Honors 2nd Year Muslim Philosophy Suggestion

Advertisement

Honors 2nd Year Muslim Philosophy Suggestion 2024

Honors 2nd Year Muslim Philosophy Suggestion,Muslim Philosophy Suggestion PDF,Honors Muslim Philosophy Suggestion,Muslim Philosophy Honors 2nd Year Exam Suggestion PDF

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
মুসলিম দর্শন (Muslim Philosophy) সুপার সাজেশন
Department of : Philosophy & Other Department
Subject Code: 221703
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

মুসলিম দর্শন অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের মুসলিম দর্শন, অনার্স ২য় বর্ষের মুসলিম দর্শন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন মুসলিম দর্শন সাজেশন

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

Honors Muslim Philosophy Suggestion 2024

ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. কয়েকজন মুসলিম দার্শনিকের নাম লেখ
উত্তর: কয়েকজন মুসলিম দার্শনিক হলেন আল- ফারাবি, ইবনে সিনা, ইমাম গাজালী, রুশদ প্রমুখ।

২. মুসলিম দর্শনের উৎসগুলো কী কী?
উত্তর: মুসলিম দর্শনের উৎসগুলো হল:- কুরআন হাদিস, ইজমা, কিয়াসএবং ইজতিহাদ।

৩. মুসলিম চিন্তাবিদদের চরম সত্য লাভের মূল প্রেরণা কী?
উত্তর: মুসলিম চিন্তাবিদদের চরম সত্য লাভের মূল প্রেরণা কুরআন ও হাদিস।

৪. মুসলিম দর্শনের দুটি রাজনৈতিক সম্প্রদায়ের নাম লেখ।
উত্তর: মুসলিম দর্শনের দুটি রাজনৈতিক সম্প্রদায়ের নাম ১. শিয়া ও ২. সুন্নি।

Advertisement

৫. মুরজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মুরজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা তার নাম আব্দুল্লাহ বিন ওমর।

৬. মুতাকাল্লিমুন কাদেরকে বলা হয়?
উত্তর: মুতাজিলা ও আশারিয়া উভয় সম্প্রদায়কে মুতাকাল্লিমুন বলা হয়।

৭. ‘মুতাজিলা’শব্দের অর্থ কি?
উত্তর: ‘মুতাজিলা’ শব্দের অর্থ দল ত্যাগকারী।

৮. ‘মুরজিয়া’শব্দের অর্থ কী?
উত্তর: ‘মুরজিয়া’ অর্থ স্থগিত করা।

৯. মুরজিয়া সম্প্রদায় কোন শাসকগোষ্ঠীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন?
উত্তর: মুরজিয়া সম্প্রদায় উমাইয়া শাসকগোষ্ঠীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন।

১০. মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো কী কী?
উত্তর: মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো হল- ১. প্রাক ইসলামী চিন্তা ধারা, ২. খ্রিস্টীয় চিন্তা ধারা, ৩. গ্রীক দর্শন ও ৪. পারসিক ভাবধারা।

১১. কাদারিয়া শব্দটির অর্থ কী?
উত্তর: কাদারিয়া শব্দটির অর্থ শক্তি বা ক্ষমতা।

১২. ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী?
উত্তর: ইসলামের স্তম্ভ পাঁচটি। যথা: ১. কালেমা, ২, নামায, ৩. রোযা, ৪. হজ্ব ও ৫. যাকাত।

১৩. জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যাহম বিন সাফওয়ান।

১৪. কাদের মহাজির বলা হয়?
উত্তর: যেসব মুসলমান মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাদেরকে মুহাজির বলা হয়।

১৫. ওয়াসিল বিন আতা কে?
উত্তর:ওয়াসিল বিন আতা মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।

১৬. ওয়াসিল বিন আতা কার শিষ্য?
উত্তর: ওয়াসিল বিন আতা হাসান আল বসরির শিষ্য ছিলেন।

১৭. আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশয়ারী।

১৮. ইখওয়ানুস সাফা রচিত বিশ্বকোষয়ের নাম কী?
উত্তর: ইখওয়ানুস সাফা রচিত বিশ্বকোষয়ের নাম হলো ‘রাসাইল ইখওয়ানুস সাফা।

১৯. ইখওয়ানুস সাফা শব্দের অর্থ কী?
উত্তর: ইখওয়ানুস সাফা শব্দের অর্থ সততার অনুসারী বা পবিত্র ভাতৃসংঘ।

২০. শিয়া সম্প্রদায় বলতে কাদের বোঝায়?
উত্তর: হযরত আলীর সমর্থক দলকে শিয়া নামে অভিহিত করা হয়।

২১. সুফি মতে জ্ঞানের উৎস কী?
উত্তর: সুফি মতে জ্ঞানের উৎস হচ্ছে ইন্দ্রিয়ানুভূতি, প্রজ্ঞা ও অতীন্দ্রিয় অনুভূতি।

২২. সুফি পথপরিক্রমার স্তরগুলো লেখ।
উত্তর: সুফি পথপরিক্রমার গুলো হল- ১. শরীয়ত,২. তরিকত, ৩. মারেফত, ৪. হাকিকত।

Advertisement 2

২৩. শরীয়ত শব্দের অর্থ কী?
উত্তর: শরীয়ত শব্দের অর্থ হল ইসলামের বিধি-বিধান।

২৪. সুফিবাদের ৫টি মূলনীতি লেখ।
উত্তর: সুফিবাদের দুটি মূলনীতি হলো- ১. তাওবা (অনুতাপ) ২. তাওয়াক্কুল (নির্ভরশীলতা),৩. পরিবর্জন, ৪. শবর (ধৈর্য) ও ৫. আত্মসমর্পণ।

২৫. খারিজি শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর: খারিজি শব্দের আভিধানিক অর্থ ভিন্নমত পোষণকারী, ভিন্ন মতাবলম্বী, দলত্যাগী ইত্যাদি।

২৬.’The spirit of Islam’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The spirit of Islam’ গ্রন্থের রচয়িতা সৈয়দ আমীর আলী।

২৭. ‘তাহাফাতুল ফালাসিফা’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘তাহাফাতুল ফালাসিফা’ গ্রন্থটির লেখক ইমাম গাজালী।

২৮. ‘আরব দার্শনিক’বলা হয় কাকে?
উত্তর: ‘আরব দার্শনিক’ বলা হয় আল কিন্দিকে।

২৯. আশারিয়াদের মতে কুরআন কি সৃষ্ট?
উত্তর: কুরআন চিরন্তন এর প্রত্যেক অংশেই চিরন্তন ও শাশ্বত এটি আল্লাহর বাণী কাজেই এটির সৃষ্ট নয়

৩০. মুসলিম আইনে নারীর মর্যাদা গুলো লেখ।
উত্তর: মুসলিম আইনে নারীর মর্যাদা গুলো হল কন্যা সন্তানের মর্যাদা, বিয়ের ক্ষেত্রে মর্যাদা, স্ত্রী মর্যাদা, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে মর্যাদা ও উত্তরাধিকার।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Muslim Philosophy Suggestion PDF 2024

খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. মুসলিম দর্শন কী?
২. মুসলিম দর্শনের প্রকৃতি কী? সংক্ষেপে ব্যাখ্যা কর।
৩. মুরজিয়া সম্প্রদায়ের পরিচয় দাও।
৪. সুন্নি কারা।

৫. সুফিবাদ ও গোড়া মুসলমানদের মধ্যে পার্থক্য কী?
৬. মুরজিয়া সম্প্রদায়ের ধর্মীয় মত আলোচনা কর।
৭. আল্লাহর গুণাবলী সম্পর্কে সিফাতিয়া সম্প্রদায়ের মত কি।
৮.আল্লাহর গুণাবলী সম্পর্কে আশারিয়াতের মত ব্যাখ্যা কর।

৯.জাবারিয়া সম্প্রদায় বলতে কী বোঝ?
১০. মুতাজিলা কারা?
১১. মুতাজিলাদের প্রধান পাঁচটি মতবাদ আলোচনা কর।
১২. ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মুতাজিলাদের মতবাদ কি।

১৩. কুরআনের সৃষ্টি সম্পর্কে আশারিয়াদের মতবাদ মূল্যায়ন কর।
১৪. ফানা ও বাকা সম্পর্কে সুফি মতবাদ ব্যাখ্যা কর।
১৫. ইসলাম ও আধুনিক বিজ্ঞানের সম্পর্ক তুলে ধর।
১৬. সুফি শব্দের অর্থ কী?

১৭. সুফিবাদের বৈশিষ্ট্য কী কী?
১৮. ইখওয়ানুস সাফা সম্পর্কে লেখ।
১৯. ইসলাম কি?
২০. ইসলামে নারীর অধিকার গুলো কি?

Advertisement 2

PDF Download মুসলিম দর্শন অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. মুসলিম দর্শনের বাহ্যিক উৎসসমূহ আলোচনা কর।
২. মুসলিম দর্শনের উৎসগুলো আলোচনা কর।
৩. মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত আপত্তিগুলো খণ্ডন কর।
৪. ইসলামে বিভিন্ন চিন্তাগোষ্ঠীর আবির্ভাবের কারণগুলো আলোচনা কর।

৫. মুসলিম দর্শনে দার্শনিক সম্প্রদায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
৬. সুন্নি কারা? চারটি মাযহাবের বর্ণনা দাও।
৭. ধর্মতাত্ত্বিক বিষয়ে শিয়া ও সুন্নিদের মতপার্থক্যগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা কর।
৮. মর্জিয়া কারা? তাদের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দাও।

৯. খারিজি মতবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১০. ইচ্ছার স্বাধীনতা কী? ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়ি ও কাদারিয়া মতবাদের ব্যাখ্যা দাও।
১১. কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয়? ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে কাদারিয়া মত মতামত আলোচনা কর।
১২. খারিজি সম্প্রদায়ের ধর্মীয় রাজনৈতিক মতবাদসমূহ আলোচনা কর।

১৩. আল্লাহর একত্ব গুণাবলী সম্পর্কে মুতাজিলাদের মতবাদ আলোচনা কর।
১৪. মুতাজিলারা নিজেদের আল্লাহর একত্ব ও ন্যায়বিচারের ধারক বলে মনে করেন কেন?
১৫. ইখওয়ানুস সাফা সম্প্রদায়ের বিভিন্ন মতবাদসমূহ আলোচনা কর।
১৬. চিকিৎসাবিজ্ঞানে মুসলমানদের অবদান পর্যালোচনা কর।

Advertisement 4

১৭. সুফিবাদ কী? সুফিবাদের উৎসগুলো আলোচনা কর।
১৮. ইসলামে নারীদের অধিকারগুলো কী? আলোচনা কর।
১৯. ইসলাম কাকে বলে? ইসলামের মূলভিত্ত (পঞ্চস্তম্ভ) সমূহ আলোচনা কর।
২০. সুফিবাদ কী? সুফিপথ পরিক্রমা বর্ণনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ক বিভাগ

  • কয়েকজন মুসলিম দার্শনিকের নাম লেখ 
  • মুসলিম দর্শনের উৎসগুলো কী কী 
  • মুসলিম চিন্তাবিদের চরম সত্য লাভের মূল প্রেরণা কী 
  • মুসলিম দর্শনে দুটি রাজনৈতিক সম্প্রদায়ের নাম লেখ 
  • মুরজিয়া সম্প্রাদায়ের প্রতিষ্ঠাতা কে 
  • মুতাকাল্লিমুন কাদেরকে বলা হয়
  • মুতাজিলা শব্দের অর্থ কী 
  • মুরজিয়া শব্দের অর্থ কী 
  • মুরজিয়া সম্প্রদায় কোন শাসক গোষ্ঠীর  পৃষ্ঠপোষকতার লাভ করেছিলেন 
  • মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো কী কী 
  • কাদারিয়া শব্দটির অর্থ কী 
  • ইসসামের স্তম্ভ কয়টি ও কী কী 
  • জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে 
  • কাদের মুহাজিব বলা হয় 
  • ওয়াসিল বিন আতা কে 
  • ওয়াসিল বিন আতা কার শিষ্য 
  • আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে 
  • ইখওয়ানুস সাফা রচিত বিশ্বকোষের নাম কি 
  • শিয়া সম্প্রদায় বলতে কাদের বুঝায় 
  • সুফি মতে জ্ঞানের উৎস কী 
  • শরিয়ত শব্দের অর্থ কী 
  • সুফিবাদের দুটি মূলনীতি লেখ 
  • খারিজী শব্দের আভিধানীক অর্থ কী 
  • The Spirit of islam গ্রন্হের রচয়িতা কে 
  • তাহাফাতুল ফালাসিফা গ্রন্হটির লেখক কে 
  • আরব দার্শনিক বলা হয় কাকে 
  • আশারিয়াদের মতে কুরআন কি সৃষ্ট
  • মুসলিম আইনে নারীর মর্যদাগুলো লেখ 
Honors 2nd Year Muslim Philosophy Suggestion 2024

খ বিভাগ 

  • মুসলিম দর্শন কি 
  • মুসলিম দর্শনের প্রকৃতি কী? সংক্ষেপে ব্যাখ্যা কর
  • মুরজিয়া সম্প্রদায়ের পরিচয় দাও
  • সুন্নি কারা 
  • সুফিবাদ ও গোঁড়া মুসলমানদের মধ্যে পার্থক্য কী 
  • মুরজিয়া সম্প্রদায়ের ধর্মীয় মত আলোচনা কর
  • আল্লাহুর গুণাবলি  সম্পর্কে সিফাতিয়া সম্প্রদায়ের মত কী 
  • আল্লাহুর গুণাবলি সম্পর্কে আশারিয়াদের মত ব্যাখ্যা কর 
  • জাবারিয়া সম্প্রদায়  বলতে কী বুঝ 
  • মুতাজিলা কারা 
  • মুতাজিলাদের প্রধান  পাঁচটি মতবাদ আলোচনা কর 
  • ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মুতাজিলাদের মতবাদ কী 
  • কুরআনের সৃষ্টি সম্পর্কে আশারিয়াদের মতবাদ মূল্যায়ন কর
  • ফানা ও বাকা সম্পর্কে সুফি মতবাদ ব্যাখ্যা কর
  • ইসলাম ও আধুনীক বিজ্ঞানের সম্পর্ক তুলে ধর 
  • সুফি শব্দের অর্থ কী 
  • সুফিবাদের বৈশিষ্ট্য কী কী 
  • ইখওয়ানুস সাফা সম্পর্কে লেখ 
  • ইসলাম কী 
  • ইসলামে নারীর অধিকার গুলো কী 

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের মুসলিম দর্শন পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ মুসলিম দর্শন সাজেশন

গ বিভাগ 

  • মুসলিম দর্শনের বাহ্যিক উৎসসমূহ আলোচনা কর
  • মুসলিম দর্শনের উৎসগুলো আলোচনা কর
  • মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উস্হাপিত আপওিগুলো খন্ডন কর
  • ইসলামে বিভিন্ন চিন্তাগোষ্ঠির আর্বিভাবের কারণগুলো আলোচনা কর 
  • মুসলিম দর্শনে দার্শনিক সম্প্রদায়ের উৎপওি ও ক্রমবিকাশ আলোচনা কর
  • সুন্নি কারা?  চারটি সুন্নি মাযহাবের বর্ণনা দাও
  • ধর্ম তাও্বিক বিষয়ে শিয়া ও সুন্নিদের মতপার্থক্য গুলো বিস্তারিত ভাবে ব্যাখ্যা কর
  • মুরজিয়া কারা? তাদের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দাও
  • খারিজি মতবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর
  • ইচ্ছার স্বাধীনতা কী? ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাদারিয়া মতবাদের ব্যাখ্যা দাও
  • কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয় ৷ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে কাদারিয়া মতামত আলোচনা কর
  • খারিজি সম্প্রদায়ের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ সমূহ আলোচনা কর
  • আল্লাহুর একত্ববাদ ও গুণাবলি সম্পর্কে মুতাজিলাবাদের মতবাদ আলোচনা কর
  • মুতাজিলারা নিজেদের আল্লাহুর একত্ব ও ন্যায় বিচারের ধারক বলে মনে করেন কেন 
  • ইখওয়ানুস সাফা সম্প্রদায়ের বিভিন্ন মতবাদসমূহ আলোচনা কর 
  • সুফিবাদ কী? সুফিপথ পরিক্রমা বর্ণনা কর
  • চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান পর্যালোচনা কর
  • সুফিবাদ কী? সুফিবাদের উৎসগুলো আলোচনা কর 
  • ইসলামে নারীর অধিকার গুলো কী? আলোচনা কর
  • ইসলাম কাকে বলে? ইসলামের মূলভিওি সমূহ আলোচনা কর 

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Muslim Philosophy Suggestion 2024,মুসলিম দর্শন চূড়ান্ত সাজেশন 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment