৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর গণিত কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান উত্তর সমূহ ২০২১

Google Adsense Ads

২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গণিত

 তিনটি সংখ্যা ২৮, ৪৮ ও ৭২

  • (ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর।
  • (খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর।
  • (গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর।
  • (ঘ) ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যনতম সাধারণ গুণিতক নির্ণয় কর।
  • (ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।

উত্তর : লিংক

৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: কৃষি শিক্ষা

ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আবদুর রহিম নিজ বাড়িতে ২টি গাভী , ১টি ষাঁড় , ২০টি হাঁস ও ২০টি মুরগি পালন করেন । এ ছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি , ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন । তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন । তুমি কী মনে কর মানুষের মৌলিক চাহিদাগুলোর সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব ? যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন কর।

উত্তর : লিংক

৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান

  1. তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
  2. নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ কর।
    শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস

  • আনুষ্ঠানিক স্থান
  • অনানুষ্ঠানিক স্থান
  • কাজের স্থান

উত্তর : লিংক

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment