Political Institutions and Organizations Honors 1st Year Exam Suggestion PDF, Honors Political Institutions and Organizations Suggestion PDF Download

Political Institutions and Organizations Honors 1st Year Exam Suggestion PDF, Honors Political Institutions and Organizations Suggestion PDF Download

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Political Institutions and Organizations] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Political Science
Subject Code: 212901
2024 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স ১ম বর্ষ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন বিষয় কোড: ২১১৯০১।

রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন

ক -বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ‘Polis’ শব্দের অর্থ কি?
উত্তর: ‘Polis’ শব্দের অর্থ নগর বা নগর রাষ্ট্র।

২. ‘Man is born free but everywhere he is in Ricky chains.’- উক্তিটি কার?
উত্তর: উক্তিটি জ্যাক রুশোর উক্তি।

৩. রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যর জনগণের কল্যাণ সাধন করা।

৪. ‘রাষ্ট্র’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: ‘রাষ্ট্র’ শব্দটি নিকোলো মেকিয়াভেলি প্রথম ব্যবহার করেন।

৫. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহনযোগ্য মতবাদ কোনটি?
অথবা, রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর: রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।

৬. জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উত্তর: জন অস্টিন ‘Lectures On jurisprudence’ গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন।

৭. ‘রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছেই হচ্ছে সার্বভৌমত্ব।’- এটি কার উক্তি?
উত্তর: সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা।- এটি উইলোবির উক্তি।

৮. ‘নিজের উপর নিজের দেহ ও মনের ওপর ব্যক্তির সার্বভৌম।’— কে বলেছেন?
উত্তর: ‘নিজের উপর নিজের দেহ ও মনের ওপর ব্যক্তির সার্বভৌম।’— জে. এস. মিল বলেছেন।

৯. সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?
উত্তর: সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা অধ্যাপক লাস্কি।

১০. হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
উত্তর: হল্যান্ডের মধ্যে আইনের উৎস ৬টি।

১১ ইংরেজি ‘Liberty’ শব্দের বাংলা প্রতিশব্দ কি?
উত্তর: ‘Liber’ শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত।

১২. অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উত্তর: অধিকারের সর্বশেষে রক্ষাকবচ হল আইন।

১৩. ‘A Grammar of Politics’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘A Grammar of Politics’ গ্রন্থটির রচয়িতা অধ্যাপক লাস্কির লেখা।

১৪ হস্তান্তরিত আইন কি?
উত্তর: শাসন বিভাগ কর্তৃক আইন প্রণয়নী হস্তান্তরিত আইন।

১৫. ‘Natio’ বা ‘Natus’ শব্দের অর্থ কি?
উত্তর: ‘Natus’ শব্দের অর্থ জন্ম বা বংশ।

১৬. “সংবিধান এমন একটি জীবন পদ্ধতির যারা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” -কে বলেছেন?
উত্তর: “সংবিধান এমন একটি জীবন পদ্ধতির যারা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” – এরিস্টোটল বলেছেন

১৭. ‘টেকনোক্র্যাট’ মন্ত্রী কারা?
উত্তর: সৌখিন রাজনীতিবিদগণ, যারা পেশাদার বিশেষজ্ঞ, সংসদ সদস্য নন কিন্তু সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেন তাদেরকে ‘টেকনোক্র্যাট’ মন্ত্রী বলা হয়।

১৮. ‘Demos’ এবং ‘Kratia’ শব্দের অর্থ কি?
উত্তর: ‘Demos’ অর্থ জনগণ এবং ‘Kratia’ অর্থ ক্ষমতা বা শাসন।

১৯. সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর: আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক জন লক।

২০. সরকার পদ্ধতিতে সরকার প্রধান কে?
উত্তর: সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান প্রধানমন্ত্রী।

২১. কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
উত্তর: মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে।

২২. “The Theory and Practice of Modern Government” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: “The Theory and Practice of Modern Government” গ্রন্থের রচয়িতা এইচ ফাইনার।

২৩. ‘Foedus’ শব্দের অর্থ কি?
উত্তর: ‘Foedus’ শব্দের অর্থ সন্ধি বা মিলন।

২৪. সরকারের অঙ্গ কয়টি?
অথবা, সরকারের অঙ্গ বা বিভাগ গুলোর নাম লেখ।
উত্তর: সরকারের অঙ্গ তিনটি। যথা— ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

২৫. বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ কর।
উত্তর: বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি হলো— ১. আইনসভা কর্তৃক নির্বাচন, ২. শাসক কর্তৃক মনোনয়ন ও ৩. জনগণ কর্তৃক নির্বাচন।

২৬. ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতাবাদটির প্রবক্তা মন্টেস্কু।

২৭. মন্টেস্কুর একটি বইয়ের নাম লেখ।
উত্তর: একটি বইয়ের নাম হল- ‘The Spirit of Laws’.

২৮. রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ কর।
উত্তর: রাজনৈতিক দলের শ্রেণীবিভাগগুলো হল- ১. একদলীয় ব্যবস্থা, ২. দলীয় ব্যবস্থা ও ৩. বহুদলীয় ব্যবস্থা।

২৯. এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা ভিলফ্রেডো প্যারেটো।

৩০. “Voice of the people is the voice of God”—উক্তিটি কার?
উত্তর: “Voice of the people is the voice of God”—উক্তিটি রুশোর।

  • Voice of the people‌ is the voice of God. এই কথাটি কে বলেছেন?
  • এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা বলা হয় কাকে?
  • রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ নির্ণয় করুন।
  • মন্টেস্কুর একটি বইয়ের নাম লিখুন।
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণের মতবাদটি কে তৈরি করেন?
  • বিচারপতি নিয়োগের তিনটি পদ্ধতির নাম লিখুন।
  • সরকারের অঙ্গ কয়টি?
  • Foedus শব্দের অর্থ কি?
  • কোন ধরনের সরকার ব্যবস্থা শাসন বিভাগে আইন বিভাগের নিকট দায়ী থাকেন?
  • সরকার পদ্ধতির সরকার প্রধান কে?
  • সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে?
  • Demos শব্দের অর্থ কি?
  • টেকনোক্র্যাট মন্ত্রী কাদের বলা হয়?
  • সংবিধান হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যারা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। এ কথাটি কে বলেছেন?
  • Natio শব্দের অর্থ কি?
  • হস্তান্তরিত আইন কাকে বলা হয়?
  • A Grammar of politics গ্রন্থ কে রচনা করেন?
  • অধিকারের সর্বশ্রেষ্ঠ বচ কোনটি?
  • ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ কি?
  • হল্যান্ডের মতে আইন এর উৎস কয়টি?
  • সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কাকে বলা হয়?
  • নিজের উপর নিজের দেহ ও মনের উপর সার্বভৌম। কথাটি কে বলেছেন?
  • জন অস্টিন কোন গ্রন্থের আইনগতের সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটিকে বলা হয়?
  • রাষ্ট্র শব্দ কে প্রথম ব্যবহার করেন?
  • রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য গুলো কি কি?
  • Polis শব্দের অর্থ কি?

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. রাষ্ট্রের সংজ্ঞা দাও।
অথবা, রাষ্ট্র বলতে কী বুঝ?
২. রাষ্ট্রের উপাদানগুলো আলোচনা কর।
৩. আইনগত ও রাজনৈতিক সার্বভৌমত্বের পার্থক্য কি?
৪. আইন মান্য করার কারণসমূহ লেখ।
৫. রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বুঝ?

৬. কর্তব্যের সংজ্ঞা দাও।
৭. জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
অথবা, জাতীয়তার মধ্যে পার্থক্য লেখ।
৮. সংবিধান বলতে কি বুঝ?
৯. সংবিধানিক সরকার কি?
অথবা, শাসনতান্ত্রিক সরকার কি?

১০. সংসদীয় সরকারের পূর্বশর্ত কি?
১১. এককেন্দ্রীক ও যুক্তরাষ্ট্রীয় সরকার মধ্যে পার্থক্য কি?
১২. শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন?
১৩. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ?
১৪. সমানুপাতিক প্রতিনিধিত্ব কি?
অথবা, সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বুঝ?

  • সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বুঝানো হয়?
  • বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝেন?
  • শাসন বিভাগের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন?
  • এক কেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য দেখান।
  • সংসদীয় সরকারের পূর্ব শর্ত কোনটি?
  • সাংবিধানিক সরকার বলা হয় কাকে?
  • সংবিধান বলতে কি বুঝেন?
  • জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য লিখুন।
  • কর্তব্যের সঙ্গে প্রদান করুন।
  • রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝানো হয়?
  • আইন মান্য করার কারণসমূহ লিখুন।
  • আইনগত এবং রাজনৈতিক সার্বভৌমত্বের পার্থক্য দেখান।
  • রাষ্ট্রের উপাদান গুলো আলোচনা করুন।
  • রাষ্ট্র বলতে কি বুঝেন?

রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন অনার্স ১ম বর্ষ 2024

১৫. ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখ।
১৬. এলিটের আবর্তন তত্ত্ব আলোচনা কর।
১৭. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো লেখ।

১৮. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৯. সুশীল সমাজ বলতে কি বুঝ?
২০. জনমত গঠনের বাহনগুলো আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনা মূলক প্রশ্নাবলী

১. আধুনিক রাষ্ট্রের কার্যাবলী আলোচনা কর।
২. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তন মূলক মতবাদটি আলোচনা কর।
৩. “যাতীয়তাবাদ আধুনিক সভ্যতার প্রতীক হুমকি স্বরূপ।”—ব্যাখ্যা কর।
৪. জাতীয়তাবাদ ও আন্তর্জাতিক তাবাদের সম্পর্ক বিশ্লেষণ কর।
৫. একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৬. সাংবিধানিক সরকারের সমস্যা বা সীমাবদ্ধতা বর্ণনা কর।
অথবা, সাংবিধানিক সরকারের সমস্যা এবং সীমাবদ্ধতা আলোচনা কর।

৭. একটি গণতান্ত্রিক ব্যবস্থার সফলতার শর্তাবলী আলোচনা কর।
৮. সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা কর।
অথবা, মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৯. যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী আলোচনা কর।
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলী আলোচনা কর।
১০. যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।

১১. বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন বিভাগের ভূমিকা আলোচনা কর।
১২. “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভাবও নয়, কাম্য নয়।”— ব্যাখ্যা কর।
অথবা, “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভাবও নয়, কাম্য নয়।”—উক্তিটি যথার্থতা বিশ্লেষণ কর।
১৩. আধুনিক রাষ্ট্রে নির্বাচক মন্ডলীর ভূমিকা মূল্যায়ন কর। অথবা, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন মন্ডলীর গুরুত্ব আলোচনা কর।
১৪. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
অথবা, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা কর।

১৫. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।
১৬. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৭. উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের কার্যাবলী আলোচনা কর।
১৮. রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৯. জনমত গঠনের বাহনগুলো আলোচনা কর।
২০. সুশীল সমাজ ও গণতন্ত্রের সম্পর্ক বিশ্লেষণ কর।

  • সুশীল সমাজ এবং গণতন্ত্রের সম্পর্ক বিশ্লেষণ করুন।
  • জনমত গঠনের বাহনগুলো আলোচনা করুন।
  • রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করুন।
  • উন্নয়নশীল দেশের আমলাতন্ত্রের কার্যাবলী আলোচনা করুন।
  • আমলা তন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।
  • আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিরোধী দলের ভূমিকা আলোচনা করুন।
  • আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী দেখান।
  • আর যদি ক্লাসটা নির্বাচন মন্ডল এর ভূমিকা মূল্যায়ন করুন।
  • ক্ষমতা পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভাব্য নয় এবং কাম্য নয়। কথাটি ব্যাখ্যা করুন।
  • বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থার শাসন বিভাগের ভূমিকা আলোচনা করুন।
  • যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করুন।
  • মন্ত্রী পরিষদ শেষে তো সরকার এবং রাষ্ট্র শাসিত সরকারের মধ্যে পার্থক্য নির্দেশনা করুন।
  • একটি গণতান্ত্রিক ব্যবস্থার সফলতা শর্তাবলী আলোচনা করুন।
  • সাংবিধানিক সরকার সমস্যা এবং সীমাবদ্ধতা বর্ণনা করুন।
  • জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ এর সম্পর্ক বিশ্লেষণ করুন।
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তন মূলক মতবাদ আলোচনা করুন।
  • আধুনিক রাষ্ট্রের কার্যাবলী দেখান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

Honors 1st year Common Suggestion 2024

Leave a Comment