Honors 3rd Year Poetry of Ancient and Medieval Age Suggestion

Advertisement

Honors 3rd Year Poetry of Ancient and Medieval Age Suggestion 2024

Honors 3rd Year Poetry of Ancient and Medieval Age Suggestion, Poetry of Ancient and Medieval Age Suggestion PDF, short suggestion Honors 3rd year Poetry of Ancient and Medieval Age, Poetry of Ancient and Medieval Age suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Poetry of Ancient and Medieval Age

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
প্রাচীন ও মধ্যযুগের কবিতা (Poetry of Ancient and Medieval Age) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 231003
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

প্রাচীন ও মধ্যযুগের কবিতা অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের প্রাচীন ও মধ্যযুগের কবিতা, অনার্স ৩য় বর্ষের প্রাচীন ও মধ্যযুগের কবিতা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

Poetry of Ancient and Medieval Age Suggestion PDF 2024

ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাত্তোর

১. কোথা হতে ‘চর্যাপদ’ আবিস্কৃত হয়?
উত্তর: নেপালের রাজদরবার থেকে ‘চর্যাপদ’ আবিস্কৃত হয়।

২. চর্যার পুঁথিতে গ্রন্থের নাম কী ‍ছিল?
উত্তর: চর্যার পুঁথিতে গ্রন্থের নাম ‘চর্য্যাচর্য্যাবিনিশ্চয়’ ছিল।

৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা কত জন?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা ২৩ জন।

৪. চর্যায় মানবের সাথে কীসের তুলনা করা হয়েছে?
উত্তর: চর্যায় মানবের সাথে তরুর তুলনা করা হয়েছে।

Advertisement

৫. ’আবেশী’ শব্দের অর্থ কী?
উত্তর: ’আবেশী’ শব্দের অর্থ পরিবেশন করা।

৬. শবররা কোথায় বাস করে?
উত্তর: উচুঁ পর্বতে শবররা বাস করে।

৭. ‘টালত মোর ঘর নাহি পড়বেসী’। হাড়ীত ভাত নাহি নিতি আবেসী।- পঙক্তি দুটি কোন পদকর্তার রচনা?
উত্তর: পঙক্তিদ্বয় প্রকৃত নাম ঢেন্ঢণপার রচনা।

৮. ভুসুকু’র প্রকৃত নাম কী?
উত্তর: ভুসুকু’র প্রকৃত নাম শান্তিদেব।

৯. ‘শ্রীকৃষ্ণকীর্তনে’র খন্ডসংখ্যা কত?
উত্তর: ‘শ্রীকৃষ্ণকীর্তনে’র খন্ডসংখ্যা ১৩ জন।

১০. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি ১৯০৯ সালে আবিষ্কৃত হয়।

১১. রাধার স্বামীর নাম কী?
উত্তর: দৈব নির্দেশে বালিকা বয়সে নপুঙসক অভিমুন্য বা আইহন বা আয়ান গোষের সাথে রাধার বিয়ে হয়।

১২. চন্দ্রাবলী কে?
উত্তর: ‘শ্রীকৃষ্ণকীর্তনে রাধার অন্য নাম চন্দ্রাবলী।

১৩. “পোটলী বান্ধিয়া রাখ নশুলী যৌবন।’’ উক্তিটি কার?
উত্তর: “পোটলী বান্ধিয়া রাখ নশুলী যৌবন।’’ উক্তিটি বড়াইয়ের।

১৪. মোহন বাঁশির ছিদ্র সংখ্যা কয়টি?
উত্তর: মোহন বাঁশির ছিদ্র সংখ্যা ৭টি।

১৫. কৃষ্ণের বাঁশি চুরি করে রাধা কোথায় লুকায়?
উত্তর: কৃষ্ণের বাঁশি চুরি করে রাধা কলসির ভিতরে লুকায়।

১৬. কৃষ্ণ যে বাঁশি বাজায় সে বাঁশিটি সে কীভাবে পেয়েছে?
উত্তর: কৃষ্ণ তার বাঁশিটি হরগৌরীর বর বা আর্শীবাদে পেয়েছে।

১৭. বৈষ্ণবগণ কোন দেবতার উপাসক?
উত্তর: বৈষ্ণবগণ ‘শ্রীকৃষ্ণের উপাসক।

১৮. বৈষ্ণবদের যুগল রূপতত্ত্ব কী?
উত্তর: বৈষ্ণবদের যুগল রূপতত্ত্ব হলো- জীবাত্মা এবং পরমাত্মা।

১৯. বাসকসজ্জা কী?
উত্তর: হৃদয়ে ভগবানের আবির্ভাব প্রতীক্ষাই বাসকসজ্জা।

২০. বিদ্যাপতি কেথাকার কবি?
উত্তর: বিদ্যাপতি মিথিলার রাজকবি।

২১. কোন কোন ভাষার সংমিশ্রণে ব্রজবুলি ভাষার সৃষ্টি?
উত্তর:ব্রজবুলি ভাষা বাংলা এবং মৈথিলী ভাষার সংমিশ্রণে সৃষ্টি।

২২. বাউলরা প্রধানত কত প্রকার?
উত্তর: বাউলরা প্রধানত দুই প্রকার।

Advertisement 2

২৩. জীবাত্মা কীসের অংশ?
উত্তর: জীবাত্মা পরমাত্মার অংশ।

২৪. বাউল মতে ‘মনের মানুষ কে?
উত্তর: বাউল মতে ‘মনের মানুষ পরমাত্মা।

২৫. কাঙাল হরিনাথ কোন সময়ের বাউল?
উত্তর: কাঙাল হরিনাথ ঊনবিংশ শতাব্দির (১৮৩৩-১৮৯৬) সময়ের বাউল।

২৬. লালনের মতে দেহখাঁচার কঠুরীর সংখ্যা কয়টি?
উত্তর: লালনের মতে দেহখাঁচার সংখ্যা ৮টি কঠুরী, ৯টি দরজা।

২৭. বাউল সাধনার তিনটি স্তর কী কী?
উত্তর: বাউল সাধনার তিনটি স্তর। যথা; প্রবর্ত, সাধক ও সিন্ধি।

২৮. ‘ক্ষেপা’ অর্থে বাউল শব্দের আদি প্রয়োগ কোন গ্রন্থে পাওয়া যায়।
উত্তর: ‘ক্ষেপা’ অর্থে বাউল শব্দের আদি প্রয়োগ ’শ্রীকৃষ্ণবিজয় গ্রন্থে পাওয়া যায়।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Poetry of Ancient and Medieval Age Honors 3rd Year Suggestion PDF 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. চর্যাপদে বিধৃত ধর্ম ও সাধনাতত্ত্বের পরিচয় দাও।
২. চর্যাপদে বর্ণিত অন্ত্যজ শ্রেণীর পরিচয় দাও।
৩. চর্যাপদ থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত দ্রব্য সামগ্রীর একটি তালিকা তৈরি করো।
৪. ‘নগর বাহিরি রে ডোম্বি তোহেরি কুড়িআ
ছোই ছোই জাসি বামণ নাড়িআ’ – চরণদুটি বিশ্লেষণ করো।

৫. ‘অপণা মাংশেঁ হরিণা বৈরী’ – ব্যাখ্যা করো।
৬. আইহণের পরিচয় দাও।
৭. কৃষ্ণের বাঁশির শব্দ শুনে রাধার রন্ধন প্রক্রিয়া যে বিপর্যয় ঘটে তার বর্ণনা দাও।
৮. রাধার বিরহ প্রকৃতি কিভাবে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে? সংক্ষেপে লিখ।
৯. বৈষ্ণব পদকর্তা চন্ডীদাসের পরিচয় দাও।

১০. বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাসের পরিচয় দাও।
১১. বৈষ্ণব কবিতায় রসকত প্রকার?
১২. বাউল নামের উৎপত্তি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো।
১৩. ‘একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা’ – কিভাবে? বুঝিয়ে লেখ।
১৪. ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ – চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো।

Advertisement 2

১৫. ‘দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া
আধ তিল না দেখিলে যায় যে মরিয়া’- বিশ্লেষণ করো।
১৬. ‘আমার ঘর খানায় কে বিরাজ করে
তারে জনমভর একবারও দেখলাম না রে’ পংক্তিদুটি ব্যাখ্যা করো।

গ-বিভাগ রচনামূলক প্রশ্ন

১. চর্যাপদে আলোচিত ধর্ম ও সাধনাতত্ত্বের পরিচয় দাও।
২. ‘চর্যাপদ তত্ত্বপ্রধান হলেও সাহিত্যরসিকের কাছে এর অবদান কম নয়’ – উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নাট্যগুণ আলোচনা করো।
৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধা চরিত্র ক্রমবিকাশ আলোচনা করো।
৫. গীতিকবিতা হিসেবে বৈষ্ণব পদাবলীর সার্থকতা নিরূপণ করো।

৬. বৈষ্ণব পদাবলীর শিল্পমূল্য আলোচনা করো।
৭. বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন বিশ্লেষণ করো।
৮. ‘বিদ্যাপতির রাধা স্বীয় নবস্ফুটা আর চন্ডীদাসের রাধা গভীর ও ব্যাকুলা’ – উক্তিটির আলোকে উভয় পদকর্তার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্দেশ করো।

৯. পদকর্তা হিসেবে জ্ঞানদাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার তুলনামূলক বৈশিষ্ট্য বর্ণনা করো।
১০. বাউলতত্ত্ব ও দর্শনের পরিচয় দাও।
১১. বাউল সম্রাট লালন এর অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও।
১২. বাউল গানের অসাম্প্রদায়িক চেতনার আলোচনা করো।

Honors 3rd Year Poetry of Ancient and Medieval Age Suggestion 2024

ক বিভাগ

  • ক্ষেপা অর্থে বাউল শব্দ আদি প্রয়োগ কোথায় পাওয়া যায়?
  • বাউল সাধনার তিনটি স্তরের নাম লিখুন।
  • লালন এর মতে দেহ খাঁচার কঠুরি কয়টি?
  • কাঙাল হরিনাথ কোন সময়ের বাউল ছিলেন?
  • বাউলের মতে মনের মানুষ কে?
  • জীবাত্মা কিসের অংশ?
  • বাউল কত প্রকার?
  • বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
  • বাক সজ্জা কি?
  • বৈষ্ণবদের যুগল তত্ত্ব কি?
  • বৈষ্ণবরা কোন দেবতার উপাসক ছিলেন?
  • কৃষ্ণের বাঁশিটি সে কিভাবে পেয়েছে?
  • কৃষ্ণের বাঁশি চুরি করে রাধা কোথায় রেখেছিল?
  • চন্দ্রাবলী কে?
  • মোহন বাঁশির ছিদ্র কয়টি?
  • পোটলি বান্দিয়া রাখ নশুলি যৌবন- উক্তিটি কার ছিল
  • শ্রীকৃষ্ণ কীর্তন এর খন্ড সংখ্যা ছিল কয়টি,?
  • রাধার স্বামীর নাম কি ছিল?
  • শ্রীকৃষ্ণকীর্তন কত সালে আবিষ্কৃত হয়?
  • ভুসুকুরের প্রকৃত নাম কি ছিল?
  • আবেশী শব্দের অর্থ কি
  • চর্যাপদে মানবের সাথে কিসের তুলনা করা হয়েছে?
  • ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে চর্যাপদে কতজন কর্তা রয়েছে?
  • শবররা কোথায় বসবাস করে?
  • কোথা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন।

  • আমার ঘর খানায় কে বিরাজ করে, তারে জনম ভরে একবার দেখলাম না রে। উক্তিটি ব্যাখ্যা করুন।
  • খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাৎপর্য বুঝিয়ে লিখুন।
  • একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা – কথাটি বুঝিয়ে লিখুন।
  • বাউল নামের উৎপত্তি বিষয় সমূহ বুঝে লিখুন।
  • বৈষ্ণব কবিতায় রস কত প্রকার?
  • বৈষ্ণব পদকর্তার পরিচয় বর্ণনা করুন।
  • বৈষ্ণব পদকর্তা চন্ডী দাসের পরিচয় দিন।
  • রাধার বিরহ প্রকৃতি কিভাবে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে তা লিখুন।
  • আইহনের পরিচয় দিন।
  • অপণা মাংশেঁ হরিণা বৈরী – উক্তিটি ব্যাখ্যা করুন।
  • নগর বাহিরি রে ডোম্বি তোহেরি কুড়িআ, ছোই ছোই জাসি বামণ নাড়িআ – কথাটি বিশ্লেষণ করুন।
  • চর্যাপদ হতে দৈনিন্দন জীবনের ব্যবহার করা দ্রব্য সামগ্রী তালিকা লিখুন।
  • চর্যাপদে বর্ণিত আন্ত্যজ শ্রেণীর পরিচয় দিন।
  • চর্যাপদে বিবৃত ধর্ম ও সাধন্যতত্ত্বের বর্ণনা দিন।
অনার্স ৩য় বর্ষের ১০০% কমন প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন 2024

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন

  • বাউল গানের অসাম্প্রদায়িক চেতনা আলোচনা করুন।
  • বাউল সম্রাট লালনের অসাম্প্রদায়িক চেতনার বর্ণনা দিন।
  • বাউল তত্ত্ব এবং দর্শনের পরিচয় দিন।
  • বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন বিশ্লেষণ করুন।
  • বৈষ্ণব পদাবলীর শিল্প মূল্য আলোচনা করুন।
  • গীতি কবিতার হিসাবে বৈষ্ণব পদাবলীর সার্থকতা আলোচনা করুন।
  • শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর রাধা চরিত্র ক্রম বিকাশ হিসাবে আলোচনা করুন।
  • শ্রীকৃষ্ণ কীর্তন এর নাট্যের নাট্যগুন আলোচনা করুন।
  • চর্যাপদ তত্ত্বপ্রধান হলেও সাহিত্যরসিকের কাছে এর অবদান কম নয় – উক্তিটি ব্যাখ্যা করুন।
  • চর্যাপদে আলোচিত সাধনা ও দর্শনতত্ত্বের বিশ্লেষণ করুন।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের প্রাচীন ও মধ্যযুগের কবিতা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের প্রাচীন ও মধ্যযুগের কবিতা স্পেশাল সাজেশন 2024,Honors Poetry of Ancient and Medieval Age Suggestion 2024

Advertisement 5

Advertisement 4

Advertisement 3

Leave a Comment