Honors 3rd Year Working with the Poor Policy and Practice Suggestion

Working with the Poor Policy and Practice Honors 3rd Year Exam Suggestion PDF, Honors Working with the Poor Policy and Practice Suggestion PDF Download,

PDF Download Working with the Poor Policy and Practice Honors 3rd Year suggestion,

Honors 3rd Year Working with the Poor Policy and Practice Suggestion 2024

Honors 3rd Year Working with the Poor Policy and Practice Suggestion, Working with the Poor Policy and Practice Suggestion PDF, short suggestion Honors 3rd year Working with the Poor Policy and Practice, Working with the Poor Policy and Practice suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Working with the Poor Policy and Practice,

PDF Download দরিদ্র সেবা নীতি অনুশীলন অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, দরিদ্র সেবা নীতি অনুশীলন অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
দরিদ্র সেবা নীতি অনুশীলন (Working with the Poor Policy and Practice) সুপার সাজেশন
Department of : Social Work & Other Department
Subject Code: 232107
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের দরিদ্র সেবা নীতি অনুশীলন সাজেশন,দরিদ্র সেবা নীতি অনুশীলন অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের দরিদ্র সেবা নীতি অনুশীলন, অনার্স ৩য় বর্ষের দরিদ্র সেবা নীতি অনুশীলন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন দরিদ্র সেবা নীতি অনুশীলন সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

Working with the Poor Policy and Practice Suggestion PDF 2024

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দরিদ্র সেবা নীতি অনুশীলন অনার্স ৩য় বর্ষ সাজেশন,

১. দারিদ্র কী?
উত্তর: দারিদ্র্য বলতে আর্থিকভাবে অসচ্ছলতাকে বোঝায় যেখানে মানুষ তাদের নূন্যতম মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়।

২. ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর: ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2011- 2015।

৩. আপেক্ষিক দারিদ্র্য কী?
উত্তর: দারিদ্র্যর এমন এক অবস্থা যেখানে সম্পদ বৈষম্যের কারণে এক ব্যক্তির তুলনায় অন্য ব্যক্তির আয় ও ব্যয় অপেক্ষাকৃত কম হয়।

৪. বাংলাদেশের শতকরা কতজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে?
উত্তর: বাংলাদেশের শতকরা প্রায় 23.5 শতাংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।

৫. দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে র‌্যাগনার মার্কসের মন্তব্য কী?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে র‌্যাগনার মার্কসের মন্তব্যটি হল ‘‘A country is poor because it is poor’’.

৬. দারিদ্র্যের বস্তুবাদী মতবাদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: দারিদ্র্যের বস্তুবাদী মতবাদ এমিল ডুর্খেইম প্রতিষ্ঠা করেন।

৭. দারিদ্র্যের বৃত্তি বাদই তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: দারিদ্র্য তত্ত্বের প্রবক্তা এমিল ডুর্খেইম।

৮. দারিদ্র্যের সংস্কৃতি সম্পর্কে Lewis এর মন্তব্য কী?
উত্তর: Lewis এর মতে, মানুষই সমাজে দারিদ্রকে লালন করে এবং সমাজের সংস্কৃতির সঙ্গে একসময় মিশে যায়। এ ধরনের সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম চলমান থাকে।

৯. ‘Principles of Stratification’ গ্রন্থটির কার লেখা?
উত্তর: কার্ল মার্কসের।

১০. MPI এর পূর্ণরূপ কী?
উত্তর: MPI এর পূর্ণরূপ হল- Multi Dimensional Poverty Index.

১১. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন।

১২. মানব সম্পদ কী?
উত্তর: মানব সম্পদ বলতে বুঝায় কার্যকর, যোগ্য ও দক্ষ কর্মী গঠনের জন্য তাদেরকে আকৃষ্ট করা, উন্নয়ন সাধন এবং সংরক্ষণের জন্য পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো সাংগঠনিক কাজের সমষ্টি।

১৩. সম্পৃক্তকরণ কী?
উত্তর: দারিদ্র্য বিমোচনে জনগণের অংশগ্রহণে সম্পৃক্তকরণ।

১৪. পরিবর্তনের সবচেয়ে কার্যকরী কৌশল কোনটি?
উত্তর: পরিবর্তনের সবচেয়ে কার্যকরী কৌশল হল সম্বন্ধিত কৌশল।

১৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পল্লী উন্নয়নে কর্মসূচি গ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন।

১৬. ক্ষুদ্রঋণ কী?
উত্তর: ক্ষুদ্রঋণ বিনিয়োগের একটি অংশ বা ক্ষেত্র হলো ক্ষুদ্রঋণ। যা দরিদ্র জনগোষ্ঠীকে বিনা জামাতে সহজ শর্তে প্রদান করা হয়।

১৭. ILO সদর দপ্তর এর প্রতিষ্ঠাকাল লেখ।
উত্তর: ILOএর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় এবং এর প্রতিষ্ঠাকাল 1919 সাল।

১৮. ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয় কাকে?
উত্তর: ডঃ মুহাম্মদ ইউনূসকে ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয়।

১৯. অনুভূত চাহিদা কী?
উত্তর: অনেকগুলো চাহিদার মধ্যে থেকে প্রয়োজনীয় গুরুত্বের ভিত্তিতে অগ্রাধিকার প্রাপ্ত চাহিদাই অনুভুত চাহিদা।
২০. ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

২১. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস।

২২. সমাজকর্মের মূল্যবোধ বলতে কী বোঝ?
উত্তর: সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীদের আদর্শ, বিশ্বাস, মৌলিক নীতিমালা ও দিকনির্দেশনা মেনে চলতে হয় তাকে সমাজকর্মের মূল্যবোধ বলে।

২৩. আশ্রায়ন প্রকল্প -২ এর মেয়াদকাল লেখ।
উত্তর: আশ্রায়ন প্রকল্প- ২ এর মেয়াদকাল জুলাই 2010 থেকে জুন 2014 পর্যন্ত।

২৪. MRAএর ভিশন কাকে বলে উত্তর এর বিষয় হলো ক্ষুদ্রঋণ সেক্টরকে এ দেশের অর্থনীতির মূল ধারার সাথে সংযোগের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ উন্মোচন করা

২৫. HDI- এর পূর্ণরূপ কী?
উত্তর: HDI- এর পূর্ণরূপ হলো Human Development Index.

২৬. V-AID কত সালে অবলুপ্ত হয়?
উত্তর V-AID 1959 সালে অবলুপ্ত হয়।

২৭. VGF- এর পূর্ণরূপ কী?
উত্তর: VGF- এর পূর্ণরূপ হল Vulnerable Group Feeding.

২৮. V-AID এর পূর্ণরূপ কী?
উত্তর: V-AID এর পূর্ণরূপ হল village Agricultural and Industry Development.

২৯. MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG এর পূর্ণরূপ হল Millennium Development Goals.

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Working with the Poor Policy and Practice Honors 3rd Year Suggestion PDF 2024

খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী দরিদ্র সেবা নীতি অনুশীলন অনার্স ৩য় বর্ষ সাজেশন,

১. গ্রামীণ সমাজে দারিদ্র্যের প্রকৃতি উল্লেখ কর।
২. দারিদ্র পরিমাপের পদ্ধতি গুলো বর্ণনা কর।
৩. কাল মার্কস এর দারিদ্র্য তত্ত্বের স্তর গুলি লেখ।
৪. দারিদ্র্যের বৃত্তি বা দৃষ্টিভঙ্গি কী?

PDF Download দরিদ্র সেবা নীতি অনুশীলন অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024

৫. দারিদ্র্যের সংস্কৃতি তত্ত্ব বলতে কী বুঝ?
৬. শ্রমবাজার কৌশলগুলো লেখ।
৭. শ্রমবাজার কৌশলের নীতিমালা সংক্ষেপে আলোচনা কর।
৮. সম্পৃক্তকরণের কৌশলসমূহ লেখ।
৯. দারিদ্র্য হ্রাসের অংশগ্রহণমূলক মতবাদ কী?

১০. দারিদ্র বিমোচন এর ব্যবহার কী?
১১. গ্রামীণ সমাজসেবা কার্যক্রম গুলো লেখ।
১২. বাংলাদেশের দারিদ্র বিমোচনে খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা বর্ণনা কর।
১৩. দারিদ্র্য বিমোচনে PRSP এর ভূমিকা উল্লেখ কর।
১৪. ব্রাক এর কর্মসূচি গুলি উল্লেখ করG

1৫. সমাজকর্ম জ্ঞান বলতে কী বুঝ?
১৬. সমাজকর্ম অনুশীলনে জ্ঞানের ভিত্তি সমূহ উল্লেখ কর।
১৭. দারিদ্র বিমোচন শিক্ষার ভূমিকা লেখ।
১৮. স্বাস্থ্য সেবার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের গুরুত্ব লেখ।
১৯. দারিদ্র্য বিমোচনে MDG এর সফলতা কী?
২০. বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রতিবন্ধকতা লেখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি দরিদ্র সেবা নীতি অনুশীলন অনার্স ৩য় বর্ষ সাজেশন,

১. দারিদ্র বৈশিষ্ট্য ও কারণগুলো লেখ।
২. জীবনমান বলতে কি বুঝ? জীবনের উপর প্রভাব আলোচনা কর।
৩. বাংলাদেশে দারিদ্র্যের কারণ গুলো কি? দারিদ্র দূরীকরণে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? আলোচনা কর।
৪. দারিদ্র্য নিরসনে মার্কসীয় দৃষ্টিভঙ্গি আলোচনা কর।

৫. দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা তত্ত্বের গুরুত্ব আলোচনা কর।
৬. কুমিল্লা পদ্ধতি বলতে কি বুঝ? কুমিল্লা পদ্ধতির কর্মসূচিসমূহ আলোচনা কর।
৭. দারিদ্র্য বিমোচনে আধুনিক অ্যাপ্রোচগুলো আলোচনা কর।
৮. দারিদ্র্য বিমোচনে দৃষ্টিভঙ্গি কি? দারিদ্র্য বিমোচনে দৃষ্টিভঙ্গির নির্ধারক গুলো আলোচনা কর।

৯. দারিদ্র দের সাথে কাজ করার মৌলিক দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
১০. পরিবর্তন কৌশল কি? পরিবর্তনের কৌশল গুলো আলোচনা কর।
১১. দরিদ্রদের সাথে কাজ করার দক্ষতা লেখ।
১২. সমাজকর্ম কি? দারিদ্র্য বিমোচনে সমাজকর্মের মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার ব্যাখ্যা কর।
১৩. দারিদ্র হারছে সরকারি সংস্থা সমূহের ভূমিকা আলোচনা কর।

১৪. দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম ব্যাখ্যা কর।
১৫. ক্ষুদ্রঋণের ধরনগুলি লেখ এবং দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আলোচনা কর।
১৬. মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কি? এর লক্ষ ও কার্যক্রম সমূহ লেখ।
১৭. দারিদ্র দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা লেখ।

১৮. মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝ? মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
১৯. দারিদ্র বিমোচনে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা কর।
২০. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে প্রধান প্রধান এনজিওর সার্বিক কার্যক্রমের সফলতা বর্ণনা কর।

Honors 3rd Year Working with the Poor Policy and Practice Suggestion 2024

বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বুঝ?
২। দারিদ্র্য মোকাবেলায় দক্ষতা কী?
৩। বাংলাদেশে দারিদ্র্যের কারণগুলো কী?
৪। দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের ভূমিকা বর্ণনা কর।
৫। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের অবদান লিখ।
৬। দারিদ্র্য বিমোচনে PRSP এর ভূমিকা সংক্ষেপে লিখ।
৭। দারিদ্র্য দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা লিখ।
৮। দারিদ্র্য বিমোচনে দল সমাজকর্ম পদ্ধতির ব্যবহার লিখ।
৯। বাংলাদেশে দারিদ্র্য বিমোচন কর্মসূচির সফলতা লিখ।
১০। দারিদ্র কি? দারিদ্র্যের বৈশিষ্ট্য ও কারণ বর্ণনা কর।
১১। দারিদ্র্য পরিমাপের সূচক উল্লেখ কর।
১২। দারিদ্র্য বিমোচনে জ্ঞানের ব্যবহার কী?
১৩। দারিদ্র্য হ্রাসের অংশগ্রহণ মূলক মতবাদ কী?
১৪। দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বের বৈশিষ্ট্য লিখ।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের দরিদ্র সেবা নীতি অনুশীলন পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ দরিদ্র সেবা নীতি অনুশীলন সাজেশন

বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বাংলাদেশে MDG অর্জনের অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ লিখ।
২। সমষ্টি দারিদ্র্য কী? গ্রামীণ ও শহুরে সমষ্টি দারিদ্র্যের পার্থক্য লিখ।
৩। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচ কী? দারিদ্র্য বিমোচনে আয় ও বস্তুগত সহায়তা অ্যাপ্রোচের গুরুত্ব বর্ণনা কর।
৪। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর।
৫। শ্রম বাজার কৌশল কী? দারিদ্র্য বিমোচনে শ্রম বাজার কৌশলসমূহ আলোচনা কর।
৬। গ্রামীণ ব্যাংক কী? বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম মূল্যায়ন কর।
৭। পরিবর্তন কৌশল কী? দরিদ্র জনগোষ্ঠীর পরিবর্তন কৌশলগুলো আলোচনা কর।
৮। মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝ? মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে কী দারিদ্র্য বিমোচন সম্ভব? ব্যাখ্যা কর।
৯। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথোরিটি কী? মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথোরিটির লক্ষ্য ও কার্যক্রম লিখ।
১০। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক শ্রম সংস্থার ভূমিকা মূল্যায়ন কর।
১১। কুমিল্লা পদ্ধতি কী? দারিদ্র্য বিমোচনে কুমিল্লা পদ্ধতির অবদান ও সার্বিক প্রক্রিয়া বর্ণনা কর।
১২। দারিদ্র্য কি? সমাজজীবনে দারিদ্র্যের প্রভাব আলোচনা কর।
১৩। দারিদ্র্য বিমোচনের আধুনিক অ্যাপ্রোচগুলো সংক্ষেপে বর্ণনা কর।
১৪। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা বর্ণনা কর।

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের দরিদ্র সেবা নীতি অনুশীলন স্পেশাল সাজেশন 2024,Honors Working with the Poor Policy and Practice Suggestion 2024

Leave a Comment