HSC : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র, ৪র্থ অধ্যায়: অংশীদারি ব্যবসায়, বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

HSC : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র, ৪র্থ অধ্যায়: অংশীদারি ব্যবসায়, বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে—

ক) ৪০ খ) ৪১ গ) ৪২ ঘ) ৪৪

২। অংশীদারি কারবারে সর্বাধিক সদস্য সংখ্যা— ক) ২০ খ) ৩০ গ) ১০ ঘ) ৫০

৩। নাবালক অংশীদার সম্পর্কিত নিয়ম-কানুন ১৯৩২ সালের অংশীদারি আইনের যে ধারায় বর্ণিত আছে, তা হলো—

ক) ১০ খ) ১৫ গ) ১৮ ঘ) ৩০

৪। ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি যে ক্ষেত্রে প্রয়োজ্য— ক) অংশীদারি কারবার খ) যৌথ মূলধনী কম্পানি গ) সমবায় সমিতি ঘ) রাষ্ট্রীয় কারবার

৫। ১৯৩২ সালের অংশীদার আইন অনুযায়ী অংশীদারি হচ্ছে— ক) ব্যক্তি ও ফার্মের মাঝে সম্পর্ক খ) ব্যক্তি ও কারবারের মাঝে সম্পর্ক গ) ব্যক্তি ও সংগঠনের মাঝে সম্পর্ক ঘ) ব্যক্তির মাঝে সম্পর্ক

৬। অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে— ক) ক্ষেত্রবিশেষে অসীম খ) অসীম গ) সীমাবদ্ধ ঘ) ক্ষেত্রবিশেষে সীমাবদ্ধ

৭। কোন শর্ত সাপেক্ষে একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ফার্মের অংশীদার বানানো যায়?

ক) মুনাফা প্রদানের শর্তে খ) দায় গ্রহণের শর্তে গ) সুনামের শর্তে ঘ) মূলধন সরবরাহের শর্তে

৮। ব্যাংকিংয়ের ক্ষেত্রে অংশীদারি কারবার গঠন করতে হলে সর্বোচ্চ কতজন সদস্য নেওয়া যায়?

ক) ১০ জন খ) ২০ জন গ) ২২ জন ঘ) ২৫ জন

৯। নিচের কোন বিবরণটি সত্য?

ক) একটি প্রাইভেট লিমিটেড কম্পানি ও একটি লিমিডেট পার্টনারশিপ ফার্মের মধ্যে কোনো তফাত নেই

খ) একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের আলাদা আইনগত সত্তা থাকতে পারে

গ) নিয়মতান্ত্রিক সমবায় সমিতিগুলো নগদ লেনদেনের ভিত্তিতে কারবার পরিচালনা করে থাকে

ঘ) একটি প্রাইভেট লিমিটেড কম্পানিতে শেয়ারহোলডারের সংখ্যা সর্বাধিক ২০ জন

১০। একটি আদর্শ অংশীদারি ব্যবসায় নিম্নের কোন শর্তটি পূরণ করবে?

ক) অংশীদাররা একই এলাকা ও অঞ্চলের হবে

খ) অংশীদাররা সঠিকভাবে তাদের আয়কর পরিশোধ করবে

গ) তারা অবশ্যই বিশ্বস্ত লোক হবে

ঘ) অংশীদারদের সাধারণ উদ্দেশ্য থাকবে এবং একে অন্যকে বিশ্বাস করবে

১১। কোনো অংশীদারি ব্যবসায়ে যৌথ মূলধনী কম্পানি কি অংশীদার হতে পারে?

ক) অংশীদার হতে পারে খ) অংশীদার হতে পারে না গ) পরিমিত অংশীদার হতে পারে ঘ) কোনোটিই নয়

১২। অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে অংশীদাররা তাদের ফার্মকে প্রদত্ত ঋণের ওপর কত হারে সুদ পাবে

ক) ৭% খ) ৮% গ) ৯% ঘ) কোনোটিই নয়

১৩। অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে— ক) সীমাবদ্ধ খ) অসীম গ) কোনো বিশেষ অসীম ঘ) কোনোটিই নয়

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৪। অংশীদারির ভিত্তি কী?

ক) চুক্তি খ) পদ মর্যাদা গ) পুঁজি ঘ) কোনোটিই নয়

১৫। অংশীদারি ব্যবসায়ে কারা অংশীদার হতে পারে না?

ক) নাবালক খ) পাগল গ) সরকারি চাকরিরত ব্যক্তি ঘ) সবগুলোই সঠিক

১৬। অংশীদারি ব্যবসায়ে একজন ‘আপাতদৃষ্টিতে অংশীদার’—

ক) ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত থাকে খ) ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না

গ) অংশীদারদের পক্ষ থেকে চুক্তিতে আবদ্ধ হতে পারে ঘ) ওপরের কোনোটিই প্রয়োজ্য নয়

১৭। একটি অংশীদারি ব্যাংকিং প্রতিষ্ঠানের সর্বোচ্চ অংশীদারের সংখ্যা হচ্ছে— ক) ৭ জন খ) ১৫ জন গ) ২০ জন ঘ) কোনোটিই নয়

১৮। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিয়ন্ত্রিত হয়— ক) ১৯১৩ সালের অংশীদারি আইন দ্বারা খ) ১৯৩২ সালের অংশীদারি আইন দ্বারা গ) ১৯৭২ সালের অংশীদারি আইন দ্বারা ঘ) কোনোটিই নয়

১৯। কোন অংশীদারি কারবারে যৌথ মূলধনী কম্পানি কি অংশীদার হতে পারে? ক) অংশীদার হতে পারে না খ) পরিমিত অংশীদার হতে পারে গ) অংশীদার হতে পারে ঘ) ওপরের কোনোটিই নয়

২০। বাংলাদেশে কত সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবারসমূহ পরিচালিত হয়? ক) ১৯১৩ খ) ১৯৯৪ গ) ১৯৩২ ঘ) ১৯১৭

২১। ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য— ক) অংশীদারি কারবার খ) যৌথ মূলধনী কম্পানি গ) সমবায় সমিতি ঘ) রাষ্ট্রীয় কারবার

২২। হাসান ও হোসেন দুজনে মিলে একটি অংশীদারি কারবার গঠন করেছে। তারা তৃতীয় একটি পক্ষের নিকট ইমরানকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয়; যদিও সে অংশীদার নয়। ইমরান এ ক্ষেত্রে মৌনতা অবলম্বন করে। এ ক্ষেত্রে ইমরানকে কী ধরনের অংশীদার বলা যাবে? ক) ঘুমন্ত অংশীদার খ) নামমাত্র অংশীদার গ) আচরণে অনুমতি অংশীদার ঘ) প্রতিবন্ধ অংশীদার

২৩। অংশীদারি কারবারের প্রধান ভিত্তি হলো— ক) অংশীদারি চুক্তি খ) পারস্পরিক শ্রদ্ধা গ) সমপরিমাণ মূলধন সরবরাহ ঘ) পারস্পরিক সদ্বিশ্বাস

২৪। ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি কোন ধরনের কারবারের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য? ক) এক মালিকি কারবার খ) অংশীদারি কারবার গ) রাষ্ট্রীয় কারবার ঘ) সমবায় সমিতি

২৫। একটি অংশীদারি ফার্ম অন্য একটি অংশীদারি ফার্মের সদস্য হতে পারে কি?

ক) অংশীদার হতে পারে খ) অংশীদার হতে পারে না গ) পরিমিত অংশীদার হতে পারে ঘ) শর্তসাপেক্ষ অংশীদার হতে পারে

২৬। অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে—

ক) সীমাবদ্ধ খ) ক্ষেত্রবিশেষে সীমাবদ্ধ গ) অসীম ঘ) ক্ষেত্রবিশেষে অসীম

২৭। অংশীদার কারবারের মূলভিত্তি কোনটি?

ক) একাধিক অংশীদার খ) চুক্তি গ) অসীম দায় ঘ) যৌথ সিদ্ধান্ত গ্রহণ

২৮। অংশীদারি সংগঠনের প্রধান ভিত্তি হলো—

ক) মূলধন খ) মানবসম্পদ গ) দক্ষ ব্যবস্থাপনা ঘ) চুক্তি

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. ঘ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমাদের YouTube এবং Like Page

  • ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment