Google Adsense Ads
বহু নির্বাচনী প্রশ্ন নবম অধ্যায় রেওয়ামিল
১। রেওয়ামিল হিসাবচক্রের কত তম ধাপ?
ক) ৩য় খ) ৪র্থ গ) ৫ম ঘ) ৬ষ্ঠ
২। অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি?
ক) ৪টি খ) ৫টি গ) ৭টি ঘ) ১০টি
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান একটি বিভাগীয় খুচরা বিপণির মালিক। তিনি ২০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করে তা ক্রয় হিসাবে ডেবিট করেন।
৩। জনাব হাসান কোন ধরনের ভুল করেন?
ক) বাদ পড়ার ভুল খ) নীতিগত ভুল গ) কারণিক ভুল ঘ) পরিপূরক ভুল
৪। জনাব হাসানের ভুল করার কারণ—
i. হিসাববিজ্ঞানের জ্ঞানের অভাব
ii. চলমান প্রতিষ্ঠান নীতি লঙ্ঘন
iii. রেওয়ামিল মিলকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?
ক) শিক্ষানবিশ ভাতা খ) শিক্ষানবিশ সেলামি
গ) বীমা সেলামি ঘ) খাজনা ও কর
৬। প্রকৃতপক্ষে রেওয়ামিল কী?
ক) পরিপূর্ণ হিসাব খ) একটি তালিকা
গ) লেনদেনের বিবরণী ঘ) লেনদেনের ব্যাখ্যা
৭। রেওয়ামিল তৈরির মুখ্য উদ্দেশ্য কী?
ক) গাণিতিক শুদ্ধতা যাচাই খ) মোট লাভ নির্ণয়
গ) নিট লাভ নির্ণয় ঘ) আর্থিক বিবরণী প্রস্তুত
৮ । কোনটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে?
ক) সম্ভাব্য সম্পদ
খ) সম্ভাব্য দায়
গ) সমাপনী মজুদ পণ্য ঘ) উপভাড়া
৯। দালানকোঠা ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করা হলো; এটি কোন ধরনের ভুল?
ক) বাদ পড়ার ভুল খ) লেখার ভুল
গ) নীতিগত ভুল
ঘ) পরিপূরক ভুল
১০। অনিশ্চিত হিসাব রেওয়ামিলে—
i. ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে
ii. সাময়িকভাবে খোলা হয়
iii. ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ঘ) iii
১১। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সুবিধার্থে কোনটি প্রস্তুত করা?
ক) জাবেদা
খ) সমাপনী দাখিলা
গ) রেওয়ামিল
ঘ) নগদান বই
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১২। রেওয়ামিলে অনিশ্চিত হিসাব কী নির্দেশ করে?
ক) ডেবিট উদ্বৃত্ত
খ) ক্রেডিট উদ্বৃত্ত
গ) ডেবিট ও ক্রেডিটের পার্থক্য
ঘ) কোনোটিই নয়
১৩। খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুত করাকে কী বলে?
ক) স্থানান্তরকরণ
খ) সংক্ষিপ্তকরণ
গ) ধারাবাহিকতা
ঘ) হিসাবচক্র
১৪। রেওয়ামিল প্রস্তুতের জন্য জেরের উৎস হলো—
i. জাবেদা ii. খতিয়ান
iii. নগদান বই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
ক) শুদ্ধতা খ) নির্ভুলতা
গ) ভুল ঘ) অনিশ্চয়তা
১৬। নিচের কোন হিসাবটির উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে লেখা হয়?
ক) দেনা খ) পাওনা
গ) বন্ধকী ঋণ
ঘ) উপভাড়া
১৭। রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে কোনটি?
ক) ব্যাংক জমাতিরিক্ত খ) ব্যাংক জমার উদ্বৃত্ত
গ) বিনিয়োগ
ঘ) যন্ত্রপাতি
১৮। রেওয়ামিল প্রস্তুত করা হয় কখন?
ক) খতিয়ানের পূর্বে খ) খতিয়ানের পরে
গ) জাবেদার পরে
ঘ) জাবেদার পূর্বে
১৯। সাধারণত রেওয়ামিলে আসে না—
i. সম্ভাব্য দায় ও সম্পদ
ii. সমাপনী মজুদ পণ্য
iii. প্রারম্ভিক ব্যাংক জমা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
ক) সমাপনী মজুদ খ) প্রারম্ভিক মজুদ
গ) প্রারম্ভিক হাতে নগদ ঘ) প্রারম্ভিক ব্যাংক জমা
২১। প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে কী হবে?
ক) ডেবিট খ) ক্রেডিট
গ) উভয় দিকে
ঘ) কোনোটিই নয়
২২। কারণিক ভুল কত প্রকার?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
২৩। কোনো লেনদেন হিসাবে লিপিবদ্ধ না হলে তাকে কী বলে?
Google Adsense Ads
ক) নীতিগত ভুল খ) বাদ পড়ার ভুল
গ) পরিপূরক ভুল
ঘ) লেখার ভুল
২৪। অনিশ্চিত হিসাব একটি—
ক) স্থায়ী হিসাব
খ) সঞ্চিতি হিসাব
গ) বিবিধ হিসাব
ঘ) সাময়িক হিসাব
২৫। কয় ধরনের ভুল রেওয়ামিলে ধরা পড়ে?
ক) ৬ খ) ৭
গ) ৮ ঘ) ৯
২৬। রেওয়ামিলের মূল কাজ কী?
ক) গাণিতিক শুদ্ধতা যাচাই খ) ভুল নির্ণয়
গ) ভুল ঠেকানো
ঘ) সংক্ষিপ্তকরণ
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. গ ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ক।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩
- এসএসসি ভূগোল ও পরিবেশ স্পেশাল সাজেশন ২০২৩ , ssc geography suggestion (pdf) 2023, এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন (pdf) ২০২৩, এসএসসি ভূগোল ও পরিবেশ সংক্ষিপ্ত সাজেশন ২০২৩
- এসএসসি ব্যবসায় উদ্যোগ স্পেশাল সাজেশন ২০২৩ , ssc business entrepreneur suggestion (pdf) 2023, এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন (pdf) ২০২৩, এসএসসি ব্যবসায় উদ্যোগ সংক্ষিপ্ত সাজেশন ২০২৩
Google Adsense Ads