hsc (bou) ১১শ শ্রেণির ৫ম পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ১১শ শ্রেণি ৫ম অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১, জাতীয়তা ও দেশপ্রেমের সম্পর্ক উল্লেখপূর্বক স্বদেশপ্রেমের ১০টি দৃষ্টান্ত উপস্থাপন করুন।

hsc (bou) ১১শ শ্রেণির ৫ম পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ১১শ শ্রেণি ৫ম অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১, জাতীয়তা ও দেশপ্রেমের সম্পর্ক উল্লেখপূর্বক স্বদেশপ্রেমের ১০টি দৃষ্টান্ত উপস্থাপন করুন।

শিক্ষা Assignment এইচ এস সি ডিগ্রি ও উন্মুক্ত পরীক্ষা প্রস্তুতি

Google Adsense Ads

শ্রেণি: ১১শ/ hsc/ উন্মুক্ত-2021 বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 1857
বিভাগ: মানবিক শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ জাতীয়তা ও দেশপ্রেমের সম্পর্ক উল্লেখপূর্বক স্বদেশপ্রেমের ১০টি দৃষ্টান্ত উপস্থাপন করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

দেশপ্রেমের ধারণা

দেশপ্রেম দ্বারা জন্মভূমির প্রতি ব্যক্তি বা গোষ্ঠীর ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে বোঝায়। দেশপ্রেম বলতে সেই নৈতিক মূল্যবোধকে বোঝানো হয় যা দ্বারা ব্যক্তি তার স্বীয় ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে জন্মভূমির স্বার্থকেই প্রাধান্য দেয়। জাতীয়তাবাদ ও দেশপ্রেমকে অনেক সময় সমার্থক হিসেবে ব্যাখ্যা করা হয়।

কেউ কেউ আবার এই দুয়ের মধ্যে পার্থক্য করতে চান। তাঁদের মতে দেশপ্রেম একটি জাতির আত্ননিয়ন্ত্রণাধিকারের সাহস বোঝায়। পক্ষান্তরে, জাতীয়তাবাদ হচ্ছে দেশপ্রেমের এমন এক পর্যায় যখন একটি জাতি অপর জাতির তুলনায় শ্রেষ্ঠত্ব দাবি করার মানসিকতা তৈরি হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

স্বদেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত:

যুগে যুগে অনেক বরেণ্য ব্যক্তি দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গ করে স্বদেশপ্রেমের উজ্জ্বল। দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সারা বিশ্বের মানুষ তাদের স্মরণ করে গভীর শ্রদ্ধা ও ভালােবাসায়। তাঁদের দৃষ্টান্ত বর্তমান ও অনাগত কালের মানুষের জন্যে হয়ে থাকবে চিরন্তন প্রেরণার উৎস।

এ উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে যেসব দেশপ্রেমিক অমূল্য অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু, এ কে ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, চিত্তরঞ্জন দাশ, তিতুমীর প্রমুখ। তাছাড়া তুরস্কের কামাল আতাতুর্ক পাশা, ইতালির গ্যারিবাল্ডি, রাশিয়ার লেনিন, আমেরিকার জর্জ ওয়াশিংটন, চীনের মাও সেতুং প্রমুখ দেশপ্রেমিক ব্যক্তিরা চির অম্লান হয়ে থাকবেন ।

আমাদের দেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মবিসর্জিত অসংখ্য শহিদও আমাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করবে চিরদিন। দেশের প্রতি এসব দেশপ্রেমিকের ভালােবাসা ইতিহাসে অম্লান ঔজ্জ্বল্যে ভাস্বর থাকবে চিরকাল ।

১। দেশের মানুষকে ভালোবাসাঃ দেশের মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই দেশপ্রেমের সূচনা হয়। যে স্বদেশের মানুষকে ভালোবাসতে পারে না সে স্বদেশকেও ভালোবাসতে পারে না। মহীয়সী মাদার তেরেসা বলেছেনঃ

”যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালবাসতে না পারো , তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালবাসবে” ?

২। দেশেকে ভালোবাসা: কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন-

সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে।

সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।

দেশকে ভালোবাসা প্রকৃত দেশপ্রেমিকের মহৎ একটি  গুণ। কথায় নয় কাজের মাধ্যমে বুঝাতে হবে দেশকে ভালোবাসি। একজন মা যেমন শত কষ্ট করে ছোট শিশুকে বুকে আগলে রাখে ঠিক তেমনিভাবে আমাদের উচিত দেশকে নিজ সন্তানের মতো করে আগলে রাখা। নবী করীম (স.) দেশকে ভালোবেসে বলেছেন-

“হে মাতৃভূমি তোমার লোকেরা যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করত তবে আমি কখনই তোমাকে ছেড়ে যেতাম না।”

৩। দেশের উপকার করা: মূলত দেশপ্রেমের বহিঃপ্রকাশ হয় দেশের উপকারে আসার মাধ্যমে। প্রকাশ পায় জাতীয় জীবনের দুঃসময়ে মানুষের কর্মের মাধ্যমে। জৈনক মনীষী বলেছেন-

“স্বদেশের উপকারে নেই যার মন

কে বলে মানুষ তারে? পশু সেই জন।”

৪। দেশের নিয়ন-আইন মেনে চলা: দেশপ্রেমের বহিঃপ্রকাশ তখনি প্রকট হয় যখন সে সুগানগিরক হয়ে উঠে।  আর এখনজন সুনাগরিক তখনই হওয়া সম্ভব যখন সে স্বদেশের নিয়ন আইন ইত্যাদি মেনে চলবে।

৫। প্রতিশ্রুতিপরায়ণ : একজন দেশপ্রেমিককে হতে হবে প্রতিশ্রুতিপরায়ণ। প্রতিশ্রুতি হতে পারে দেশের কল্যাণের জন্য অথবা স্বদেশের মানুষের জন্য।

৬. কঠোর পরিশ্রমী ও মানবতাবোধ : প্রকৃত দেশপ্রেমিক শুধু একজন মানুষ নয় বরং একজন দৃষ্টান্তস্বরূপ। স্বদেশের জন্য তাকে কঠোর পরিশ্রমী হতে হবে। স্বদেশের মানুষের কষ্টে যদি তার অন্তর না কাঁদে তাহলে সে প্রকৃত দেশপ্রেমিক নয়। তাকে হতে হবে উদার মনের।

৭. দানশীল ও শ্রদ্ধাশীল : দানশীলতা একটি মহৎ গুণ। একজন দেশপ্রেমিক যত বেশি দানশীল হবে যত বেশি মানুষের উপকারে আসবে ততো বেশি তিনি মানুষের মনে স্থান পাবেন।  মানুষ তাকে মন থেকে শ্রদ্ধা করবে।

৮. দেশের বিপদে নিজের জীবন বিপন্ন করা : দেশের বিপদে এগিয়ে আসা এখন দেশপ্রেমিকের প্রধান দায়িত্ব। প্রয়োজনে নিজের জীবনকে বিপদে ফেলে দেশকে বিপদ থেকে রক্ষা করা। ঠিক যেমন ১৯৭১ সালে বাংলা ধামাল ছেলেরা জীবন দিয়েছিলো বাংলার জন্য 

৯. সংস্কৃতিপরায়ণ: শুধু দেশের নিয়ন-আইন মেনে চলার মধ্য দিয়ে দেশপ্রেম পরিপূর্ণরূপে প্রকাশ পায় না। দেশপ্রেমের বড় একটা অংশজুড়ে রয়েছে স্বদেশের সংস্কৃতি। দেশপ্রেমিককে হতে হবে সংস্কৃতিমনা। দেশের সংস্কৃতি ও ইতিহাস ছড়িয়ে দিতে হবে সবখানে সারা বিশ্বে। কারণ আমরাই একমাত্র যারা দেশের জন্য ভাষার জন্য অধিকারের জন্য জীবন দিয়েছি।

১০. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব : দেশপ্রেমিক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বত্র সচেষ্ট থাকবে। 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Google Adsense Ads

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *