আজ আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস

প্রতি বৎসর বিভিন্ন দিনে বিশ্বব্যাপী নানা “দিবস” পালিত হয়। এই সকল বৈশ্বিক দিবস বা বিশ্ব দিবস বা আন্তর্জাতিক দিবসসমূহের তালিকা এই পাতায় অন্তর্ভুক্ত করা হলো। এই সকল দিবসের উদ্দেশ্য হচ্ছে – কোন একটি নির্দিষ্ট দিনে আন্তর্জাতিকভাবে সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি বা ক্ষেত্র বিশেষে কোন অতীত ঘটনা স্মরণ বা উদযাপন করা।

সাধারণতঃ প্রতিটি দিবসেই ‘প্রতিপাদ্য বিষয়’ নির্ধারণ করা হয় যা দিবসটির ভূমিকাকে সর্বসমক্ষে আরো গুরুত্ব ও অর্থবহ করে তোলে।

বাংলাদেশের নানা জনপদে গত দুই বছরের বিভিন্ন সাম্প্রদায়িক হামলা নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডিতে অলিয়ঁস ফ্রঁসেস ঢাকার লা গ্যালারিতে। ‘ইন দ্য নেইম অব…’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’ (অ্যালায়েন্স ফর মিটিগেটিং রেসিজম অলটুগেদার)। বাংলাদেশ সহ দুনিয়ার দেশে দেশে বর্ণবৈষম্যের প্রতি সবার নজর ফেরাতেই ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসকে ঘিরে গতকাল এই প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনী চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।

সাদা আর কালোতে, জাতি আর ধর্মের নানা বর্ণবাদী বৈষম্যে নিপীড়িত হয়েছেন, সহিংসতায় প্রাণ দিয়েছেন অগণিত মানুষ। আবার এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামেও প্রাণ দিতে হয়েছে অগণিত মানুষকে। দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত হলেন ৬৯ জন মানুষ। সেও অর্ধশতাব্দী পার হয়ে গেল। ১৯৬০ সালের ২১ মার্চ ওই বর্বর হত্যাকাণ্ডের দিনটিকেই ১৯৬৬ সালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। কিন্তু দুনিয়া থেকে এখনও বর্ণবৈষম্য দূর হয়ে যায়নি। বরং দিন দিন রাজনৈতিক সংঘাতের হাতিয়ারে পরিণত হচ্ছে সাম্প্রদায়িক নিপীড়ন-সংঘাত-হামলা। বাংলাদেশও যে তার ব্যতিক্রম নয় সেই চিত্রই উঠে এসেছে এই আলোকচিত্র প্রদর্শনীর ছবিগুলোতে।

জানা অজানা

1 thought on “আজ আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস”

Leave a Comment