Honors 3rd Year Audit and assurance Suggestion

Honors 3rd Year Audit and assurance Suggestion 2024

Honors 3rd Year Audit and assurance Suggestion, Audit and assurance Suggestion PDF, short suggestion Honors 3rd year Audit and assurance, Audit and assurance suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Audit and assurance

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
নিরীক্ষা ও নিশ্চয়তা (Audit and assurance) সুপার সাজেশন
Department of : Accounting & Other Department
Subject Code: 232501
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন,নিরীক্ষা ও নিশ্চয়তা অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের নিরীক্ষা ও নিশ্চয়তা, অনার্স ৩য় বর্ষের নিরীক্ষা ও নিশ্চয়তা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

নিরীক্ষা ও নিশ্চয়তা অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024

নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন
বিষয় কোড : ২৩২৫০১

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. অডিট শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে?
উত্তর : নিরীক্ষার ইংরেজি শব্দ হচ্ছে Auditing যা ল্যাটিন শব্দ Audire থেকে এসেছে। Audire শব্দের অর্থ হচ্ছে শোনা, তাই উৎপত্তিগত অর্থে Audit শব্দের অর্থ শ্রবণ করা।

২. BSA এর পূর্ণরূপ লেখ।
উত্তর : BSA এর পূর্ণরূপ হলো – Bangladesh Standards on Auditing.

৩. GAAS এর পূর্ণরূপ কী?
উত্তর : GAAS-এর পূর্ণরূপ হলো- Generally Accepted Auditing Standard.

৪. বিধিবদ্ধ নিরীক্ষা বলতে কী বোঝায়?
উত্তর : সাধারণ আইন অথবা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের বাধ্যতামূলক হিসাব পরীক্ষার ব্যবস্থাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে।

৫. IAASB-এর পূর্ণরূপ কী?
উত্তর : IAASB এর পূর্ণরূপ হলো— Auditing & Assurance Standard Board.

৬. অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কী?
উত্তর : বিশেষ উদ্দেশ্যে আর্থিক হিসাবকাল বা বছরের মধ্যবর্তী কোনো সময়ে প্রতিষ্টানের হিসাবপত্র পরীক্ষা করাকে অন্তবর্তীকালীন নিরীক্ষা বলে।

৭. পেশাগত নৈতিকতা কী?
উত্তর : পেশাগত নৈতিকতা হলো পেশাগত আচরণ সংক্রান্ত কিছু মান যার দ্বারা পেশার দায় দায়িত্ব নির্ধারিত হয়।

৮. নিশ্চয়তা সেবা বলতে কী বুঝ?
উত্তর : নিশ্চয়তা সেবা বলতে স্বাধীন পেশাগত সেবাকে বুঝায় যা সিদ্ধান্ত গ্রহণকারীর জন্য তথ্য-উপাত্তের গুণগত মান অথবা এর পূর্ব সূত্রের গুণগত মান উন্নয়ন করে থাকে।

৯. সত্যায়ন সেবা বলতে কী বুঝ?
উত্তর : সত্যায়ন সেতা হলো এমন এক প্রকার নিশ্চয়তা সেবা যেখানে সনদ প্রাপ্ত হিসাবরক্ষক (Chartered Accountants Firm) অন্য পক্ষের লিখিত তথ্যের নির্ভরযোগ্যতা সম্পর্কে লিখিত মতামত প্রদান করে।

১০. AICPA এর পূর্ণরূপ কী?
উত্তর : AICPA এর পূর্ণরূপ হলো— Amirican Insfithe of Crtified Public Accountants.

১১. নিরীক্ষা মান কী?
উত্তর : যে সকল মূলনীতির উপর নিরীক্ষা শাস্ত্র প্রতিষ্ঠিত এবং যার সাহায্যে নিরীক্ষা সংক্রান্ত কার্যাবলির সঠিক পরিমাপ সম্পন্ন করা যায় তাকে নিরীক্ষা মান বলে।

১২. শর্ত সাপেক্ষ নিরীক্ষা প্রতিবেদন কী?
উত্তর : প্রতিষ্ঠানের উদ্বৃত্তপত্রে এবং লাভ-ক্ষতি হিসাব সম্পর্কে নিরীক্ষক তার মন্তব্য প্রদান করে এবং শর্ত আরোপ করে যে প্রতিবেদন পেশ করেন তাকে শর্তসাপেক্ষে প্রতিবেদন বলে।

১৩. শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন কী?
উত্তর : একজন নিরীক্ষক হিসাব কার্যক্রম নিরীক্ষা শেষ করে পুরোপুরি সন্তুষ্ট চিত্তে কোনপ্রকার বিরূপ মন্তব্য না করে যখন প্রতিবেদনে তার স্বাধীন মতামত প্রকাশ করে তখন তাকে শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন বলে।

১৪. BFRS-এর পূর্ণরূপ কী?
উত্তর : BFRS-এর পূর্ণরূপ হলো – Bangladesh Financial Reporting Standards.

১৫. IFRS -এর পূর্ণরূপ কী?
উত্তর : IFRS -এর পূর্ণরূপ হলো- International Financial Reporting Standards.

১৬. সম্ভাব্য দায় কাকে বলে?
উত্তর : উদ্বৃত্তপত্রে হিসাবভুক্ত সকল জানা ও অজানা কতগুল দায় থাকে যা উদ্বৃত্তপত্রের তারিখে উদ্ভূত না হলেও ভবিষ্যৎ সৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে এ জাতীয় দায় সম্ভাব্য দায় বলে।

১৭. পরিপূরক ভুল কী?
উত্তর : যেসব ভুল একটি দ্বারা অপরটি পূরণ হয়ে যায় তালে পরিপূরক ভুল বলে।

১৮. গবাক্ষ সজ্জা কী?
অথবা, ‘উইনডো ড্রেসিং’ কী?
উত্তর : কারবারের প্রকৃত অবস্থাকে প্রকাশ না করে ভিন্ন এক অবস্থা প্রকাশ করার চাতুর্য বা কৌশলকে গবাক্ষ-সজ্জা বলে।

১৯. ভুল বলতে কী বুঝ?
উত্তর : হিসাবের বহিতে লেনদেনগুলো লিপিবদ্ধ করার সময় বা হিসাব লিখনের সময় অসাবধানতাবশত বা হিসাববিজ্ঞান জ্ঞানের অভাবে একজন হিসাবরক্ষক কর্তৃক যে ত্রুটি বিচ্যুতি সংগঠিত হয় তাকে ভুল বলে।

২০. টিমিং ল্যাডিং কী?
উত্তর : টিমিং ও ল্যাডিং হচ্ছে নগদ অর্থ আত্মসাতের একটি সুপরিকল্পিত কৌশল মাত্র।

২১. ভাউচিং (Vouching) কী?
উত্তর : হিসাবের বহিতে লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে সমর্থনের জন্য যখন নিরীক্ষক কোন দলিলপত্র ব্যবহার করেন তখন তাকে ভাউচিং বলে।

২২. প্রামাণ্য দলিল কাকে বলে?
উত্তর : আর্থিক ঘটনা বা লেনদেনের বিপরীতে লিখিত কোন ডকুমেন্টসকেই প্রামাণ্য দলিল বলে।

২৩. নিরীক্ষা কর্মসূচি কী?
উত্তর : নিরীক্ষা কাজে নিয়োজিত কর্মচারীগণ কে কি কাজ করবেন, কোন সময়ে কাজ শেষ করতে হবে এবং আর্থিক বিবরণীতে প্রতিটি লেনদেন কি পদ্ধতিতে যাচাই করা হবে। ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত লিখিত নির্দেশনাকে নিরীক্ষা কার্যসূচি বলা হয়।

২৪. বিশ্লেষণাত্মক কার্যপ্রণালির উদ্দেশ্য কী?
উত্তর : বিশ্লেষণাত্মক কার্যপ্রণালির উদ্দেশ্য হলো পরিকল্পনা গ্রহণে সহায়তা, সাক্ষ্যপ্রমাণ হিসেবে উপস্থাপন, বাস্তব কার্যপ্রণালি হিসেবে কাজ সম্পাদন ইত্যাদি।

২৫. সম্পত্তির অস্তিত্ব যাচাই বলতে কী বুঝ?
উত্তর : অস্তিত্ব নিরূপণ অর্থ সত্যতা প্রমাণ অথবা সত্য বলে অনুমোদন। বছর শেষে প্রতিষ্ঠানের উদ্বৃত্তপত্রে প্রদর্শিত সম্পত্তির অস্তিত্ব প্রকৃতই আছে কী না এবং সম্পত্তিগুলো প্রকৃতই কারবারের দখলে আছে কী না এ সংক্রান্ত পরীক্ষা কাজকে সম্পত্তির অস্তিত্ব যাচাইকরণ বলে।

২৬. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কী?
অথবা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে কী বুঝ?
উত্তর : কোনো প্রতিষ্ঠান আর্থিক, প্রশাসনিক ও সাংগঠনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বলা হয়।

২৭. অভ্যন্তরীণ নিরীক্ষা কী?
উত্তর : কোনো প্রতিষ্ঠান আর্থিক, প্রশাসনিক ও সাংগঠনিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে তাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলা হয়।

২৮. নিরীক্ষা প্রক্রিয়া কী?
উত্তর : নিরীক্ষা কার্য সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত সার্বিক কর্মকাণ্ডের সামষ্টিক রূপই হলো নিরীক্ষা প্রক্রিয়া।

২৯. নিরীক্ষা কার্যসূচি কী?
উত্তর : নিরীক্ষা কার্যসূচি হলো মক্কেলের আর্থিক বিবরণীগুলোর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পদ্ধতিগুলোর একটি রূপরেখা।

৩০. নিরীক্ষা প্রণালি বলতে কী বুঝায়?
উত্তর : নিরীক্ষা কাজ শুরুর পর হতে শেষ পর্যন্ত ব্যবহৃত পদ্ধতিকে নিরীক্ষা প্রণালি বলে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

নিরীক্ষা ও নিশ্চয়তা অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. নিরীক্ষার সংজ্ঞা দাও।
অথবা, নিরীক্ষা বলতে কী বুঝ?
২. “নিরীক্ষক হিসাবরক্ষক নন”-ব্যাখ্যা কর।
৩. “নিরীক্ষক বিমাকারী নন।” – ব্যাখ্যা কর।
৪. নিয়মমাফিক পরীক্ষা এবং নমুনা পরীক্ষার মধ্যে পার্থক্য কী কী?
অথবা, নিয়মমাফিক পরীক্ষা ও নমুনা পরীক্ষার মধ্যে পার্থক্য লেখ।

৫. আন্তর্জাতিক নিরীক্ষা মান বলতে কী বুঝ?
৬. BSEC এর প্রধান কাজ বর্ণনা কর।
৭. নিরীক্ষক কেন শর্ত সাপেক্ষ প্রতিবেদন তৈরি করেন?
অথবা, কোন কোন ক্ষেত্রে শর্তসাপেক্ষ প্রতিবেদন তৈরি করা হয় বর্ণনা কর।
৮. নিরীক্ষা প্রতিবেদনের প্রকারভেদ বর্ণনা কর।
অথবা, নিরীক্ষা প্রতিবেদনের প্রকারভেদ আলোচনা কর।

৯. “লেনদেনের সত্যতা যাচাইকরণ নিরীক্ষার সারবস্তু।” –ব্যাখ্যা কর।
১০. নিরীক্ষকের ফৌজদারি দায় সম্পর্কে লেখ।
১১. ভুলের সংজ্ঞা দাও।
অথবা, ভুল বলতে কী বুঝায়?
১২. আত্মসাৎ ও হিসাবের কারচুপির মধ্যে পার্থক্য লেখ।
অথবা, আত্মসাৎ ও কারচুপির মধ্যে পার্থক্য দেখাও।

১৩. নিম্নলিখিত লেনদেনগুলোর সত্যতা কীভাবে যাচাই করবে?
(i) নগদ প্রদান; (ii) সম্ভাব্য দায়।
১৪. বিভিন্ন প্রকার ভুলের শ্রেণিবিভাগ আলোচনা কর।
১৫. নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের পদ্ধতি আলোচনা কর।
১৬. একটি উত্তম নিরীক্ষা পরিকল্পনার উপাদানসমূহ কী কী?
১৭. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো কী কী?

১৮. অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা ও অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পার্থক্য দেখাও।
১৯. সম্ভাব্য দায়ের সংজ্ঞা দাও।
অথবা, সম্ভাব্য দায় বলতে কী বুঝ?
২০. আর্থিক বিবরণীতে সম্ভাব্য দায়ের প্রভাব লেখ।

Suggestion Honors 3rd year Audit and assurance 2024

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১. নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য বর্ণনা কর।
২. হিসাবসংক্রান্ত তদন্ত ও হিসাব পরীক্ষার মধ্যে পার্থক্য লেখ।
৩. “হিসাববিজ্ঞানের কাজ যেখানে শেষ, নিরীক্ষার কাজ যেখানে শুরু” — ব্যাখ্যা কর।
৪. নিরীক্ষা পেশায় বাংলাদেশ সিকিউরিটিস কমিশনের ভূমিকা আলোচনা কর।
৫. কোম্পানির নিরীক্ষকের অধিকার বর্ণনা কর।

৬. নিরীক্ষা প্রতিবেদনের গুরুত্ব বর্ণনা কর।
৭. নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু বর্ণনা কর।
৮. নিরীক্ষকের দেওয়ানী দায় ও ফৌজদারী দায়ের পার্থক্য বর্ণনা কর।
৯. একজন নিরীক্ষকের দেওয়ানি ও ফৌজদারি দায়ের পার্থক্য নির্ণয় কর।
১০. ভুল ও জুয়াচুরির শ্রেণিবিভাগসমূহ আলোচনা কর।
১১. কোম্পানি নিরীক্ষকের নিয়োগ কীভাবে করা হয়?

১২. কোম্পানি নিরীক্ষকের বিভিন্ন প্রকার দায় বর্ণনা কর।
১৩. কোম্পানির নিরীক্ষের নিয়োগ প্রক্রিয়া উল্লেখ কর।
১৪. নিরীক্ষা কার্যপত্রের উদ্দেশ্যাবলি আলোচনা কর।
১৫. অভ্যন্তরীণ নিরীক্ষা বলতে কী বুঝ? অভ্যন্তরীণ নিরীক্ষার উদ্দেশ্য বর্ণনা কর।

১৬. অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার সুবিধা বর্ণনা কর।
১৭. অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার নিরীক্ষকের কর্তব্য কী?
১৮. “লেনদেনের সত্যতা যাচাইকরণ নিরীক্ষার সারবস্তু” –উক্তিটি ব্যাখ্যা কর।
১৯. নিরীক্ষা কার্যসূচি ও নিরীক্ষা নোট বইয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অথবা, নিরীক্ষা কার্যপ্রণালি ও নিরীক্ষা যাচাইয়ের মধ্যে সম্পর্ক দেখাও।
২০. আর্থিক বিবরণী পরবর্তী ঘটনার জন্য নিরীক্ষকের দায় দায়িত্বগুলো কী?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

AVvXsEjVybPGHX2g4lTTF237qchdq7RJkeSkVTXNEyWcx9jpHeY 77tiNzPgoBvkZhj9s9xk
AVvXsEjc2Wq6SQW IxYM8gArlQnY6e23l4S7mNtCj tkWoZcKsWtQ8i0RZDpHncszse2BfWG6hLGTqoaNzb SECgIGmYabviQLNUZ1n9JLJw1pYyH7SkUoJn6j4pNGeodnaCVLCl e6mavt7tR3rIRxMlFExIx6UqZUbN6Dtf PUlynYuBtBEpE TX3H306yfg
short suggestion Honors 3rd year Audit and assurance 2024
AVvXsEiWYSG62YznHsMO2x0vDshaovLGa3 VxHKIxU5nsZ ccLpMt5XUnDosTpWpn4xIbmguzZIw5xPsImT8mKFUQIXvrje3i35t f49Ey6JDB0gAM2bnErvufgbIJgDOjQkTxqGKsl t01B bzOGjA HgiymbLJiXbnExHabAghAO nNkAYo4CeTQRcc5J3aw

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

AVvXsEjEHMFI

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

AVvXsEhUadsDWGoa2IeoT032KK95LbBifWtVKLyUNrVz30qaMKyMwa6MfYcjgGpqnvbo IBXHSCJKtILK2fRgk8WypsO8nKhcS WmH9Nq4NxaiaGmCbcyT4GS

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের নিরীক্ষা ও নিশ্চয়তা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন

AVvXsEidLoKfhwa7jgfK KmBx5wXf ALevck7AkMRAlI0 yyNI42dkPI1RLGuxjL 7dtWknT b nA6FH4C2CLLBwp W ealgszlZiSn43F0
AVvXsEirkrS9EqDvF2afKJajh9aDK B74If99KzdRuRqkLYI42grlPeF YK9IAsnv3qEH5sZ283RatomuwhiZ2MZQmV9vKEfXBHLOTU8GesujgHZdw

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Audit and assurance Suggestion 2024,নিরীক্ষা ও নিশ্চয়তা চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment