Honors 3rd Year Literary forms Literary principles Suggestion

Honors 3rd Year Literary forms Literary principles Suggestion 2024

Honors 3rd Year Literary forms Literary principles Suggestion, Literary forms Literary principles Suggestion PDF, short suggestion Honors 3rd year Literary forms Literary principles, Literary forms Literary principles suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Literary forms Literary principles

অনার্স ৩য় বর্ষের রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ সাজেশন,রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ, অনার্স ৩য় বর্ষের রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ সাজেশন,

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ (Literary forms Literary principles) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 231009
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

Literary forms Literary principles Suggestion PDF 2024

ক-বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ‘History of Sanskrit Poetics’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘History of Sanskrit Poetics’ গ্রন্থের রচয়িতা ড. সুশীল কুমার দে।

২. সনেটের প্রবর্তক কে?
উত্তর সনেটের প্রবর্তক ইতালীয় কবি পেত্রার্ক।

৩. বাংলা সনেটের প্রবর্তক কে?
উত্তর বাংলা সনের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।

৪. গদ্য ও পদ্য মিশ্রিত কবিতাকে সংস্কৃত সাহিত্য কী বলে?
উত্তর গদ্য পদ্য কবিতাকে সংস্কৃতি ও সাহিত্য চম্পুকাব্য বলে।

৫. জাত মহাকাব্য কয়টি?
উত্তর জাত মহাকাব্য চারটি।

৬. `Novel’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর `Novel’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে।

৭. এরিস্টোটল উপন্যাসের প্লটকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর অ্যারিস্টোটল উপন্যাসের প্লটকে দুই ভাগে ভাগ করেছেন।

৮. পত্রোপন্যাসের আদি রচয়িতা কে?
উত্তর পত্র উপন্যাসের আদি রচয়িতা লেখক স্যামুয়েল রিচার্ডসন।

৯. প্রাচ্যের পণ্ডিতের মতেই সঞ্চারি ভাব কয়টি?
উত্তর পণ্ডিতের মতেই সঞ্চারি ভাব নয়টি।

১০. ভারতীয় নাট্যশাস্ত্রের আদিগুরু কে?
উত্তর ভারতীয় নাট্যশাস্ত্রের আদিগুরু আর্চায্য ভারত।

১১. রসের উপাদান কয়টি ও কী কী?
উত্তর রসের উপাদান দুটি। ১. মানসিক উপাদান, ২. বাহ্যিক উপাদান।

১২. বীররসের স্থায়ীভাবে কী?
উত্তর বীররসের স্থায়ীভাবে উৎসাহ।

১৩. বক্রোক্তিবাদের প্রবক্তা কে?
উত্তর সংস্কৃত আলংকারিক কুন্তক।

১৪. ’রসাত্মক‘ বাক্যই কাব্য এটি কার উক্তি?
উত্তর প্রশান্ত কবিরাজের উক্তি।

১৫.’ যমক‘ কোন ধরনের অলংকার?
উত্তর ’যমক‘ শব্দালঙ্কার।

১৬. ভারত ভারত খ্যাত আপনার গুণে এটি কোন অলংকারের উদাহরণ?
উত্তর ভারত ভারত খ্যাত আপনার গুণে এটি যমক অলংকারের উদাহরণ।

১৭. মালপোয়া কী?
উত্তর যে উপমা একটি উপ মেয়েকে ঘিরে একাধিক উপমান থাকে তা মালপোয়া।

১৮. রূপক কোন ধরনের অলংকার?
উত্তর রূপক অর্থঅলংকার।

১৯. পঙক্তি কী?
উত্তর কবিতা এক একটা লাইন বা পঙক্তি বলে।

২০. কোন ছন্দে বদ্ধাক্ষর সর্বদা একমাত্র হয়?
উত্তর স্বরবৃত্ত ছন্দের মাত্রা হয়।

২১. কোন ছন্দে বদ্ধাক্ষর সর্বদা দুই মাত্রার হয়?
উত্তর মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সর্বদা দুই মাত্রার হয়।

২২. ‘আট-ছয়- আট-ছয় পায়ারের ছাঁদ হয়।’- উক্তিটি কার রচিত?
উত্তর: ‘আট-ছয়- আট-ছয় পায়ারের ছাঁদ হয়।’- উক্তিটি সত্যেন্দ্রনাথ দত্তের রচিত।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Literary forms Literary principles Honors 3rd Year Suggestion PDF 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. মহাকাব্য কাকে বলে? সংক্ষেপে আলোচনা কর।
২. ব্যালাট কী? সংক্ষেপে আলোচনা কর।
৩. আঞ্চলিক উপন্যাস কাকে বলে? এর বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখ।
৪. অতিপ্রাকৃত ছোটগল্পের স্বরূপ বর্ণনা কর।

৫. ঐতিহাসিক নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৬. গ্রিক ট্রাজেডি ও শেক্সপিয়ারের ট্রাজেডি পার্থক্য লেখ।
৭. ব্যঞ্চনা কী? সংক্ষেপে আলোচনা কর।
৮. বিভাব অনুভব এর পরিচয় দাও।
৯. অনুপ্রাস কাকে বলে? উদাহরণসহ দুটি অনুপ্রাসের সংজ্ঞা লেখ।

১০. শ্লেষ কী? উদাহরণসহ বর্ণনা দাও।
১১. স্বভাবোপ্তি অলংকার কাকে বলে? বুঝিয়ে লেখ।
১২. উৎপ্রেক্ষা সম্পর্কে সংক্ষেপে লেখ।

১৩. তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখেেএ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।
১৪. প্রস্বর বলতে কী বোঝ?
১৫. অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে? এর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

Honors 3rd Year Literary forms Literary principles Suggestion 2024

গ-বিভাগ রচনামূলক প্রশ্নবলি

১. গীতিকবিতা কাকে বলে? এর বৈশিষ্ট্য আলোচনা কর।
২. ছোটগল্পের সংজ্ঞা দাও। এর গঠন প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. ছোট গল্প কাকে বলে? ছোট গল্পের গঠন প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
৪. ট্রাজেডির স্বরূপ পর্যালোচনা কর।
৫. নাটকের সংজ্ঞার্থ উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার নাটকের গঠনকৌশল বর্ণনা কর।

৬. নাটক উপন্যাসের মধ্যকার বৈশিষ্ট্যগত পার্থক্য নির্ণয় কর।
৭. রস কাকে বলে কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার রসের বর্ণনা দাও।
৮. কুসিক স্বীকৃতির সাহিত্যের স্বরূপ পর্যালোচনা কর।
৯. অলংকার কী? সাহিত্য অলংকারের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১০. উপমা বলতে কী বোঝ? উদাহরণসহ উপমার শ্রেণীবিভাগ আলোচনা কর।

১১. বিরোধমূলক অলংকার সমূহের উদাহরণসহ বর্ণনা কর।
১২. ’শিল্পিত বাকনীতি নামে ছন্দ।’-আলোচনা কর।
১৩. ছন্দ কাকে বলে? এর শ্রেণীবিভাগ আলোচনা কর।

১৪. মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে? মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা কর।
১৫. অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ লেখ।
১৬. স্বরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দের পার্থক্য উদাহরণসহ বিশ্লেষণ কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১। উপন্যাস/নাটকের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিচার করো।
২। মহাকাব্য/গীতিকবিতার বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ আলোচনা করো।
৩। ছোটগল্পের কী? ছোটগল্পের গঠন-প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো।
৪। রস কী ? রসের শ্রেণিবিভাগ আলোচনা করো।
৫। ক্লাসিক রীতির সাহিত্য বলতে কী বঝ? এর স্বরূপ পর্যালোচনা করো।
৬। ‘ধ্বনিই কাব্যের আত্মা’ ধ্বনিবাদীদের এ অভিমত বিশ্লেষণ করো।
৭। অলংকার কী? সাহিত্যে অলংকারের প্রয়োজনীয়তা আলোচনা করো।
৮। অলংকার কী? শব্দ অংলকারের শ্রেণিবিভাগ/বিরোধমূলক অলংকার সমূহের উদাহরণসহ বর্ণনা দাও।
৯। ‘শিল্পিত বাক্যরীতির নামই ছন্দ’ আলোচনা করো।
১০। সনেট/অক্ষরবৃত্ত/মাত্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো।
১১। ছন্দ কী? ছন্দের শ্রেণিবিভাগ আলোচনা করো।
১২। উপমা বলতে কী বুঝ? উদাহরণসহ উপমার শ্রেণিবিভাগ আলোচনা করো।

2024 রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ সাজেশন

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ছন্দ স্পেশাল সাজেশন 2024,Honors Literary forms Literary principles Suggestion 2024

Leave a Comment