অনুচ্ছেদ নৈতিকতা, ‘নৈতিকতা’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ লিখুন নৈতিকতা

Google Adsense Ads

অনুচ্ছেদ নৈতিকতা, ‘নৈতিকতা’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ লিখুন নৈতিকতা, নৈতিকতা অনুচ্ছেদ PDF Download, অনুচ্ছেদ নৈতিকতা PDF Download

নৈতিক শিক্ষা ও মূল্যবোধ

সাধারণত কোনো সমাজের অন্তর্ভূক্ত সদস্যদের কাছ থেকে প্রাপ্ত কল্যাণকর ও কাঙ্খিত স্থায়ী বিশ্বাস বা আদর্শকে মূল্যবোধ বলা হয়।

অপরদিকে নীতিবিষয়ক যে শিক্ষা, তা-ই নৈতিক শিক্ষা। সাধারণত ধর্ম বিষয়ক শিক্ষাগুলো নৈতিক শিক্ষার অর্ন্তভূক্ত।

মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। কারণ নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমেই মানুষ মূল্যবোধসম্পন্ন মানুষ সুনাগরিক ও দেশপ্রেমিক হয় এবং সবদা ন্যায়ের অনুসারী হয়। তার চরিত্রে সত্যবাদিতা, চারিত্রিক দৃঢ়তা, ন্যায়পরায়নতা এবং কর্তব্যবোধের প্রতিফলন ঘটে। আর ব্যক্তির এ গুণাবলি নৈতিক শিক্ষার মাধ্যমেই অর্জিত হয়। নৈতিক শিক্ষার উদ্দেশ্যই হলো মানুষকে কোনো একটি সমাজ-স্বীকৃত আদর্শের পথে পরিচালিত করে তার চরিত্রের উৎকর্ষ সাধন করা।

নৈতিক শিক্ষার ফলেই মানুষ ন্যায়-অন্যায়,সত্য-সসত্য এবং উচিত-অনুচিতের মধ্যে পার্থক্য করতে পারে। এর ফলে মানুষের মধ্যে মূল্যবোধের প্রত্যয়টি স্থায়ী হয় এবং সমাজ, দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করার স্পৃহা জাগ্রত হয়।

শুধু তাই নয়; মূল্যবোধসম্পন্ন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ অন্যায়-অবিচার আ অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সমাজে ন্যায় ও সত্যকে সুপ্রতিষ্ঠিত করে। ফলে সমাজের সার্বিক কল্যাণ সাধিত হয় এবং শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠিত হয়।

তাই বলা যায়, সুখী সমাজব্যবস্থা ও সমৃদ্ধ মানবজীবনের জন্য মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য।


আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

নৈতিকতা

মানুষের জীবনবোধের সঙ্গে নৈতিকতার একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নৈতিক কথাটি নীতির সাথে সম্পর্কযুক্ত।

ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো মানুষই সকলের শ্রদ্ধা ও বিশ্বস্ততা লাভ করতে পারে না। নৈতিক মূল্যবোধের বিষয়টি শুভবোধ, সৎ চিন্তা, সততা ও নির্লোভ জীবন পদ্ধতির সাথে সম্পৃক্ত।

যে ব্যক্তি জীবনে সত্য কথা বলাকে অভ্যাসে পরিণত করতে পারেনি তার মধ্যে নৈতিক মূল্যবোধ আশা করা যায় না। পরোপকার করতে যার মন কাঁদে, লোভের বশবর্তী হয়ে যে অন্যের অধিকার হরণ করে তার মধ্যে সুনীতি আশা করা যায় না। মানুষের সাধনা মনুষ্যত্ব অর্জনের সাধনা।

Google Adsense Ads

সেই সাধনার লক্ষ্যে পৌঁছাতে মানুষকে এমন কিছু বিশেষ গুণাবলি অর্জন করা উচিত যা তাকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত অনুচিত বিচার করার শক্তি দেয় এবং মন্দ, অন্যায় ও অনুচিত কাজকে পরিহার করে নৈতিক আদর্শের অনুবর্তী করে তোলে।

নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ স্বভাবতই উত্তম চরিত্রের হয়ে থাকে। সমাজে দরকার আলোকিত মানুষ, যাঁরা নিজেরা আলোকিত এবং সমাজকেও আলোকিত করে।

তাই সুন্দর সমাজের প্রয়োজনে নৈতিক মূল্যবোধের গুরুত্ব অসীম। একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আদর্শ সমাজ বিনির্মাণের তাগিদে আমাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের জাগরণ ঘটানো জরুরি।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

‘নৈতিকতা’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ লিখুন নৈতিকতা, অনুচ্ছেদ নৈতিকতা , অনুচ্ছেদ নৈতিকতা অনুচ্ছেদ, নৈতিকতা অনুচ্ছেদ PDF Download,অনুচ্ছেদ নিয়োগ পরীক্ষায় আসা নৈতিকতা, নৈতিকতা অনুচ্ছেদ বাংলা ২য় পত্র অনুচ্ছেদ, অনুচ্ছেদ নৈতিকতা (PDF Download)

Google Adsense Ads

Leave a Comment