আদিম যুগের মানুষের আঁকা ছবি এবং বর্তমান সময়ের আঁকা ছবির মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো

Google Adsense Ads

আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা দাও।

শিশু, কিশোর, জোয়ান , বৃদ্ধ সবাই ছবি আঁকতে ভালোবাসে । কেউ ছবি আঁকে মনের গভীরতায়, আর কেউ আঁকে বাস্তব কল্পনায়। কিন্তু সবাই ছবি আঁকবেই। তাই তো আদিম যুগের মানুষ হোক কিংবা বর্তমান সময়ের আধুনিক মানুষ জাতি তারা সবাই আগে ছবি এঁকেছিল এবং বর্তমানেও আঁকে। শুধু পার্থক্য উপকরণ ও সহজলভ্যতায়।

নিচে সেই আদিম যুগের মানুষের আঁকা ছবি এবং বর্তমান সময়ের আঁকা ছবির মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করা হলোঃ

১) আদিম যুগের মানুষ ছবি আঁকত। কিন্তু তাদের আঁকা ছবি গুলো শুধু আটকে ছিল পশু প্রাণীর মধ্যে। কারণ তাদের বাড়ি-ঘর ছিল না, খুব বেশি অবসর সময় কাটানোর সুযোগ ছিল না। কিন্তু বর্তমান সময়ের আঁকা ছবির মধ্যে কোন সীমাবদ্ধতা নেই। মুক্ত পাখির মত যা ইচ্ছা আঁকা যায়।

২) আদিম যুগের মানুষেরা ছবি আঁকার জন্য যে উপকরণগুলো ব্যবহার করত, সেগুলো প্রায় সবই ছিলো প্রাণীর হাঁড়, পশম ইত্যাদি এবং পাথরের টুকরো। অন্যদিকে বর্তমান সময়ের ছবি আঁকা হয় সব আধুনিক উপকরণ (যেমন- তুলি, রং) ব্যবহার করে।

৩) আদিম যুগের আঁকা ছবিগুলো প্রায় সবই ছিল গুহার মধ্যে পাথরে আঁকা। কিন্তু বর্তমানে কাগজ, দেয়াল, রাস্তা সবখানেই মানুষের আঁকা ছবির বিচরণ।

৪) আদিম মানুষের আঁকা ছবিগুলোতে কোন ব্যাপকতা ছিল না। পক্ষান্তরে বর্তমানে আঁকা ছবির ব্যাপকতার শেষ নেই।

৫) আদিম মানুষ ছবি আঁকত অন্ধ বিশ্বাসে- যে শিকারের ছবি আঁকলে সফল হওয়া যাবে । কিন্তু এখন মানুষ ছবি আঁকে মনের খোরাক নিবারণের জন্য, সাথে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য ।

৬) আদিম যুগে যারা ছবি আঁকত তারা কেউই তেমন দক্ষ ছিল না। ফলে, ছবিগুলো খুব সুন্দর লাগত না। কিন্তু বর্তমানে যারা ছবি আঁকে, তারা খুবই দক্ষ হয়ে থাকেন এবং ছবি আঁকেন অনেক নিপুণতার সহিত।

তাই পরিশেষে বলা যায় যে, আদিম যুগের মানুষদের থেকে ছবি আঁকার হাতেখড়ি শুরু হলেও তাদের বিভিন্ন সুযোগ সুবিধার অভাব বর্তমানে আঁকা ছবির মধ্যে পার্থক্য সৃষ্টি করে।

Google Adsense Ads

৬ষ্ঠ শ্রেণি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা সমাধান এর নমুনা উত্তর ২০২১
৬ষ্ঠ শ্রেণি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা সমাধান এর নমুনা উত্তর ২০২১

Google Adsense Ads

Leave a Comment