Honors 2nd Year History of Ancient Civilization Suggestion

Advertisement

Honors 2nd Year History of Ancient Civilization Suggestion 2024

Honors 2nd Year History of Ancient Civilization Suggestion, History of Ancient Civilization Suggestion PDF, Honors History of Ancient Civilization Suggestion,History of Ancient Civilization Honors 2nd Year Exam Suggestion PDF

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
প্রাচীন সভ্যতার ইতিহাস (History of Ancient Civilization) সুপার সাজেশন
Department of : History & Other Department
Subject Code: 221505
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

প্রাচীন সভ্যতার ইতিহাস অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের প্রাচীন সভ্যতার ইতিহাস, অনার্স ২য় বর্ষের প্রাচীন সভ্যতার ইতিহাস ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন,

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

History of Ancient Civilization Suggestion PDF 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. কোন ল্যাটিন শব্দ থেকে Civilization শব্দটির উৎপত্তি হয়েছে?
উত্তর : ল্যাটিন শব্দ Civitas থেকে উৎপত্তি হয়েছে।

২. Homo Sapiens এর অর্থ কী?
উত্তর : Homo Sapiens এর অর্থ ‘আধুনিক মানুষ’ ।

৩. নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ‘ভি.গর্ডন চাইল্ড’ ।

Advertisement

৪. প্রাচীন মিশরের রাজাদের উপাধি কি ছিল?
উত্তর : প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ‘ফারাও বা ফেরাউন’ ।

৫. হায়ারোগ্লিফিক কী?
উত্তর : মিশরীয়দের হচ্ছে লিখনপদ্ধতি।

৬. মেসোপটেমিয়ায় প্রথম কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর : মেসোপটেমিয়ায় প্রথম ‘সুমেরীয় সভ্যতা’ গড়ে উঠেছিল ।

৭. সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা হচ্ছে ‘রাজা ডুঙ্গি’ ।

৮. বর্ণমালা আবিষ্কার করে কারা?
উত্তর : বর্ণমালা আবিষ্কার করে ‘ফিনিশীয়রা’ ।

৯. ‘হেলেনিস্টিক সভ্যতা’ কোথায় গড়ে উঠেছিল?
উত্তর : ‘হেলেনিস্টিক সভ্যতা’ গ্রিসে গড়ে উঠেছিল।

১০. ‘প্রতিকূলতা ও মোকাবিলা’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ‘প্রতিকূলতা ও মোকাবিলা’ তত্ত্বের প্রবক্তা হলেন আরনল্ড জে.টয়েনবি।

১১. ‘ইলিয়ড ও ওডেসি’ কে রচনা করেন?
উত্তর : ‘ইলিয়ড ও ওডেসি’ গ্রিক কবি হোমার রচনা করেন ।

১২. জুলিয়াস সিজার কে ছিলেন?
উত্তর : জুলিয়াস সিজার ছিলেন ‘রোমান সম্রাট’ ।

১৩. Pre- historic age- এর অর্থ কী?
উত্তর : Pre- historic age- এর অর্থ ‘প্রাগৈতিহাসিক যুগ’ ।

১৪. ‘Eolithic Age’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Eolithic Age’ শব্দের অর্থ ‘প্রস্তর পূর্ব’ যুগ।

১৫. আধুনিক নগর সভ্যতার ভিত্তি তৈরি হয় কোন যুগে?
উত্তর : আধুনিক নগর সভ্যতার ভিত্তি তৈরি হয় ‘সিন্ধু সভ্যতার যুগে’ ।

১৬. A Study of History’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : A Study of History’ গ্রন্থটির রচয়িতা ‘আরনল্ড জে টয়েনবি’ ।

১৭. Man Makes Himself’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : Man Makes Himself’ গ্রন্থটি রচনা করেন ‘ভি. গর্ডন চাইল্ড’ ।

১৮. কারা চান্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেছিল?
উত্তর : ‘মিশরীয়রা’ চান্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেছিল।

১৯. কাদেরকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়?
উত্তর : মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়।

২০. কাদের ‘নব্য ব্যাবিলনীয়’ বলা হয়ে থাকে?
উত্তর : ‘এসিরীয়দের’ নব্য ব্যাবিলনীয় বলা হয়ে থাকে।

২১. পার্সিপোলিস প্রাসাদ কে নির্মাণ করেন?
উত্তর : পার্সিপোলিস প্রাসাদ ‘দারিয়াস দ্য গ্রেট’ নির্মাণ করেছিলেন।

Advertisement 2

২২. ‘এল (EL)’ কীসের দেবতা ছিলেন? 
উত্তর : ‘এল (EL)’ ইহুদিদের নির্দিষ্ট গোত্রের বা এলাকার রক্ষক ছিলেন।

২৩. হোমার কে ছিলেন?
উত্তর : হোমার ‘গ্রিক কবি’ ছিলেন।

২৪. ‘ইলিয়ড ও ওডিসি’ কে রচনা করেন?
উত্তর : ‘ইলিয়ড ও ওডিসি’ রচনা করেন গ্রিক কবি হোমার।

২৫. কৃষির আবিষ্কার হয় কোন যুগে?
উত্তর : কৃষির আবিষ্কার হয় ‘নবোপলীয় যুগে’ ।

২৬. সাইরাস কে ছিলেন?
উত্তর :সাইরাস ‘পারসিক সম্রাট’ ছিলেন।

২৭. প্রাচীন মিশরীয় রাজাদের কি বলা হতো?
উত্তর : প্রাচীন মিশরীয় রাজাদের ‘ফারাও বা ফেরাউন’ ।

২৮. ‘লিপইয়ার’ প্রথম কারা আবিষ্কার করে?
উত্তর : ‘লিপইয়ার’ প্রথম মিশরীয়রা আবিষ্কার করে।

২৯. সুমেরীয় লিখন পদ্ধতির নাম কি?
উত্তর : সুমেরীয় লিখন পদ্ধতির নাম ‘কিউনিফরম’ ।

৩০. গিলগামেশ কি?
উত্তর : গিলগামেশ হচ্ছে ‘সুমেরীয়দের মহাকাব্য’ ।

৩১. ‘জরথুস্ত্রবাদ’ কি?
উত্তর : ‘জরথুস্ত্রবাদ’ হচ্ছে পারসিকদের ধর্মীয় মতবাদ।

৩২. হিব্রু শব্দের অর্থ কি?
উত্তর : হিব্রু শব্দের অর্থ ‘দস্যু বা ভাড়াটিয়া সৈন্য’ ।

৩৩. কোন নদীকে “চীনের দুঃখ” বলা হয়?
উত্তর : হোয়াংহো নদীকে “চীনের দুঃখ” বলা হয়।

৩৪. তাওবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : তাওবাদের প্রতিষ্ঠাতা ছিলেন ‘চীনা দার্শনিক লাওৎসে’ ।

৩৫. ‘পেরিক্লিস’ কে ছিলেন?
উত্তর : ‘পেরিক্লিস’ এথেনীয় সাম্রাজ্যের সর্বাপেক্ষা শক্তিশালী শাসক ছিলেন।

৩৬. কার শাসনামলে রোমে খ্রিষ্টধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা লাভ করে?
উত্তর : ৩৯৫ খ্রিষ্টাব্দে সম্রাট প্রথম থিওডোসিয়াসের শাসনামলে রোমে খ্রিষ্টধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা লাভ করে।

৩৭. ‘গিলগামেশ’ কী?
উত্তর : ‘গিলগামেশ’ হচ্ছে সুমেরীয়দের মহাকাব্য।

৩৮. ‘প্রতিবন্ধকূলতা ও মোকাবেলা’ তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর : ‘প্রতিবন্ধকূলতা ও মোকাবেলা’ তত্ত্বটি আরনল্ড জে.টয়েনবি প্রদান করেন।

৩৯. প্রথম শূন্যের ব্যবহার কারা করেন?
উত্তর : প্রথম শূন্যের ব্যবহার ‘সুমেরীয়রা’ করেন।

Advertisement 4

৪০. ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
উত্তর : ব্যাবিলনের শূন্য উদ্যান ‘সম্রাট নেবুচাদনেজার’ নির্মাণ করেন।

৪১. ‘Fertile Crescent’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Fertile Crescent’ শব্দের অর্থ উর্বর অর্ধচন্দ্ৰিকা।

৪২. ‘স্পার্টা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘স্পার্টা’ শব্দের অর্থ কর্ষিত বা বোনা জমি

৪৩. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
উত্তর : মিশরীয়দের লিখন পদ্ধতির নাম ‘হায়ারোগ্লিফিক’ ।

৪৪. সভ্যতার কোন ক্ষেত্রে হিব্রুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন?
উত্তর : সভ্যতার ‘একেশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে’ হিব্রুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ।

৪৫. ‘হাম্মুরাবি’ কোন দেশের শাসক ছিলেন?
উত্তর : ‘হাম্মুরাবি’ মেসোপটেমীয়ায় ব্যাবিলনীয় সভ্যতার শাসক ছিলেন।

৪৬. ‘ইলিয়ড ও ওডেসি” মহাকাব্যদ্বয়ের লেখক কে?
উত্তর : ‘ইলিয়ড ও ওডেসি’ মহাকাব্যদ্বয়ের লেখক গ্রিক কবি হোমার।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

History of Ancient Civilization Honors 2nd Year Suggestion PDF 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য কী?
২. প্রস্তর যুগ কাকে বলে? এ যুগ কয় ভাগে বিভক্ত?
৩. নগর বিপ্লব বলতে কি বুঝ?
৪. হেলেনীয় সভ্যতা বলতে কি বুঝ?
৫. হাম্বুরাবির আইন সংহিতার দুটি বৈশিষ্ট্য আলোচনা কর।

Advertisement 2

৬. কনফুসিয়াসের দর্শনতত্ত্ব আলোচনা কর।
৭. পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন?
৮. রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো কী কী?
৯. সভ্যতার ও সংস্কৃতির বৈশিষ্ট্য লেখ।
১০. নগর বিপ্লব বলতে কী বুঝ?

১১. প্যাপিরাস কী?
১২. পিরামিড কী?
১৩. মানব সভ্যতায় সুমেরীয়দের অবদান সংক্ষেপে লিখ।
১৪. হেলেনীয় সভ্যতা বলতে কী বুঝ?

১৫. পিকিং মানুষের বর্ণনা দাও?
১৬. রোমান সাম্রাজ্যের পতনের চারটি কারণ লেখ।
১৭. কনফুসিয়াস কে ছিলেন?
১৮. সভ্যতার সংজ্ঞা দাও।

১৯. সংক্ষেপে এসেরীয়দের সামরিকবাদের বর্ণনা কর।
২০. কোড অব ডুঙ্গি কি? ব্যাখ্যা কর।
২১. হিব্রু ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২২.“কোড অব ডুঙ্গী” কী ব্যাখ্যা কর।

২৩. পেরিক্লিসের যুগকে “স্বর্ণযুগ” বলা হয় কেন?
২৪. রোমান সাম্রাজ্যের পতনের ৪ টি কারণ লিখ।
২৫. নগর বিপ্লবের ৩টি বৈশিষ্ট্য লিখ।

২৬. “মিশর নীল নদের দান” উক্তিটি ব্যাখ্যা কর।
২৭. স্পার্টা নগরের বৈশিষ্ট্য লিখ।
২৮. ফিনিশীয়দের বাণিজ্যিক ব্যবস্থার বিবরণ দাও।

Honors 2nd Year History of Ancient Civilization Suggestion 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. নবোপলীয় বিপ্লব বলতে কি বুঝায়? নবোপলীয় যুগে মানুষের কৃতিত্বসমূহ পর্যালোচনা কর।
২.‘মিশরকে নীলনদের দান বলা হয়’- ব্যাখ্যা কর।
৩. সুমেরীয়দের পদ্ধতি বর্ণনা কর।
৪.মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান মূল্যায়ন কর।
৫. জরথুস্ত্রবাদ বলতে কি বুঝ? জরথুস্ত্রবাদের বৈশিষ্ট্যগুলো লিখ।

৬. শাহ আমলে চীনে শিল্পকর্মের বিবরণ দাও।
৭. তোম প্রজাতন্ত্রে প্যাট্রিসিয়ান ও প্রেবিয়ানদের মধ্যে শ্রেণিদ্বন্দ্ব বিশ্লেষণ কর।
৮. আইনের ক্ষেত্রে তোমানদের অবদান আলোচনা কর।

৯. নবোপলীয় বিপ্লব বলতে কী বুঝ? মানব সভ্যতা বিকাশে নবোপলীয় যুগের অবদান আলোচনা কর।
১০. হাম্বুরাবির আইন সংহিতার সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে ব্যাবিলনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কীরূপ পাওয়া যায়?
১১. হাম্মুরাবীর আইন সংহিতার বর্ণনা দাও।
১২. ইতিহাস, দর্শন ও বিজ্ঞানে প্রাচীন গ্রীকদের অবদান আলোচনা কর ।

১৩. এথেনীয় গণতন্ত্রের বিকাশ আলোচনা কর।
১৪. কনফুসিয়াস মতবাদ কী? চৈনিক সভ্যতায় এর প্রভাব কী ছিল?
১৫. ইতিহাস, দর্শন ও বিজ্ঞানে গ্রিকদের অবদান বর্ণনা কর।
১৬. আইনের ক্ষেত্রে রোমানদের অবদান আলোচনা কর।

১৭. নবোপলীয় বিপ্লব কি? মানব সভ্যতা বিকাশে পরোপলীয় যুগের অবদান আলোচনা কর।
১৮. নগর বিপ্লবের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।

১৯. মানব সভ্যতায় মিশরীয়দের অবদান আলোচনা কর।
২০. হাম্মুরাবীর আইন সংহিতার সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে ব্যাবিলনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কী রুপ চিত্র পাওয়া যায়?

২১. কনফুসিয়াস মতবাদ কি? চৈনিক সভ্যতার এর প্রভাব কি ছিল?
২২. স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে মিশরীয়দের অবদান আলোচনা কর।
২৩. সভ্যতার উৎপত্তি ও পতন সম্পর্কে টয়েনবির মতবাদ আলোচনা কর ।
২৪. পুরোপলীয় যুগ বলতে কী বোঝায়? এ যুগের বৈশিষ্ট্যসমূহ লিখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ক বিভাগ

  • ইলিয়ট ও ওডিসি মহাকাব্যদ্বয়ের লেখক কে ছিলেন?
  • হাম্মুরাবি কোন দেশের শাসক ছিলেন?
  • সভ্যতার কোন ক্ষেত্রে হিব্রুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
  • মিশরীয়দের লিখন পদ্ধতির নাম লিখুন।
  • স্পার্টা শব্দের অর্থ কি?
  • ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
  • প্রথম শূন্য ব্যবহার করেন কারা?
  • প্রতিবন্ধকতা এবং মোকাবেলা তত্ত্বটি প্রদান করেন কে?
  • গিল গামেশ কি?
  • তাওবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  • কোন নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে?
  • হিব্রু শব্দের অর্থ কি?
  • সুমেরীয় লিখন পদ্ধতির নাম লিখুন।
  • লিপ ইয়ার প্রথম কারা ব্যবহার করেন?
  • প্রাচীন মিশরীয় রাজাদেরকে কি বলা হত?
  • সাইরাস কে ছিল?
  • কৃষি আবিষ্কার হয় কোন যুগে?
  • ইলিয়ট এবং ওডিসি রচনা করেন কে?
  • হোমার কে ছিলেন?
  • হেলেনিস্টিক সভ্যতা কোথায় গড়ে ওঠে?
  • বর্ণমালা আবিষ্কার করেন কে?
  • সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে?
  • প্রাচীন মিশরের রাজাদের উপাধি কি ছিল?
  • নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  • কোন ল্যাটিন শব্দ থেকে civilization শব্দ উৎপত্তি হয়েছে?
  • কাদের নব্য ব্যাবিলনীয় বলা হয়ে থাকেন?
  • কাদের ইতিহাস শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়?
  • কারা চান্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেছিলেন?
  • আধুনিক নগর সভ্যতার উপর ভিত্তি করে কোন যুগ গড়ে ওঠে?
  • জুলিয়াস সিজার ছিলেন কে?
Honors History of Ancient Civilization Suggestion 2024

খ বিভাগ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন

  • ফিনিশীয়দের বাণিজ্যিক ব্যবস্থার বর্ণনা দিন।
  • স্পার্টা নগরের বৈশিষ্ট্য লিখুন।
  • ‘মিশর নীলনদের দান” উক্তিটি ব্যাখ্যা করুন।
  • নগর বিপ্লবের তিনটি বৈশিষ্ট্য লিখুন।
  • রোমান সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখুন।
  • “কোড অফ ডুঙ্গি” কি ব্যাখ্যা করুন।
  • হিব্রু ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দিন।
  • সংক্ষিপ্তে এসেরীয়দের সামরিকবাদের বর্ণনা দিন।
  • সভ্যতার সংজ্ঞা দিন।
  • কনফুসিয়াস ছিলেন কে?
  • রোমান সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখুন।
  • পিকিং মানুষের বর্ণনা দিন।
  • হেলেনীয় সভ্যতা বলতে কি বুঝেন?
  • মানব সভ্যতার সুমেরীয় অবদান সংক্ষেপে লিখুন।
  • পিরামিড কি?
  • প্যাপিরাস বলতে কি বুঝেন?
  • নগর বিপ্লব কাকে বলে?
  • সভ্যতা এবং সংস্কৃতির বৈশিষ্ট্য লিখুন।
  • রোমান সাম্রাজ্যের পতনের কারণ গুলো লিখুন।
  • কনফুসিয়াদের দর্শন তত্ত্বটি আলোচনা করুন।
  • হাম বুরাবির আইন সংহিতার দুটি বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • হেলেনীয় সভ্যতা বলতে কি বোঝানো হয়।
  • নগর বিপ্লব কাকে বলে?
  • সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখুন।
  • প্রস্তর যুগ কাকে বলে এবং কয় ভাগে এটি বিভক্ত করা হয়েছে।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের প্রাচীন সভ্যতার ইতিহাস পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন

গ বিভাগ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন

  • পুরোপলিয় যুগ বলতে কি বোঝানো হয় এবং এদের বৈশিষ্ট্য লিখুন।
  • সভ্যতার উৎপত্তি এবং পতনের সম্পর্কে টয়েনবির মতবাদ আলোচনা করুন।
  • স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পে মিশরীয়দের অবদান আলোচনা করুন।
  • কনফুসিয়াস মতবাদ কি? চৈনিক সভ্যতার প্রভাব কি ছিল?
  • মানব সভ্যতায় মিশরীয়দের অবদান আলোচনা করুন।
  • নগর বিপ্লবের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • নবপোলীয় বিপ্লব কি? মানব সভ্যতা বিকাশে পুরোপলিয় যুগের অবদান আলোচনা করুন।
  • ইতিহাস, দর্শন এবং বিজ্ঞানে গ্রীকদের অবদান বর্ণনা করুন।
  • এথেনীয় গণতন্ত্রের বিকাশ আলোচনা করুন।
  • হাম্মু রাবির আইন সংহিতার বর্ণনাতে।
  • নবপোলীয় বিপ্লব বলতে কি বুঝেন এবং মানব সভ্যতা বিকাশে নবপোলীয় যুগের অবদান আলোচনা করুন।
  • আইনের ক্ষেত্রে তোমানদের অবদান আলোচনা করুন।
  • উত্তম প্রজাতন্ত্রে প্যাট্রিসিয়ান ও প্রেবিয়ানদের মধ্যে বিশ্লেষণ করুন।
  • শাহ আমলে চীনের শিল্পকর্মের বিবরণ দিন।
  • সুমেরীয়দের পদ্ধতি বর্ণনা করুন।
  • মিশরীয়কে নীলনদের দান বলা হয় কেন?
  • নবপোলীয় বিপ্লব বলতে কি বোঝেন? নবপোলীয় যুগে মানুষের কৃতিত্বসমূহ পর্যালোচনা করুন।

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors History of Ancient Civilization Suggestion 2024,প্রাচীন সভ্যতার ইতিহাস চূড়ান্ত সাজেশন 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment