অনার্স ২য় বর্ষের মৌলিক অর্থায়ন সাজেশন

Advertisement

অনার্স ২য় বর্ষের মৌলিক অর্থায়ন সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
মৌলিক অর্থায়ন (Fundamentals of Finance) সুপার সাজেশন
Department of : Finance & Banking & Other Department
Subject Code: 222303
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

মৌলিক অর্থায়ন অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের মৌলিক অর্থায়ন, অনার্স ২য় বর্ষের মৌলিক অর্থায়ন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন মৌলিক অর্থায়ন সাজেশন

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

মৌলিক অর্থায়ন অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. পুঁজিবাজার কত প্রকার ও কি কি?
উত্তর : BSEC এর পূর্ণরূপ হলো- Bangladesh Securities and Exchange Commission.

২. DSE এর নিয়ন্ত্রক সংস্থার নাম কি?
উত্তর : Security Exchange Commission.

৩. মিউচুয়াল ফান্ড কি?
উত্তর : মিউচুয়াল ফান্ড মূলত একটি ট্রাস্ট ফান্ড যা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীকে সংগ্রহ করে বিভিন্ন সিকিউরিটিতে বিনিয়োগ করে।

৪. Chittagong stock Exchange (CSE) কত সালে গঠিত?
উত্তর : ১৯৯৫ সালে।

৫. মাধ্যমিক বাজার কি?
উত্তর : সিকিউরিটি ইস্যু হয়ে যাওয়ার পর সিকিউরিটি যে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ক্রয়-বিক্রয় হয় তখন তাকে বলে মাধ্যমিক বাজার।

Advertisement

৬. আর্থিক বাজার কি?
উত্তর : যে বাজারে আর্থিক সিকিউরিটিসমূহ ক্রয়-বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে।

৭. আমদানি শুল্কের হার কি?
উত্তর : আমদানি কারবারে পণ্যের ট্যারিফ শ্রেণি বিন্যাস অনুসারে শুল্কায়নযোগ্য মূল্যের ০% থেকে ২৫% এর সুনির্দিষ্ট হারে আমদানি শুল্ক পরিশোধ করতে হয়।

৮. ব্রোকারেজ ফার্মের বৈশিষ্ট্য লিখ- ৩টি।
উত্তর: (ক) স্টক এক্সচেঞ্জের সদস্য, (খ) স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত ও (গ) কমিশন ভিত্তিক ক্রয়-বিক্রয়।

৯. যৌথ মূলধনী কারবার বা কোম্পানি কি?
উত্তর : মুনাফা অর্জনের জন্য কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে এবং যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কারবার বলে।

১০. পুঁজি বা মূলধন বাজারের উপাদান বা হাতিয়ারসমূহ কি কি?
উত্তর : মূলধন বাজারের উপাদান হলো-
(ক) সাধারণ শেয়ার (খ) অগ্রাধিকার শেয়ার ও (গ) বন্ড বা ঋণপত্র।

১১. পুঁজি বা মুলধন বাজারের উপাদান কি?
উত্তর : পুঁজি বা মূলধন বাজারে যে সকল আর্থিক দলিলসমূহ ক্রয় বিক্রয় করা হয় সেগুলোকে পুঁজি বাজারের হাতিয়ার বা উপাদান বলা হয়।

১২. মূল্য সংযোজন করের অসুবিধা লিখ।
উত্তর : (ক) দ্রব্য মূল্য বৃদ্ধি, (খ) সেবার মূল্য বৃদ্ধি ও (গ) জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।

১৩. ঋণ মূলধন কি?
উত্তর : প্রতিষ্ঠানের মোট মূলধন হতে মালিকের মূলধন বাদ দেয়ার পর যে পরিমাণ মূলধন পাওয়া যায় তাকে পাওনাদারের মূলধন বা ঋঋণ মূলধন বলে।

১৪. ঝুঁকি মূলধন কী?
উত্তর : কোন নতুন ফার্ম বা কোম্পানিতে বিনিয়োগকৃত অর্থই হচ্ছে vanture capital বা ঝুঁকি মূলধন।

১৫. পুনঃস্থাপন মূল্য কি?
উত্তর : কোন একটি সম্পদকে পরিবর্তন করে ঠিক আগের মতো একটি নতুন সম্পদ পুনঃস্থাপন করতে যে ব্যয় হয় তাকে ঐ সম্পদের পুনঃস্থাপন মূল্য বলে।

১৬. ঋণপত্র কি?
উত্তর : যৌথমূলধনী ব্যবসায়ের ঋণের স্বীকৃতির দলিলকে ঋণপত্র বলে।

১৭. নির্ধারিত মূল্য কি?
উত্তর : সরকার কর্তৃক সম্পদ কর নির্ধারণের জন্য কর কর্তৃপক্ষ দ্বারা সম্পদের যে মূল্য নির্ধারিত হয় তাকে ঐ সম্পদের নির্ধারিত মূল্য বলে।

১৮. অন্তর্নিহিত মূল্য কি?
উত্তর : অন্তর্নিহিত মূল্য বলতে কোম্পানির অর্থনৈতিক মূল্যকে বুঝায়। ফার্মের মূল্যায়নের উপর সকল উপাদান বিবেচনা করে যে মূল্যায়ন করা হয় তাকে আন্তর্নিহিত মূল্য বলে।

১৯. আর্থিক পরিবেশ কাকে বলে?
উত্তর : যে পরিবেশের মধ্যে আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হয় তাকে আর্থিক পরিবেশ বলে।

২০. মূল্য সংযোজন কর কি?
উত্তর : কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে।

২১. প্রাথমিক বাজার কি?
উত্তর : কোম্পানি তহবিল সংগ্রহের উদ্দেশ্য যে বাজারে প্রথমবারের মত জনসাধারণের ক্রয়ের জন্য সিকিউরিটি ইস্যু করে তাকে প্রাথমিক বাজার বলে।

২২. কর্পোরেট কর কি?
উত্তর : প্রকৃত পক্ষে কোন কর্পোরেশন এর করযোগ্য আয়ের উপর যে কর দিতে হয় তাকে কর্পোরেট কর বলে।

২৩. একমালিকানা কারবার কি?
উত্তর : যে সকল কারবার একজনমাত্র ব্যক্তি দ্বারা গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তকে একমালিকানা কারবার বলে।

Advertisement 2

২৪. অংশীদারি কারবার কি?
উত্তর : মুনাফার্জনের লক্ষ্যে চুক্তির ভিত্তিতে দুই বা ততোধিক ব্যক্তি যে ব্যবসায় প্রতিষ্ঠা করে তাকে অংশীদারি কারবার বলে।

২৫. শুল্ক কর কি?
উত্তর : ব্যবসা-বাণিজ্যের অনিবার্য অনুসঙ্গ হচ্ছে শুল্ক কর/ কাষ্টমস ডিউটি।

২৬. আয় কর কাকে বলে?
উত্তর : আয়বর্ষে একজন করদাতার বিভিন্ন উৎস হতে প্রাপ্ত আয় করযোগ্য ন্যূনতম সীমা অতিক্রম করলে আয়কর আইন অনুসারে কর দাতাকে যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।

২৭. মূলধন বাজার কি?
উত্তর : যে বাজার দীর্ঘমেয়াদি তহবিলের যোগানদাতা ও সংগ্রহকারীর মধ্যে লেনদেন সম্পন্ন করতে সক্ষম তাকে মূলধন বাজার বলে।

২৮. ‘Net 30’ বলতে কি বুঝ?
উত্তর : ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় ৩০ দিন।

২৯. “Net 30″ বলতে কি বুঝ?
উত্তর : ১০ দিনের মধ্যে ধারে ক্রয়ের অর্থ পরিশোধ করলে ২% বাটা দেয়া হবে এবং পরিশোধের সর্বোচ্চ সময় ৩০ দিন।

৩০. “Net 20, EOM” বলতে কি বুঝ?
উত্তর : যে মাসে ক্রয় করা হয়েছে তার পরের মাসের ২০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

৩১. ব্যবসায় ঋণ কত প্রকার?
উত্তর : তিন প্রকার। যথা : (ক) খোলা হিসাব (Open account), (খ) প্রদেয় হিসাব (Notes payable), (গ) ব্যবসায় স্বীকারোক্তি (Trade acceptance)।

৩২. বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের কয়েকটি পদ্ধতি লিখ।
উত্তর : ১। ঋণ রেখা পদ্ধতি; ২। লেনদেন পদ্ধতি; ৩। ঘূর্ণায়মান ঋণ পদ্ধতি ৪। ঋণ আবেদন পদ্ধতি।

৩৩. স্বতঃস্ফূর্ত অর্থায়ন কাকে বলে?
উত্তর : স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস। অর্থাৎ ঋণ দাতা ও ঋণ গ্রহীতা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে যে অর্থের আদান-প্রদান করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে।

৩৪.;জামানতের ভিত্তিতে ব্যাংক তার মক্কেলকে যে অর্থপ্রদান করে থাকে তাকে কোন ঋণ বলে?
উত্তর : নগদ ঋণ।

৩৫. জামানত কত প্রকার ও কি কি?
উত্তর : জামানত তিন প্রকার। যথা-১. ব্যক্তিগত জামানত, ২. অব্যক্তিগত জামানত ও ৩. অতিরিক্ত জামানত।

৩৬. CBD এর পূর্ণ রূপ কি?
উত্তর : CBD এর পূর্ণ রূপ হল- Cash before delivary.

৩৭. COD এর পূর্ণ রূপ কি?
উত্তর : COD এর পূর্ণরূপ হল- Cash on delivary.

৩৮. ফ্যাক্টরিং কি?
উত্তর : প্রাপ্য বিল বাট্টায় ভাঙ্গানোকে Factoring বলে।

৩৯. BDBL এর পূর্ণ রূপ কি?
উত্তর : BDBL এর পূর্ণরূপ- Bangladesh Development Bank Limited.

৪০. IDCL এর পূর্ণ রূপ কি?
উত্তর : IDCL এর পূর্ণরূপ- Industrial Development Company.

আরো ও সাজেশন:-

Advertisement 4

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

মৌলিক অর্থায়ন অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১. CAPM এর মূল বক্তব্য কী?
২. কারা কখন CAPM উদ্ভাবন করেন?
৩. ঝুঁকির সংজ্ঞা দাও।
অথবা, ঝুঁকি কাকে বলে?

৪. সি.এ.পি.এম (CAPM)-এর সমীকরণটি লিখ।
৫. ঝুঁকির উৎসসমূহ আলোচনা কর।
৬. কি কি কারণে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়?
অথবা, যে সম্ভাব্য উৎস হতে ঝুঁকির সৃষ্টি হয় তা ব্যাখ্যা কর।

৭. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য কর।
অথবা, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও।
৮. CAPM-এর অনুমিত শর্তসমূহ বর্ণনা কর।
অথবা, সিকিউরিটি বাজারের দক্ষতাগুলো কি কি?
৯. ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
অথবা, ব্যবসায়িক বা কারবারি ঝুঁকি বা আর্থিক ঝুঁকির মধ্যে তুলনা কর।

১০. CML ও SML এর মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, CML ও SML এর মধ্যে পার্থক্য কি?
১১. সিদ্ধান্ত বৃক্ষ পদ্ধতি বর্ণনা কর।
১২. শূন্য কুপন বন্ডের ধারণা কি?
অথবা, জিরো কুপন বন্ড বলতে কি বুঝ?

১৩. Yield to Maturity (YTM) বলতে কি বুঝ?
অথবা, মেয়াদ পূর্তিতে বন্ডের উপার্জন হার কি?
১৪. ইল্ড টু ম্যাচিউরিটি (YTM) এবং কারেন্ট ইল্ড এর মধ্যে পার্থক্য কর।
১৫. সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বর্ণনা কর।
অথবা, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, সাধারণ শেয়ার মূলধনের প্রকৃতি বা গুণাবলি আলোচনা কর।

১৬. ঋণ ও সাধারণ স্টকের মধ্যে পার্থক্য দেখাও।
১৭. শেয়ার ও ঋণ পত্রের মধ্যে পার্থক্য লিখ।
১৮. অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড সিকিউরিটি বলা হয়? ব্যাখ্যা কর।
অথবা, অগ্রাধিকার শেয়ারকে “হাইব্রিড” বা শংকর জাতীয় অর্থায়ন বলা হয় কেন?

১৯. অবচয় ধার্যের চারটি পদ্ধতি লিখ।
অথবা, অবচয় ধার্যের পদ্ধতি বর্ণনা কর।
২০. নিট বর্তমান মূল্য (NPV) ও অভ্যন্তরীণ উপার্জন হার (IRR) পদ্ধটির পার্থক্য দেখাও।
অথবা, NPV ও IRR পদ্ধতির মধ্যে তুলনা কর।

২১. মূলধন বাজেটিং এবং মূলধন রেশনিংয়ের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, মূলধন বাজেটিং ও মূলধন রেশনিংয়ের মধ্যে পার্থক্য লিখ।
২২. মুদ্রাবাজার কাকে বলে?
অথবা, মুদ্রা বাজার বলতে কি বুঝ?

২৩. মূল্য সংযোজন করের সংজ্ঞা দাও।
অথবা, VAT কাকে বলে?
২৪. মূলধন বাজারের হাতিয়ারসমূহ আলোচনা কর।
২৫. মূলধন বাজার ও মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য কর।
অথবা, মূলধন বাজার ও মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য লিখ।

২৬. মূলধন বাজারের কার্যাবলি আলোচনা কর।
২৭. অর্থায়নের সংজ্ঞা দাও।
অথবা, অর্থসংস্থান কি?
২৮. অর্থায়ন বলতে কি বুঝায়?

২৯. ব্যবসায় অর্থসংস্থান বলতে কী বুঝ?
অথবা, ব্যবসায় অর্থসংস্থানের সংজ্ঞা দাও।
৩০. “অর্থসংস্থান বিষয় হচ্ছে অর্থের বিজ্ঞান”—ব্যাখ্যা কর।
৩১. হিসাববিজ্ঞান ও অর্থসংস্থানের মধ্যে পার্থক্য লিখ।
৩২. একজন আর্থিক ব্যবস্থাপকের প্রাথমিক দুইটি কাজ কি কি?

৩৩. বিষয় হিসেবে তুমি কেন অর্থায়ন পড়বে?
৩৪. সম্পদ সর্বাধিকরণ ও মুনাফা সর্বাধিকরণের মধ্যে পার্থক্য দেখাও।
৩৫. সম্পদ সর্বোচ্চকরণ ধারণার সাথে সম্পদ সর্বাধিকরণ ধারণার পার্থক্য দেখাও।
৩৬. এজেন্সি সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে?

৩৭. মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়?
৩৮. “কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ, মুনাফা সর্বাধিকরণ নয়”- ব্যাখ্যা কর।
৩৯. ব্যবসায় অর্থায়নের সামাজিক দায়িত্ব আলোচনা কর।
৪০. একজন আর্থিক ব্যবস্থাপক কে?

Advertisement 2

2024 মৌলিক অর্থায়ন অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ বিভাগ : রচনামূলক প্রশ্ন

১. মূলধন রেশনিং বলতে কি বুঝ?
অথবা, মূলধন রেশনিং কাকে বলে?
২. মূলধন বাজেটিংয়ের সীমাবদ্ধতা/সমস্যাবলি/অসুবিধা আলোচনা কর।

৩. মূলধন বাজেটিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ বা পদক্ষেপগুলো সংক্ষেপে আলোচনা কর।
অথবা, মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে বাজেটিং অনুসরণ করা হয় তা ব্যাখ্যা কর।
৪. প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ উপার্জন হারের মধ্যে কোনটি সর্বোৎকৃষ্ট পন্থা? -ব্যাখ্যা কর।
৫. প্রকল্প মূল্যায়ন ক্ষেত্রে NPV ও IRR এর মধ্যে কোনটি সার্বাৎকৃষ্ট পন্থা ব্যাখ্যা কর।

৬. মূলধন বাজেটিং-এর বিভিন্ন কৌশল ব্যাখ্যা কর।
৭. সিদ্ধান্ত গ্রহণের নিয়মসহ মূলধন বাজেটায়নের কৌশলসমূহ আলোচনা কর।
৮. মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল সম্পর্কে আলোচনা কর।
৯. মূলধনের প্রান্তিক ব্যয় বলতে কি বুঝ?
১০. মূলধন ব্যয়ের অনুমিত শর্তসমূহ কি কি?
অথবা, মুলধন ব্যয়ের অনুমিত শর্তাবরি গুলো লিখ।

১১. বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কি বুঝ?
১২. “ঋণ হচ্ছে সবচেয়ে কম ব্যয়সম্পন্ন তহবিলের উৎস”-ব্যাখ্যা কর।
অথবা, “ঋণ হচ্ছে ন্যূনতম ব্যয়সম্পন্ন তহবিলের উস” ব্যাখ্যা কর।
১৩. মূলধন ব্যয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, ব্যবস্থাপনার কাছে মুলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজনীয়তা বা ব্যবহার বর্ণনা কর।
১৪. মূলধন ও ঋণ মূলধনের মধ্যে পার্থক্য লিখ।

১৫. মূলধন ব্যয় সিদ্ধান্তের মূল্যায়ন কৌশলসমূহ আলোচনা কর।
১৬. বন্ড কি?
অথবা, বন্ডের সংজ্ঞা দাও।
১৭. বন্ডের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, বন্ডের পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা কর।

১৮. বন্ডের প্রকারভেদসমূহ আলোচনা কর।
অথবা, বন্ড কত প্রকার ও কি কি? বর্ণনা কর।
১৯. অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দাও।
অথবা, অংশীদারি ব্যবসায় কাকে বলে?
২০. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর।
অথবা, অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ বর্ণনা কর।

২১. অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক?
২২. “চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি মর্যাদা নয়।” আলোচনা কর।
২৩. মুদ্রা বাজারে ব্যবহৃত দলিলসমূহ কি কি?
২৪. নতুন শতাব্দীতে আর্থিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ কি কি?
২৫. অর্থায়নের কার্যাবলি বর্ণনা কর।
২৬. অর্থসংস্থানের কার্যাবলি আলোচনা কর।

২৭. একজন আর্থিক ব্যবস্থাপককে তাঁর লক্ষ্য অর্জনের জন্য কী কী সিদ্ধান্ত গ্রহণ করতে হয়?
২৮. ব্যবসায় ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব ও কার্যাবলি আলোচনা কর।
অথবা, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি বর্ণনা কর।
২৯. ফার্মের লক্ষ্য অর্জনে একজন আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা বর্ণনা কর।
৩০. বেশির ভাগ আর্থিক সিদ্ধান্তই ঝুঁকি ও আয়ের মধ্যে ট্রেড অফ ব্যাখ্যা কর।

৩১. অর্থের সময় মূল্য বলতে কি বুঝ?
অথবা, অর্থের সময়ের মূল্য কি?
অথবা, সময় মূল্যের সংজ্ঞা দাও।
৩২. নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ মুনাফার হার কৌশলের মধ্যে পার্থক্য লিখ।
অথবা, নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ মুনাফার হারের মধ্যে কোনটি ভাল?
৩৩. ‘চক্রবৃদ্ধি’ এবং ‘বাট্টাকরণ’ এর মধ্যে পার্থক্য কর।

৩৪. সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেখাও।
অথবা, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি?
৩৫. আর্থিক সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময় মূল্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় কেন?
৩৬. অর্থের সময় পছন্দনীয়করণ কি?

৩৭. অর্থের সময় পছন্দের কারণগুলো বিবৃত কর।
অথবা, অর্থের সময় পছন্দনীয়তার কারণ বর্ণনা কর।
অথবা, অর্থের সময় পছন্দনীয়তার কারণ কি কি?
৩৮. অর্থের সময় মূল্যের গুরুত্ব ও ভূমিকা আলোচনা কর।
অথবা, অর্থের সমন্বয়গুলোর গুরুত্ব অপরিসীম-ব্যাখ্যা কর।

৩৯. অর্থের বর্তমান ও ভবিষ্যত মূল্যের পার্থক্য দেখাও।
৪০. অ্যামারটাইজেশন বলতে কি বুঝায়?
অথবা, অ্যামারটাইজেশন কাকে বলে?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অধ্যায় 1

ক বিভাগ 

অর্থায়ন কী?

আর্থিক ব্যবস্হাপক কে

Lease financing কী 

স্বল্পমেয়াদি  অর্থায়ন কী

মুদ্রা বাজার কী

এজেন্সি ইস্যু কী 

খ বিভাগ 

অর্থ সংস্হান বিষয় হচ্ছে অর্থের বিজ্ঞান  ব্যাখ্যা কর

সম্পদ সর্বাধিকপণ ও মুনাফা সর্বাধিকরণের মধ্যে পার্থক্য দেখাও

গ বিভাগ 

অর্থায়নের কার্যাবলি বর্ণনা কর

একজন আর্থিক ব্যবস্হাপককে তাঁর লক্ষ্য অর্জনের জন্য কী কী সিদ্ধান্ত গ্রহন করতে হয়

বেশির ভাগ আর্থিক সিদ্ধান্তই ঝুঁকি ও আয়ের মধ্যে ট্রেড অফ ব্যাখ্যা কর

অধ্যায় 2 

ক বিভাগ 

মূলধন বাজার কী 

খ বিভাগ 

মূলধন বাজার ও মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য কর

গ বিভাগ 

  ক অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দাও

খ অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর

যৌথ মূলধনী  ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসসমূহ আলোচনা কর

অধ্যায় 3 

ক বিভাগ 

চক্রবৃদ্ধি কাকে বলে 

বার্ষিক বৃওি কি 

69 বিধি কি 

খ বিভাগ 

নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ মনাফার হার কৌশলের মধ্যে পার্থক্য লিখ 

সরল সুদ ও চক্র বৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য দেখাও

আর্থিক সিধান্ত গ্রহণে অর্থের সময় মূল্য গুরুত্ব পূর্ণ হিসেবে বিবেচিত হয় কেন 

গ বিভাগ 

ক অর্থের সময় পছন্দনীয়করণ কি

খ অর্থের সময় পছন্দের কারণগুলো বিবৃত কর

অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য দেখাও

গাণিতিক সমস্যাবলি  ও সমাধান 

year Question & solution ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে

অধ্যায় 4 

ক বিভাগ 

বন্ড কী 

YTM বলতে কী বুঝ 

তারল্য অনুপাত কী 

অপরিশোধ্য অগ্রধিকার শেয়ার কী 

অবিরত অগ্রাধিকার শেয়ার কী 

খ বিভাগ 

সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বর্ণনা কর

ঋণ শেয়ার ও সাধারন শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও

গ বিভাগ 

বন্ডের প্রকারভেদ সমূহ আলোচনা কর

ক অগ্রাধিকার শেয়ার বলতে কী বুঝ 

খ অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর

অধ্যায় 5 

ক বিভাগ 

ঝুঁকি বলতে কি বুঝ 

অর্থিক ঝুঁকি কি 

পোর্ট ফোলিও কি 

খ বিভাগ 

ঝুঁকির উৎসসমূহ আলোচনা কর

ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য কর

গ বিভাগ 

ব্যবসায়ির ঝুঁকি  অর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য বর্ণনা কর 

সিদ্ধান্ত বৃক্ষ পদ্ধতি বর্ণনা কর

গাণিতিক সমস্যা 

year Question & solution ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে

অধ্যায় 6 

ক বিভাগ 

মূলধন বাজেট কী 

মূলধন বাজেটিং কী 

পরস্পর বর্জনশীল প্রকল্প কি 

খ বিভাগ 

পরিশোধকাল ও গড় উপার্জন হার পদ্ধতির পার্থক্য দেখাও

মূলধন বাজেটিং এবং মূলধন রেশনিংয়েক মধ্যে পার্থক্য দেখাও

গ বিভাগ 

মূলধন বাজেটিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ বা পদক্ষেপ গুলো সংক্ষেপে আলোচনা কর

গাণিতিক সমস্যাবলি 

year Question & solution ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে

 অধ্যায় 7 

ক বিভাগ 

মূলধন ব্যয় কী 

আর্থিক লিভারেজ কি 

ইক্যুইটি মূলধন ব্যয়যুক্ত 

মূলধন ব্যয়ের অনুমিত শর্তসমূহ কি কি 

ঋণ হচ্ছে সবচেয়ে কম ব্যয়সম্পন্ন তহবিলের উৎস ব্যাখ্যা কর

গ বিভাগ 

মূলধন ব্যয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর

মূলধন ব্যয় সিদ্ধান্তের মূল্যায়ন কৌশলসমূহ আলোচনা কর

গাণিতিক সমস্যা 

year Question & solution ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে

 অধ্যায় 8 

স্বল্প মেয়াদী অর্থায়ন কী 

বাণিজ্যিক কাগজ কী 

ব্যবসায় ঋণের ব্যয় বা খরচ কী 

এক বাক্যে ব্যাখ্যা কর

খ বিভাগ 

স্বল্পমেয়াদি অর্থসংস্হানের ব্যবহৃত দলিলসমূহ কি কি 

গ বিভাগ 

স্বল্প মেয়াদি অর্থায়নের জামানতযুক্ত ও জামানতবিহীন উৎসসমূহ লিখ 

স্বতঃ স্ফুর্ত অর্থসংস্হানের উৎসসমূহ আলোচনা কর

গাণিতিক সমস্যা 

year Question & solution ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে

অধ্যায় 9 

ক বিভাগ 

সুযোগ ব্যয় কী 

YTM বলতে কি বুঝ 

খ বিভাগ 

প্রকল্প অর্থায়ন কি 

সাধারণ শেয়ার মূলধন ব্যয়হীন ব্যাখ্যা কর

ভগ্ন বিন্দু কি 

গ বিভাগ 

ক বাংলাদেশে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ কি 

দীর্ঘমেয়াদি অর্থায়নের সুবিধা ও অসুবিধাসমূহ কি?  আলোচনা  কর 

অধ্যায় 10

ক বিভাগ

পরিচালন ইজারার সংজ্ঞা কী 

BDBL এর অর্থ কী 

চ্যাটেল বন্ধক কী 

অনার্স ২য় বর্ষের ১০০% কমন মৌলিক অর্থায়ন সাজেশন 2024

খ বিভাগ 

মধ্যমেয়াদি অর্থায়নের উৎস সমূহ কি কি 

গ বিভাগ 

ইজারা অর্থায়নের সুবিধাবলি আলোচনা কর 

মধ্য মেয়াদি অর্থায়নের সুফল ও কুফল আলোচনা কর

গাণিতিক সমস্যা বলি

year Question & solution ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের মৌলিক অর্থায়ন পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ মৌলিক অর্থায়ন সাজেশন

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Fundamentals of Finance Suggestion 2024,মৌলিক অর্থায়ন চূড়ান্ত সাজেশন 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment