Advertisement
PDF Download সমাজকর্মের ইতিহাস ও দর্শন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সমাজকর্মের ইতিহাস ও দর্শন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন অনার্স ১ম বর্ষের
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন অনার্স ১ম বর্ষের [History and Philosophy of Social Work] সাজেশন অনার্স ১ম বর্ষের Department of : সমাজকর্ম ও অন্য সকল বিভাগের Subject Code: 212105 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
PDF Download সমাজকর্মের ইতিহাস ও দর্শন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সমাজকর্মের ইতিহাস ও দর্শন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন
অনার্স ১ম বর্ষের সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন pdf ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন, বিষয় কোড: ২১২১০৫।
সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে?
উত্তর: আধুনিক সমাজকর্ম ইংল্যান্ডে বিকাশ লাভ করে।
২. এলজাবেথিয় দরিদ্র আইন কবে প্রবর্তিত হয়?
উত্তর: এলজাবেথিয় দরিদ্র আইন ১৬০১ সালে প্রবর্তিত হয়।
৩. ৪৩ এলিজাবেথ কী?
উত্তর: ৪৩ এলিজাবেথ হল ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইন।
Advertisement
৪.প্যারিস কী?
উত্তর:প্যারিস হলো কাউন্টি বা জেলার অন্তর্গত রাজকীয় বিভাগ যার নিজস্ব গির্জা এবং যাজক রয়েছে।
৫. দরিদ্র আইন কমিশন কী?
উত্তর: ইংল্যান্ডের দরিদ্রদের জন্য প্রমাণিত আইন হলো দরিদ্র আইন কমিশন।
৬. ইংল্যান্ডে কত সালে দান সংগঠন সমিতি গঠিত হয়?
অথবা, ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৬৯ সালে দান সংগঠন সমিতির প্রথম গঠিত হয়।
৭. ইংল্যান্ডে বসতি আইন কবে প্রবর্তিত হয়?
উত্তর: ইংল্যান্ডে বসতি আইন ১৬৬২ সালে প্রবর্তিত হয়।
৮. বিভাগিস রিপোর্ট কখন প্রকাশিত হয়?
উত্তর: বিবারীস রিপোর্ট ১৯৪২ সালে প্রণীত হয়।
৯.1947 সালে ইংল্যান্ডের পুরনো গঠন মন্ত্রী কে ছিলেন?
উত্তর: 1947 সালের যুক্তরাজ্যের পূর্ণ গঠন মন্ত্রীর নাম ছিল আর্থার গ্রিনউড
১০. আমেরিকায় কবে অর্থনৈতিক মন্দা সংঘটিত হয়?
উত্তর: আমেরিকার অর্থনৈতিক মহামন্দা 1929 সালে দেখা দেয়।
১১. অ্যানা এল. ডয়েস কী?
উত্তর: অ্যানা এল. ডয়েস আমেরিকার একজন বিখ্যাত সমাজকর্মী তিনি সর্বপ্রথম সমাজকর্মের উপর পেশাগত প্রস্তাব উত্থাপন করেন।
১২. সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
উত্তর: সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিলেন মেরি রিসমন্ড।
১৩. আমেরিকা থেকে দান সংগঠন সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর: আমেরিকায় COS এর প্রতিষ্ঠাতা এস এইচ গার্টিন।
১৪. রামকৃষ্ণ মিশন কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ 1863 সালে প্রতিষ্ঠা করেন।
১৫. সমাজকর্ম শিক্ষা প্রবর্তক কে?
উত্তর: সমাজকর্ম শিক্ষায় প্রবর্তক হলেন মেরি রিসমন্ড।
১৬. ভারতের সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
উত্তর: ভারতের সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিলেন স্যার দোরাবজি দেশাই টাটা।
১৭. সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংখ্যা কে দিয়েছে?
উত্তর: সমাজকর্মে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন আর. এ. স্কিডমোর এবং এম. জি. থ্যাকারি
১৮. ধর্ম কী?
উত্তর: ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিকে বিশ্বাস স্থাপন এবং সে অনুসারে কার্যসম্পাদন।
১৯. সমাজকর্মের একটি মূল্যবোধ উল্লেখ কর।
উত্তর: সমাজকর্মের একটি মূল্যবোধ হল সাহায্যার্থে হতাশা প্রশমনের সদিচ্ছা।
২০. বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ কী?
অথবা, বৌদ্ধদের পবিত্র গ্রন্থের নাম কি?
উত্তর: বৌদ্ধধর্মের মূল গ্রন্থ হল ত্রিপিটক।
২১. খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে?
উত্তর: খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রীষ্ট।
Advertisement 2
২২. প্লেটো কে ছিলেন?
উত্তর: প্লেটো একজন দার্শনিক ছিলেন।
২৩. ন্যায়বিচার তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ন্যায়বিচার তত্ত্বের প্রবক্তা প্লেটো।
২৪. সক্রেটিস কে ছিলেন?
উত্তর: সক্রেটিস গ্রীক দার্শনিক এবং প্লেটোর শিক্ষা গুরু ছিলেন।
২৫. একজন রোমান দার্শনিকের নাম লেখ।
উত্তর: একজন রোমান দার্শনিকের নাম হল ও সিসেরো।
২৬. টমাস ম্যূর কে ছিলেন?
উত্তর: টমাস ম্যূর একজন দার্শনিক ছিলেন।
২৭. উলটোপিয়া দর্শনের প্রবক্তা কে?
উত্তর: পেয়ে দর্শনের প্রবক্তা হলেন স্যার টমাস ম্যূর।
২৮. ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কী?
উত্তর: যে মতবাদ ব্যক্তির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাতন্ত্র্য বজায় রাখে এবং ব্যক্তিগত উদ্যোগ কার্য ব্যবস্থা ও স্বার্থের ওপর গুরুত্ব রুপ করে তাকে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলে।
২৯. সমাজতন্ত্রের জনক কে?
উত্তর: সমাজতন্ত্রের জনক জন লক।
৩০. NASW কখন গঠিতয়?
উত্তর: NASW 1955 সালে গঠিত হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ১৬০১ সালের দরিদ্র আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ কি?
অথবা, অ্যালজেব এটিও দরিদ্র আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ কি?
অথবা, এলজাবেথিয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
২. ১৬০১ সালের দরিদ্র আইনের গুরুত্ব লেখ।
৩. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর।
অথবা, ১৮৩৪ সালের দরিদ্র সংস্থার আইনের বৈশিষ্ট্যগুলো কী?
৪. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন কেন প্রণীত হয়?
৫. ইংল্যান্ডের দান সংগঠন সমিতির কার্যক্রম সংক্ষেপে লেখ।
অথবা, ইংল্যান্ডের দান সংগঠন সমিতির কার্যক্রম বর্ণনা কর।
৬. বিভারিজ রিপোর্টের সুপারিশগুলো উল্লেখ কর।
৭. আমেরিকার রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কী?
৮. আমেরিকার দান সংগঠন সমিতির উদ্দেশ্য গুলো কী ছিল?
৯. কানাডায় সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম কী কী?
অথবা, কানাডায় সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আলোচনা কর।
১০. সম্রাট আকবরের সমাজ সেবামূলক কাজ গুলো কী কী?
১১. বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার পটভূমি উল্লেখ কর।
১২. সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য ও উল্লেখ কর।
অথবা, সমাজকর্মের উদ্দেশ্যসমূহ কী?
১৩. সমাজকর্ম মূল্যবোধ বলতে কী বুঝ?
অথবা, সমাজকর্মের মূল্যবোধ বলতে কী বুঝ?
১৪. সমাজকর্মের নীতিমালা বর্ণনা কর।
১৫. ধর্ম কী?
১৬. প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৭. ব্যক্তি স্বতন্ত্রবাদ ও সমাজতন্ত্রের পাঁচটি পার্থক্য লেখ।
অথবা, ব্যক্তির স্বতন্ত্রবাদ ও সমাজতন্ত্রবাদ এর মধ্যে পার্থক্য দেখাও।
১৮.কল্যাণ রাষ্ট্র বলতে কী বুঝ?
অথবা, কল্যাণ রাষ্ট্র কী?
১৯. শিল্প বিপ্লব কী?
অথবা, শিল্প বিপ্লব বলতে কী বুঝ?
২০. সমাজ জীবনে শিল্পায়নের ইতিবাচক প্রভাবের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২১. শাহরায়নের ফলে সৃষ্ট সমস্যাসমূহ উল্লেখ কর।
২২. পেশা কী?
অথবা, পেশার সংজ্ঞা দাও।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Advertisement 4
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. ১৬০১ সালের এল যাবেতীয় দরিদ্র আইনের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর।
২. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন দরিদ্রদের জন্য একটি নিপীড়নের নকশা হিসেবে বিবেচিত হয় কেন?
৩. ইংল্যান্ডের দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম বর্ণনা কর।
৪. আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস বর্ণনা কর।
অথবা, আমেরিকা পেশাদার সমাজকর্মের বিকাশ সম্পর্কে আলোচনা কর।
৫. আমেরিকায় ১৯২৯ সালের মহা অর্থনৈতিক মন্দা এবং সমাজসেবা কার্যক্রমসমূহ বর্ণনা কর।
৬. প্রাচীন ভারতবর্ষের সমাজসেবার সংক্ষিপ্ত বিবরণ দাও।
৭. ব্রিটিশ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের সমাজ কল্যাণ কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, ব্রিটিশ যুগে ভারতী উপমহাদেশের সমাজ কল্যাণ কার্যক্রম আলোচনা কর।
৮.বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৯. বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার সমস্যা ও সমাধানের উপায় আলোচনা কর।
১০.ভারতীয় উপমহাদেশ সমাজকর্ম শিক্ষার বিবর্তনের ইতিহাসে বর্ণনা কর।
১১. বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার উদ্ভব ও বিকাশ বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার বিকাশ সংক্ষেপে আলোচনা কর।
১২.সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
১৩. সমাজকর্মের সংজ্ঞা দাও সমাজকর্মের মূল্যবোধসমূহ বর্ণনা কর।
১৪. সমাজ কল্যাণের বিকাশে প্রধান প্রধান ধর্মের অবদান আলোচনা কর।
অথবা, ধর্ম কি? সমাজকল্যাণের বিকাশে প্রধান প্রধান ধর্মের অবদান আলোচনা কর।
১৫. ব্যক্তি স্বতন্ত্রবাদ কি? ব্যক্তির স্বতন্ত্র্রবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৬. ব্যক্তির স্বতন্ত্রবাদ ও সমাজতন্ত্রবাদের মধ্যে পার্থক্য দেখাও।
১৭. “ব্যক্তির স্বতন্ত্র ও সমাজতন্ত্রবাদের সমন্বয় হচ্ছে কল্যাণ রাষ্ট্র ব্যাখ্যা কর।
১৮. শিল্প বিপ্লব অভিশ্রিম আশীর্বাদ নয়- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
১৯. সমাজকর্ম শিক্ষা পেশার বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব বিশ্লেষণ কর।
অথবা, সমাজকর্ম শিক্ষার বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব বিশ্লেষণ কর।
২০. NASW প্রদত্ত সমাজকর্মের নৈতিক মানদন্ডসমূহ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download সমাজকর্মের ইতিহাস ও দর্শন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সমাজকর্মের ইতিহাস ও দর্শন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন
Honors 1st year Common Suggestion 2024
Advertisement 2
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
বিষয়: স্পেশাল শর্ট সাজেশন অনার্স ১ম বর্ষ সমাজকর্মের ইতিহাস ও দর্শন
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
(বিষয়: সমাজকর্মের ইতিহাস ও দর্শন]
বিষয় কোড: ২১২১০৫
খ-বিভাগ (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।
১) ১৬০১ সালের দরিদ্র আইন কী?
২) এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর।
৩) পঞ্চদৈত্য কী? ৪) ১৮৩৪ সালের দরিদ্র আইন সংস্কার কেন প্রনীত হয়? এর বৈশিষ্ট্য আলােচনা কর।
৫) ইংল্যান্ডের দান সংগঠন সমিতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
৬) পেশার সংজ্ঞা দাও। পেশার বৈশিষ্ট্য গুলাে লিখ।
৭) আমেরিকায় রাষ্ট্রীয় দানশীলতা বাের্ড কী?
৮) পেশা ও বৃত্তির পার্থক্য লিখ।
৯) ইয়েটস রিপাের্ট কী?
১০) কানাডায় পেশাদার সমাজকর্মের ইতিহাস সম্পর্কে লিখ ।
১১) মধ্যযুগে ভারতে বেসরকারি সমাজকল্যাণ কার্যক্রম আলােচনা কর।
১২) সম্রাট আওরঙ্গজেবের সমাজসেবা মূলক কাজগুলাে উল্লেখ কর।
১৩) সমাজকর্ম শিক্ষা বলতে কী বােঝ?
১৪) সমাজকর্ম শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলােচনা কর।
১৫) সমাজকর্ম শিক্ষার বিকাশ আলােচনা কর।
১৬) সমাজকর্মের নীতিমালা বর্ণনা কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৭) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ কী?
১৮) সমাজতন্ত্র কী?
১৯) সমাজতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ লিখ।
২০) ধর্ম কী?
২১) প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর।
২২) সমাজকর্ম দর্শনের সাথে ইসলাম ধর্মের সম্পর্ক উল্লেখ কর।
২৩) শিল্পায়ন ও নগরায়নের সংজ্ঞা দাও।
২৪) শিল্প বিপ্লব বলতে কী বুঝ? শিল্প বিপ্লবের নেতিবাচক দিবগুলাে লিখ।
২৫) শিল্পায়ন ও শহরায়নের মধ্যে পার্থক্য লিখ।
গ-বিভাগ
(যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১) ইংল্যান্ডের দান সংগঠন সমিতির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বর্ণনা কর।
২) ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্ব ও সীমবাদ্ধতা আলােচনা কর।
৩) ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সুপরিশমালা লিখ।
৪) বিভারিজ রিপাের্ট কি? ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিকাশে বিভারিজ রিপোটের অবদান ব্যাখ্যা কর।
৫) পেশাদার সমাজকর্মের নৈতিক মানদন্ডগুলাে বর্ণনা কর।
৬) বাংলাদেশে পেশাগত সমাজকর্মের বিকাশ আলােচনা কর।
৭) আমেরিকায় ১৯২৯ সালের মহা অর্থনৈতিক মন্দা এবং সমাজসেবা কার্যক্রমসমূহ বর্ণনা কর।
৮) স্টেট বাের্ড অব চ্যারিটি কী? আমেরিকা যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠনের স্টেট বাের্ড চ্যারিটিজ এর অবদান মূল্যায়ন কর।
৯) ভারতীয় উপমহাদেশের পেশাগত সমাজকর্মের ক্রমবিকাশ আলােচনা কর।
১০) মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের সমাজসেবমূলক কার্যাবলির বিবরণ দাও।
১১) ভারতীয় উপমহাদেশের সমাজকর্ম শিক্ষার বিবর্তনের ইতিহাস বর্ণনা কর।
১২) বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার উদ্ভব ও বিকাশ আলােচনা কর।
১৩) NASW প্রদত্ত সমাজকর্মের নৈতিক মানদন্ডসমূহ আলােচনা কর।
১৪) বাংলাদেশে সমাজকর্ম অনুশীলনের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত কর।
১৫) সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্মের মূল্যবােধসমূহ বর্ণনা কর।
১৬) সমাজকর্ম ও সমাজতন্ত্রের নীতি ও মূল্যাবােধের সম্পর্ক বিশ্লেষণ কর।
১৭) টমাস মুর-এর সমাজদর্শন আলােচনা কর।
১৮) কল্যাণ রাষ্ট্র কী? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
১৯) সমাজকল্যাণের বিকাশে প্রধান প্রধান ধর্মের অবদান আলােচনা কর।
২০) মানব জীবনে শিল্প বিপ্লবের অবদান আলােচনা কর।
২১) আধুনিক সমাজকল্যাণের বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব আলােচনা কর।
২২) শিল্প বিপ্লব অবিমিশ্র আর্শীবাদ নয়-উক্তিটির যথার্থতা নিরূপন কর।
২৩) শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট সমস্যা মােকবেলায় আধুনিক সমাজকর্মের ভূমিকা মূল্যায়ন কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
Advertisement 5
- এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি সাজেশন ,এইচএসসি সাজেশন প্রশ্নব্যাংক, এইচএসসি সাজেশন pdf, এইচএসসি চুড়ান্ত সাজেশন
Advertisement 5
- আলিম পরীক্ষার সাজেশন, আলিম সাজেশন ,আলিম সাজেশন প্রশ্নব্যাংক, আলিম সাজেশন pdf, আলিম চুড়ান্ত সাজেশন
- hsc History 2nd paper suggestion
- ইতিহাস ২য় পত্র এইচএসসি সাজেশন
- hsc History 1st Paper suggestion
- ইতিহাস ১ম পত্র এইচএসসি সাজেশন
Advertisement 3