অফিসের রেকর্ড সংরক্ষণ বলতে কী বােঝায়?, “নথিকরণ ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণশক্তি- ব্যাখ্যা কর।

অফিসের রেকর্ড সংরক্ষণ বলতে কী বােঝায়?, “নথিকরণ ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণশক্তি- ব্যাখ্যা কর।

শিক্ষা এইচ এস সি পরীক্ষা প্রস্তুতি

Google Adsense Ads

অফিসের রেকর্ড সংরক্ষণ বলতে কী বােঝায়?

কোন চুক্তির মাধ্যমে কিছুর লিখিত অন্তর্ভুক্তি করা বা কোন নীতিমালাকে যখন কোন কাজের জন্য ব্যবস্থাপনা হিসেবে তৈরি করা হয় সেটাকেই নথি বলে। আর এই ব্যবস্থাকরন ই হচ্ছে রেকর্ড / নথিকরন।

আর যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সকল প্রকার লেনদেন, দলিল, চুক্তিনামা ইত্যাদিকে নথি বা রেকর্ড নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে আজীবনের জন্র সংরক্ষন করা কে অফিসের রেকর্ড সংরক্ষণ করে থাকা হয় ।
( উত্তর দাতা রাকিব হোসন সজল)

“নথিকরণ ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণশক্তি- ব্যাখ্যা কর।

কোন চুক্তির মাধ্যমে কিছুর লিখিত অন্তর্ভুক্তি করা বা কোন নীতিমালাকে যখন কোন কাজের জন্য ব্যবস্থাপনা হিসেবে তৈরি করা হয় সেটাকেই নথি বলে। আর এই ব্যবস্থাকরন ই হচ্ছে রেকর্ড / নথিকরন।

আর যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সকল প্রকার লেনদেন, দলিল, চুক্তিনামা ইত্যাদিকে নথি বা রেকর্ড নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে আজীবনের জন্র সংরক্ষন করা কে অফিসের রেকর্ড সংরক্ষণ করে থাকা হয় ।

যে কোন নথি বছরের পর বছর থাকে বলে তাকে ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণশক্তি

File Management 04


( উত্তর দাতা রাকিব হোসন সজল)

H.S.C

Google Adsense Ads

Google Adsense Ads

3 thoughts on “অফিসের রেকর্ড সংরক্ষণ বলতে কী বােঝায়?, “নথিকরণ ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণশক্তি- ব্যাখ্যা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *