“আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্ঠা করেছিতখনই তারা আমাদের উপর ঝাপিয়ে পড়েছে”- কথাটি বুঝিয়ে লেখ,৭ই মার্চের ভাষণকে কেন এত গুরুত্বপূর্ণ ভাবী হয় ?,১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত্র বাংলাদেশের ২৩ বছরের ইতিহাস ব্যাখ্যা কর

বিষয়: “আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্ঠা করেছিতখনই তারা আমাদের উপর ঝাপিয়ে পড়েছে”- কথাটি বুঝিয়ে লেখ,৭ই মার্চের ভাষণকে কেন এত গুরুত্বপূর্ণ ভাবী হয় ?,১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত্র বাংলাদেশের ২৩ বছরের ইতিহাস ব্যাখ্যা কর

এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই।- উক্তিটির অর্থ বুঝিয়ে লেখ।

উত্তর ঃ “এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই”- উক্তিটির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলার মানুষের প্রতি গভীল ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনা প্রকাশ পেয়েছে।

বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান বাঙালির মহান নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি। ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে তিনি স্বাধীনতার জন্য ধর্ম-বর্ণের পার্থক্য না করে এদেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মােকাবিলা করার আহবান জানান। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজের ভাই বলে। পরিচয় দেন। যার মধ্য দিয়ে বাংলার সব মানুষের প্রতি তার গভীর ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনা প্রকাশ পেয়েছে।

আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি’- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাটি কেন বলেছিলেন ?
অথবা, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি”- বলতে কী বােঝানাে হয়েছে ?

উত্তর : আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।’- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক জান্তার শাসন-শোষণে তার মনের অবস্থা বোঝাতে এ কথাটি বলেছেন। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে পাকিস্তানের একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন।

এরপর ক্ষমতায় আসেন ইয়াহিয়া খান। এতে কেবল নেতৃত্বের বদল হয়েছিল। কিন্তু শাসন-শােষণের পদ্ধীততে কোনাে পরিবর্তন আসেনি। ১৯৭০ এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরও এই সরকার আওয়ামী লীগের হাতে ক্ষত হস্তান্তর করেনি। এর পরিবর্তে তারা ক্ষমতা হস্তান্তর না করার ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এসব দেখে এবং তাদের চক্রান্ত বুঝতে পেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখভারাক্রান্ত মন নিয়ে জনতার সমনে উপস্থিত হয়েছিলেন।

“ঘরে ঘরে দুর্গ গড়ে তােল” এ আহবান করা হয়েছিল কেন ?

উত্তর ঃ স্বৈরাচারী শাসকগােষ্ঠী যাতে এদেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে না পারে সে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ গড়ে তােল’ কথাটি বলেছিলেন।

১৯৪৮ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই শাসকগােষ্ঠী বাঙালিদের ওপর শোষণ করতে থাকে। এর বিরুদ্ধে বাঙালিরা বিভিন্ন সময়ে আন্দোলন করে। প্রতিবারই শাসকদের নির্দেশে নির্বিচারে তাদের হত্য করা হয়। তাদের এই অন্যায় আচরণ আর শোষণের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে বাঙালিদের ঐক্যবদ্ধ করে শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান। তিনি এদেশের সর্বস্তরের মানুষকে বলেন- প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তােল।

ইয়াহিয়া খান কীভাবে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করেছিলেন ?

উত্তর ঃ ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে নানী তালবাহান করে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করেছিলেন। ১৯৬৯ সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হন। তিনি শাসনতন্ত্র ও গণতন্ত্র দেওয়ার ঘােষণা দেন।

১৯৭০ সালে নির্বাচন দেন। মেজরিটি পার্টির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ই ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন আহবানের অনুরােধ করেন। কিন্তু জুলফিকার আলী ভুট্টোর কথায় তা মার্চের প্রথম সপ্তাহে, আহবান করলেন। আলোচনা হয়। কিন্তু ১ তারিখে অধিবেশন বন্ধ করে দেওয়া হয়। এদেশের মানুস তখন প্রতিবাদমুখর হয়ে উঠলে তাদের ওপর গুলি করা হয়।

পরবর্তীতে ১০ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্সের কথা বলা হয় বঙ্গবন্ধুর সাথে আলাপ করেই। তিনটি শর্ত মেনে নিলে অধিবেশনে যোগদান করার কথা জানিয়ে দেন বঙ্গবন্ধু। কিন্তু ইয়াহিয়া খান সেই শর্ত না মেনে গণতন্ত্র হত্যার ষঢ়যন্ত্র করেছিলেন।

এবারের সংগ্রাম স্বাধীনতার সংঘ্রাম’ শীর্ষক ভাষণের দিকনির্দেশনাগুলাে লেখ। উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মহান নেতা। ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে তিনি অনেক দিকনির্দেশনা প্রদান করেন।

বঙ্গবন্ধু তার ভাষণের প্রথমাংশে বাঙালি জীভনের শােষণ ও বঞ্চনার একটি আনুপূর্বিক বনা দেন। ভাষণে তিনি আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে নির্দেশ প্রদান করেন।

কাজকর্ম বন্ধ রেখে ও ২৮ তারিখ কর্মচারীদের বেতন নিয়ে আসার নির্দেশ দেন এবং মুক্তি না হওয়া পর্যন্ত খাজনী ট্যাক্স বন্ধ ঘােষণা করেন। সর্বোপরি সর্বাত্মক প্রতিরােধ গড়ে তােলার জন্য তিনি আকুল আহবান করেন। পাকিস্তানিদের ভাতে পানিতে মারার কথাও তিনি উল্লেখ করেন। পেছন থেকে আত্মকলহ সৃষ্টির জন্য শত্রু ঢুকেছে বলেও তিনি জনগণকে সচেতন করে দেন। প্রত্যেক গ্রামে, মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তােলাও তিনি নির্দেশ দেন।


আরো ও সাজেশন:-

“আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্ঠা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাপিয়ে পড়েছে”- কথাটি বুঝিয়ে লেখ।

উত্তরঃ এদেশের মানুষ যখনই কশতায় যাওয়ার চেষ্টা করেছে, তখনই পশ্চিম পাকিস্তানি শাসকরা এদেশের ওপর চাপিয়ে দিয়েছে অথ্যাচারের কঠিন খড়গ।
পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের ওপর একচেটিয়া শােষণ চালাত।

এদেশের মানুষ নিজের টাকা দিয়ে অস্ত্র কিনেছিল এদেশকে শত্রুর হাত থেকে বাঁচোনাের জন্য। কিন্তু পশ্চিত পাকিস্তানিরা সেই অস্ত্র দিয়েই খালি করেছে এদেশের অসংখ্য মায়ের কোল। বাঙালি যতবারই অন্যায়ের প্রতিবাদ করেছে, যতবার ক্ষমতায় যেতে চেষ্টা করেছেতাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।

৭ই মার্চের ভাষণকে কেন এত গুরুত্বপূর্ণ ভাবী হয় ? ব্যাখ্যা কর।

উত্তর : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙলিদের মুক্তির সংগ্রামে উদ্দীপ্ত করেছিল। এর কারণে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ৭ই মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবুর রহমান ১৮ মিনিটের এক ভাষন দেন ভাষণের দ্বিতীয় অংশে তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে তার আপসহীণ মনোভাব দৃঢ় প্রত্যয়ের সাথে ব্যক্ত করেন।

পুরাে বাঙালি যখন কোণঠাসা হয়ে আসছিল তখন শেক মুজিব এ ভাষণের মাধ্যমে প্রায় দশ লাভ মানুষকে সরাসরি উদ্দীপ্ত করেন। বক্তব্যের বলিষ্ঠতায় ও আবেগে এবং সঠিক দিকনির্দেশনায় ভাষণটি উজ্জ্বল ও দেদীপ্যমান হয়ে উঠেছিল সেদিনের প্রতিটি বাঙালির হৃদয়ে। তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে আমাদের জন্য ছিনিয়ে এনেছেন স্বাধীনতার সূর্য। শেখ মুজিবের এই ভাষণটি এত গুরুত্বপূর্ণ।

১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত্র বাংলাদেশের ২৩ বছরের ইতিহাস ব্যাখ্যা কর।

উত্তর : ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ২৩ বছরের ইতিহাস হলাে— আর্জুনদের ইতিহাস, রক্তের করুণ ইতিহাস, বাঙালি জাতির শােষণের ইতিহাস।
১৯৫৪ সালে বাঙালিরা নির্বাচনে জয়লাভ করে। কিন্তু পাকিস্তানিরাে সে ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতে দেয় নি।

এরপর পদে পদে বাঙালিদের তারা ঠকিয়েছে। ১৯৫২ সালে বাংলাদেশে ভাষার লড়াইয়ে ঝরিয়েছে প্রচুর রক্ত। এদেশে তাদের শােষণের ধারা আর্তমানুষের কণ্ঠে বেজেছে করুণ সুরে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment