আজ বিশ্ব শিশু ও যুব থিয়েটার দিবস

Advertisement

“শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা” স্লোগানে সারা বিশ্বের শিশু-কিশোর ও যুব নাট্যকর্মীদের সাথে বাংলাদেশেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদ্যাপিত হবে দিনটি। অওঞঅ/ওঅঞঅ ও অংংরঃবল এর বাংলাদেশ কেন্দ্র পিপলস থিয়েটার এসোসিয়েশন (পিটিএ)-এর আয়োজনে দিনটিকে ঘির অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় আগামীকাল ২০ মার্চ বিশ্ব শিশু-কিশোর ও যুবনাট্য দিবসে একাডেমি’র জাতীয় চিত্রশালা মিলনায়তনে ’-এ অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এ আয়োজন। এতে অংশ নিবে পিলল্স থিয়েটার এসোসিয়েশনের সদস্য দলসমূহের প্রায় ১,০০০ শিশু-কিশোর ও যুবনাট্যকর্মী। অনুষ্ঠান উদ্বোধন করবেন পিপল্স থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শিশুবন্ধু লিয়াকত আলী লাকী।

উদ্বোধনী আনুষ্ঠানিকতায় সংক্ষিপ্ত আলোচনার শেষে পরিবেশিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করবে বিভিন্ন শিশু-কিশোর ও যুব সংগঠন। এছাড়াও বাংলাদেশসহ সারাবিশে^ শিশু নির্যাতনের প্রতিবাদ হিসেবে শিশু ও যুবদের পক্ষ থেকে এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা হবে। একইভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে এযাবৎ বিশ^ব্যপী নির্যাতনের স্বীকার সকল শিশুদের। 

উল্লেখ্য যে, ২০০১ সাল থেকে আন্তর্জাতিকভাবে ২০ মার্চকে ‘বিশ্ব শিশু-কিশোর ও যুবনাট্য দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং ঐ বছর থেকেই বাংলাদেশে পিপল্স থিয়েটার এসোসিয়েশন (পিটিএ)-এর উদ্যোগে সারাদেশে পিটিএ’র ২৫০টি সদস্য সংগঠন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিবসটি পালিত হয়ে আসছে।

প্রসঙ্গত, বিগত ২৭ বছর যাবত পিপলস থিয়েটার এসোসিয়েশন শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন পরিচালনা করছে। বর্তমানে সারাদেশে এই এসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রায় ২৫০টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন সক্রিয়ভাবে নাট্যকার্যক্রম ও শিশুদের কল্যাণকর নানা কর্মকা-সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব আয়োজন শুরু করে ইতোমধ্যে ৫টি যুব নাট্যোৎসব ও ১৩টি শিশু-কিশোর নাট্যোৎসব আয়োজন সফলভাবে সম্পন্ন করে। দেশের শিশুনাট্য ও যুবনাট্য আন্দোলনকে বেগবান করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি বিশেষ করে শিশু নাটককে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পিটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিটিএভুক্ত দলগুলো জার্মানী, জাপান, রাশিয়া, ক্রোয়েশিয়া, যুক্তরাজ্য, কিউবা, তুরষ্ক, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৮৫টি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছে।

সাস্থ্য

Advertisement 5

Advertisement 2

Advertisement

Advertisement 2

Advertisement 3

Leave a Comment