Honors 4th Year Comparative Financial System Suggestion

Honors 4th Year Comparative Financial System Suggestion, Comparative Financial System Suggestion PDF, short suggestion Honors 4th year Comparative Financial System , Comparative Financial System suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Comparative Financial System ,

Honors 4th Year Comparative Financial System Suggestion 2025

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের তুলনামূলক আর্থিক পদ্ধতি, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
তুলনামূলক আর্থিক পদ্ধতি (Comparative Financial System ) সুপার সাজেশন
Department of : Finance & Banking & Other Department
Subject Code: 242407
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন,তুলনামূলক আর্থিক পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের তুলনামূলক আর্থিক পদ্ধতি, অনার্স ৪র্থ বর্ষের তুলনামূলক আর্থিক পদ্ধতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

Comparative Financial System Suggestion PDF 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. আর্থিক কাঠামো কী?
উত্তর : প্রতিষ্ঠানের মোট সম্পদের নিমিত্তে অর্থসংস্থানের ব্যবস্থাই হলো আর্থিক কাঠামো।

২. মুদ্রা বাজার কি?
উত্তর : যে বাজারে স্বল্পমেয়াদি অর্থাৎ এক বছরের কম মেয়াদসম্পন্ন সিকিউরিটিসমূহ ক্রয়-বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলে।

৩. মূলধন বাজার কি?
উত্তর : যে বাজার দীর্ঘমেয়াদি ঋণের কারবার করে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের আর্থিক প্রয়োজন মেটায় এবং যেখানে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড প্রভৃতি লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে।

৪. অর্থনৈতিক প্রবৃদ্ধি কি?
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে জাতীয় আয়কে বুঝায়। এক্ষেত্রে অর্থনৈতিক অগ্রগতিকে সঞ্চয় ও প্রবৃদ্ধি দ্বারাও প্রকাশ করা যায়।

৫. দুইটি নন-ব্যাংকিং আর্থিক সেবার নাম উল্লেখ কর।
উত্তর : ১. লকার সুবিধা প্রদান ও ২. এল.সি. খোলা।

৬. IPO -এর পূর্ণরূপ কি?
উত্তর : IPO -এর পূর্ণরূপ Initial Public Offering.

৭. রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর : ব্যাংক অব রাশিয়া।

৮. আর্থিক ক্রাইসিস কি?
উত্তর : একটি দেশের সমগ্র অর্থনীতিতে যে দীর্ঘমেয়াদি মন্দাভাবের সৃষ্টি হয় তাকে আর্থিক সংকট বলে।

৯. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর : ব্যাংক অব ইন্ডিয়া।

১০. BASEL -এর পূর্ণরূপ কি?
উত্তর : BASEL – এর পূর্ণরূপ – Benevolent Admirable Stunning Exquisite Loyal.

১১. আর্থিক মধ্যস্থতাকারী কী?
উত্তর : আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ঋণদাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ঋণগ্রহীতাদেরকে বিভিন্ন শর্তে এবং সুদের হারে ধার দেয়।

১২. কাম্য মূলধন কাঠামো দ্বারা কি বুঝায়?
উত্তর : যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনি¤œ এবং শেয়ারের বাজারমূল্য বেশী থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে।

১৩. মুদ্রানীতি কী?
উত্তর : মুদ্রানীতি বলতে সরকারের অর্থসংক্রান্ত নীতিকেই বুঝায়।

১৪. রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর : ব্যাংক অব রাশিয়া।

১৫. বাংলাদেশের দুইটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ কর।
উত্তর : ১. বিমা কোম্পানি ও ২. ডাকঘর।

১৬. বিশ্বায়ন কি?
উত্তর : বিশ্বায়ন হলো বর্তমান তথ্য প্রযুক্তির উন্নয়নের যুগের একটি প্রচলিত ও গ্রহণযোগ্য ধারণা, বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী একটি Global Economy গড়ে তোলার লক্ষ্যে পুঁজিবাদের সর্বশেষ সংযোজন।

১৭. মাধ্যমিক বাজারের উদাহরণ দাও।
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক।

১৮. মুদ্রা বাজারের দুইটি হাতিয়ার উল্লেখ কর।
উত্তর : খোলা বাজার নীতি ও ঋণের রেশনিং।

১৯. Financial Regulation কী?
উত্তর : মুদ্রা এবং আর্থিক পদ্ধতি ঠিকভাবে পরিচালনার বিধান।

২০. প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মধ্যে মৌলিক পার্থক্য কি?
উত্তর : যে বাজারে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের নতুন নতুন শেয়ার বিক্রয় বা হস্তান্তর করা হয় তাকে প্রাথমিক বাজার বলে। অপরপক্ষে যে বাজারে প্রাথমিক বাজারে ইস্যুকৃত শেয়ার এবং বিদ্যমান শেয়ার ক্রয়-বিক্রয় করা হয় তাকে মাধ্যমিক বাজার বলে।

২১. মূলধন কাঠামো ও আর্থিক কাঠামোর মধ্যে বেসিক পার্থক্য কি?
উত্তর : যে সমস্ত দীর্ঘমেয়াদী উৎস হতে প্রতিষ্ঠানের অর্থসংগৃহীত হয় ঐ সমস্ত উৎসকে সমষ্টিগতভাবে ঐ প্রতিষ্ঠানের মূলধন কাঠামো বলে। অপরপক্ষে প্রতিষ্ঠানের মোট সম্পদের নিমিত্তে অর্থসংস্থানের ব্যবস্থাই হলো আর্থিক কাঠামো।

২২. BSEC – এর পূর্ণরূপ কি?
উত্তর : Bangladesh Securities and Exchange commission.

২৩. ব্যাংকিং কি?
উত্তর : ব্যাংকের কার্যাবলীকে ব্যাংকিং বলে।

২৪. আন্তর্জাতিক ব্যাংকিং কী?
উত্তর : যে ব্যাংক বিশ্বে বিভিন্ন দেশের তাদের কার্যক্রম পরিচালনা করে তাকে আন্তর্জাতিক ব্যাংকি বলে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Comparative Financial System Honors 4th Year Suggestion PDF 2025

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. আধুনিক আর্থিক ব্যবস্থার কাঠামো উপস্থাপন কর।
২. মুদ্রা বাজারের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
৩. আর্থিক গ্লোবালাইজেশন এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যেকার সম্পর্ক ব্যাখ্যা কর।
৪. আন্তর্জাতিক ব্যাংকিং এর চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
৫. বিশ্ব অর্থনীতিতে মূলধন বাজার কি ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।

৬. দক্ষিণ-পূর্ব এশিয়ার আর্থিক সংকটের চারটি কারণ উল্লেখ কর।
৭. ব্যাংকিং এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কর।
৮. ব্যাসেল-২ এর তিনটি স্তম্ভ সংক্ষেপে ব্যাখ্যা কর।
৯. আর্থিক সিস্টেমের প্রধান চারটি কার্যাবলি উল্লেখ কর।
১০. আর্থিক রিপ্রেশন-এর চারটি কারণ উল্লেখ কর।
১১. একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।

Honors 4th Year Comparative Financial System Suggestion 2025

১২. আই এম এফ এর প্রধান চারটি কার্যাবলি উল্লেখ কর।
১৩. একটি দেশের আর্থিক সংকটের চারটি কারণ উল্লেখ কর।
১৪. বাংলাদেশের মুদ্রাবাজারের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৫. নন-ব্যাংকিং আর্থিক সার্ভিস বলতে কি বুঝায? উদাহরণসহ ব্যাখ্যা কর।
১৬. দীর্ঘমেয়াদি মূলধন ব্যবস্থাপনা বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।

2025 তুলনামূলক আর্থিক পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. আধুনিক আর্থিক ব্যবস্থার কার্যাবলি আলোচনা কর।
২. (ক) রাশিয়ার ব্যাংকিং রিফর্ম সম্পর্কে সংক্ষেপে লিখ।
(খ) মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য কর।
৩. আন্তর্জাতিক মূলধন প্রবাহে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৪. (ক) সাধারণ ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং এর মধ্যে পার্থক্য কর।
(খ) আর্থিক রেগুলেশনের তাৎপর্য ব্যাখ্যা কর।

৫. আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য বৈশ্বিক আর্থিক রেগুলেশনের তাৎপর্য বর্ণনা কর।
৬. বিশ্বব্যাপী ২০০৮ সালে সংঘটিত আর্থিক সংকটের কারণ ও ফলাফল বর্ণনা কর।
৭. (ক) আর্থিক রিপ্রেশনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
(খ) ব্যাংকের উপর সুদহীন আয়ের প্রভাব দেখাও৷
৮. (ক) দীর্ঘমেয়াদি মূলধন ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?
(খ) ব্যাংকের মোট আয়ের পাঁচটি উপাদান উল্লেখ কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯. বাংলাদেশের আর্থিক সিস্টেমের প্রকৃতি ব্যাখ্যা কর।
১০. বাংলাদেশের মুদ্রাবাজারের পাঁচটি সুবিধা ও পাঁচটি অসুবিধা উল্লেখ কর।
১১. অর্থনৈতিক প্রবৃদ্দি ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যেকার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো দেখাও।
১২. চীনের ব্যাংকিং সেক্টর রিফর্ম সম্পর্কে আলোচনা কর।
১৩. (ক) ১৯৯৭-১৯৯৯ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার আর্থিক সংকটের পাঁচটি কারণ উল্লেখ কর।
(খ) ইউরোপিয়ান সাভরেন ঋণ সংকটের পাঁচটি কারণ উল্লেখ কর।

১৪. (ক) ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পাঁচটি কারণ উল্লেখ কর।
(খ) রাশিয়ার পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের নাম উল্লেখ কর।
১৫. (ক) ইসলামি ব্যাংকিং বলতে কি বুঝায়? উদাহরণ দাও।
(খ) বাংলাদেশের মূলধন বাজারের পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
১৬. (ক) একটি ব্যাংকের নন ইন্টারেস্ট ইনকামগুলো কি কি?
(খ) চীনের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লিখ।

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের তুলনামূলক আর্থিক পদ্ধতি পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন

Honors 4th year Common Suggestion 2025

আজকের সাজেশস: Honors Comparative Financial System Suggestion 2025 তুলনামূলক আর্থিক পদ্ধতি চূড়ান্ত সাজেশন 2025

PDF Download তুলনামূলক আর্থিক পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, তুলনামূলক আর্থিক পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন, তুলনামূলক আর্থিক পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment