অনলাইনে বেতন বিল দাখিল পদ্ধতি, অনলাইনে বেতন বিল দাখিলের নিয়ম

অনলাইনের মাধ্যমে বেতন বিল দাখিল করার জন্য iBAS++ ওয়েবসাইটে প্রবেশ করে লগইন করে নিবেন। তারপরে Budget Excecution থেকে Pay Bill সাবমিশন অপশনে গিয়ে, Month of Salary সিলেক্ট করুন।

Go Button অপশনে ক্লিক করে বেতন ও আহরন অংশ ও কর্তন সমূহ ঠিক আছে কিনা চেক করুন। তারপরে Submit বাটনে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। যথাক্রমে কোডটি ভেরিফিকেশন করলে, আপনাদের বেতন বিল দাখিল সম্পন্ন হবে।

iBAS++ অ্যাকাউন্ট করার নিয়ম

নতুন একাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে https://ibas.finance.gov.bd/ এই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। তারপরে আপনাদের সামনে নিচের ছবির মত একটি পেইজ আসবে, এখান থেকে “iBAS++ (২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী)” অপশনে প্রবেশ করুন।

তারপরে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে iBAS++ অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। iBAS++ একাউন্ট রেজিস্টার করার জন্য ভোটার আইডি কার্ড নাম্বার এবং একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে। iBAS++ অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্যঃ

  • প্রথম বক্সে একটি ইউজার আইডি প্রদান করুন। ১ ইউজার আইডি ২ বার প্রদান করা যাবে না। তাই সম্পূর্ণ নতুন
  • একটি ইউজার আইডি বাছাই করুন। যেমনঃ shfiqqh895
  • তারপরে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে দিন।
  • একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিন।
  • আপনাদের ইমেইল এড্রেস বসিয়ে দিন।
  • সঠিকভাবে নিচে থাকা ক্যাপচা কোডটি বসিয়ে “Register” বাটনে ক্লিক করুন।

তারপরে আপনাদের ইমেইলে এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে একটি আইডি ও পাসওয়ার্ড চলে যাবে। এটি হলো আপনাদের iBAS++ একাউন্টের ইউজার নেইম এবং পাসওয়ার্ড। পরবর্তীতে লগইনের জন্য এগুলো প্রয়োজন হবে। এবার চলুন জেনে নেই অনলাইনের মাধ্যমে iBAS++ থেকে বেতন বিল দাখিল করার পদ্ধতি সম্পর্কে।

iBAS++ থেকে বেতন বিল দাখিল ২০২৪

প্রথমেই https://ibas.finance.gov.bd/  লিংকে ক্লিক করে “iBAS++ (২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী)” অপশনে প্রবেশ করুন। তারপরে আপনাদের iBAS++ একাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড বসিয়ে, ক্যাপচা কোড পূরণ করে Login করুন।

তারপরে এখানে দুটি অপশন দেখতে পাবেন। Budget Excecution অপশনে প্রবেশ করুন। আপনাদের একাউন্ট এর মধ্যে নিয়ে আসা হবে। যেহেতু আমরা বিল দাখিল করব, তার জন্য “online pay bill submission” এই অপশনে প্রবেশ করব।

তারপরে আমরা যে মাসের বিল প্রদান করব, Month of Salary থেকে সেই মাসটি সিলেক্ট করতে হবে। তারপরে Go বাটনে ক্লিক করুন। তারপরে নিচে এসে Audit Reg. volume number ও Audit Reg. Page number বক্সে, পুরনো বেতন বিল থেকে ভলিউম নাম্বার ও পেজ নাম্বার বসিয়ে Submit বাটনে ক্লিক করুন।

তারপরে আপনাদের মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে। কোডটি বসিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করুন। ভেরিফিকেশন কমপ্লিট হলে Ok বাটনে ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হবে।

আপনারা চাইলে এটিকে সরাসরি প্রিন্ট করতে পারেন অথবা ডাউনলোড করে ডিভাইসে সেভ করে রাখতে পারেন।

যদি রিপোর্টের পিডিএফ সরাসরি ওপেন না হয় সেক্ষেত্রে, মেনুবার থেকে Repot অপশনে প্রবেশ করে রিপোর্ট সিলেক্ট করুন, fiscal year ও Month বসিয়ে, আপনার পছন্দ অনুযায়ী ভাষা নির্বাচন করে এটি ডাউনলোড করতে পারেন।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অনলাইন পে বিল সাবমিসশন পদ্ধতি । যেভাবে বেতন বিল দাখিল করবেন

  • প্রথমে Online Paybill Submission লিখে গুগল করে প্রথম লিংক এ যান অথবা www.ibas.financce.gov.bd/ এ লিংকে যেতে হবে।
  • রেজিস্টেশনকৃত ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্ট্রি করে সিস্টেমে লগইন করতে হবে।
  • Budget Excecution বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করুন।
  • তারপর অনলাইন পে বিল সাবমিসশন অপশনে ক্লিক করুন।
  • ফিসক্যাল ইয়ার অব স্যালারি থেকে অর্থ বছর সিলেক্ট করুন।
  • Month of Salary এর ড্রপ ডাউন লিস্ট থেকে মাসের নাম সিলেক্ট করুন।
  • Go Button এ ক্লিক করে নিচের বেতন ও আহরন অংশ ও কর্তন সমূহ দেখুন ঠিকঠাক আছে কিনা।
  • কোন তথ্য পরিবর্তন করতে চাইলে Settings অপশন ও যান।
  • নিচে Submit বাটনে চাপ দিলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে।
  • সেই পাসওয়ার্ড মোবাইল থেকে দেখে বসিয়ে Ok করে দিলেই আপনার কাজ শেষ। অনলাইনে বেতন সাবমিসশন হয়ে গেল।

বাড়ি ভাড়া, আয়কর ও মোবাইল এলাউন্স আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। অন্য কোন তথ্য পরিবর্তন করতে চাইলে হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে।

আজকের বিষয়: অনলাইনে কিভাবে বেতন বিল দাখিল করতে হয়?, অনলাইনে বেতন বিল দাখিল করার উপায়

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment