অনার্স ২য় বর্ষ সামষ্টিক অর্থনীতি সাজেশন, honors 2nd year macro economics special short suggestions, অনার্স ২য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ১০০% কমন সাজেশন

অনার্স ২য় বর্ষের সামষ্টিক অর্থনীতি সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সামষ্টিক অর্থনীতি (Macro Economics) সুপার সাজেশন
Department of : Accounting & Other Department
Subject Code: 222511
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

PDF Download সামষ্টিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন, সামষ্টিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সামষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ২য় বর্ষের, অনার্স ২য় বর্ষ সামষ্টিক অর্থনীতি সাজেশন, সামষ্টিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন,

অনার্স ২য় বর্ষ সামষ্টিক অর্থনীতি সাজেশন, honors 2nd year macro economics special short suggestions, অনার্স ২য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ১০০% কমন সাজেশন

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

সামষ্টিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর : সামষ্টিক অর্থনীতির জনক জে.এম.কেইনস।

২. অর্থনীতিতে সর্বপ্রথম “Macro” শব্দটি কে ব্যবহার করেন?
উত্তর : Oslo বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Ragnar Friech সর্বপ্রথম Macro Economics কথাটি ব্যবহার করেন।

৩. জি এন পি ডিফ্লেক্টর কি?
উত্তর : কোনো নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় GNP Deflator.

৪. HDI এর পূর্ণরূপ কি?
উত্তর : HDI হচ্ছে Human Development Index.

৫. C = a + by রেখার ব্রেক ইভেন বিন্দুর পরে APC কত?
উত্তর : APC>1.

৬. সরকারি ঋণ কি?
উত্তর : সরকার ভবিষ্যতে সুদসহ পরিশোধের অঙ্গকীকার করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বিদেশি কোনো সংস্থা বা সরকারের নিকট হতে যে ঋণ গ্রহণ করে তাকে সরকারি ঋণ বলা হয়।

৭. সম্ভাবনাময় উৎপাদন কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে পূর্ণনিয়োগ অবস্থার মোট যে পরিমাণ জাতীয় উৎপাদন প্রত্যাশা করা হয় তা হলো সম্ভাবনাময় উৎপাদন।

৮. বেকারত্বের হাফ কী?
উত্তর : বেকারত্বের হার বলতে মূলত একটি দেশের মোট শ্রম শক্তির কত শতাংশ বেকার তাকেই বেকারত্বের হার বুঝায়।

৯. ইচ্ছাকৃত বেকারত্ব কী?
উত্তর : কাজ করার শক্তি, সামর্থ ও যোগ্যতা থাকা সত্ত্বেও যে ইচ্ছাকৃতভাবে কাজ করতে অনিহা প্রকাশ করে তাকে ইচ্ছাকৃত বেকারত্ব বলে।

১০. নিট অর্থনৈতিক কল্যাণ (NEW) কি?
উত্তর : GNP এর হিসাবে এমন কিছু উপাদান অন্তর্ভুক্ত করা হয় যা মানুষের অর্থনৈতিক কল্যাণে কোনো অবদান রাখে না। আবার এমন কিছু উপাদান বাদ দেওয়া হয় যা অর্থনৈতিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GNP এর হিসাবের সাথে এ Underground হিসাবগুলো সংযোজন- বিয়োজন করে যা পাওয়া যায় তাকে ‘অর্থনৈতিক কল্যাণ পরিমাপক’ (NEW) কিংবা ‘নিট অর্থনৈতিক কল্যাণ’ (NEW) বলা হয়।

১১. DPA এর পূর্ণরূপ কি?
উত্তর : DPA এর পূর্ণরূপ Directly Productive Activities.

১২. ছদ্মবেশি বেকারত্ব কি?
উত্তর : শ্রমিক যদি কাজে তার দক্ষতা পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারে তবে তাকেই ছদ্মবেশি বেকারত্ব বলে।

১৩. ট্রেড অফ কি?
উত্তর : মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিনিময় মাধ্যমে দেশের জন্য একটি কাব্য অবস্থা নির্ধারণ করাকেই ট্রেড অফ বলা হয়।

১৪. শ্রম বাজার বলতে কি বুঝ?
উত্তর : শ্রম-ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে শ্রম বাজার বলে।

১৫. শ্রমের চাহিদা কী?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে উৎপাদনকারীগণ যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে।

১৬. শ্রমের যোগান কী কী বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর : জনসংখ্যা শ্রমের দক্ষতা, কর্মক্ষম জনসংখ্যা ইত্যাদির উপর।

১৭. বেকারত্বের হার কী?
উত্তর : বেকারত্বের হার বলতে মূলত একটি দেশের মোট শ্রম শক্তির কত শতাংশ বেকার তাকেই বেকারত্বের হার বুঝায়।

১৮. NAIRU কি?
উত্তর : NAIRU বলতে বেকারত্বের সেই হারকে বুঝানো হয় যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সঙ্গে সংগতিপূর্ণ বলে।

১৯. ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উত্তর : শ্রমিক যদি কাজে তার দক্ষতা পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারে তবে তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে।

২০. বাণিজ্যচক্র বলতে কি বুঝায়?
উত্তর : সময়ের পরিবর্তনে একটি দেশের উৎপাদন, কর্মসংস্থান, আয়, বিনিয়োগ, দামস্তর ইত্যাদির উঠানামার ভিতর দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে চক্রাকার আবর্তন (Cyclical Variation) পরিলক্ষিত হয়, তাকে বলা হয় বাণিজ্য চক্র।

২১. অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝ?
উত্তর : অর্থনৈতিক শক্তিগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা জাতীয় আয় ও মাথাপিছু আয়ের বৃদ্ধি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি।

২২. SOC এর পূর্ণরূপ লিখ।
উত্তর : SOC এর পূর্ণরূপ হলো : Social Overhead Capital.

২৩. মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর : সাধারণত পণ্যসামগ্রি ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়।

২৪. সরকারী ঋণ কাকে বলে?
উত্তর : সরকার কর্তৃক গ্রহীত ঋণকে সরকারী ঋণ বলে।

২৫. অর্থনৈতিক স্থিতিশীলতা কী?
উত্তর : যখন অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে সে অবস্থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা বলে।

২৬. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
অথবা, সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝ?
উত্তর : অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি।

২৭. সামষ্টিক অর্থনীতি গ্রিক কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : সামষ্টিক অর্থনীতির ইংরেজি Macro শব্দটি গ্রিক শব্দ Makros থেকে এসেছে।

২৮. অর্থনীতিতে (Macro) শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
অথবা, অর্থনীতিতে ‘Micro’ এবং ‘Macro’ শব্দ দুটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর : Osloi বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Ragnar Friech সর্বপ্রথম Macro Economics কথাটি ব্যবহার করেন।

২৯. সামষ্টিক অর্থনীতির জনক বলা হয় কাকে?
অথবা, সামষ্টিক অর্থনীতির জনক কে?
উত্তর : সামষ্টিক অর্থনীতির জনক জে.এম.কেইনস।

৩০. অর্থনীতি প্রধানত কয় প্রকার ও কি কি?
উত্তর : অর্থনীতির বিষয়বস্তু এবং কার্যাবলিকে বিশ্লেষণ করে অর্থনীতিকে প্রধানত দু’ভাগে ভাগ করা হয়েছে। যথা :- (ক) ব্যষ্টিক অর্থনীতি ও (খ) সামষ্টিক অর্থনীতি।

৩১. সামষ্টিক অর্থনীতির হাতিয়ার বা উপকরণ কি কি?
উত্তর : (ক) রাজস্ব নীতি, (খ) আর্থিক নীতি ও

৩২. সামষ্টিক অর্থনৈতিক মডেল প্রধানত কত প্রকার?
উত্তর : ২ প্রকার ।

৩৩. GNP এর পূর্ণ রূপ লিখ।
উত্তর : Gross National Product.

৩৪. GNP ব্যবধান কাকে বলে?
উত্তর : দেশের সম্ভাবনাময় উৎপাদনের তুলনায় বাস্তব উৎপাদন কম হলে সম্ভাব্য উৎপাদন ও বাস্ত ব উৎপাদনের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয় তাকে GNP ব্যবধান বলা হয়।

৩৫. NAIRU এর পূর্ণরূপ কী?
উত্তর : NAIRU এর পূর্ণরূপ Non-Accelerated Inflationary Rate of Unemployment.

৩৬. NAIRU কি?
উত্তর : NAIRU বলতে বেকারত্বের সেই হারকে বুঝানো হয় যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সঙ্গে সংগতিপূর্ণ বলে।

৩৭. নিয়োগ বা কর্মসংস্থান কাকে বলে?
উত্তর : সাধারণত প্রচলিত মজুরিতে কোন একজন শ্রমিকের কর্মক্ষেত্রে নিয়োগ লাভ করাকে নিয়োগ বা কর্মসংস্থান বলে।

৩৮. সুষম বাজেট বা ভারসাম্য বাজেট কি?
উত্তর : বাজেটে যদি মোট পরিকল্পিত ব্যয় ও মোট প্রত্যাশিত আয় সমান হয় তবে তাকে সুষম বাজেট বা ভারসাম্য বাজেট বলে।

৩৯. কার্যকর চাহিদা কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়োগ স্তরে যদি মোট চাহিদা ও মোট যোগান সমতাপ্রাপ্ত হয় এবং সেখান হতে বিচ্যুতি হবার সম্ভাবনা না থাকলে তাকে কার্যকর চাহিদা বলে ।

৪০. সামগ্রিক চাহিদার সংজ্ঞা দাও।
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি দেশের মধ্যে বসবাসরত মানুষের সকল প্রকার দ্রব্যসামগ্রি ও সেবাকর্মের মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলা হয়।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

সামষ্টিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. GNP ব্যবধান কি? চিত্রে ব্যাখ্যা কর।
২. চিত্রের সাহায্যে দ্বি-খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা কর।
৩. ওকান’স বিধি ব্যাখ্যা কর।
৪. প্রমাণ কর যে, (i) APC + APS = 1; (ii) MPC + MPS = 1

৫. স্বল্পকালীন ভোগ অপেক্ষক C = a + by এর অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর।
৬. আর্থিকনীতি ও রাজস্বনীতির পার্থক্য লিখ।
৭. স্ট্যাগফ্লেশন কি? চিত্রসহ ব্যাখ্যা কর।
৮. মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC) রেখা কেন নিম্নগামী হয়?

৯. মজুরী ও প্রকৃত মজুরীর মধ্যে পার্থক্য দেখাও।
১০. বাণিজ্য চক্রের কারণ সমূহ আলোচনা কর।
১১. সামগ্রিক যোগান রেখা অঙ্কন কর।
১২. সামগ্রিক চাহিদার উপাদান সমূহ কি কি?
১৩. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য দেখাও।

১৪. মুদ্রাস্ফীতির কারণসমূহ ব্যাখ্যা কর।
১৫. মুদ্রাস্ফীতির ও মুদ্রা সংকোচনের মধ্যে কোনটি বেশী খারাপ- ব্যাখ্যা কর।
১৬. অর্থনৈতিক স্থিতিশীলতার উপাদানগুলো কি কি?
১৭. সামষ্টিক অর্থনীতি কি?
অথবা, সামষ্টিক অর্থনীতি বলতে কী বুঝ?

১৮. সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কি কি?
১৯. সামষ্টিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২০.সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ ব্যাখ্যা কর।
২১. সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য তুলে ধর।
অথবা, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ।

২২. সামষ্টিক অর্থনীতির হাতিয়ারগুলো আলোচনা কর।
অথবা, সামষ্টিক অর্থনীতির উপকরণসমূহ বর্ণনা কর।
২৩. সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতাগুলো আলোচনা কর।
অথবা, সামষ্টিক অর্থনীতির অসুবিধাসমূহ বর্ণনা কর।
২৪. ব্যষ্টিক ও সামষ্টিক চলকের মধ্যে পার্থক্য দেখাও।

২৫. “ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।”-ব্যাখ্যা কর।
অথবা, সামষ্টিক অর্থনীতি কি ব্যষ্টিক অর্থনীতির বিকল্প?
২৬. সামষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর ।
২৭. সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা কর।
২৮. একটি কাল্পনিক সামষ্টিক মডেল তৈরি কর এবং চলকসমূহের সম্পর্ক ব্যাখ্যা কর।
২৯. বেকারত্বের হার কাকে বলে?
অথবা, বেকারত্বের হার কী?

৩০. সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহ বর্ণনা কর
৩১. বেকারত্বের প্রকারভেদ আলোচনা কর।
অথবা, বেকারত্বের বিভিন্ন ধরন আলোচনা।
৩২. বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।
অথবা, বেকারত্ব দূর করার জন্য তুমি কি কি সুপরিশ করবে?
অথবা, বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।

৩৩. বাংলাদেশের বেকারত্বের কারণগুলো বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের ব্যাপক বেকারত্বের কারণসমূহ আলোচনা কর ।
৩৪. ফিলিপস রেখা কিভাবে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মধ্যে ট্রেডঅফ?
৩৫. জনসংখ্যা ও বেকারত্বের মধ্যে সম্পর্ক দেখাও।
৩৬. ব্যষ্টিক ও সামষ্টিক মডেলের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনৈতিক মডেলের মধ্যে পার্থক্য কী?

৩৭. মজুদ ও প্রবাহ চলকের মধ্যে পার্থক্য দেখাও।
৩৮. চিত্রসহ ওকান বিধি ব্যাখ্যা কর।
৩৯. LM রেখা কাকে বলে?
৪০. LM রেখা কি ভারসাম্য সুদের হার নির্ণয় করতে পারে?

PDF Download সামষ্টিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. একটি কাল্পনিক সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি কর এবং তা চিত্রসহ ব্যাখ্যা কর।
২. জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো ব্যাখ্যা কর।
৩. নিট অর্থনৈতিক কল্যাণ কি?
৪. সমালোচনাসহ কেইনস এর ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা কর।
৫. AD রেখার স্থানান্তর ব্যাখ্যা কর।

৬. AS রেখার বিভিন্ন পর্যায় ব্যাখ্যা কর।
৭. ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য লিখ।
৮. মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা কর।
৯. সরকারি ঋণের উৎসগুলো কি কি?
১০. সৰ্ব্বকার কোন ঋণ গ্রহণ করে?

১১. মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC) ও বিনিয়োগের প্রান্তিক দক্ষতা (MEI) এর মধ্যে পার্থক্য লিখ।
১২. মূলধনের প্রান্তিক দক্ষতা ও সুদের হার দ্বারা কিভাবে ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারিত হয় চিত্রে ব্যাখ্যা কর।
১৩. অর্থ বাজারের ভারসাম্য থেকে LM রেখা অঙ্কন কর এবং ব্যাখ্যা কর।
১৪. শ্রমের যোগান কি? শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন? ব্যাখ্যা কর।
১৫. বেকারত্বের হার বলতে কি বুঝ? বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মধ্যে সম্পর্ক দেখাও?
১৬. ফিলিপস্ রেখা বলতে কি বুঝ? ফিলিপস্ রেখার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা কর।

১৭. শ্রম নিবিড় উৎপাদন কৌশল ও মূলধন নিবিড় উৎপাদন কৌশল এর মধ্যে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে কোনটি অধিক প্রযোজ্য? আলোচনা কর।
১৮. বাংলাদেশের জাতীয় আয়ের স্বল্প প্রবৃদ্ধির কারণ কি?-ব্যাখ্যা কর।
১৯. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে সম্পর্ক দেখাও।
২০. মুদ্রাস্ফীতি ব্যবধান কিভাবে পরিমাপ করবে-আলোচনা কর।
২১. সরকারী ঋণের উৎস সমূহ ব্যাখ্যা কর।
২২. জাতীয় আয় কাকে বলে?

২৩. জাতীয় আয় পরিমাপের গুরুত্ব কি?
অথবা, অর্থনৈতিক বিশ্লেষণের জাতীয় আয়ের গুরুত্ব বর্ণনা কর।
অথবা, জাতীয় আয় পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর।
২৪. সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে কি বুঝ?
২৫. সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা কেন একটি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ?
২৬. উৎপাদন ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক আলোচনা কর।

২৭. সামগ্রিক চাহিদা ও যোগানের ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় ব্যাখ্যা কর।
২৮. জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ মডেলটি ব্যাখ্যা কর।
অথবা, জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি ব্যাখ্যা কর।
২৯. বাংলাদেশের আয় বৈষম্যের কারণগুলো কী?
৩০. জাতীয় আয় পরিমাপের অসুবিধাসমূহ লিখ।

অথবা, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যা চিহ্নিত কর।
অথবা, বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো আলোচনা কর।
৩১. জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা কর।
৩২. জাতীয় আয় হতে কীভাবে মাথাপিছু আয় নির্ণয় করা হয়?
৩৩. মোট জাতীয় উৎপাদন (GNP) এর বৈশিষ্ট্য আলোচনা কর।

অথবা, জাতীয় আয় বা (GNP) এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
৩৪. মোট জাতীয় উৎপাদন (GNP) ও নীট জাতীয় উৎপাদনের (NNP) মধ্যে পার্থক্য বর্ণনা কর।
অথবা, GNP ও NNP এর মধ্যে পার্থক্য দেখাও।
৩৫. জাতীয় আয় পারিমাপের ক্ষেত্রে দ্বৈতগণনার সমস্যা সমাধানের পদ্ধতিসমুহ ব্যাখ্যা কর।
৩৬. মোট জাতীয় উৎপাদন (GNP) ও মোট দেশজ উৎপাদনের (GDP) মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, GNP ও GDP এর মধ্যে পার্থক্য দেখাও।

৩৭. নীট অর্থনৈতিক কল্যাণ ধারণাটি ব্যাখ্যা কর।
৩৮. অর্থের চাহিদার নির্ধারকগুলো লিখ।
৩৯. অর্থনৈতিক চলক কাকে বলে?
৪০. বাংলাদেশে GDP গঠনের খাতসমূহ লিখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১ম অধ্যায়ঃ
১৷ সামষ্টিক অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতি এর মধ্যে পার্থক্য দেখাও।
২। সামষ্টিক চলক ও ব্যষ্টিক চলক এর মধ্যে পার্থক্য দেখাও।
৩। সামষ্টিক মডেল ও ব্যষ্টিক মডেলে এর মধ্যে পার্থক্য দেখাও।
৪। সামষ্টিক অর্থনীতর নীতি সমূহ আলোচনা করো ও এর পরিধি বর্ননা করো।
৫। সামষ্টিক অর্থনীতির বিষয় বস্তু আলোচনা করো।
৬। সামষ্টিক অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক —-ব্যাখ্যা করো।
৭। সামষ্টিক অর্থনীতির গুরুত্ব সম্পর্কে লিখো।


২য় অধ্যায়ঃ
১। জাতীয় আয় কাকে বলে?
২। জাতীয় আয়ের প্রবাহ চক্রাকারে ব্যাখ্যা করো।
৩। বাংলাদেশে জাতীয় আয় পরিমাপের সমস্যা গুলো উল্লেখ করো।
৪। দ্বৈত গণনা সমস্যা কি?
৫। অর্থনৈতিক বিশ্লেষণে জাতীয় আয় এর গুরুত্ব কতটুকু?
৬। মোট জাতীয় আয় ( জি এন পি) এর বৈশিষ্ট্য লিখো।
৭। জাতীয় আয় থেকে মাথা পিছু আয় নির্নয় করার পদ্ধতি নির্নয় করো।
৮। আর্থিক আয় ও প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য দেখাও।


৩য় অধ্যায়ঃ
১। ভোগ অপেক্ষক বলতে কি বুঝ?
২। সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক দেখাও।
৩। নীট বিনিয়োগ ও মোট বিনিয়োগ এর মধ্যে পার্থক্য দেও।
৪। ভোগ প্রবণতা কি কি উপাদানের উপর নির্ভর করে?
৫। বিনিয়োগের নির্ধারক সমূহ কি কি?
৬। ভোভ ও বিনিয়োগ ব্যবহার করে কিভাবে জাতীয় আয় নির্ধারিত হয়?
৭। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য।


৪র্থ অধ্যায়ঃ
১। সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে নিন্মগামী হয় কেনো?
২। কখন সামগ্রিক চাহিদা রেখা লম্ব অক্ষের সমান হয়?


৫ম অধ্যায়ঃ
১। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কি কি উপাদানের প্রয়োজন হয়?
২। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য দেখা।
৩। অর্থনৈতিক প্রবৃদ্ধির নিউক্লাসিক্যাল মডেল টি ব্যাখ্যা করো


৬ষ্ঠ অধ্যায়ঃ
১। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো।
২। বাংলাদেশে দারিদ্র্যের প্রধান সমস্যা গুলো কি কি?
৩। অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচক গুলো ব্যাখ্যা করো।
৪। অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত গুলো কি কি?
৫। বাংলাদেশে দারিদ্র দূর করার পদ্ধতি সমূহ কি কি?

Honors 2nd Year Macro Economics Suggestion 2024


৭ম অধ্যায়ঃ
১। বেকারত্বের প্রকারভেদ আলোকপাত করো।
২। বেকারত্ব এ মুদ্রাস্ফীতির মধ্যে সম্পর্ক দেখাও।
৩। বাংলাদেশে বেকার সমস্যা দূর করণের উপায় বর্ননা করো।
৪। বাংলাদেশ তথা উন্নয়নশীল দেশের বেকারত্বের ধরন আলোচনা করো।
৫। বেকারত্বের অসুবিধা কি?
বেকারত্বের স্বাভাবিক হার বলতে কি বুঝো?
৬। বেকারত্বের কারন গুলো কি কি?


৮ম অধ্যায়ঃ
১। মুদ্রাস্ফীতি ও মূদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য দেখাও।
২। মুদ্রাস্ফীতির কারন সমূহ উল্লেখ করো।
৩। মুদ্রাস্ফীতি কি সবসময় ই খারাপ?
৪। উন্নয়নশীল দেশে মূদ্রানীতির উদ্দেশ্যসমূহ কেমন হওয়া উচিৎ?


৯ম অধ্যায়ঃ
১। ব্যক্তিগত ঋন ও সরকারি ঋনের মধ্যে পার্থক্য দেখাও।
২। আর্থিক নীতি ও ঋন নীতির মধ্যে পার্থক্য দেখাও।
৩। আর্থিক নীতির উদ্দেশ্য সমূহ কি কি?
৪। অর্থনৈতিক স্থিতিশীলতা কি?

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর Macro Economics Honors 2nd Year Suggestion PDF 2024

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Macro Economics Suggestion 2024,সামষ্টিক অর্থনীতি চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment