Honors 2nd Year Political Organization and The Political System of UK and USA Suggestion

Honors 2nd Year Political Organization and The Political System of UK and USA Suggestion 2024

Honors 2nd Year Political Organization and The Political System of UK and USA Suggestion,Political Organization and The Political System of UK and USA Suggestion PDF,Honors Political Organization and The Political System of UK and USA Suggestion,
Political Organization and The Political System of UK and USA Honors 2nd Year Exam Suggestion PDF

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা (Political Organization and The Political System of UK and USA) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 221909
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা, অনার্স ২য় বর্ষের রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ব্যতিক্রম সাজেশন pdf

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. Constitution is the way of life the state has chosen for itslf. উক্তিটি কার?
উত্তর: Constitution is the way of life the state has chosen for itslf. উক্তিটি এরিস্টটল।

২. সংবিধানের ৩টি উৎসের নাম লেখ।
উত্তর: সংবিধানের ৩টি উৎসের নাম হল: ১. প্রথা সনদ, ২. প্রচলিত রীতিনীতি, ৩. বিধিবদ্ধ আইন।

৩. ম্যাগনাকার্টা বা মহাসনদ সাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ম্যাগনাকার্টা বা মহাসনদ সাক্ষরিত হয় ১২১৫ সালে।

৪. Modern Constitution বইটির লেখক কে?
উত্তর: Modern Constitution বইটির লেখক ক. ঈ. ডযবধৎব।

৫. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?
উত্তর: পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।

৬. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব।

৭. নাৎসীবাদের জনক কে?
উত্তর: নাৎসীবাদের জনক হিটলার।

৮. ফ্যাসীদের জনক কে?
উত্তর: ফ্যাসীদের জনক মুসোলিনী।

৯. Demos শব্দটির অর্থ কী?
উত্তর: Demos শব্দটির অর্থ জণগণ।

১০. Sovereignty শব্দের উৎস কী?
উত্তর: Sovereignty শব্দের উৎস Superanus.

১১. সরকারের অজ্ঞসমূহ কী কী?
উত্তর: সরকারের অজ্ঞসমূহ হল: ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

১২. জনমতের ৩টি বাহনের নাম লেখ।
উত্তর: জনমতের ৩টি বাহনের নাম হলো- ১. সভাসমিতি, ২. সংবাদপত্র, ৩. রাজনৈতিক দল।

১৩. Voice of the people is the voice of god – উক্তিটি কার?
উত্তর: Voice of the people is the voice of god – উক্তিটি রুশোর।

১৪. ব্রিটিশ সংবিধানের ২টি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ব্রিটিশ সংবিধানের ২টি বৈশিষ্ট্য হলো- ১. অলিখিত এবং ২. সুপরিবর্তনীয়।

১৫. ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কী?
উত্তর: ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম লর্ডসভা।

১৬. ম্যাগনাকার্টা কী?
উত্তর: ম্যাগনাকার্টা হল ব্রিটিশ গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার ভিত্তি।

১৭. কখন ব্রিটিশ পার্লামেন্টে ‘অধিকারের বিল’ প্রণীত হয়?
উত্তর: ১৬৮৯ ব্রিটিশ পার্লামেন্টে ‘অধিকারের বিল’ প্রণীত হয়।

১৮. ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কী?
উত্তর: ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম লর্ডসভার প্রিভি কাউন্সিল।

১৯. ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম থেরেসা মে।

২০. ব্রিটিশ আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর: ব্রিটিশ আইনসভা দুই কক্ষ বিশিষ্ট।

২১. লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: লর্ডসভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যাান্সেলর।

২২. কত খ্রিষ্টাব্দে মার্কিন সংবিধান রচিত ও গৃহীত হয়?
উত্তর: ১৮৮৭ খ্রিষ্টাব্দে মার্কিন সংবিধান রচিত ও গৃহীত হয়

২৩. মার্কিন যুক্তরাষ্টের অঙ্গরাষ্ট্র কয়টি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্টের অঙ্গরাষ্ট্র ৫০টি।

২৪. মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বচিত হন?
উত্তর: মার্কিন রাষ্ট্রপতি জণগণের প্রত্যক্ষ ভোটে নির্বচিত এর সদস্যদের ভোটে পরোক্ষভাবে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২৫. মার্কিন যুক্তরাষ্টের বতৃমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্টের বতৃমান রাষ্ট্রপতির নাম ডোনাল্ড ট্রাম্প।

২৬. ভেটো কী?
উত্তর: ভেটো অর্থ হলো ‘আমি ইহা মানি না’ বা ‘মানি না’। অর্থাৎ ভেটো হলো আইনসভার কোনো বিল বা প্রস্তাবকে রহিত করার পদ্ধতি।

২৭. কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী?
উত্তর: কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট।

২৮. মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: মার্কিন সিনেটের সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন।

২৯. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম রিপাবলিকান পার্টি।

৩০. মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক কে?
উত্তর: মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক হলো মার্কিন সুপ্রিম কোর্ট।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. সংবিধানের সংজ্ঞা দাও?
২. সাংবিধানিক সরকার কী?
৩. এরিস্টটল কীভাবে সরকারের শেণিবিভাগ করেছেন?
৪. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝায়?

৫. গণতন্ত্রের সফলতার শর্তাবলি কী কী ? সংক্ষেপে লেখ।
৬. গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা কর।
৭. ‘‘ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, বাঞ্ছনীয়ও নয়।’’- ব্যাখ্যা কর।
৮. নির্বাচকমন্ডলী কী?

৯. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝ?
১০. আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর?
১১. রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কী কী?
১২. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?

১৩. জনমতের মাধ্যমগুলেঅ আলোচনা কর।
১৪. ব্রিটিশ সংবিধানের উৎসমূহ কী.
১৫. প্রথা কী?
১৬. ব্রিটিশ প্রথা কত প্রকার ও কী কী?

১৭. সাংবিধানিক আইন কাকে বলে?
১৮. মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণের গুরুত্ব কী?
১৯. ইলেক্টোরাল কলেজ কী?
২০. সিনেটের সৌজন্য বলতে কী বুঝায়?

২১. মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন?
২২. মার্কিন যুক্তরাষ্ট্রে Spoil System কী?

চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা 2024

গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর।
২. সাংবিধানিক সরকারের সংজ্ঞা দাও? সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৩. মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে? এ সরকারের দোষ-গুণ আলোচনা কর।
৪. যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পূর্বশর্ত আলোচনা কর।

৫. ‘‘ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, বাঞ্ছনীয়ও নয়।’’ ব্যাখ্যা কর।
৬. নির্বাচকমন্ডলীর সংজ্ঞা দাও? আধুনিক রাষ্ট্রে নির্বাচকমন্ডলীর ভূমিকা আলোচনা কর।
৭. নির্বাচকমন্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলার কারণসমূহ আলোচনা কর।
৮. বিরোধী দল কাকে বলে? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।

৯. ব্রিটিশ সংবিধানের উৎসমূহ আলোচনা কর।
১০. প্রথা বলতে কী বুঝ? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা কেন মান্য করা হয়?
১১. ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১২. কমন্সসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৩. ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর।
১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি’র প্রয়োগের কার্যকারিতা বর্ণানা কর।
১৬. ব্রিটেন ও মার্কিন সংবিধানের মধ্যে তুলনামূলক আলোচনা কর।

১৭. জাতীয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা লেখ।
১৮. ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলির তুলনামূলক আলোচনা কর।
১৯. ব্রিটেনের কমন্সসভা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
২০. মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রেক্ষাপটে বিচার বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা কর।

Honors 2nd Year Political Organization and The Political System of UK and USA Suggestion 2024

সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন

১. কেবিনেট একনায়কত্ব কী?
২. উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলাে লিখ।
৩. “রাজা কোনাে অন্যায় করতে পারে না”- ব্যাখ্যা কর।
৪. গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও
৫. সিনেটের সৌজন্য বলতে কী বুঝ? অথবা, মার্কিন সিনেটের সৌজন্যবিধি বলত কী বুঝ?
৬. ব্রিটেনের সাংবিধানিক রীতিগুলাে কি কি?
৭. চাপসৃষ্টিকারী গােষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কী?
৮. মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা স্বতন্ত্রীকরনের গুরুত্ব ব্যাখ্যা কর
৯. মার্কিন যুক্তরাষ্ট্রের “Spoil system” কী?
১০.রাজকীয় বিশেষাধিকার বলতে কী বুঝ?
১১.সাংবিধানিক আইন কাকে বলে?
১২. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য লিখ।
১৩. মার্কিন সিনেটকে পৃথিবীর শক্তিশালী কক্ষ বলা হয় কেন?

১ম অধ্যায়

১. সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
অথবা, বাংলাদেশের সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যগুলাে বর্ণনা কর।
অথবা, শাসনতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য আলােচনা কর। অথবা, শাসনতান্ত্রিক সরকারের বিশেষত্বসমূহ কী কী?

২য় অধ্যায়

২. গণতন্দ্র সফলতার শর্তসমূহ আলােচনা কর।
অথবা, গনতন্ত্র বলতে কী বুঝ? গনতন্ত্রের সাফল্যের শর্তগুলাে আলােচনা কর
অথবা, একটি গনতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের শর্তগুলো আলােচনা কর।
অথবা, কিভাবে গনতান্ত্রিক ব্যবস্থাকে সফল করা যায়?

৩য় অধ্যায়

৩. সংসদীয় সরকার কাকে বলে? সংসদীয় সরকারের দোষ-গুন আলােচনা কর
অথবা, মন্ত্রিপরিষদ শসিত সরকার কাঁকে বলে? এ সরকারের দোষ-গুন আলােচনা কর
অথবা, মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকারের দোষ-সমূহ আলােচনা কর।

৪. যুক্তরাষ্ট্রীয় সরকারের ব্যবস্থা বিরল ,কেননা এর পূর্বশর্ত অনেক-হুইয়ারের উক্তিটি ব্যাখ্যা কর।

অথবা, যুদ্ধরাষ্ট্রীয় সরকারের পূর্বশর্তগুলাে ব্যাখ্যা কর। অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলি আলােচনা কর।
অথবা, “যুক্তরাষ্ট্রীয় সরকার বিরল কারণ এর পূর্বশর্ত অনেক”-উক্তিটি আলােচনা কর ।
অথবা, সরকার ব্যবস্থাকে কিভাবে সফল করা যায়? আলােচনা কর।

৪র্থ অধ্যায়

৫. আইনসভার ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর।
অথবা, আধুনিক রাষ্ট্রে আইনসভার ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর।
অথবা, আধুনিক রাষ্ট্রের আইনসভা কী কী কার্যাবলি সম্পাদন করে?

৬. আধুনিককালে আইনসভার ক্ষমতা হাসের কারণসমূহ আলােচনা কর।

অথবা, সাম্প্রতিককালে কেন আইনসভার ক্ষমতা কমছে? আলোচনা কর।

৭. শাসন বিভাগ কি? আধুনিককালে শাসন বিভাগের ক্ষমতা কেন বৃদ্ধি পাচ্ছে?
অথবা, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ লিখ।
অথবা, বর্তমান কালের সরকারের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণগুলাে কী ? আলােচনা কর

৮, বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ? বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়?
অথবা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় আলােচনা কর।
অথবা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরনের উপায়সমূহ ব্যাখ্যা কর।

৫ম অধ্যায়

৯. বিরােধী দল কী? গণতান্ত্রিক রাষ্ট্রে বিরােধী দলের ভূমিকা আলােচনা কর।
অথবা, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরােধী দলের ভূমিকা আলােচনা কর ।

অথবা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরােধী দলের ভূমিকা কী হওয়া উচিত? আলােচনা কর ।

অথবা, আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিরােধী দলের ভূমিকা আলােচনা কর ।

১০.জনমত গঠনের মাধ্যমসমূহ আলােচনা কর।

অথবা, জনমত গঠনের উপাদানসমূহ আলােচনা কর।
অথবা, জনমত গঠনের বাহনগুলাে আলােচনা কর।
অথবা, গণতান্ত্রিক রাষ্ট্রের জনমত গঠনের বাহনগুলাে আলােচনা কর।
অথবা, গণতান্ত্রিক রাষ্ট্রের জনমত গঠনের মাধ্যমগুলাে আলােচনা কর।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর Honors Political Organization and The Political System of UK and USA Suggestion 2024,রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা চূড়ান্ত সাজেশন 2024

৬ষ্ঠ অধ্যায়।

১১. “ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে, তৈরি করা হয়নি”-ব্যাখ্যা কর।
অথবা, ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলােচনা কর।
অথবা, ব্রিটিশ শাসনতন্ত্রের উৎসসমূহ আলােচনা কর।

অথবা, “ব্রিটিশ সংবিধান তৈরি করা হয় নি, এটি গড়ে উঠেছে।”- উক্তিটি পর্যালােচনা কর।

১২. “রাজা রাজত্ব করেন, শাসন করেন না”- ব্যাখ্যা কর।
অথবা, “রাজা রাজত্ব করেন , শাসন করেন না”- ব্রিটেনের রাজা বা রাণীর মতা ও কার্যাবলি প্রসঙ্গে উক্তিটির বিশ্লেষন কর।
অথবা, ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় রাজা বা রানীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

১৩. প্রথা বলতে কী বুঝ? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা কেন মান্য করা হয়
অথবা, প্রথা বলতে কী বুঝ? প্রথা মান্য করার কারনগুলাে আলােচনা কর।

৭ম অধ্যায়

১৪.মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।

১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর ।
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি তুলে ধর। অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও নেতৃত্বের উপাদানগুলাে আলােচনা কর।
অথবা, মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর ।

১৬. ব্রিটেনের কমন্সসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভার মধ্যে তুলনামূলক আলােচনা কর ।
অথবা, ব্রিটেনের কমলসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভার মধ্যে একটি তুলনামূলক আলােচনা কর

১৭.মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রেক্ষাপটে বিচার বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা কর।

১৮, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা কর।
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের ও ব্রিটেনের দলীয় ব্যবস্থার মধ্যে তুলনামুলক আলােচনা কর ।
অথবা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার তুলনামুলক আলােচনা কর।

১৯. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন ,ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর ।
অথবা, মার্কিন কংগ্রেসের মতা ও কার্যাবলি সম্পর্কে আলােচনা কর।
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সীমাবদ্ধতা সম্পর্কে আলােচনা কর।

২০. “ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম”-উক্তিটি ব্যাখ্যা কর।

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: অনার্স ২য় বর্ষের রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা স্পেশাল সাজেশন 2024

Leave a Comment