁসির রানির নাম ?
উঃ ঝাঁসির রানির নাম হলো লক্ষ্মীবাঈ।
৪২। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কবে?
উঃ ১৮৮৫ সালে।
৪৩। ১৯১৬ সাল ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?
উঃ লক্ষ্মৌ চুক্তির জন্য।
৪৪। ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?
উঃ ১৯৪৭ সালে।
৪৫। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উঃ নবাব স্যার সলিমুল্লাহ।

আরো ও সাজেশন:-

ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের 2024, ডিগ্রী ২য় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নবলি

১. কোম্পানি দেওয়ানি লাভ সম্পর্কে লেখ।
২. ছিয়াত্তরের মন্বন্তরের উপর টীকা লেখ।
৩. সূর্যাস্ত আইন কী?
৪. চিরস্থায়ী বন্দোবস্তের গুণাবলী আলোচনা কর।

৫. কর্নওয়ালিস কোড কী?
৬. অধীনতামূলক মিত্রতা নীতির শর্তাবলী লেখ।
৭. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সামাজিক সংস্কার বর্ণনা কর।
৮. লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতি প্রয়োগ সম্পর্কে লেখ।
৯. স্বত্ববিলোপ নীতির শর্তগুলি লিখ।

১০ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ কী ছিল?
১১. ১৮৫৭ সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
১২. আলীগড় আন্দোলনের উপর একটি টীকা লেখ।
১৩. ফরায়েজী আন্দোলনের দুদুমিয়ার ভূমিকা লেখ।
১৪. ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল?

১৫. ইলবার্ট বিল বলতে কী বুঝ?
১৬. প্রাথমিক পর্যায়ে মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল?
১৭. খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৮. ১৯৩৫ সালের ভারত শাসন আইন এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৯. প্রাদেশিক স্বায়ত্তশাসন কী?
২০. লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল?

2024 ইতিহাস ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। দিওয়ানি/ইলবার্ট বিল বলতে কি বুঝায়?
২। অধীনতামূলক মিত্রতা নীতি কি?
৩। স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর।
৪। লক্ষ্ণৌচুক্তি সম্পর্কে কি জান?
৫। ক্রীপস/মন্ত্রী মিশন পরিকল্পনা কি?
অথবা, মাউনব্যাটেন পরিকল্পনা কী?
৬। সিমলা ডেপুটেশন সম্পর্কে কী জান?
৭। সূর্যাস্ত আইন ও চিরস্থায়ী বন্দোবস্ত কী?
৮। চিরস্থায়ী বন্দোবস্তের দোষ গুণ আলোচনা কর।
৯। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা কর।

১০। তিতুমীরের, দুদুমিয়ার পরিচয় দাও।
১১। ছিয়াত্তরের মন্বন্তরের ওপর টীকা লিখ।
১২। মুসলিম লীগ সম্পর্কে টীকা লিখ।
১৩। কর্নওয়ালিস কোড কী?
১৪। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল?
১৫। খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন। যে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

১। ওয়ারেন হেস্টিংস এর সংস্কারসমূহ আলোচনা কর।
২। লর্ড ওয়েলসলির অধীনতামূলক মিত্রতা নীতি আলোচনা কর।
৩। উইলিয়াম বেন্টিং এর সংস্কারসমূহের বিবরণ দাও।
৪। ১৮৫৭ সালের বিদ্রোহের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
৫। ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা মূল্যায়ন কর।
৬। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।ভারতের রাজনীতিতে ইহার প্রভাব কি ছিল?
৭। মন্ত্রিমিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ পর্যালোচনা কর।
এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়?
৮। দ্বৈত-শাসন বলতে কি বুঝায়? বাংলার আর্থসামাজিক জীবনে দ্বৈত-শাসনের প্রভাব আলোচনা কর।
৯। খিলাফত ও অসহযোগ আন্দোলন কি? এ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১০। দেওয়ানী বলতে কি বুঝ? কোম্পানি শাসন প্রতিষ্ঠায় দেওয়ানীর গুরুত্ব/পটভূমি বর্ণনা কর।
১১। ‘স্বত্ব বিলোপ নীতি’ ব্যাখ্যা কর। লর্ড ডালহৌসী কিভাবে ইহা প্রয়োগ করেন? %
১২। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল ? 

2024 ডিগ্রী ২য় বর্ষের ইতিহাস ৪র্থ পত্র পরীক্ষার সাজেশন

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের পটভূমি ব্যাখ্যা কর।
২. দেওয়ানি বলতে কি বুঝ? কোম্পানির শাসন প্রতিষ্ঠায় দেওয়ানির গুরুত্বপূর্ণ বর্ণনা কর।
৩. চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা কর।
৪. কর্নওয়ালিসের কোড কি? কর্নওয়ালিসের কোডের বৈশিষ্ট্য আলোচনা কর।
৫. ব্রিটিশ রাজ্য বিস্তারের ক্ষেত্রে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ব্যাখ্যা কর।

৬. এয়ার ট্রিলিয়াম বেন্টিঙ্কের সামাজিক সংস্কার সমূহ পর্যালোচনা কর।
৭. স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর। লর্ড ডালহৌসি কিভাবে এটি প্রয়োগ করেন?
৮. আধুনিক ভারতের জনক হিসেবে লর্ড ডালহৌসির মূল্যায়ন কর।
৯. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ আলোচনা কর।
১০. আলীগড় আন্দোলন কি? সমাজ সংস্কারের ক্ষেত্রে আলীগড় আন্দোলনের তাৎপর্য লেখ।
১১. বাংলাযর মুসলিমদের পুনর্জাগরণে নবাব আব্দুল লতিফের অবদান মূল্যায়ন কর।

১২. বাংলার মুসলমানদের পুনর্জাগরণে সৈয়দ আমীর আলীর অবদান মূল্যায়ন কর।
১৩. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
১৪. মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর।
১৫. মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর। প্রাথমিক পর্যায়ের এই দলের উদ্দেশ্য গুলো কি ছিল?
১৬. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

১৭. লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?
১৮. ১৯৪২ সালের ক্রিপস মিশন পরিকল্পনার প্রস্তাব সমূহ আলোচনা কর।
১৯. খিলাফত ও অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২০. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ধারা সমূহ পর্যালোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর 2024 ডিগ্রী দ্বিতীয় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন, ডিগ্রী ২য় বর্ষের ইতিহাস ৪র্থ পত্র স্পেশাল সাজেশন 2024

Degree 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স:Degree History 4th paper Suggestion 2024, ইতিহাস ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন,ইতিহাস ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment