আমলাতন্ত্র কি?,আমলাতন্ত্রের জনক কে? ,আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি?,আমলাতন্ত্রের তিনটি বৈশিষ্ট্য লিখ । ,রাষ্ট্রের উপাদানগুলো কি কি?

আমলাতন্ত্র কি?,আমলাতন্ত্রের জনক কে? ,আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি?,আমলাতন্ত্রের তিনটি বৈশিষ্ট্য লিখ । ,রাষ্ট্রের উপাদানগুলো কি কি?

আমলাতন্ত্র কি?
উত্তর : আমলাতন্ত্র হলো এমন এক ধরনের আনুষ্ঠানিক সংগঠন যেখানে দক্ষতা অর্জনের জন্য একটি সুশৃংখল নিয়ম নীতি এবং ক্ষমতার ক্রমোচ্চ ব্যবস্থা বিদ্যমান থাকা বোঝায় ।

আমলাতন্ত্রের জনক কে? উত্তর : ম্যাক্স ওয়েবার ৷

আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর : Bureaucracy.

আমলাতন্ত্রের তিনটি বৈশিষ্ট্য লিখ ।
উত্তর : প্রশাসন কর্তৃক ব্যবস্থাপনা, বৃত্তিগত ব্যবস্থাপনা, পদোন্নতির ব্যবস্থা, স্থায়িত্ব, নিরপেক্ষতা ও পরিবর্তনশীলতা ইত্যাদি ।

রাষ্ট্রের উপাদানগুলো কি কি?
উত্তর : স্থায়ী জনগোষ্ঠি, নির্দিষ্ট ভূ-খণ্ড, সরকার ও সার্বভৌমত্ব ৷

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
উত্তর : জেলা পরিষদ !

বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উত্তর : ইউনিয়ন পরিষদ ।

বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ কি?
উত্তর : গ্রামাঞ্চলে— ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। নগরাঞ্চলে- পৌরসভা ও সিটি কর্পোরেশন।

অপরাধ কি?
উত্তর : যে সকল কাজ সমাজ ও আইন পরিপন্থী এবং যার জন্য শাস্তির বিধান রয়েছে তাই অপরাধ ।

অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তর : Lombroso (লমব্রোসো)।

কিশোর অপরাধ কি?
উত্তর : অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত দেশের আইন ও সমাজ বিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী কার্যাবলিকেই কিশোর অপরাধ বলে।

‘অপরাধ হচ্ছে ঐ সকল কাজ যা আইন ভঙ্গ করে -উক্তিটি কার?

গুরুদণ্ড কী?
উত্তর : গুরুদণ্ড বলতে কঠিন শাস্তিকে বুঝায় ।

বিচ্যুতি কি?
উত্তর : বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা কোনো সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে ৷

বিচ্যুত আচরণ কি?
উত্তর : সামাজিক আচার ও বিধি বহির্ভূত আচরণকে বিচ্যুত আচরণ বলে।

‘বিচ্যুতি আচরণ হলো সেই আচরণ যা সামাজিক প্রত্যাশাকে পূরণ করে না’- উক্তিটি কার?
উত্তর : রস (Ross)-এর ।

বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বের নাম কি?
উত্তর : সামাজিক মেলামেশা।

প্রবেশন কি?
উত্তর : প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশোধনের লক্ষ্যে অপরাধীকে মুক্তিদানের প্রক্রিয়াকে প্রবেশন বলে ।

প্যারোল কি?
উত্তর : প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শান্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদানকে প্যারোল বলে।

প্যারোল (‘Parole’) শব্দের অর্থ কি?
উত্তর : শর্তাধীনে মুক্তি ।

ইভটিজিং কি?
উত্তর : পুরুষ বা ছেলে কর্তৃক অযথা মেয়ে বা মহিলাদেরকে উত্যক্ত করাকে ইভটিজিং বলে ।

MDG -এর পূর্ণনাম কি?
উত্তর : MDG -এর পূর্ণনাম হলো- Millennium Development Goal

HIV -এর পূর্ণনাম কি?
উত্তর : HIV -এর পূর্ণনাম হলো— Human Immuno Deficiency Virus.

AIDS-এর পূর্ণরূপ কী? অথবা, AIDS এর পূর্ণ অভিব্যক্তি কী?
উত্তর : AIDS এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrom.

Leave a Comment