ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে, প্রথম মহাযুদ্ধ কোন সালে আরম্ভ হয়

Google Adsense Ads

ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে, প্রথম মহাযুদ্ধ কোন সালে আরম্ভ হয়, প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কার পক্ষে যোগ দিয়েছিল

সুলতান দ্বিতীয় মুহাম্মদ কে ছিলেন?
উত্তর : সুলতান দ্বিতীয় মুহাম্মদ ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদের পুত্র ।

সুলতান ২য় মুহাম্মদ কতবার তুর্কি সিংহাসনারোহণ করেন?
উত্তর : সুলতান ২য় মুহাম্মদ ৩ বার তুর্কি সিংহাসনারোহণ করেন।

কিজিলবাস শব্দের অর্থ কি?
উত্তর : কিজিলবাস অর্থ লালমস্তক ।

পবিত্র মক্কা ও মদিনা কাদের অধীনে আসে?
উত্তর : ১৫১৭ সালে পবিত্র মক্কা ও মদিনা অটোমানদের অধীনে আসে ।

মহামতি সুলাইমান কততম অটোমান সুলতান ছিলেন?
উত্তর : মহামতি সুলাইমান দশম অটোমান সুলতান ছিলেন।

মহামতি সুলাইমানের সিংহাসনারোহণের সময় অস্ট্রিয়ার শাসক কে ছিলেন?
উত্তর : সম্রাট পঞ্চম চার্লস ছিলেন এসময় অস্ট্রিয়ার শাসক।

পিয়ালি পাশা কে ছিলেন?
উত্তর : মহামতি সুলাইমানের নৌ সেনাপতি ।

ক্রিমিয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৪ সালে।

ক্রিমিয়ার যুদ্ধের স্থায়িত্ব কত বছর?
উত্তর : ২ বছর (১৮৫৪-১৮৫৬)।

প্যারিস সন্ধি অনুযায়ী কোন অঞ্চলকে নিরপেক্ষ এলাকা বলে ঘোষণা করা হয়?
উত্তর : কৃষ্ণসাগরকে।

ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড কার পক্ষে যোগদান হবে?
উত্তর : তুরস্কের পক্ষে

প্যারিস সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল, প্যারিসের সন্ধি কত সনে হয়?
উত্তর : ১৮৫৬ সালে ৩০ মার্চ ।

বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়, বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৭৮ সালে।

বার্লিন চুক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ডিজরেলি ।

বার্লিন চুক্তির ফলে কত সালে তুরস্ক-গ্রিক যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : বার্লিন চুক্তির ফলে ১৮৯৭ সালে তুরস্ক গ্রিক যুদ্ধ সংঘটিত হয়।

বার্লিন শহরটি কোথায় অবস্থিত?
উত্তর : বার্লিন শহরটি জার্মানিতে অবস্থিত।

কোন চুক্তিকে স্যান স্টিফানোর চুক্তির পরিপন্থী বলা হয়?
উত্তর : বার্লিন চুক্তিকে।

কত সালে ‘ত্রিশক্তি চুক্তি’ সম্পাদিত হয়?
উত্তর : ১৮৮২ সালে ।

আরো ও সাজেশন:-

‘ত্রিশক্তি’ আঁতাত’ কাদের মধ্যে হয়?
উত্তর : ইংল্যান্ড, রাশিয়া ও ফ্যান্সের মধ্যে ।

প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তর : ১৯১২ সালে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয়।

কোন বৈঠকের মাধ্যমে প্রথম বলকান যুদ্ধের সমাপ্তি ঘটে?
উত্তর : লন্ডনের সন্ধির মাধ্যমে প্রথম বলকান যুদ্ধের সমাপ্তি ঘটে।

কোন দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়?
উত্তর : ক্রীট দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়।

বল্কান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লিখ।
উত্তর : গ্রিস ও সার্বিয়া ।

কখন বলকান লীগ গঠিত হয়?
উত্তর : বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে।

কার নেতৃত্বে বলকান লীগ গঠিত হয়?
উত্তর : গ্রিক মন্ত্রী ভেনিজালেসের নেতৃত্বে।

ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে?
উত্তর : ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয় বলকান অঞ্চলকে।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে, প্রথম মহাযুদ্ধ কোন সালে আরম্ভ হয়?
উত্তর : ১৯১৪ সালের ২৮ জুলাই।

প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কার পক্ষে যোগ দিয়েছিল?
উত্তর : জার্মানির পক্ষে

প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু ও শেষ হয়?
উত্তর : ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়।

প্রথম বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র কোন পক্ষে যোগদান করে?
উত্তর : মিত্রপক্ষে

উড্রো উইলসন কে ছিলেন?
উত্তর : আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি ছিলেন।

ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯১৯ সালে ।

ভার্সাই নগরী কোথায়?
উত্তর : ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।

‘Axis Power’ এর অর্থ কী?
উত্তর : অক্ষশক্তি।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

লীগ অব নেশন কি?
উত্তর : আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং জাতিসমূহের মধ্যে সৌহার্দ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯১৯ সালে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি জন্মলাভ করে তাই লীগ অব নেশনস তথা জাতিপুঞ্জ নামে পরিচিত।

জাতিপুঞ্জের চুক্তিপত্র কবে গৃহীত হয়?
উত্তর : ২৮ জুন ১৯১৯ সালে ফ্রান্সের ভার্সাই চুক্তিতে।

লীগ অব নেশনস গঠনের প্রস্তাবক ছিলেন কে?
উত্তর : যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।

লীগ অব নেশনসের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর : জেনেভায়।

লীগ অব নেশনসের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর : স্যার তরিক ড্রামন্ড ৷

কত সালে লীগ অব নেশনস এর পরিসমাপ্তি ঘটে, জাতিপুঞ্জ কত সালে অবলুপ্ত হয়?
উত্তর : ১৯৩৯ সালে ।

Google Adsense Ads

কে রাশিয়ার আধুনিকীকরণ করেন?
উত্তর : জার পিটার দি গ্রেট বা মহান পিটার।

কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়।
উত্তর : পিটার দি হোটকে।

জার প্রথম আলেকজান্ডারের শাসনকাল লিখ ।
উত্তর : ১৮০১-১৮২৫ সাল।

রাশিয়ায় বসবাসকারী কয়েকটি জাতিগোষ্ঠীর নাম লিখ ।
উত্তর : তুর্কি, মোঙ্গল, পোল, ইউক্রেনীয় প্রভৃতি।

ডুমা কি?
উত্তর : রাশিয়ার জাতীয় পার্লামেন্ট

রাজপুটিন কে ছিলেন?
উত্তর : এক ভণ্ড সন্ন্যাসী।

কাকে রাশিয়ার ‘উদার নৈতিক জার’ বলা হয়?
উত্তর : দ্বিতীয় আলেকজান্ডারকে রাশিয়ার উদার নৈতিকজার বলা হয় ।

নিহিলিজম শব্দের অর্থ কি?
উত্তর : ধ্বংসবাদ ।

আলেকজান্দ্রেভা কে ছিলেন?
উত্তর : জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী ছি

কে পোলদের ধর্মীয় স্বাধীনতা ও জাতীয় ভাষাবে
উত্তর : জার প্রথম আলেকজান্ডার।

Google Adsense Ads

Leave a Comment