অন্যান্য ব্যাংকের মত বাণিজ্যিক ব্যাংকের ও আয়-ব্যয়ের কিছু উৎস রয়েছে। কোন কোন খাত থেকে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে এবং কোন কোন খাতে খরচ নির্বাহ করে থাকে তা ব্যাখ্যা করুন।

শ্রেণি: ১০ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 07 বিষয় কোডঃ 2667
বিভাগ: ব্যবসায় শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ অন্যান্য ব্যাংকের মত বাণিজ্যিক ব্যাংকের ও আয়-ব্যয়ের কিছু উৎস রয়েছে। কোন কোন খাত থেকে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে এবং কোন কোন খাতে খরচ নির্বাহ করে থাকে তা ব্যাখ্যা করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

বাণিজ্যিক স্বার্থে অর্থাৎ মুনাফা অর্জনের জন্য যে সকল ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকেই বাণিজ্যিক ব্যাংক বলে। ব্যাংক বলতে মূলত বাণিজ্যিক ব্যাংককেই বুঝায়। বিভিন্ন লেখক বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দিয়েছেন।

কয়েকটি সংজ্ঞা নিচে দেয়া হলো : অধ্যাপক রোজার বলেছেন যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কারবার করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

অধ্যাপক এইচ এল হার্ট এর মতে, যে প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম হলো জনগণের অর্থ জমা রাখা এবং যারা অর্থ জমা রেখেছে তাদের ইস্যুকৃত চেকের মাধ্যমে পরিশোধ করা তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। উপরের সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে, বাণিজ্যিক ব্যাংক হলোক) মুনাফা অর্জনই ইহার প্রধান উদ্দেশ্য;

খ) এক পক্ষের নিকট থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে;

গ) সংগৃহীত অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ প্রদান করে;

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ঘ) জমা কারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে এবং

ঙ) এক পক্ষ থেকে অর্থ গ্রহণ এবং অপর পক্ষকে ঋণদানের মধ্যকার পার্থক্যই হলো তার মুনাফা।

মোট কথা বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বল্প সুদে এক পক্ষ থেকে টাকা গ্রহণ করে এবং বর্ধিত সুদে অপর পক্ষকে ঋণ প্রদান করে। এসকল কার্যাদির মাধ্যমে মুনাফা অর্জনই তার মূল লক্ষ্য। তাই বলা হয়, “বাণিজ্যিক ব্যাংক পরের ধনে পোদ্দারী করে।”

বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ

১) ঋণের সুদ : প্রদত্ব ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে থাকে, যা বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস।

২) বিনিয়োগ : বাণিজ্যিক ব্যাংক শেয়ারবাজারে লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে।

৩) ব্যাংক ড্রাফট, ট্রাভেলারস চেক হতে প্রাপ্ত কমিশন : ব্যাংক ড্রাফট, ট্রাভেলারস চেক হতে কমিশন হিসাবে প্রচুর আয় করে থাকে।

৪) লকার ভাড়া : মূল্যবান দলিল, গহনা ইত্যাদির জন্য লকার সুবিধা প্রদান করে। যার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে থাকে।

৫) প্রতিনিধিত্ব : চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ ইত্যাদি প্রতিনিধিত্বমূলক কাজের জন্য ব্যাংক কমিশন আদায় করে আয় করতে পারে।

৬) শেয়ার ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতা : শেয়ার ক্রয়-বিক্রয় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে ব্যাংক আয় করে থাকে।

৭) আমদানি-রপ্তানি বাণিজ্য : বৈদেশিক বাণিজ্যে ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে সার্ভিস চার্জ হিসাবেও বাণিজ্যিক ব্যাংক তার আয়ের একটি অংশ অর্জন করে থাকে।

৮) প্রত্যয়পত্র : আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের প্রত্যয়পত্র ইস্যুর করে মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কমিশন আয় করতে পারে।

বাণিজ্যিক ব্যাংকের খরচের খাত বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসা পরিচালনার জন্য সাধারণত নিম্নলিখিত খাতগুলোতে ব্যয় করে থাকে।

১) আমানতের উপর সুদ

২) কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের উপর সুদ

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৩) অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের সুদ

৪) কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা ও বোনাস প্রদান

৫) পরিচালক ও ব্যবস্থাপকের ভাতা

৬) নিরীক্ষকের বিল

৭) অনাদায়ী ঋণের মামলা-মোকাদ্দমার খর”

৮) অফিস ও গুদাম ঘরের ভাড়া

৯) শুল্ক ও কর

১০) বিমা প্রিমিয়াম

১১) যোগাযোগ খরচ

১২) বিজ্ঞাপন খরচ

১৩) কর্মচারীদের প্রশিক্ষণ খরচ

১৪) আইসিটি ব্যবহারের খরচ

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Leave a Comment