অপারেটর কী? সি প্রােগ্রামে কী কী ধরনের অপারেটর ব্যবহার করা হয়? তােমার মতে বহুল ব্যবহারিত হয় এমন দুইটি অপারেটরের বর্ণনা দাও

অপারেটর কী? সি প্রােগ্রামে কী কী ধরনের অপারেটর ব্যবহার করা হয়? তােমার মতে বহুল ব্যবহারিত হয় এমন দুইটি অপারেটরের বর্ণনা দাও

উত্তর:

অপারেটর হচ্ছে পরিচালনাকারী অথার্ৎ কোনো গাণিতিক সমস্যার সমাধান করার জন্য ব্যবহৃত চিন্হ যেমন: (+ – × ÷) ইত্যাদি।

সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যে কতগুলাে বিশেষ সিম্বল ব্যবহৃত হয় সে গুলােকে অপারেটর বলা হয়।
বিভিন্ন ধরনের অপারেশন সম্পাদনের জন্য সি প্রােগ্রামিং এ অনেক ধরনের অপারেটর ব্যবহার করা হয়।

যেমন:
১) সি এরিথমেটিক অপারেটর
২) সি ইনক্রিমেন্ট এবং ডিস্ক্রিমেন্ট অপারেটর
৩) সি এসাইনমেন্ট অপারেটর
৪) সি রিলেশনাল অপারেট
৫) সি লজিক্যাল অপারেটর
৬) সি কন্ডিশনাল অপারেটর।
৭) সি বিটওয়াইজ অপারেটর
৮) সি স্পেশিয়াল অপারেটর


অপারেটরের সাথে সংযুক্ত অপারেন্ট বা কনস্ট্যান্টের সংখ্যার ভিত্তিতে সি প্রােগ্রাম এ ব্যবহৃত অপারেটরকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়।

যথা:
১) ইউনারি অপারেটর
২) বাইনারি অপারেটর
৩) টাইনারী অপারেটর


বহুল ব্যবহৃত দুটি অপারেটরের সম্পর্কে লেখা হলোঃ

১.বাইনারি অপারেটর: যে সকল অপারেটরের সাথে দুইটি অপারেন্ট বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাদেরকে বাইনারি অপারেটর বলা হয়। সি প্রােগ্রামিং এ বাইনারি অপারেটর বেশি ব্যবহার করা হয়। কেননা ইউনারি বা টাইনারী ছাড়া সকল কিছু বাইনারি অপারেটর।

২. ইউনারি অপারেটর: যে সকল অপারেটরের সাথে কেবল। একটি অপারেন্ট বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাকে ইউনারি অপারেটর বলা হয়। ইউনারি অপারেটরগুলাে পােস্ট ফ্লিক্স বা প্রিফিক্স নােটেশন এ কাজ করে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

H.S.C

Leave a Comment