‘আরব’ কোন শব্দ থেকে এসেছে, পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপের নাম কী, ‘জাজিরাতুল আরব’ এর অর্থ কি, Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ কী

‘আরব’ কোন শব্দ থেকে এসেছে, পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপের নাম কী, ‘জাজিরাতুল আরব’ এর অর্থ কি, Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ কী

‘আরব’ কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ‘আরব’ শব্দটি আরবাতুন শব্দ থেকে এসেছে।

পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপের নাম কী?
উত্তর : পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপের নাম আরব উপদ্বীপ ।

‘জাজিরাতুল আরব’ এর অর্থ কি?
উত্তর : জাজিরাতুল আরব’ -এর অর্থ আরব উপদ্বীপ ।

Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ কী?
উত্তর : হাযরামাউত, ইয়েমেন এবং ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে প্রাচীনকালে Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ বলা হতো।

আরবের তৎকালীন বিখ্যাত মেলার নাম কি?
উত্তর : উকাজ মেলা ।

গোত্রকে আরবিতে কি বলা হতো?
উত্তর : গোত্রকে আররিতে কাবিলা বলা হয়।

আরো ও সাজেশন:-

আরবের কোন প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত?
উত্তর : আরবের হেজাজ প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত।

‘আসাবিয়া’ কী?
উত্তর : আসাবিয়া অর্থ গোত্রপ্রীতি। বেদুইন সমাজের ভিত্তি ছিল গোত্রীয় সংগঠন। আসাবিয়া ছিল তাদের গোত্রের মূলমন্ত্র ।

বেদুঈন কারা?
উত্তর : মরুময় আরবের অধিবাসীদের মধ্যে যারা মরুভূমিতে বসবাস করতো এবং ভ্রাম্যমাণ জীবন- যাপন করতো তাদের বেদুঈন বা যাযাবর বলা হতো ।

‘আইয়াম’ শব্দের অর্থ কী? অথবা, ‘আইয়াম’ এবং ‘জাহেলিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আইয়াম’ শব্দের অর্থ যুগ এবং ‘জাহেলিয়া’ শব্দের অর্থ অজ্ঞতা বা অন্ধকার ।

ইমরুল কায়েস কে ছিলেন?
উত্তর : প্রাক-ইসলামি আরবের একজন বিখ্যাত কবি ।

প্রাক্-ইসলামি আরবের দুজন প্রসিদ্ধ কবির নাম লেখ ।
উত্তর : প্রাক্-ইসলামি আরবের দু’জন প্রসিদ্ধ কবির নাম হলো- ১. আনতাবা ও ২. ইমরুল কায়েস।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ইসলাম-পূর্ব যুগে কাবাগৃহে কয়টি মূর্তি ছিল?
উত্তর : ৩৬০টি।

কাকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর : উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

আল মালা শব্দের অর্থ কি?
উত্তর : আল-মালা শব্দের অর্থ মন্ত্রণা পরিষদ ৷

কাকে আরবের সেক্সপিয়ার বলা হয়?
ত্তর : কবি ইমরুল কায়েসকে।

কুসিদ প্রথা কি?

উত্তর : প্রাক ইসলামি যুগে ইহুদিদের মাঝে সুদের যে ঘৃণ্যপ্রথার প্রচলন ছিল তাই কুসিদ প্রথা।

সাব-আ-মুয়াল্লাকাত’ কি?
উত্তর : মক্কার কাবাগৃহে ঝুলন্ত সাতটি কবিতাকে সাব- আ-মুয়াল্লাকাত বা ‘Seven Golden Odes’ বলে ।

Leave a Comment