Honors 4th Year Meta Ethics Suggestion

Honors 4th Year Meta Ethics Suggestion, Meta Ethics Suggestion PDF, short suggestion Honors 4th year Meta Ethics , Meta Ethics suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Meta Ethics ,

Honors 4th Year Meta Ethics Suggestion 2024

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন পরানীতিবিদ্যা সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা সাজেশন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
পরানীতিবিদ্যা (Meta Ethics) সুপার সাজেশন ২০২৪
Department of : Philosophy & Other Department
Subject Code: 241715
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা সাজেশন,পরানীতিবিদ্যা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা, অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন পরানীতিবিদ্যা সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

Meta Ethics Suggestion PDF 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ‘Meta Ethics’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর : ‘Meta Ethics’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পরানীতিবিদ্যা।

২. পরানীতিবিদ্যা কী?
উত্তর : বিভিন্ন নৈতিক উক্তি, পদ বা অবধারণ, নৈতিক পদের সাথে নৈতিক অবধারণের যৌক্তিকতা নিরূপণ, নৈতিক পদ বা অবধারণের অর্থ বিশ্লেষণ প্রভৃতির ওপর ভিত্তি করে যে নৈতিক মতবাদগুলো গড়ে উঠেছে তার সমষ্টিই হলো পরানীতিবিদ্যা।

৩. ‘Modern Moral Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Modern Moral Philosophy’ গ্রন্থটির রচয়িতা হলেন W. D. Hudson.

৪. পরানীতিবিদ্যার অপর নাম কী?
উত্তর : পরানীতিবিদ্যার অপর নাম হলো বিশ্লেষণী নীতিদর্শন বা সমকালীন নীতিদর্শন।

৫. অপ্রকৃতিবাদী কারা?
উত্তর : অপ্রকৃতিবাদী হলেন ম্যুর, প্রিচার্ড, রস প্রমুখ।

৬. নীতিবিদ্যায় কারা প্রকৃতিবাদী দার্শনিক?
অথবা, একজন প্রকৃতিবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর : নীতিবিদ্যায় প্রকৃতিবাদী দার্শনিকরা হলেন জি. জে. ওয়ারনক, ফিলিপ্পা ফুট, সার্লে প্রমুখ।

৭. নৈতিক দ্বন্দ্ব কী?
উত্তর : বিশ্বাসগত ও প্রবণতাগত মনোভাবের সাথে সম্পর্কিত নৈতিক মতবিরোধই হলো নৈতিক দ্বন্দ্ব।

৮. নৈতিক জ্ঞানজবাদ কী?
উত্তর : জ্ঞানজবাদ অনুসারে নৈতিক জ্ঞান কর্মের ওপর নির্ভরশীল । তাই নৈতিক জ্ঞান দেশ, কাল, পাত্র অনুযায়ী পরিবর্তনশীল নয়; বরং সবদেশে, সবকালে, সর্বজনের নিকট তা একই রকম।

৯. অপ্রকৃতিবাদের মূল ও প্রধান প্রবক্তা কে?
উত্তর : অপ্রকৃতিবাদের মূল ও প্রধান প্রবক্তা জি. ই. ম্যুর।

১০. নৈতিক উক্তি কেন অর্থহীন?
উত্তর : নৈতিক উক্তিগুলো বাস্তবে কোনো বিষয় বা বস্তুকে বুঝায় না বলে এগুলো অর্থহীন।

১১. ‘নীতিবিজ্ঞান ব্যবহারিক বিজ্ঞান নয়।’ — এ ধারণায় কারা বিশ্বাসী?
উত্তর : ‘নীতিবিজ্ঞান ব্যবহারিক বিজ্ঞান নয়।’ – এ ধারণায় বিশ্বাসী ম্যুর, সার্লে, আর. এম. হেয়ার ও এ. জে. এয়ার প্রমুখ।

১২. জি. ই. ম্যুরের পূর্ণনাম লেখ।
অথবা, ম্যুরের পূর্ণনাম কী?
উত্তর : জি. ই. ম্যুরের পূর্ণনাম George Edward Moore.

১৩. প্রকৃতিবাদে নৈতিক উক্তিকে কী বলা হয়?
উত্তর : প্রকৃতিবাদে নৈতিক উক্তিকে এক ধরনের ঘটনামূলক উক্তি বলা হয়।

১৪. অপ্রকৃতিবাদের মূল এবং প্রধান প্রবক্তা কে?
উত্তর : অপ্রকৃতিবাদের মূল এবং প্রধান প্রবন্ধা হলেন জি. ই. মার।

১৫. ‘প্রকৃতিবাদী অনুপপত্তি’ বলতে ম্যুর কী বুঝিয়েছেন?
উত্তর : ম্যুরের মতে ভালোত্বকে অন্য কোনো গুণের সাথে অভিজ্ঞ বা একীভূতকরণের ফলে পূর্ববর্তী নীতিদর্শনে যে সাংঘাতিক উদ্ভব হয়েছে, তাই ‘প্রকৃতিবাদী অনুপপত্তি’।

১৬. অপ্রকৃতিবাদ কত প্রকার ও কী কী?
উত্তর : অপ্রকৃতিবাদ দুই প্রকার। যথা : ১. পরিণতিমূলক নৈতিক মতবাদ বা কার্য উপযোগবাদ ও ২. কর্তব্যবিষয়ক নৈতিক মতবাদ বা নিয়ম উপযোগবাদ।

১৭. আবেগবাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : আবেগবাদের ইংরেজি প্রতিশব্দ Emotivism.

১৮. আবেগবাদ কী?
উত্তর : যে মতবাদ অনুসারে নৈতিক অবধারণ হলো বক্তার আবেগ, অনুভূতি, ক্ষোভ ও উষ্মা ইত্যাদি প্রকাশ মাত্র তাই আবেগবাদ।

১৯. ‘নৈতিক বাক্য বা উক্তিসমূহ ছদ্ম ধারণা মাত্র।’ — উক্তিটি কার?
উত্তর : ‘নৈতিক শব্দ বা পদসমূহ ছদ্ম ধারণা মাত্র।’ — উক্তিটি এ. জে. এয়ারের।

২০. সি. এন. স্টিভেনসন কোন গ্রন্থদ্বয়ে আবেগবাদ সম্পর্কে আলোচনা করেন?
উত্তর : সি. এল. স্টিভেনসন ‘Ethics and Language’ (1944) এবং ‘Facts and Value’ (1952) শীর্ষক গ্রন্থদ্বয়ে আবেগবাদ সম্পর্কে আলোচনা করেন।

২১. এ. জে. এয়ারের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ।
উত্তর : এ. জে. এয়ারের একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো- ‘Language, Truth and Logic’.

২২. ব্যবস্থাবাদ বা পরামর্শবাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : ব্যবস্থাবাদ বা পরামর্শবাদের ইংরেজি প্রতিশব্দ হলো Prescriptionism.

২৩. ব্যবস্থাবাদ কী?
উত্তর : যে মতবাদ অনুযায়ী নৈতিক আলোচনার প্রধান কাজ ব্যক্তির প্রবণতাকে প্রভাবিত করা নয়; বরং তার কর্তব্য সম্পর্কে নির্দেশ দেওয়া তাই ব্যবস্থাবাদ।

২৪. ‘নৈতিক উক্তিসমূহ হয় পরামর্শমূলক।’ – উক্তিটি কার?
উত্তর : ‘নৈতিক উক্তিসমূহ হয় পরামর্শমূলক।’ – উক্তিটি আর এম. হেয়ারের।

২৫.ওয়ারনক তার নীতিদর্শনে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন?
উত্তর : ওয়ারনক তার নীতিদর্শনে নৈতিকতার উপাদানের ওপর অধিক গুরুত্বারোপ করেন।

২৬. ‘Moral Beliefs’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Moral Beliefs’ গ্রন্থটির লেখক হলেন ফিলিপ্পা ফুট।

২৭. ‘নৈতিক অবধারণের মূল্যায়নমূলক অর্থ বর্ণনামূলক বৈশিষ্ট্যের ১ ওপর নির্ভরশীল।’ — উক্তিটি কার?
উত্তর : ‘নৈতিক অবধারণের মূল্যায়নমূলক অর্থ বর্ণনামূলক বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল।’ – উক্তিটি ফিলিপ্পা ফুটের।

২৮. হিউম কোন গ্রন্থে ‘হয়-ঔচিত্য’ সমস্যাটি আলোচনা করেন?
উত্তর : হিউম ‘A Treatise of Human Nature’ গ্রন্থে ‘হয়-ঔচিত্য’ সমস্যাটি আলোচনা করেন।

৩০. ‘How to Drive Ought From Is’ প্রবন্ধটি কার লেখা?
উত্তর : ‘How to Drive Ought From Is’ প্রকল্পটি সার্নের লেখা।

৩১. সার্লের বিখ্যাত প্রবন্ধের নাম লেখ।
উত্তর : সার্গের বিখ্যাত প্রবন্ধের নাম হলো ‘How to Drive Ought From Is’.

৩১. সার্লের মতবাদের নাম কী?
উত্তর : সার্লের মতবাদের নাম বর্ণনাবাদ।

৩২. নিরেট বা স্থূল সত্য কী?
উত্তর : যে সত্যের পেছনে কোনো প্রতিষ্ঠান নেই সেগুলোই নিরেট সত্য বা স্থূল সত্য।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Meta Ethics Honors 4th Year Suggestion PDF 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. পরানীতিবিদ্যার কাজ কী?
২. সমকালীন নীতিদর্শনের বৈশিষ্ট্য লেখ।
৩. প্রকৃতিবাদী নীতিবিদ্যা কেন যথার্থ নৈতিক মতবাদ?
৪. প্রকৃতিবাদ অপ্রকৃতিবাদের পার্থক্য তুলে ধর।
৫. জ্ঞানজবাদ ও অজ্ঞানজবাদের মধ্যে পার্থক্য কী?

PDF Download পরানীতিবিদ্যা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪

৬. নব্য প্রকৃতিবাদ বলতে কী বুঝ?
৭. প্রকৃতিবাদী অনুপপত্তি কী?
৮. খোলা প্রশ্ন যুক্তি বলতে কী বুঝ?
অথবা, জি. ই. ম্যূরের উন্মুক্ত প্রশ্ন যুক্তি কী?
৯. ম্যূর কীভাবে মিলের নৈতিক ধারণাকে খণ্ডন করেন?

১০. ‘নৈতিক বচন অর্থহীন।’— উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা কর।
১১. এয়ার ও স্টিভেনসনের মধ্যকার দ্বন্দ্ব ব্যাখ্যা কর।
অথবা, স্টিভেনসনের আবেগবাদ কীভাবে এয়ারের আবেগবাদ থেকে ভিন্ন?
১২. বর্ণনাবাদ বলতে কী বুঝ?

১৩. বর্ণনাবাদকে কি নব্য প্রকৃতিবাদ বলা যায়?
১৪. হয় ও ঔচিত্যের সমস্যা সংক্ষেপে লেখ।
১৫. সার্লে কীভাবে বিধিবদ্ধ বাস্তবিকতা এবং নিরেট বাস্তবিকতার মধ্যে পার্থক্য করেন?

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা ২০২৪

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. পরানীতিবিদ্যার স্বরূপ আলোচনা কর।
অথবা, পরানীতিবিদ্যার স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা কর।
২. জ্ঞানজবাদ ও অজ্ঞানজবাদের মধ্যকার পার্থক্য কী কী? লেখ।
৩. প্রকৃতিবাদ ও নব্য প্রকৃতিবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা কর।
৪. ম্যুর কোন ধরনের নৈতিক স্বজ্ঞাবাদে বিশ্বাস করেন? আলোচনা কর।

৫. ম্যূরের ‘ভালো’ ধারণাটি ব্যাখ্যা কর। তিনি ভালোত্বকে অপ্রাকৃতিক গুণ বলেন কেন?
৬. ‘ভালো সংজ্ঞায়নাতীত।’ ম্যূরের মতানুসারে উক্তিটি ব্যাখ্যা কর।
অথবা, ম্যূরের ‘ভাল’ ধারণাটি ব্যাখ্যা কর। তিনি তালত্বকে অপ্রাকৃতিক গুণ বলেন কেন?
৭. ম্যূরের মতে নৈতিক বাধ্যবাধকতা কী? তার এ মতবাদকে পরিণতিমূলক মতবাদ বলা হয় কেন?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮. আবেগবাদ বলতে কী বুঝ? আবেগবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যাখ্যা কর।
অথবা, আবেগবাদের ক্রমবিকাশ আলোচনা কর।
৯. সি. এল. স্টিভেনসনের আবেগবাদ ব্যাখ্যা কর।
১০. সমালোচনাসহ হেয়ারের ব্যবস্থাবাদ আলোচনা কর।
১১. পরামর্শবাদের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনাবাদ ব্যাখ্যা কর।

১২. ডব্লিউ. ডি. হাডসন ডেভিড হেয়ারের আবেগবাদ কেন সমালোচনা করেন? পরামর্শবাদ ও স্টিভেনসনের আবেগবাদের মৌলিক পার্থক্য কী? আলোচনা কর।
অথবা, নৈতিক ভাষার অর্থ সম্পর্কে ডব্লিউ. ভি. হাডসনের মত ব্যাখ্যা কর।
১৩. আর. এম. হেয়ারের মতে নৈতিক উক্তি নির্দেশমূলক ব্যাখ্যা কর।
১৪. হিউমের নীতিদর্শনের ব্যাখ্যা দাও।
১৫. ‘বর্ণনাবাদ’ সম্পর্কে ডেভিড হিউমের যুক্তিগুলো তুলে ধর।

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন পরানীতিবিদ্যা সাজেশন ২০২৪

Honors 4th year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা স্পেশাল সাজেশন 2024,Honors Meta Ethics Suggestion 2024

Honors 4th Year Meta Ethics Suggestion 2024, Meta Ethics Honors 4th Year Suggestion PDF 2024 PDF Download পরানীতিবিদ্যা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, পরানীতিবিদ্যা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, পরানীতিবিদ্যা সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ পরানীতিবিদ্যা সাজেশন, পরানীতিবিদ্যা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment